PDA

View Full Version : ফরেক্স ট্রেড ও স্টক ব্যাবসার মধ্যে পারথক&#



khanf123
2014-03-01, 04:19 PM
আমার জানা মতে ফরেক্স ট্রেড ও স্টক ব্যাবসার মধ্যে অনেক পারথক্য আছে|যেমনঃ ফরেক্স ট্রেডে ডেমো একাউন্ট খোলা, কোনো ইনভেস্ট লাগে না, আরো অনেক সুবিধা আছে, স্টক ব্যাবসায় তার বিপরিত| আপনি কি মনে করেন?

Hamidur Rahman Jibon
2014-03-01, 04:28 PM
আমার জানা মতে ফরেক্স ট্রেড ও স্টক ব্যাবসার মধ্যে অনেক পারথক্য আছে|যেমনঃ ফরেক্স ট্রেডে ডেমো একাউন্ট খোলা, কোনো ইনভেস্ট লাগে না, আরো অনেক সুবিধা আছে, স্টক ব্যাবসায় তার বিপরিত|

mostafa
2014-03-03, 03:05 PM
ফরেক্স এবং স্টক মার্কেটের মধ্যে মূল পার্থক্য হল স্টক মর্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় করা হয় আর ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়। আর একটি মৌলিক পার্থক্য হল শেয়ারের দাম বাড়লে শেয়ার হোল্ডারগর লাভবান হন। কিন্তু ফরেক্স মার্কেটে দাম বড়লে এবং কমলে উভয় ক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন।

rimonbarua16
2014-03-30, 09:50 AM
ফরেক্স ট্রেড ও শেয়ার স্টক মূল পার্থক্য হল । শেয়ার বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা হয় আর ফরেক্স মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়।ফরেক্স সুবিধা হল ডেমো দিয়ে প্রাকটিস করা যাই। আর শেয়ার কোন ডেমো অ্যাকাউন্ট নাই প্রাকটিস করার। ফরেক্স মাত্র ৫ ডলার দিয়ে ট্রেড করা যাই আর শেয়ার ৫০০০ টাকার নিচে কোন শেয়ার নেই।

ovimani
2014-04-06, 04:27 PM
আমি মনে করি স্টক মাের্কট বলতে বিভিন্ন কম্পানির শেয়ার ক্রয়- বিক্রয় কে বুঝায় আর ফরেক্স ট্রেড বলতে মুদ্রার লেনদেন কে বুঝায়, স্টক মাের্কটের চেয়ে ফরেক্স ব্যাবসায় অনেক বেশি সুযোগ পাওয়া যায় এবং স্টক মাের্কটের চেয়ে ফরেক্স ট্রেড ব্যাবসায় বেশি লাভ ও করা যায়। ফরেক্স ট্রেড ব্যাবসায় বাই-সেল দুইটা করার সুযোগ আছে কিন্তু স্টক মাের্কটে এই সুযোগ নেই।

zazaki1982
2014-04-06, 07:11 PM
আর একটা বড় পার্থক্য হল যে স্টক মার্কেট সে দেশের সরকারী প্রতিষ্ঠান দারা কিছুটা হলেও নিওন্ত্রিত হয়। কিন্তু ফরেক্স মার্কেট কোন একক ব্যক্তি বা প্রতিষ্ঠান দারা নিওন্ত্রিত হয় না।

shuaib ali
2014-04-22, 11:40 AM
ফরেক্স বাই বা সেল দুটুই করা যায় ষ্টক মার্কেটে বাই দেওয়া যায় কিন্তু সেল করা যায় না। এটাই ফরেক্স ও ষ্টক মার্কেট এর পার্থক্য।

tuhintt
2014-07-05, 09:54 AM
শেয়ার বাজারে মূলত কোন কোম্পানির শেয়ার ক্রয় করা যায়। কিন্তু ফরেক্স বিজনেসে কোন মুদ্রা ক্রয় বিক্রয় উভয় করা যায়। এবং শেয়ার বাজারে অনেক সময় শোনা যায় বিভিন্ন কেলেঙ্কারীর কথা। কিন্তু আমি ফরেক্সে মার্কেটে এখনও শুনিনি কোন অনাকাঙ্খিত ঘটনা। কারন ফরেক্স কার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় না। আর যদি নিয়ন্ত্রিত হত তবে এতদিনে এ ব্যবসায় অনেক কেলেঙ্কারীর কথা অনেকেই শুনতে পেত। যেমন বাংলাদেশের শেয়ার বাজারে এখন অনেকেই প্রবেশ করতে ভয় পায়।

Asif Chowdhury
2014-08-15, 11:41 PM
স্টক বাবসায়ের মধ্যে আপনি বিভিন্য কোম্পানির শেয়ার কেনা বেচা করবেন আর ফরেক্স এ মূলত আমরা বিভিন্য দেশের অর্থের মূল্যের উপর টাকা বিনিয়োগ করে বাবসায় করি। স্টক মার্কেটে ডেমো ট্রেডের কোন সুযোগ নেই।
স্টক মার্কেটে প্রতারিত হওয়ার সুযোগ রয়েছে কিন্তু ফরেক্স মার্কেটে কোন জালিয়াতির সুযোগ নেই। ফরেক্স মার্কেটে ভালো বাবসা করা গেলে স্টক মার্কেট তুলনায় অধিক লাভ করা সম্ভব।

shuvo2014
2014-10-16, 02:27 AM
শুধু মাত্র ডেমো একাউন্ট খোলা-ই শেষ নয় এখানে প্রেক্টিস করার সুভিধা আছে যা স্টক থেকে আলাদা করার যোগ্য।

Ahmed Nesar
2014-10-18, 07:42 PM
ফরেক্স এবং স্টক ব্যবসার মধ্যে মৌলিক কোন পার্থক্য নেই। এই ব্যাবসা মূলতঃ স্টক ব্যাবসার নিটিং করার মত। এখানে ট্রেড অপারেটরদের জন্য মগ ট্রেডিং বা ডেমো ট্রেডিং এর ব্যবস্থা আছে।

fxover
2015-09-17, 12:55 AM
আমার জানা মতে ফরেক্স ট্রেড ও স্টক ব্যাবসার মধ্যে অনেক পারথক্য আছে|যেমনঃ ফরেক্স ট্রেডে ডেমো একাউন্ট খোলা, কোনো ইনভেস্ট লাগে না, আরো অনেক সুবিধা আছে, স্টক ব্যাবসায় তার বিপরিত| আপনি কি মনে করেন?

হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত । ফরেক্স ট্রেড ও স্টক ব্যাবসার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে । আমরা ফরেক্স ব্রোকার থেকে যে পরিমান লিভারেজ পাই তা স্টক মার্কেট থেকে পাই না । আর হ্যাঁ নিজেকে প্রস্তুত করে নেয়ার জন্য ডেমো একাউন্ট তো আছেই যা ফরেক্স এর অন্যতম সুবিধা গুলোর মধ্যে একটি ।

swadip chakma
2015-09-24, 01:44 AM
ফরেক্স ব্যবসা হচ্ছে সার বিশ্বব্যাপি আর স্টক মার্কেট বা শেয়ার বাজার হল শুদু নিজস্ব দেশের মধ্যে পরিচালিত হয়।এছাড়া ফরেক্স মার্কেট লেনদেন হয় হচ্ছে সকল দেশের কারেন্সি ,অন্যদিকে শেয়ার বাজারে লেনদেন হয় হচ্ছে পন্য কেনাবেচার উপর।ফরেক্স মার্কেট এ লস ঠেকানো যায় কিন্তু শেয়ার মার্কেট এ লস কখনও ঠেকানো যায় না।

Momen
2015-09-24, 02:59 PM
ফরেক্স এ আমরা ডেমো একাউন্টে ট্রেড করার সুবিধা পাচ্ছি যা স্টক মার্কেটে পাওয়া যাবে না।

AbuRaihan
2015-10-04, 10:25 PM
ফরেক্স মার্কেটের সাথে স্টক ব্যবসার কিছুটা মিল থাকেতে পারে তাই বলে এটাকে স্টক ব্যবসার সাথে তুলনা করা মানে আকশের সাথে পাতালের তুলনা করা । যদিও ফরেক্স এবং স্টক উভয় অর্থ লেনদেন ও বিনিয়োগ সম্পর্কিত ব্যবসা । কিন্ত এখানে ফরেক্স ব্যবসার গঠন এবং পরিচালনা পদ্ধতি স্টক ব্যবসা হতে সম্পূর্ণ ব্যাতিক্রম । ফরেক্স হল অনলাইনভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ।

basaki
2016-03-17, 03:52 PM
ফরেক্স ব্যবসা আর শিয়ার ব্যবসার মধ্য আমি মনে করি অনেক পার্থক্য বিদ্ধমান রয়েছে। ফরেক্স ব্যবসা নির্দিষ্টভাবে একটা সময় নিয়ে করতে হয় আর ফরেক্স ব্যবসা করতে হলে আপনি ছব্বিশ ঘন্টাই আপিনি করতে পারবেন। শিয়ার ব্যবসায় বাড়লে লাভ হয়ে থাকে আর ফরেক্স ব্যবসায় কমলেও লাভ হ্য।

abdulguffer
2016-03-20, 02:32 AM
ফরেক্স ট্রেড ও স্টক ব্যাবসার মধ্যে অনেক পার্থক্য রয়েছে যদিও এই ব্যবসা দুটি একই আদলের। ফরেক্স ট্রেডিং ঘরে বসে করা অনলাইনে করা যায়, যা স্টক ব্যবসায় সম্ভব নয় । অল্প মুলধন দিয়ে ফরেক্স আরম্ভ করা যায় কিন্তু স্টক মার্কেটে অনেক মুলধন লাগে। ফরেক্স এ দক্ষ হওয়ার জন্য ডেমো ট্রেড করা যায় যা স্টক এ সম্ভব নয়।

dwipFX
2016-05-19, 10:34 AM
ফরেক্স মার্কেট আর শেয়ার মার্কেট দুইটি ভিন্ন ট্রেডিং সিসটেম। ফরেক্স মার্কেট সারা বিশ্বের লোক ট্রেড করে থাকে আর শেয়ার বাজার একটি নির্দিস্ট দেশের মধ্যে লেন দেন হয়। ফরেক্স মার্কেট দ্বিমুখী ট্রেড করা যায় আর শেয়ার মার্কেটে এক মুখি ট্রেড করা যায়।ফরেক্স মার্কেটে লিভারেজ আছে আর শেয়ার মার্কেটে লিভারেজ নিলে সুদ দিতে হয়।

Sahed
2016-07-25, 04:59 PM
ফরেক্স *মার্কেট এবং স্টক ব্যবসায়ের মধ্যে অনেক পাথর্ক্য রয়েছে । ফরেক্স মার্কেটে আপনি সপ্তাহে ৫দিন এবং দিনে ২৪ ঘন্টাই ট্রেড করতে পারবেন যা স্টক মার্কেটে সম্ভব নয় । স্টক মার্কেটে আপনি কেবল পন্যের দাম বাড়লে লাভ করতে পারবেন কিন্ত ফরেক্স মার্কেটে দাম কমলে এবং বাড়লে দুইদিকেই লাভ করতে পারবেন ।

fatema begum
2016-07-31, 08:24 PM
ফরেক্স এবং স্টক মার্কেটের মধ্যে অনেক পার্থতক্য আছে।অপনি স্টক মার্কেটে শুধু শেয়ারের দাম বাড়লে আপনি প্রফিট করতে পারবেন।কিন্তু ফরেক্স মার্কেটে আপনি আনলিমিটেড বাই সেল দিয়ে আয় করতে পারবেন।অর্থাত্* প্রাইস বাড়ুক কিংবা কমুক তাতে কিছু আসে যায় না।এখানে উভয়ক্ষেত্রে ট্রেড করে আপনি প্রফিট করতে পারেন।সেজন্য আপনাকে মার্কেট ভাল করে বুঝতে হবে যাতে আপনি ভাল করে ট্রেড অ্যনালাইসিস করতে পারেন।

fardin222333
2016-08-03, 03:47 PM
ফরেক্স র্মাকেট আর ষ্টক র্মাকেট এক নয় একটু র্পাথাক্য আছে। ফরেক্স র্মাকেটে সেল এবং বাই দুই ভাবে লাভ করা যায়। আর ষ্টক র্মাকেটে শুধু বাই দেয়া যায়।

SHOYEB
2016-08-08, 08:41 AM
ফরেক্স মার্কেট এবং ষ্টক ব্যসার মধ্যে অনেক প্রার্থক্য যেমন ফরেক্স মার্কেটে বাই সেল টেক প্রফিট ষ্টপ লস বাই লিমিট সেল লিমিট বাই ষ্টপ সেল ষ্টপ আরো বিভিন্ন অপশন আছে কিন্তু স্টক মএর্কটে বাই সেল ছাড়া আর কিছু নাই।

md mehedi hasan
2016-11-30, 09:16 AM
ফরেক্স মার্কেট ও শেয়ার মার্কেট এর মধ্যে মূল পার্থক্য হল শেয়ার মার্কেটে শেয়ারের দাম বাড়লে লাভ কিন্তু শেয়ারের দাম কমলে লস হয়।অপর পক্ষে ফরেক্স মার্কেট দাম বাড়লেও লাভ হয় এবং দাম কমলেও লাভ হয়।

Mamun13
2017-11-08, 07:38 PM
স্টক ব্যাবসা প্রতিদিনই সীমিত একটা নির্দিষ্ট সময়ের জন্য ওপেন/ক্লোজ হয়ে থাকে৷এখানে কোনো আইটেম ক্রয় করার পর তার মূল্য বৃদ্ধি হলেই কেবল তা বিক্রয় করে প্রফিট নিতে পারবেন৷এখানে দক্ষতা অর্জনের জন্য আলাদা কোনো ডেমো প্র্যাকটিসের সুযোগ নাই৷আর এখানে প্রফিটেবল ট্রেডের জন্য কোনোও বিশেষ ট্রেডিং কৌশল শিখতে হয় না,কোনো পড়ালেখাও করতে হয় না৷ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেক খুঁটিনাটি বিষয়,ট্রেডিং কৌশল স্টাডি করতে হয়৷দীর্ঘদিন যাবৎ ডেমো প্র্যাকটিস করে করে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হয়৷ফরেক্স ব্যাবসায় প্রথমে শুধুমাত্র ক্রয়ই নয় বরং প্রথমেই বিক্রয় দিয়ে ট্রেড ওপেন ও প্রফিট করতে পারবেন৷৫ রাত ও ৫ দিন একটানা ফরেক্স মার্কেট খোলা থাকে৷ফরেক্স মার্কেটে আমাদের সুবিধা মতো যে কোনোও সময়ই আমরা ট্রেড করতে পারি৷এছাড়াও আরোও অনেক সুবিধা ফরেক্স ট্রেডে রয়েছে৷