View Full Version : লট/ভলিউম কি??
sumon72
2016-10-19, 12:12 PM
লট ব্যাপারটি অনেক সহজ। ফরেক্স মার্কেটে আমরা প্রতি পিপস মুভমেন্টে লাভ করতে পারি। অর্থাৎ প্রাইস ১.১৭১০ থেকে ১.১৭২০ এ গেলে আমাদের ১০ পিপস লাভ বা লস হবে। লট/ভলিউমের মাধ্যমে আমরা নির্ধারণ করে দিবো যে প্রতি পিপস আমাদের অনুকূলে বা প্রতিকূলে গেলে আমাদের কি পরিমান লাভ বা লস হবে।
লটের ব্যপারটা আমি আরএকটু সহজ করে বলছি। লট বা ভলিউম হলো মানি ম্যানেজম্যান্টের একটি অংশ। ধরুন আপনি ইনস্টাফরেক্সে ১.০০ লটে বা ভলিউম দিয়ে একটি ট্রেড ওপেন করলেন। এখন মার্কেট প্রাইস আপনার অনুকূলে গেলে প্রতি পিপে লাভ হবে ১.০০ ডলার।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2026 vBulletin Solutions, Inc. All rights reserved.