PDA

View Full Version : টাইমফ্রেম সমাচার



nbfx
2016-11-01, 09:53 PM
আমার দীর্ঘ ৪ বৎসরের ট্রেডের অভিজ্ঞতার আলোকে টাইমফ্রেম সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করছি।m5,m15,m30 টাইমফ্রেমগুলো যথাসম্ভব এরিয়ে চলুন।h1 এর নিচের টাইমফ্রেম থেকে আমি শুধু লস করেছি। যখন h1 এর উপরের টাইমফ্রেমগুলো ফলো করতে শুরু করলাম তখন থেকে লাভ করছি ইনশাল্লাহ। আমি এখন ভাল আছি। সকলে ভাল ট্রেডার হয়ে উঠুন এই প্রত্যাশা করছি।

Hassan Raja
2016-11-01, 10:46 PM
আপনার সাথে আমি সম্পর্ণ একমত আমিও প্রথম দিকে ১ ঘন্টার নিচে টাইম ফ্রেম নিয়ে ট্রেড করতাম পরিনাম লস। এখন দেখছি টাইম ফ্রেম হিসাবে আমার কাছে ডে ওয়ান বেষ্ট । আর একটা বিষয় টাইমফ্রেমের সাথে ট্রেড এর সাইজ ও হিসাব কষে ট্রেড করতে হবে । কি পরিমান লস হলে আপনার একাউন্ট জিরো হবেনা সে বিষয় টা খেয়াল রাখতে হবে।

md mehedi hasan
2016-11-02, 08:21 AM
ফরেক্স মার্কেটে আমি প্রায় এক বছর যাবৎ আছি।আমি পথমে ৩০ মিনিট টাইম ফ্রেমে ট্রেড করেছিাম।তখন লাভের চাইতে লস বেশি হত।পরে আমার বড় ভাইয়ের কথা আনুসারে আমি ডেলি চার্টে ট্রেড করতে থাকি এবং এখনও ডেলি চার্টে ট্রেড করে তেমন সুবিধা করতে পারিনি।তবে এই চার্টে ট্রেড করে আমি এক দিন ভালো অবস্থানে যাবো।

RUBEL MIAH
2016-12-12, 06:51 PM
টাইম ফ্রেম এমন একটি চার্ট যার মাধ্যমে আমরা সহজেই মার্কেট সর্ম্পকে বুঝতে পারব । আমরা যদি প্রত্যেকটি টাইম ফ্রেম ভালোভাবে দক্ষতা অর্ঝন করে নিতে পারি তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারব । যে ট্রেডার যত টাইম ফ্রেমে এ্যানালাইসিস করতে পারবে সে তত লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় টাইম ফ্রেমের উপর আস্থা রাখার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Mamun13
2017-11-07, 05:57 PM
আমিও প্রথম দিকে কোনো কিছুই না জেনে না বুঝে না শিখে নিজে নিজে 5 মিনিটের চার্টে ট্রেড করতাম৷মাঝেমধ্যে প্রফিট করলেও অধিকাংশ সময়ই লস হতো৷প্রায়ই আমার ব্যালেন্সও জিরো হয়ে যেত৷এর বিশেষ একটা কারন হচ্ছে ছোট টাইমফ্রেমে ট্রেড করা৷বড় টাইম্রেমে ট্রেড করা সর্বাধিক নিরাপদ৷যেমন-w1 ও d1 ট্রেডিং চার্ট বিশ্বের সকল পেশাদার ট্রেডারদের কাছে সমাদৃত৷