PDA

View Full Version : ট্রেড করুন স্টপলস ছাড়া, রিস্ক ফ্রি



nbfx
2016-11-01, 03:32 PM
মার্কেট প্রাইস ডেইলি চার্ট ও ৪ ঘন্টার টাইমফ্রেমে যদি মুভিং এভারেজ (ইএমএ১৪/৫০) ক্রসিং এর স্টাটিং পয়েন্টে থাকে তখন ট্রেড ওপেন করতে পারেন । ট্রেড ক্লোজ ৪ঘন্টার টাইমফ্রেমের মুভিং এভারেজ ১৪ টাচ করলে ট্রেড ক্লোজ করতে পারেন। কোন স্টপ লস সেট করার দরকার নেই। সফল হবেন ইনশাল্লাহ।

Hassan Raja
2016-11-01, 10:54 PM
ষ্টপ লস ছাড়া ট্রেড করা তুলনা মূলক ভাবে অধিক ঝুকি সর্ম্পন। সাধারন প্রফেশনার কোন ট্রেডার ষ্টপ লস ছাড়া ট্রেড করে আমার মনে হয় না । তবে আমার ক্যলকুলেশন যদি আপনি ষ্টপ লস ছাড়া ট্রেড করেন তবে আপানার ইকুইটি এবং মার্জিন ব্যবধান হিসেব কষে নিতে হবে । যেন হঠাৎ করে মার্কেট আপনার ট্রেডিং এর বিপরিতে গেলে আপনার একাউন্ট জিরো না হয় ।

md mehedi hasan
2016-11-02, 08:15 AM
স্টপ লস সেট না করে ট্রেড করা মানে নিজের গলায় নিজেই ফাস দেওয়াকে বুঝায়।আপনার কথাও আমি বুঝতে পারলাম আপনার আইডিয়া টাও খারাপ না।তারপরও এভাবে স্টপ লস সেট না করে ট্রেড করার পক্ষে আমার মন সায় দেয়না।কারন ফরেক্স মার্কেটে এক পার্সন্ট ঝুকি নেওয়াও সঠিক হবে না।তাই প্রতিটি ট্রেড করার সময় স্টপলস সেট করা উচিত।

sohrab
2016-11-02, 09:25 AM
ফরেক্স একটি ট্রেড ।এখানে লাভ লস আছে । এই মার্কেটে স্টপ লস ছাড়া ও ট্রেড করা যাই । তবে ফরেক্স মার্কেটে স্টপ লস ছাড়া ট্রেড না করা ই ভাল । কারনে এতে ঝুক থাকে ।তাছাড়া স্টপ লস ছাড়া প্রফেশনাল ট্রেডাররা ট্রেড করে বলে আমার জানা নাই ।

nbfx
2016-12-10, 09:00 PM
ভাই আমি গত দুই বৎসর যাবত স্টটলস ছাড়া ট্রেড করছি। ইনশাল্লাহ লাভ করছি। আপনি বলেছেন ফরেক্স মার্কেটে ঝুকি নেয়া যায় না। ঠিক আছে আপনার কথা। স্টপলস সেট করলে অনেক সময় দেখা যায় ট্রেন্ড স্টপলস হিট করে আবার আগের জায়গায় ফিরে আসে তখন মনটা অনেক খারাপ হয়ে য়ায়। এর থেকে পরিত্রাণ পেতেই আমি আবিস্কার করেছি মেজর সিগন্যাল। যা আমাকে স্টপলস ছাড়া ট্রেড করতে সাহায্য করছে। তবে আমি গুরুত্বপূর্ণ নিউজকে শ্রদ্ধা করে চলি। যেদিন খুব গুরুত্বপূর্ণ নিউজ থাকে সেদিন ঐ পেয়ারে ট্রেড ওপেন করি না। যেমন - ইউএসডি’র নিউজ থাকলে ইউএসডি যুক্ত কোন পেয়ারে ট্রেড করি না। আমি আপনাদের বলছি ডেমোতে সিস্টেমটা চর্চা করুন ভাল ফলাফল পাবেন ইনশাল্লাহ।

RUBEL MIAH
2016-12-11, 09:39 PM
স্টপ লস ছাড়া ফরেক্স করা কিভাবে সম্ভব ? কারণ ফরেক্স মার্কেটের গতি কোন দক্ষতাবান ট্রেডাররাই বলতে পারবেন না । অতএব আমরা কিভাবে স্টপ লস ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করব । সুতরাং আমরা সব সময় স্টপ লস ব্যবহার করব । কারণ ঘরের দরজা খোলা রাখলে অবশ্যই চোর ঠুকতে পারে । অতএব আমরা সব সময় স্টপ লস ব্যবহারের চেষ্টা করব তাহলেই আর বেশী রিক্স থাকবে না ।

shohanjacksion
2017-01-31, 11:55 AM
স্টপ লস ছাড়া ট্রেড করার কোন *যুক্তিকতা নেই বলে আমার মনে হয়। আপনার স্ট্যাটেজি খুব সুন্দর এবং লাভ হওয়ার সম্ভবনা খুব বেশি তাই বলে স্টপ লস ব্যবহার করতে হবেনা এমনতো কোন কথা নেই। যেকোন একটি স্টপ লস ব্যবহার করুন।

Mamun13
2017-11-15, 06:15 PM
অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারদের জন্য এই সিস্টেমটা আসলে সম্ভব হয়ে থাকে,তারা পরিষ্কার বুঝতে পারে যে প্রাইস কোথায় কোন লেভেল পর্যন্ত মুভ করতে পারে৷তবে যথাস্হানে সঠিক ভাবে স্টপলস ব্যাবহার করা অবশ্যই নিরাপদ৷

Nishpap Papi
2017-11-18, 07:06 AM
আমি মনে করি স্টপ লস ছাড়া ট্রেড করা ঝুঁকিপূর্ণ কারণ মার্কেট সম্পর্কে কখনোই নিশ্চিত পূবামান করা যায়না।

shamim0976
2017-11-19, 01:58 PM
ষ্টপ লস টাচ করে ফিরে আসলে অবশ্যই খারাপ লাগে তবে নিরাপত্তার জন্য ষ্টপ লস দেয়া যেতে পারে।
কারন, সেফটি ফাষ্ট।

riponinsta
2018-03-21, 12:26 PM
ফরেক্স মার্কেট এ স্টপ লস ছারা ট্রেড করা ভাল না কারন এই সময় বড় কোন নিউজ আসতে পারে সেই নিউজ এর কারন এ আপনার লস হতে পারে আরও অনেক কারন এ স্টপ লস ছারা ট্রেড করলে আপনার লস হতে পারে তবে আপনার ট্রেডিং সিস্টেম টা ভাল মনে হচ্ছে তবে স্টপ সহ ট্রেড করতে পারলে আরও ভাল হবে বলে আমি মনে করি

hasem79
2018-03-21, 09:43 PM
মার্কেট এ প্রফিট করা এত এত সোজা আগে বলবেন না! আমি মনে করি এরকম এত এত সহজে প্রফিটে খুজলে আর যা হোক নিজের ডিপোজিট নিয়ে বের হতে হবে না। যদি নিজের টুুকু নিয়ে সেইফলি বের হতে চান তবে এই সব যা তা সব কিছুতে আমল করা বাদ দিন।

expkhaled
2018-04-01, 06:13 PM
স্টপলস ছাড়া ট্রেড করার পরিনাম কত ভয়বহ হতে পারে সেটা কিন্ত অনেকেই জানেন সুতরাং নতুন করে বলা কিছু নাই। স্টপলস ছাড়া কখনও ট্রেড করা উচিত নয় এবং আমি কাউকে এইরকম পরামর্শ দেই নাই এখনও। সুতরাং ফরেক্স ট্রেডিং এ টিকে থাকতে হলে মূলত কিছু নিয়মকানুন মানতে যেমন : মানিম্যানেজমেন্ট, স্টপলস, টেকপ্রফিট, ওভার ট্রেড না করা ইত্যাদি। যার মধ্যে স্টপলস হলো খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। হয়তো আপনি ভাল আয় করতে পারবেন কিন্তু সেটা ধরে রাখতে হলে স্টপলস ব্যবহার করতে হবে।

shamim0976
2018-05-30, 11:11 PM
ষ্টপ লস ছাড়া ট্রেড করা খুবই যুকি পূর্ন। তাবে খুব অল্প পরিমানে ট্রেড করলে হয়ত ষ্টপ লস ছাড়া ট্রেড করা সম্ভব হতে পারে যেমন ১০০০ ডলার মূলধন আর .০১ লট এক্সপোজার লিমিট। যেমন ২০১৫তে usdjpy ১২৩ থেকে কমা শূরু করে ৯৮ এ চলে আসে। এই সময় ষ্টপ লস ছাড়া শুধুমাতে ১ লট বাই দিলে প্রায় ২৫ হাজার usd লস হতো আর তার যদি মূলধন এর চেয়েও বেশি হতো এবং শুধু মাতে ১ লট বাই দিতো তাহলে তার একাউন্ট হয়তো জিরো হতো না তবে এখন পর্যন্ত লসে থাকতো। কাজেই লস রিয়ালাইজেশন করে নতুন করে শুরু করাই ভালো..

abdulguffer
2018-06-29, 05:49 PM
স্টপ লস ছাড়া ট্রেড করা মানে নিজের পায়ে কুড়াল মারা। কোনো প্রফেশনাল ট্রেডার কখনও স্টপ লস ও টেক প্রফিট সেট না করে ট্রেন করেন না । কারন মার্কেট যদি আপনার বিপরীতে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে শুধু মাত্র এই সেট করা স্টপ লস ই আপনার একাউন্টের ব্যালেন্স রক্ষা করতে পারবে । এতে করে নির্দিষ্ট কিছু পিপস লস হবে, অন্যথায় একাউন্ট জিরো হয়ে যেতে পারে ।

rafiuqlislam
2018-06-29, 06:02 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে স্টপলস ব্যাবহার করে ট্রেড করতে হবে ।স্টপলস ছাড়া ট্রেড করলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্থ হবেন,যারা প্রতিষ্ঠিত ট্রেডার তারা স্টপলস ছাড়া ট্রেড করেন না।

FREEDOM
2020-08-23, 02:15 PM
অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারদের জন্য এই সিস্টেমটা আসলে সম্ভব হয়ে থাকে,তারা পরিষ্কার বুঝতে পারে যে প্রাইস কোথায় কোন লেভেল পর্যন্ত মুভ করতে পারে৷তবে যথাস্হানে সঠিক ভাবে স্টপলস ব্যাবহার করা অবশ্যই নিরাপদ৷