PDA

View Full Version : নেটেলার ডলার এটিএম থেকে উত্তোলন



nbfx
2016-11-01, 12:55 PM
নেটেলারের ডলার কিভাবে বাংলাদেশী টাকায় এটিএম বুথ থেকে উত্তোলন করব ? কারো যদি অভিজ্ঞতা থাকে তবে সাহায্য করতে পারেন।

md mehedi hasan
2016-11-03, 03:11 PM
নিটিলর একাউন্ট থেকে আপনি যদি এটিএম বুথের মাধ্যমে সরাসরি টাকা উততোলন করতে চান তাহলে প্রথমে আপনি আপনার নিটলার একাউন্টে যেয়ে নিটলার মাস্টার কার্ডের জন্য এপ্লাই করতে পারেন।এরজন্য তারা চার্জ হিসাবে আপনার একাউন্ট হতে ১৮ ডলার কেটে নিবে।তারপর আপনি নিটেলর কারশড পেলে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

RUBEL MIAH
2016-12-12, 06:44 PM
নেটেলার ডলার অবশ্যই এটিএম কার্ডের মাধ্যমে উত্তোলন করা সম্ভব । আমরা একটু অনুশীলন করলেই সহজেই একাজ করতে পারব । যে ট্রেডার নেটেলারের মাষ্টার কার্ডের আবেদন করবে তার কিছু ডলার কেটে নিয়ে তাকে কার্ড দেওয়া হবে । কিন্তু আবেদন যা বলবে তা পূরণ করে দিতে হবে । আমরা সহজেই তারপর নেটেলারের কার্ড দিয়ে আমরা টাকা উঠাতে পারব ।

msisohel
2016-12-12, 10:09 PM
১৮ ডলাভ ফি দিয়ে নেটলার হতে মাস্টার কার্ড দিয়ে এ টি এম থেকে টাকা উত্তোলন করা যায়।

msisohel
2016-12-12, 10:12 PM
স্মভবত এ ভাবে টাকা উত্তলন করা যায় , মনে হয় দর কমে যায়।

nbfx
2016-12-12, 10:37 PM
ভাই আমার কাছে নেটেলার মাস্টার কার্ড আছে। আমি বলেছি নেটেলার মাস্টারকার্ড দিয়ে কিভাবে টাকা উত্তোলন করবো। আপনারা কেউ কি নেটেলার মাস্টারকার্ড দিয়ে টাকা উত্তোলন করেননি ?

riponinsta
2016-12-15, 04:02 PM
নেটেলার ডলার এটিএম থেকে উত্তোলন করা যাই । আপনি ১৮ ডলার দিয়ে নেতেলার কাড এর আবেদন করতে পারবেন বাংলাদেশ এর যে কোন এতিয়াম বুথ থেকে টাকা তুলতে পারবেন । আমি মনে করি নেতেলার থকে আপনি ইন্সতাফরেক্স এর কাড অনেক ভাল আপনি ১ ডলার দিয়ে আপনি ইন্সতাফরেক্স আর কাড পেতে পারেন যা অনেক ভাল ।

shohanjacksion
2017-03-10, 10:55 AM
আপনার মাস্টার কার্ড যদি এক্টিভেটেট করা থাকে তবে আপনি নেটেলার মাষ্টার কার্ড নিয়ে যেকোন এটিএম বোথ এ যাবেন এবং কার্ড বুথে প্রবেশ করিয়ে টাকা উত্তোলন করবেন। যেকোন পরিমান টাকার প্রতিটি উত্তোলনের আপনার কার্ড থেকে ১৮ ডলার কর্তন করা হবে এবং ট্যাক্স বাদ দিয়ে আপনি প্রতি ডলার ৬০ থেকে ৬৬ টাকা রেটে তুলতে পারবেন।

Momen
2017-07-23, 08:38 AM
নেটেলারের ডলার এটিএম থেকে উত্তলন করতে চাইলে প্রথমে আপনাকে আপনার নেটেলার একাউন্ট এর মাস্টার কার্ড এর জন্য রিকুয়েস্ট করতে হবে। তারপর নেটেলার একাউন্ট এর সাথে মাস্টার কার্ডটি যুক্ত করলেই আপনি আপনার টাকা মাস্টার কার্ড দিয়ে এটিএম থেকে উত্তলন করতে সক্ষম হবেন।

mahbubhb
2017-08-19, 03:19 PM
নেটেলার মাস্টার কার্ড দিয়ে যেকোন এটিএম বুথ হতে টাকা উত্তোলন করা যাবে। সেক্ষেত্রে আপনার ডলারের রেট অনেক কম পাবেন এবং প্রতি ট্রানজেকশনে অনেক ডলার চার্জ কেটে নিয়ে যাবে। এই ব্যাপারে নেটেলার এর পেজে বিস্তারিত দেওয়া আছে। কোথায় কত এমাউন্ট চার্জ সে বিষয়ে দেওয়া আছে। তাই ভাল করে দেখে নিয়ে তারপর লেনদেন করুন তাহলে আপনার কস্টের টাকা ব্যয় হবে কম। এত কস্ট করে অর্জিত টাকা সামান্য ভুলের কারনে অপচয় হোক এটা আমরা কেউই চাই না।