PDA

View Full Version : Rsi+ma একসঙ্গে



মুন্না
2014-02-28, 05:56 PM
আমি মনে করি moving average জানা সবার জন্য জরুরী । তাই আপনাদের জন্য এটা ।

abdul kader
2014-03-02, 12:10 PM
indicator: exponential moving Average (3 ema & 24 ema)
কি *াবে indicator সেট করবেনঃ প্রথমে indicator>trend>moving average এ যান। তারপরে parameters এ ক্লিক করুন। preiod দিন 3। Ma method দিন exponential। apply to দিন ক্লোজ। স্টাইল আপনার পসন্দ অনুসারে দিন। shift 0 থাকবে। তারপরে ok দিয়ে, বের হয়ে আসুন।
আবার ndicator>trend>moving average এ যান। সব কিছু আগে এর মতো থাকবে, শুদু preiod দিন ২৪ & style এ অন্য কালার দিন। ok দিয়ে , বের হয়ে আসুন।
buy এন্ট্রি এর নিয়মঃ যখন 3 ema,24 ema কে নিছ থেকে ক্রস করে উপরে জাবে,তখন ঐ candle ক্লোজ হওয়ার পরে,পরের candle এর শুরুতে এন্ট্রি দিতে হবে।
sell এন্ট্রি এর নিয়মঃ 3 ema যদি 24 ema কে উপর থেকে ক্রস করে নিচে জায়,তখন ঐ candle ক্লোজ হওয়ার পর। পরের candle এর শুরুতে এন্ট্রি দিতে হবে।

Seema
2014-03-02, 01:48 PM
আপনি জিনিষ কিভাবে হবে সম্পর্কে আপনাকে জানতে হবে যে জিনিস সম্পর্কে জানতে জন্য জিনিস হবে সে বিষয়ে জানতে হবে. কিছু জিনিস এছাড়াও এটি সম্পর্কে এছাড়াও জিনিস সম্পর্কে জানতে তাদের নিজস্ব সময় প্রয়োজন.

fh.ratul
2014-11-11, 12:04 AM
আমারো খুব ভাল লাগে এই ইন্ডিকেটর গুলা ব্যবহার কোরতে । আমি সবসময় চার্ট এ এই ইন্ডিকেটর গুলা ব্যবহার করি । যা অনেক সুবিধা দেয় ।

ahmed
2015-01-17, 04:08 PM
মুভিং এবারেজ মার্কেটের একটি সামগ্রিক চিত্র তলে ধরে।অনেকে শুধু মুভিং এবারেজ দিয়ে সফলতার সাথে ট্রেড করে যাচ্ছে।যদিও আমি macd এবং rsi দিয়ে ট্রেড করি,তারপরও বলতে পারি মুভিং এবারেজ একটি ভাল ইন্ডিকেটর যা নতুনদের অনেক কাজে আসবে।

shuvo2014
2015-02-15, 05:42 PM
আপনাকে অশংখ্য ধন্যবাদ। এরকন কিছু উপস্থাপন করার জন্য।

ahsan
2015-04-07, 11:59 AM
মুভিং এভারেজ ফরেক্স মার্কেটে বহুল ব্যবহৃত একটি ইন্ডিকেটর যা মার্কেটের ডায়নামিক সাপোর্ট/রেসির্স্ট্যান্স হিসেবে কাজ করে। এবং মার্কেটের আপট্র্রেন্ড, ডাউনট্রেন্ড এবং সাইডওয়ে ট্রেন্ড ও নির্দেশ করে থাকে। এক্ষেত্রে ema-20/sma-50/ ema-100/ema-200, খুব তাৎপর্যপূর্ন।

Aunik
2015-09-01, 09:04 AM
[QUOTE=মুন্না;22199]আমি মনে করি moving average জানা সবার জন্য জরুরী । তাই আপনাদের জন্য এটা ।[/QUOথাকে।ম

মুভিং এভারেজ ইন্ডিকেটরটি সব ট্রেডিং প্লাটফর্ম এ ইন্সটল করা থাকে । এটি শুধু উইনডোতে যোগ করে নিলেই হবে । তারপরও আপনি এত কষ্ট করে আপনার এখানে এটাচ করার কোন দরকার ছিল না । তারপরো আপনাকে অনেক ধন্যবাদ । আর নতুন কিছু পেলে অবস্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না । সফল হতে হলে অনেক কিছুই জানতে হবে ।

mlbasumata
2015-10-23, 11:32 PM
যে পোস্ট করেছেন এবং যারা এর পক্ষে বা ব্যবহার সমবন্ধে লিখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অদূর ভবিষ্যতে আমিও কিছু এরকম পোস্ট দিব।

HasanXM
2015-11-16, 12:47 PM
মূলত Relative Strength Index, অথবা RSI, ইন্ডিকেটরটি stochastic এর মতই একটি ইন্ডিকেটর যা মার্কেটের overbought বা oversold অবস্থা নির্দেশ করে। RSI এ ০ থেকে ১০০ পর্যন্ত স্কেল রয়েছে। ৩০ এর নিচে রিডিং oversold নির্দেশ করে, এবং ৭০ এর ওপর রিডিং overbought নির্দেশ করে। এবং মুভিং এভারেজ একটি ইন্ডিকেটর যা মার্কেটের সাপোর্ট/রেসির্স্ট্যান্স হিসেবে কাজ করে।

HKProduction
2015-12-17, 01:03 PM
মোভিং এভারেজ আমাদের ট্রেডের জন্য খুবই ভাল। আমি এটা ব্যবহার করি না। আমি ব্যান্ড ব্যবহার করি । বোলিঙ্গার ব্যান্ডের মধ্যরেখাকে আমি মোভিং এভারেজ ধরে ট্রেড করি । এতে আমার মার্কেট বুঝতে কোন অসুবিধা হয় না। ইন্ডিকেটর আমাদের ট্রেডের জন্য খুবই দরকারী।

MotinFX
2015-12-21, 10:54 AM
আমার মোবিং এভারেজ সম্পর্কে জানা ছিলনা আপনার লিখার মাধ্যমে সঠিক ভাবে জানতে পারলাম। মোবিং এভারেজ দিয়ে কিভাবে ট্রেড সেদিকটা উল্লেখ করেন নি।

HKProduction
2015-12-28, 04:08 PM
ফরেক্স ট্রেডারের কাছে মোভিং এভারেজ খুবই গুরুত্বপূর্ণ। অনেকে মোভিং এভারেজের আপ এবং ডাউন ক্যালকুলেশন করে ট্রেড করেন এটি অনেক সময় বেশ ফল দেয়। তবে সব সময় 70/30 হিসেব করে ট্রেড করাটাই ভাল। যারা 100/100 ধরে ট্রেড করে তারা সব সময় লস করে।

Marufa
2015-12-28, 06:09 PM
আরএসআই এবং এমআই ইন্ডিকেটর ব্যবহার করার আগে আপনাকে এর ডিফল্ট সেটিংস টা কিছুটা পরিবর্তন করে নিতে পারলে আরও ভাল ফলাফল পাবেন বলে আমি আশা করি । তবে দুটো ইন্ডিকেটরেই অনেক ভাল ইন্ডিকেটর ।

yasir arafat
2016-04-05, 01:47 PM
এই ইন্ডিকেটরটা একটু মডিফাই করে নিলে খুব ভাল ফলাফল দেয়।আথাত্* আপনি সেটিংস অপশনে গিয়ে প্রয়োজনী সেটিংস পরিবর্তন করতে পারেন।আর ইন্ডিকেটরটি আমার প্রিয় ইন্ডিকেটরের মধ্যে একটি ।কারন এর মাধ্যমে মার্কেট সহজেই বুঝা যায় এবং এভারেজ নির্নয় করা সহজ হয়।

fatema begum
2016-08-01, 12:56 AM
এত কষ্ট না করে macd ইন্ডিকেটরটা ব্যবহার করাটা আমাদের জন্য আমি ভাল মনে করছি ।কারণ এই দুটি ইন্ডিকেটরের একসাথে কাজ এই ইন্ডিকেটরে সহজে পাফেন এবং তা বুঝতে অনেক সোজা।সুতরাং আমরা এম এ সিডি ব্যবহার করতে পারলে সেটা আমাদের জন্য ভাল হবে।আর এটাই বেস্ট।