Log in

View Full Version : কিভাবে পিভট পয়েন্ট হিসাব করা হয়ঃ



মুন্না
2014-02-28, 06:04 PM
পিভট পয়েন্টের ক্ষেত্রেঃ
• High = গতকাল প্রাইস সর্বোচ্চ যে প্রাইসে গিয়েছে
• Low = গতকাল প্রাইস সর্বনিম্ন যে প্রাইসে গিয়েছে
• Close = গতকাল মার্কেট যে প্রাইসে ক্লোজ হয়েছে
ক্যালকুলেশনঃ

R3 = High + 2 x (PP – Low)
R2 = PP + (High – Low) = PP + (R1 – S1)
R1 = (PP x 2) – Low
PP = (High + Low + Close) / 3
S1 = (PP x 2) – High
S2 = PP – (High – Low) = PP – (R1 – S1)
S3 = Low – 2 x (High – PP)

fxmamun
2014-03-11, 09:50 PM
Daliy pivot Regiter dekte hole onke gornona korte hoy tate onke boreing hoye jete hoy jode MQL coding kora jeto tahole anek valo hoto

mamun4earn
2014-03-11, 11:15 PM
ফরেক্স বিজনেসে বাই-সেল সিগন্যাল নির্ধারণ করার জন্য পিভট পয়েন্ট ফরেক্সে অনেক জনপ্রিয় একটি মেথড।রিভার্সাল পয়েন্ট (যেখানে গিয়ে প্রাইস বিপরীত দিকে ফিরে আসে চিহ্নিত করার জন্য।ট্রেডাররা পিভট পয়েন্ট ব্যাপকভাবে ব্যবহার করে।পিভট পয়েন্টে চার্টটিকে কয়েকটি সেকশনে ভাগ করা হয়।মাঝের পয়েন্টটি হল পিভট পয়েন্ট (pp)।পিভট পয়েন্টের ওপরে প্রাইস থাকলে মার্কেট বুল্লিশ (মার্কেটের গতিবিধি ঊর্ধ্বমুখী) এবং পিভট পয়েন্টের নিচে প্রাইস থাকলে মার্কেট বিয়ারিশ (মার্কেটের গতিবিধি নিম্নমুখী)।r1, r2 এবং r3 হল রেসিসট্যান্স লেভেল এবং পিভট পয়েন্টের (pp) অপরে থাকে।s1, s2 এবং s3 হল সাপোর্ট লেভেল এবং পিভট পয়েন্টের (pp) নিচে থাকে।

jesmin36
2014-08-06, 09:28 PM
পিভট পয়েন্টের হিসাবটা এখন অনেকটাই সহজ মনে হচ্ছে। আগে পিভট পয়েন্টের হিসাবটা খুবই জটিল ছিল।

mdeamran112
2014-10-05, 11:35 AM
ধন্য বাদ এই পোষ্টা দেওয়ার জন্য, আমি ফরেক্স এই খোজ রাম অনেক দিন.....

fh.ratul
2014-11-07, 10:00 PM
আমি নিজেও পিভোট কলাম বাবহার করি কারন এতা আমার ঝুকি অনেক কমিয়ে দেয়। আপনারা এটা বুঝে ব্যাবহার করেন ভাল জকাজে দিবে ।

NaimurRahman
2015-02-22, 11:56 PM
পিভট পয়েন্ট হচ্ছে, high+low+close/3. মানে আপনি দৈনিক পিভট বের করবেন ? তাহলে ঐ দিনের সবচাইতে হাই, সবচাইতে লো যোগ করবেন আর তার সাথে ঐ দিনের ক্লোজ প্রাইজ যোগ করেবেন। মানে আজ ২৪ টায়(GMT-00) যেখানে মার্কেট শেষ হবে। এইতিনটা কে যোগ করে তিন দিয়ে ভাগ দিবেন তাহলেই পিভট পয়েন্ট বের হয়ে যাবে ঐ দিনের। এভাবে সাপ্তাহিক, মাসিক পিভট ও বের করতে পারেন। আর এটা SUPORT-RESISTANCE হিসেবে কাজ করবে। ভাল লাগলে Thanks দিতে ভুলবেন না কিন্তু।

shihab
2015-06-13, 03:15 PM
পিভট বিষয়টাতে আমি খুবি দুর্বল, কারন আমি যে ট্রেড পদ্ধতি অনুশরন করি তার মদ্দে পিভট এর ব্যাবহার নেই তবে আমার এক বন্ধু পিভট নিয়ে বেশ কিছু গুরুত্ত পূর্ণ তথ্য দিলো, তাই আমি ভাবছি এটা নিয়ে একতু চিন্তা করতে।

shuvo01
2015-06-13, 05:06 PM
পিভট পয়েন এর হিসাব টা অনেক জটিল মনে হত এখন আমার কাজে পিভট পয়েন টের হিসাব টা কিছুই মনে হয় নাে এর কাজ গুলো আমি অনেক দিন ধরে খুঁজ ছিলাম কিন্তু এই ফরেক্স এর অন্যনো কাজ গুলো দেখে আমি শিখতে পারছি। কিন্তু এই পিভট এর হিসাব টা অনেক শিখতে পারেি এভাবে সাপ্তাহিক হিসবা টা বের করতে পার্।

RichMahfuz
2015-07-03, 11:48 AM
কাল্কুলেশন টা আমার জানা ছিলনা, আপানার কাছ তেকে জানতে পারলাম তাই আপনাকে অনেক ধন্যবাদ। এ ধরুনের টেকনিক শেয়ার করবেন তাহলে আমরা যারা নতুন তাদের জন্য অনেক উপকার হবে। পিভট পয়েন্ট বের করতে পারলে সাপোর্ট ও রেজিস্টেন্ট লেভেল সম্পর্কে অনেক ভাল ধারনা পাওয়া যায়। যা ট্রেডিং এর জন্য অনেক বেশি কার্যকর। যদিও মার্কেট সম্পূর্ণ এই এনালাইসিস এর উপর চলেনা, তারপর ও কিছু সংকেত প্রদান করে।

shuvo2014
2015-07-07, 12:15 AM
পিভট পয়েন্টের ক্ষেত্রেঃ
• High = গতকাল প্রাইস সর্বোচ্চ যে প্রাইসে গিয়েছে
• Low = গতকাল প্রাইস সর্বনিম্ন যে প্রাইসে গিয়েছে
• Close = গতকাল মার্কেট যে প্রাইসে ক্লোজ হয়েছে
ক্যালকুলেশনঃ

R3 = High + 2 x (PP – Low)
R2 = PP + (High – Low) = PP + (R1 – S1)
R1 = (PP x 2) – Low
PP = (High + Low + Close) / 3
S1 = (PP x 2) – High
S2 = PP – (High – Low) = PP – (R1 – S1)
S3 = Low – 2 x (High – PP)

আপনাকে খুবই ধন্যবাদ এরখন একটি পোস্ট দেওয়ার জন্য যা আমাকে খুবই অনুপ্রানিত করেছে। এমন কি যা ভবিষ্যতের সফলতার কারন হতে পারে।

samrat
2015-08-10, 03:30 PM
পিভট পয়েন্ট এর ক্ষেত্রে

R3 = High + 2 x (PP – Low)
R2 = PP + (High – Low) = PP + (R1 – S1)
R1 = (PP x 2) – Low
PP = (High + Low + Close) / 3
S1 = (PP x 2) – High
S2 = PP – (High – Low) = PP – (R1 – S1)
S3 = Low – 2 x (High – PP)

basaki
2016-01-28, 06:34 PM
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার আর এর জন্য আমি ফরেক্স মার্কেটের অনেক কিছুই জানি না আর না জানার কারনে আমাকে অনক কিছুই না জেনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয়।কিন্তু খুব কস্টের কথা বলতে কি আমি ফরেক্স ট্রেড করি মাত্র চয় মাস ধরে তাই পিপব পইন্ট কই তা আমি জানিনা।

Sahed
2016-07-29, 02:26 PM
ফরেক্স মার্কেটে পিভট পয়েন্ট নিঃসন্ধেহে একটি ভাল ইন্ডিকেটর । মার্কেটে অভিজ্ঞ ট্রেডাররা পিভট পয়েন্ট বের করে তারপর মার্কেটে ট্রেড করে । কারন এতে করে মার্কেট সম্পর্কে কিছুটা হলেও ধারনা পাওয়া যায যে মার্কেট কোথায় যেতে পারে । আর আপনি সেই অনুসারে আপনার ট্রেডটি নিতে পারবেন ।

Mamun13
2017-09-13, 10:18 PM
পিভট পয়েন্ট একটি টেকনিক্যাল এনালাইসিসের জন্য ব্যাবহৃত টুলস৷এক সপ্তাহের বা একদিনের একটি ক্লোজড ক্যান্ডেলের সর্বোচ্চ প্রাইস+সর্বোনিম্ন প্রাইস+ওপেন প্রাইস+ক্লোজ প্রাইস=যোগফলের তিন ভাগের প্রতি ভাগ হচ্ছে পিভট পয়েন্ট৷ঐ ক্যান্ডেলের কত ভাগ বুলিশ আর কত ভাগ বিয়ারিশ নিয়নত্রণে আছে তার একটা গড় হিসাব করাই হলো এই পিভট পয়েন্টের কাজ৷

FREEDOM
2020-08-23, 10:40 PM
āĻĒāĻŋāĻ­āϟ āĻĒā§Ÿā§‡āĻ¨ā§āϟ āĻšāĻšā§āϛ⧇, high+low+close/3. āĻŽāĻžāύ⧇ āφāĻĒāύāĻŋ āĻĻ⧈āύāĻŋāĻ• āĻĒāĻŋāĻ­āϟ āĻŦ⧇āϰ āĻ•āϰāĻŦ⧇āύ ? āϤāĻžāĻšāϞ⧇ āϐ āĻĻāĻŋāύ⧇āϰ āϏāĻŦāϚāĻžāχāϤ⧇ āĻšāĻžāχ, āϏāĻŦāϚāĻžāχāϤ⧇ āϞ⧋ āϝ⧋āĻ— āĻ•āϰāĻŦ⧇āύ āφāϰ āϤāĻžāϰ āϏāĻžāĻĨ⧇ āϐ āĻĻāĻŋāύ⧇āϰ āĻ•ā§āϞ⧋āϜ āĻĒā§āϰāĻžāχāϜ āϝ⧋āĻ— āĻ•āϰ⧇āĻŦ⧇āύāĨ¤ āĻŽāĻžāύ⧇ āφāϜ ⧍ā§Ē āϟāĻžā§Ÿ(GMT-00) āϝ⧇āĻ–āĻžāύ⧇ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āϟ āĻļ⧇āώ āĻšāĻŦ⧇āĨ¤ āĻāχāϤāĻŋāύāϟāĻž āϕ⧇ āϝ⧋āĻ— āĻ•āϰ⧇ āϤāĻŋāύ āĻĻāĻŋā§Ÿā§‡ āĻ­āĻžāĻ— āĻĻāĻŋāĻŦ⧇āύ āϤāĻžāĻšāϞ⧇āχ āĻĒāĻŋāĻ­āϟ āĻĒā§Ÿā§‡āĻ¨ā§āϟ āĻŦ⧇āϰ āĻšā§Ÿā§‡ āϝāĻžāĻŦ⧇ āϐ āĻĻāĻŋāύ⧇āϰāĨ¤ āĻāĻ­āĻžāĻŦ⧇ āϏāĻžāĻĒā§āϤāĻžāĻšāĻŋāĻ•, āĻŽāĻžāϏāĻŋāĻ• āĻĒāĻŋāĻ­āϟ āĻ“ āĻŦ⧇āϰ āĻ•āϰāϤ⧇ āĻĒāĻžāϰ⧇āύāĨ¤ āφāϰ āĻāϟāĻž SUPORT-RESISTANCE āĻšāĻŋāϏ⧇āĻŦ⧇ āĻ•āĻžāϜ āĻ•āϰāĻŦ⧇āĨ¤ āĻ­āĻžāϞ āϞāĻžāĻ—āϞ⧇ Thanks āĻĻāĻŋāϤ⧇ āϭ⧁āϞāĻŦ⧇āύ āύāĻž āĻ•āĻŋāĻ¨ā§āϤ⧁āĨ¤