Log in

View Full Version : নিউজ ট্রেডের জন্য কতটা গুরুত্বপূর্ণ ?



nbfx
2016-11-01, 10:39 PM
ফরেক্সে নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়।সব নিউজ সমানভাবে ফরেক্স মার্কেটে প্রভাব ফেলে না।Forexfactory.com এ হাই ইমপেক্ট নিউজগুলো লাল রংয়ের থাকে। forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে।ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে।কিছু হাই ইমপেক্ট নিউজের মুভমেন্ট দেয়া হলো
Reports Tradable Trigger Movement Range

Interest rate 0.25% 70-150 pips
GDP q/q 0.30% 70-100 pips
Non-Farmpayroll(USA) 70K 70 pips
Core CPI m/m 0.20% 50-70 pips
Core Retail sales m/m 0.50% 50-70 pips

এখন আপনি ভেবে দেখুন ট্রেডিং এর জন্য নিউজ কতটা গুরুত্বপূর্ণ।

md mehedi hasan
2016-11-05, 08:06 AM
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডের গুরুত্ব অপরেসীম।অনেক ফরেক্স ট্রেডার আছে যারা নিউজ ট্রেড দেখে টেড করে থাকে।ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের নিউজ প্রকাশি হ।একএক নিউজ একএক প্রকার প্রভাব ফেলে ফরেক্স মার্কেটে।

MoinFX
2016-11-06, 11:33 AM
ফরেক্স মার্কেটে মুভ করে নিউজের উপর। মার্কেটে চার প্রকার নিউজ রিলিজ হয় তার মধ্যে হাই ইমপেক নিউজ এবং মিডিয়াম ইমপেক নিউজ মার্কেটে বেশি প্রভাব পরে। তাই আমাদের কে এই নিউজ দেখে ট্রেড করতে হবে।

Rahamat123
2016-11-08, 04:05 PM
আমি মনে করি ফরেক্স সব নিউজই গুরুতব অনেক আপনার ফরেক্স মাকেট দেকবেন ফরেক্স নিউজ পিরায় সব মিলে যায় | ফরেক্স মাকেটে থেকে আয় করতে হলে বিভিন্ন সাইডে নিউজ পরে ট্রেড করলে ফরেক্স থেকে লাভ করা যায় | ফরেক্স এর সাথে থাকুন |

nisho5533
2016-11-08, 10:59 PM
আমি মনে করি ফরেক্স করতে হলে ফরেক্স বিভিন্ন ধরনের নিউজ দেখে ট্রেড করে লাভ করা যায় | আমার মতে আপনি যদি ফরেক্স নিউজ দেখে ট্রেড করেন তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারেন | এনেকে আছে আন্দাজে ট্রেড করে কিন্তু তারা লাভ করতে পারেন তাদের অসচেত্নতার কারনে |

RUBEL MIAH
2016-11-11, 10:57 AM
নিউজ ট্রেড খুব বেশী গুরুত্বপূর্ণ যদি বুঝে শুনে করতে পারে । অামরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব । আমরা সবাই নিউজ ট্রেড করতে পারি না কারণ দক্ষ ট্রেডার ছাড়া এই নিউজ ট্রেড করা যাবে না । আমরা সবাই এই ব্যবসা করা জন্য অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

Amit4040
2016-11-11, 11:48 PM
আমি আপনার সঙ্গে একমত কারন যদি অনুমোদন না থাকতো তাহলে বাংলাদেশে ফরেক্স ফোরাম থাকতো না।আর অনুমোদন থাকবেনা কেনো এটি দেশের জন্য ক্ষতিকর নয় এটি দেশের জন্য লাভজনক কারন ফরেক্স ব্যবসায়ের মাধ্যমে বাংলাদেশে বৈদেশিক মূদ্রা অর্জিত হচ্ছে এতে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী হচ্ছে তাই এটি দেশের জন্য খুবই প্রয়োজনীয়।

mithun30
2016-11-12, 12:12 AM
ফরেক্স মার্কেটে প্রতিদিন কিছু না কিছু নিউজ দেয়া থাকে । এই নিউজগুলো আমরা যদি অবলোকন করি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারি । আর এই সফলতার পেছনে রয়েছে ধৈর্য্য এবং দক্ষতা । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী লাভবান হতে পেরেছে । সুতরাং অমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্যশীল হতে চেষ্টা করব ।

riponinsta
2017-01-07, 03:51 PM
নিউজ ট্রেডের জন্য অনেক গুরুত্বপূর্ণ । যারা ফরেক্স মার্কেট এ নতুন তাদের নিউজ টাইম এ টেড করা উচিত না কারন তারা নিউজ সম্পর্কে জানে না । ফরেক্স মার্কেট এ কিছু টেড আর আছে যারা সুধু নিউজ টেড করে থাকে তাদের ফরেক্স মার্কেট এ নিউজ টেড আর বলে থাকে । আপনি অন্য টেড বাদ দিয়ে নিউজ টেড করে ভাল লাভ করতে পারবেন ।

Rahat015
2017-01-08, 11:59 AM
ফরেক্স মার্কেট যেহেতু পুরা বিশ্বব্যাপী তাই সারা বিশ্বের নিউজ মার্কেট এ প্রভাব ফেলে। তবে কিছু কিছু নিউজ মার্কেট এ খুব বেশি প্রভাব ফেলে যেগুলাকে হাই ইম্প্যাক্ট নিউজ বলা হয়। আর এই নিউজ গুলা বিভিন্ন ফরেক্স ওয়েবসাইট এ পাওয়া যায়। এই গুলা প্রায় ৭০ থেকে ১০০ পিপ্স পর্যন্ত মুভ করে। তাই নিউজ ফরেক্স মার্কেট এ অনেক গুরুত্বপূর্ণ।

FxShuvo
2017-01-08, 05:41 PM
ফরেক্সে নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়।সব নিউজ সমানভাবে ফরেক্স মার্কেটে প্রভাব ফেলে না।Forexfactory.com এ হাই ইমপেক্ট নিউজগুলো লাল রংয়ের থাকে। forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে।ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে।কিছু হাই ইমপেক্ট নিউজের মুভমেন্ট দেয়া হলো
Reports Tradable Trigger Movement Range

Interest rate 0.25% 70-150 pips
GDP q/q 0.30% 70-100 pips
Non-Farmpayroll(USA) 70K 70 pips
Core CPI m/m 0.20% 50-70 pips
Core Retail sales m/m 0.50% 50-70 pips

এখন আপনি ভেবে দেখুন ট্রেডিং এর জন্য নিউজ কতটা গুরুত্বপূর্ণ।

নিউজ ট্রেড এর সহজ সূত্র হল –
Actual > Forecast = Good for currency
Actual < Forecast = Bad for currency
আর আপনি ইন্সটাফরেক্সের ওয়েবসাইট থেকে নিউজ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজগুলো দেখতে পারবেন।
ফরেক্সের নিউজ গুলো পেতে ইন্সটাফরেক্সের নিউজ এই ফরেক্স ক্যালেন্ডার অনুসরণ করুন
https://www.instaforex.com/bd/forex_calendar.php
ধন্যবাদ

riponhosen
2017-01-11, 10:27 PM
ফরেক্স মার্কেট এ নিউজের ভুমিকা অনেক কারন যখন হাই নিউজ ফ্ল্যাশ হয় তখন মার্কেট অনেক মুভ করে তখন হয় অনেক লাভ হয় অথবা অনেক লস হয় সে কারনে সেই সময় ট্রেড করা অনেক কঠিন কাজ ।ফরেক্স মার্কেটে নিউজ এর সময় অনেক মুল্যবান কারন যখন আপনি দক্ষ হবেন তখন আপনার সেই মুহুর্তে অনেক লাভ হবে তাই বেশি লাভ করার সময়ের জন্যে নিউজ খুব ভালো ভুমিকা পালন করে ।

msisohel
2017-01-21, 11:00 PM
নিউজ ফরেক্স ট্রেডিং এর জন্য গুরুত্ব পূর্ণ সেটা বোঝা যাচ্ছে। তবে নিউজ মুভমেন্ট যে গুলো দিয়েছেন সেগুলো বিশ্লেষণ সহ দিলে ভালো হত।

Eefatali
2017-01-24, 05:00 PM
নিউজ ট্রেডিং করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। কেননা ফরেক্সের মার্কেটের জন্য কিছু কিছু নিুজ আছে যেগুলো অনেক ভালো প্রভাব ফেলে থাকে।বিশেষ করে হাই ইমপ্যাক্ট নিউজগুলো মার্কেটে অনেক বড় প্রভাব ফেলে থাকে। অনেকসময় ১ টা নিউজের কারনেই ১০০-৪০০ পিপস পর্যন্ত মুভ করার রেকর্ড রয়েছে।

Md Masud
2017-05-25, 06:20 PM
ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে । ফরেক্স মার্কেট এ কিছু টেড আর আছে যারা শুধু নিউজ টেড করে থাকে তাদের ফরেক্স মার্কেট এ নিউজ টেড আর বলে থাকে । আপনি অন্য টেড বাদ দিয়ে নিউজ টেড করে ভালো লাভ করতে পারবেন ।

Md Masud
2017-05-25, 06:36 PM
ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে । ফরেক্স মার্কেট এ কিছু টেড আর আছে যারা শুধু নিউজ টেড করে থাকে তাদের ফরেক্স মার্কেট এ নিউজ টেড আর বলে থাকে । আপনি অন্য টেড বাদ দিয়ে নিউজ টেড করে ভাল লাভ করতে পারবেন ।

Mamun13
2017-05-31, 10:42 PM
নিউজ,আপনার ট্রেডিংএর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়৷মার্কেট মুভমেন্ট করানোর জন্যই এই নিউজগুলো প্রকাশিত হয়ে থাকে৷যাকে আমরা ফান্ডামেন্টাল এনালাইসিসের মূল ও অপরিহার্য বিষয় বলে থাকি৷এই নিউজ গুলো দেখেই বিশ্বের সকল দক্ষ ট্রেডারগণ ট্রেড করেন এবং প্রচুর প্রফিট করেন৷প্রত্যেক নির্দিষ্ট সেশনে কম বেশি নিউজ থাকবে৷অবশ্যই সেগুলো নিয়মিত লক্ষ করতে হবে৷

Rahat015
2017-06-16, 02:39 PM
ফরেক্সে নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়।সব নিউজ সমানভাবে ফরেক্স মার্কেটে প্রভাব ফেলে না।Forexfactory.com এ হাই ইমপেক্ট নিউজগুলো লাল রংয়ের থাকে। forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে।ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে।কিছু হাই ইমপেক্ট নিউজের মুভমেন্ট দেয়া হলো
Reports Tradable Trigger Movement Range

Interest rate 0.25% 70-150 pips
GDP q/q 0.30% 70-100 pips
Non-Farmpayroll(USA) 70K 70 pips
Core CPI m/m 0.20% 50-70 pips
Core Retail sales m/m 0.50% 50-70 pips

mahbubhb
2017-08-10, 04:57 AM
ফরেক্স নিউজ ট্রেডিং এর জন্য অনেক গুরুত্ব বহন করে। যেখানে একজন ট্রেডার নিউজ ফলো করলে অনেক ভাল ফলাফল আশা করতে পারে। আমাদের সকলের উচিৎ ফরেক্স নিউজ গুলো ফলো করে ট্রেডিং করা। তবে সকল সময়ে এই নিউজ গুলো কাজে আসবে না। তাই উচিৎ হবে যথার্থ মুল্যায়ন করে ট্রেডিং করা।