PDA

View Full Version : ঈন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা ক



mostafa
2014-03-02, 12:17 PM
আমার মতে ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে। মার্কেট কোন দিকে যাবে এটা ঈন্ডিকেটর বলে না তবে যেতে পারে এরূপ একটা নির্দেষনা দেয়। তাঈ ঈন্ডিকেটরের উপর নির্ভরশীন না হয়ে নিজস্ব এনালাঈসিস এর উপর ভিত্তি করে ট্রেড করা ভালো।

Seema
2014-03-02, 01:44 PM
আপনার সম্পর্কে জানা প্রয়োজন কিভাবে যে জিনিস সম্পর্কে Knoe করার জন্য থাকবে জিনিস. কিছু জিনিস আপনি aslo এটি সম্পর্কে জানতে হবে যে জিনিস সম্পর্কে জানতে সময় প্রয়োজন.

Seema
2014-03-02, 01:53 PM
আপনি আপনার সম্পর্কে জানতে জন্য জিনিস হবে সে বিষয়ে জানতে হবে কিভাবে আপনি এটি সম্পর্কে জানতে হবে যে. কিছু জিনিস জিনিস এছাড়াও আপনার জন্য হতে হবে সে বিষয়ে জানতে সময় প্রয়োজন.

mamun4earn
2014-03-02, 04:22 PM
ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে থাকে আর আপনি সহজেই বুজতে পারেন কখন কি করতে হবে।তাই আমি মনে করি ঈন্ডিকাটার আমাদের ট্রেডে অনেক কাজ করে থাকে আর আমরা ভালো ট্রেড করতে পারি বলে আমি মনে করি।

imran95
2014-03-05, 10:06 PM
ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে থাকে আর আপনি সহজেই বুজতে পারেন কখন কি করতে হবে।তাই আমি মনে করি ঈন্ডিকাটার আমাদের ট্রেডে অনেক কাজ করে থাকে আর আমরা ভালো ট্রেড করতে পারি বলে আমি মনে করি।

shihab
2014-03-06, 01:00 PM
আমার মতে ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে। মার্কেট কোন দিকে যাবে এটা ঈন্ডিকেটর বলে না তবে যেতে পারে এরূপ একটা নির্দেষনা দেয়। তাঈ ঈন্ডিকেটরের উপর নির্ভরশীন না হয়ে নিজস্ব এনালাঈসিস এর উপর ভিত্তি করে ট্রেড করা ভালো।
ইনডিকেটর নিরভর করে মার্কেট এর প্রাইস এর উপর, তাই ইনডিকেটর এর উপর নিরভর না করে মার্কেট প্রাইস একশন উপর নিরভর করুন। ইনডিকেটর এর শাহাজ্জ নেয়া জেতে পারে কিন্তু সেটা ২ এর অধিক নয়। আমি ট্রেড এর জন্য কেবল মুভিং এভারেজ এর উপর নিরভর করি।

zahidbd9
2014-03-15, 02:46 PM
মার্কেট কখন কোন দিকে মুভ করবে তা নির্ভর করে ট্রেদার দের উপরে এবং দৈনিক কারেন্সি লেনদেন এর উপরে আমার মতে ইন্ডিকেটর আমাদের কে দিক নির্দেশনা দিতে পারে কেবল ইন্ডিকেটর কখনই আমাদেরকে বলে দিতে পারে না যে মার্কেট এত সময় পরে এই দিকেই মুব করবে আমরা আমাদের বুঝার সার্থে ইন্ডিকেটর বেবহার করতে পারি তবে ইন্ডিকেটর নির্ভর ট্রেড কখনই করতে পারিনা আমরা ইন্ডিকেটর নির্ভর ট্রেড করলে হয়ত প্রফিট হবে তবে একাউন্ট খালি হয়ে যাওয়ার ঝুকি থ্গাকে ইন্ডিকেটর বেবহারে আমাদের সাবধান হওয়া জরুরি

zhbony
2014-03-26, 08:31 AM
সহজ কথায় ইন্ডিকেটর হল প্রাইস অ্যাকশন এর একটি চিত্রভিত্তিক নির্দেশনা। অর্থাৎ বর্তমান পাইস থেকে পরবর্তী পাইস ডাউন করবে কি আপ এ যাবে এই ধরণের নির্দেশনা ইন্ডিকেটরের মাধ্যমে পাওয়া যায়। ইন্ডিকেটর হল প্রোগ্রামিং কোডের সমন্বয়ে কিছু লজিক নিয়ে গঠিত একটি ডিরেকশন পদ্ধতি তাই যদি কখনো মার্কেট ট্রেন্ড ওই পদ্ধতির বাইরে রেয়াক্ট করে তখন আর ঐ ইন্ডিকেটরের সুফল পাওয়া যায় না, তবে কিছু শক্তিশালী ইন্ডিকেটর আছে যেগুলো আপনার ট্রেডিংকে অনেক সহজ এবং রিলাইএবল করে। ভিন্ন রকম ইন্ডিকেটর ভিন্ন ধরনের কাজ করে থাকে। তবে টেকনিক্যাল এনালাইসিস এর জন্য ইন্ডিকেটর একটি বড় এবং মৌলিক হাতিয়ার। মোটামুটি সব ট্রেডাররাই ইন্ডিকেটরের মাধ্যমে ট্রেড করতে পছন্দ করে।

s alam
2014-05-04, 10:36 PM
ইন্ডিকেটর এমন এক ধরনের নির্দেশক যা আপনাকে প্রাইস বাড়বে না কমবে তা নির্দেশ করবে। এর সাহায্যে আপনি মার্কেটের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এখানে বিভিন্ন সিগন্যালের মাধ্যমে জানতে পারবেন মার্কেটের প্রাইস বারবে না কমবে। সে অনুযায়ী আপনি ট্রেড করবেন। ইন্ডিকেটর কয়েকটি বিষিয়ের উপন নির্ভর করে এসব সিগন্যাল দেই তাই ট্রেড করার জন্য শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভর করা উচিৎ না। এর পাশাপাশি আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে। তাহলে আপনার ট্রেডে লস হওয়ার সম্ভবনা কম থাকবে।

shawonrfx
2014-11-21, 08:00 AM
ফরেক্সে ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে । তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয় । অনেক সময় ভুল সিগন্যাল আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে ন । তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরন না করে নিজের অ্যানালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন ।

fh.ratul
2014-11-26, 01:13 AM
আপনি অনেক গুলো ইন্ডিল্কেটর থেকে একটি ভাল মানের ইন্ডিকেতড় বেছে ট্রেড করতে পাড়েন বা আপনি নিজেও নিজের মত করে তৈরি করে নিতে পাড়েন।

Lipu khan
2014-12-12, 09:18 PM
ফরেক্সে ইন্ডিকেটর-এর উপর নির্ভরশীল হযে ট্রেড করা ভাল না। কিন্তু ইন্ডিকেটর দেখলে মার্কেটের গতি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়।

ali.kamal
2014-12-13, 04:14 PM
প্রতিটি নির্দেশনা যিনি অনুসরন করেন এবং সেই অনুযায়ী ট্রেড করেন তিনি খুব সহজেই ফরেক্স বাজারে লাভ অর্জন করতে সক্ষম হন। আপনি যদি প্রতিটি নির্দেশনা মেনে ট্রেডিং করেন বা নির্দেশনার উপর নির্ভরশীল হন তাহলে অতি সহজে সফল হতে পারবেন।

sumonyahoo24
2015-07-09, 02:47 AM
ফরেক্স এ অনেকে ইন্ডিকেটর আসে। আপনি অনেক গুলো ইন্ডিল্কেটর থেকে একটি ভাল মানের ইন্ডিকেতড় বেছে ট্রেড করতে পাড়েন বা আপনি নিজেও নিজের মত করে তৈরি করে নিতে পাড়েন। ইন্ডিকেটর এমন এক ধরনের নির্দেশক যা আপনাকে প্রাইস বাড়বে না কমবে তা নির্দেশ করবে। এর সাহায্যে আপনি মার্কেটের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এখানে বিভিন্ন সিগন্যালের মাধ্যমে জানতে পারবেন মার্কেটের প্রাইস বারবে না কমবে। সে অনুযায়ী আপনি ট্রেড করবেন।

TselimRezaa
2015-07-11, 12:11 PM
আমরা বিভিন্ন ভাবে টেকনিক্যাল এনালাইসিস করি। টেকনিক্যাল এনালাইসিস অবশ্যই গুরুত্বপূর্ন। টেকনিক্যাল এনালাইসিসের জন্য আমরা বিভিন্ন ইন্ডিকেটরের সহায়তা নেই। ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। একেকটি ইন্ডিকেটরের কাজ একেক রকম। ইন্ডিকেটর গুলো প্রাইস রেট, মার্কেটের গতি প্রকৃতি, ট্রেন্ডের দৃঢ়তা ইত্যাদি বোঝায়। মুভিং এভারেজ, আর এস আই ইত্যাদি হলো ইন্ডিকেটর।

Zakariea
2015-07-13, 10:07 AM
ফরেক্স মারকেটে হাজার হাজার ট্রেডার আছে যারা ইন্ডিকেটারের মাধ্যম ট্রেড করে থাকে এবং ঐ ইন্ডিকেটার ব্যাবহার করে হাজার হাজার ডলার প্রফিট করে। তবে ইন্ডিকেটর মাঝে মাঝে ভুল সিগনাল দেয় এর ফলে লস হয় আর আমরা সবাই জানি ফরেক্স এ লাভ লস হবেই।আপনাকে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করার আগে সঠিক ভাবে ইন্ডিকেটর ব্যাবহার করতে জানতে হবে যানতে হবে।

maziz6989
2015-07-13, 10:31 AM
যদি ফরেক্স ইনডিকেটর বোগাস হত কেউ এসব ব্যবহার করত না। এগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারলে বেনিফিট পাওয়া সম্ভব। আর ফরেক্স এ ১০০% বলে কোন কথা নেই। ৭০% বা তার বেশি হলেই সেটাকে বলে পারফেক্ট। এখানে হলি গ্রেইল বলে কিছু নেই।

mamun93
2015-07-24, 02:29 PM
আমি মনে করি ইন্ডিকেটরের উপর ট্রেড করা অনেকটাই বোকামী কারন এটি অনেকটা অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে কাজ করার মত যার ফলাফল অনিশ্চিত কারন ইন্ডিকেটর যে আপনাকে মার্কেট ট্রেন্ড সম্পর্কে ধারনা দিচ্ছে সেটা ভাবার কোন কারন নেই এমন ও অনেক সময় আসে যখন মার্কেটর ট্রেন্ড অনেক বেশি থাকে চাহিদার কারনে আর তখন ইন্ডিকেটর মার্কেটের ব্যাপারে যথার্থ নির্দেশনা প্রদানে ব্যার্থ হয়।

Fxaziz
2015-07-24, 06:44 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য এবং ফরেক্স মার্কেট থেকে প্রপিট কারার জন্য আমরা ফরেক্স মার্কেট কে নানান ভাবে এনালাইসিস করি। ফরেক্স মার্কেট এ আমরা তিন প্রকার এনালাইসিস করি। তার মদ্দে একটি হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস। ইনডিকেটর হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর একটি অংশ।। ইনডিকেটর এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট কে ভালোভাবে এনালাইসিস করে তার পর আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।

fxover
2015-09-25, 05:34 AM
না ইন্ডিকেটর এর উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা কখনই উচিত নয় । আপনি যেটা করতে পারেন তা হচ্ছে আগে নিজে এনালাইসিস করেন তারপর সেটা ইন্ডিকেটর এর সাথে মিলিয়ে নিন । আর ইন্ডিকেটর যে সব সময় আপনাকে নির্ভুল তথ্য দিয়ে থাকে তা কিন্তু নয় । তাই নিজে মারকেট এনালাইসিস করুন । মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করুন আর নিজের এনালাইসিস এর উপর আস্থা রাখুন । দেখবেন আপনি একদিন সফল হবেন ।

sopon
2015-09-27, 10:46 AM
কখন না ইন্ডিকেটর এর উপর কখন ওঁ নিরভর করে ফরেক্স মার্কেটে ট্রেড করা উচিত না কারন ইন্ডিকেটর সিগন্যাল দেয় এটা সত্য কথা কিন্তু সঠিক সিগন্যাল দেয় না কিন্তু ইন্ডিকেটর তাই ইন্ডিকেটর দিয়ে যখন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে তখন কখন ইন্ডিকেট্র এর উপর নিরভর হয়া জাবে না ।

monorom
2015-09-27, 04:59 PM
ইন্ডিকেটর আমাদের ফরেক্স ট্রেডিং অনেক অনেক সাহায্য করে । একটি ট্রেড ওপেন করার সময় আপনাকে বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে এনালাইসিস করে সঠিক ট্রেডটি নির্বাচন করতে পারেন । ইন্ডিকেটর আপনাকে কোন সিগনাল দিবেনা । ইন্ডিকেটর আপনাকে মার্কেট এর গতি সম্পর্কে ধারনা দিবে । এই জন্য আপনাকে সঠিক ট্রেড ওপেন করতে হলে ভালো এনালাইসিস করতে শিখতে হবে । শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভরশীল হওয়াটা ঠিক হবে না ।

Diction Barua
2015-11-06, 10:42 PM
আমার মতে ইন্ডিকেটর ফরেক্স মার্কেটের গতিপ্রকৃতি অর্থাৎ পরবর্তী মুভ কি হতে পারে সে সম্পর্কে কিছুটা ধারণা দেয় এবং মার্কেট আগের সময়গুলোতে কেমন ছিল সেটাও প্রকাশ করে।আমি মনে করি ইন্ডিকেটর নির্ভর ট্রেড না করাটা উত্তম,এতে বেশিরভাগ সময় লসই হয়।এনালাইসিস করে, ট্রেন্ড লাইন ড্র করে ট্রেড লাইন ড্র করে ট্রেড করা ভাল।

AbuRaihan
2015-11-07, 06:55 PM
ফরেক্স ট্রেড করার জন্য সবচেয়ে বেশি নির্ভরশীল হতে হবে নিজের কৌশল এর উপর ৤ ইন্ডিকেটর মানে শুধু একটা নির্দেশনা ৤ অর্থ্যাৎ ইন্ডিকেটর শুধু আপনাকে মার্কেটের গতিবিধি সম্পর্কে ধারণা প্রদান করবে ৤ কিন্ত এর উপর নির্ভরশীল হয়ে আপনি সবসময় মার্কেটকে আপনার অনুকুলে পাবেন না ৤ কারণ ইন্ডিকেটর মানে নিশ্চিত লাভ নয় ৤ নিজের স্ট্রাটেজির সাথে শুধু ইন্ডিকেটরের নির্দেশের সমন্বয় করে ট্রেড করলে তবেই দেখবেন অাপনি দিন দিন একজন অভিজ্ঞ তথা দক্ষ একজন ট্রেডারে পরিণত হচ্ছেন ৤ তাই নিজের একটা কৌশল গঠন করার জন্যই চেষ্টা করে যান ৤

Realifat
2015-12-21, 09:48 PM
আমি আপনার সাথে পুরোপুরি একমত। কারন ফরেক্স মার্কেটে সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য ব্যাপার হচ্ছে নিজে বুঝে ট্রেড কররা এবং নিজের অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড করা।কারন ফরেক্সে কোনো ইন্ডিকেটরের সাহায্যে নিশ্চয়তা দেওয়া সম্ভব না। সর্বোপরি এসব কারনে ইন্ডিকেটর নির্ভরশীল না হয়ে নিজের বুদ্ধি খাটিয়ে ট্রেড করতে হবে।

basaki
2015-12-21, 09:52 PM
ফরেক্স ট্রেড করতে গেলে কোন একজন ফরেক্স ট্রেডারকে কোন না কোন ফরেক্স ইন্ডিকেটর ব্যবহার করতেই হবে। যারা ফরেক্স মার্কেটে অনেক দক্ষ ট্রেডার তারা অনেক ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে থাকেন। সবাই এর উপর নির্ভরশীল।

sumon37
2015-12-21, 10:18 PM
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে।

Marufa
2015-12-25, 08:19 PM
ট্রেড করতে ইন্ডিকেটর এর সহযোগিতা নিতে পারেন ।তবে পুরোপুরি ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিত নয় বলে আমি মনে করি । কারন ইন্ডিকেটর বেশিরভাগ সময়ই ভুল সিগন্যাল দেয় । নিজের এনালাইসিস কে কাজে লাগাতে হবে ।

Selim BU
2015-12-25, 09:46 PM
ইন্ডিকেটর হলো নির্দেশক। এটি মার্কেটের গতিবিধি নির্দেশ করে সাধারনত। আসলে ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করা সহজ হয়। ইন্ডিকেটরের উপর নির্ভর হয়ে পড়ার কিছু নেই। এটি ট্রেডিং স্ট্র্যাটেজির আওতাভুক্ত। ইন্ডিকেটর ব্যবহারে দক্ষ হওয়াও ফরেক্সে দক্ষ হওয়ার অংশ।

sharifulbaf
2015-12-26, 08:17 AM
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট কখন কোন দিকে মুভমেন্ট করে তা বলা অনেক কঠিন আমরা যারা এনালাইসিস করে ইন্ডকেটর দেখে ট্রেড করি এই ট্রেড করা অনেক ভাল,কিন্তু কিছি কিছু সময় আমরা আমাদের ট্রেড অপেনের বিপরিত দিকে গিয়ে স্টপ লসে হিট করে।

uzzalbd
2015-12-26, 08:29 AM
ঈন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা সবসময় উচিত নয়। তবে আপনি এক দুইটি ঈন্ডিকেটরের ব্যবহার করতে পারেন। আপনি আপনার সিগ্ন্যাল কনফারমেশ্নের জন্য ঈন্ডিকেটরের ব্যবহার করতে পারেন। আর ঈন্ডিকেটরের হছে বিভিন্ন ফরমুলা দিয়ে বানানো। এই গুলো মারকেট প্রাইচ কে ভিত্তি করে আপনাকে সিগ্ন্যাল দেবে।

lima1
2015-12-29, 04:01 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমরা অন্ডকেটর দিয়ে বা ইন্ডিকেটর এর উপর সাহায্য নিয়ে বা ইন্ডিকেটর এর মাধমে সিগন্যাল ব্যবহার কর ফরেক্স মার্কেটে আমরা অনেক সময় ট্রেড করে থাকি এই কথা সত্য কিন্তু ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় কখনো ইন্ডিকেটর এর উপর নিরভর করা যাবে না ।

anita
2015-12-30, 04:00 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ইন্ডিকেটর এর উপর নিরভর শিল হয়া ঠিক না তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কখনো ইন্ডিকেটর এর উপর নিরভর শিল হয়া যাবে না তাই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা যাবে কিন্তু ইন্ডিকেটর এর উপর কখনো নিরভর শিল হয়া উচিৎ না ।

golam0000
2015-12-30, 08:53 PM
ইনডিকেটর মানে নির্দেশক.ইনডিকেটর আপনাকে পথ নির্দেশনা দিবে কিন্তু সেই পথে হেটে যেতে হবে আপনাকেই.তাই কোন পথ দিয়ে হেটে যাবেন সেটা নির্ধারণ টা আপনাকেই করতে হবে.অর্থাত একজন ত্রাদের এর ট্রেডিং করার ক্ষেত্রে নিজের স্ট্রাটেজি থাকে সেই স্ট্রাটেজি বিশুদ্ধকরণ হিসেবে আপনি ইনডিকেটর বেবহার করতে পারেন.অর্থাত আপনার নেয়া ডিসিশন এর বেপারে কনফিডেন্ট হবার জন্য ইনডিকেটর পর্যবেক্ষণ করতে পারেন.

MdRazu128890
2015-12-30, 08:59 PM
আসলে আমি মনে করি ইন্ডিকেটরের উপর নির্ভর করে ফরেক্সে ট্রেড করাটা অনেটাই অন্ধবিশ্বাসের ফলে কৃতকার্যের সামিল কারন ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড সব সময় সঠিক বা নিভূল ভাবে ধরতে পারে না যার ফলে এটি অনুসরন করে ট্রেড করলে যেকোন সময়ে বড় ধরনের লসের মধ্য দিয়ে যে কাউকে মার্কেট ছাড়তে হতে পারে।

raju0000
2015-12-30, 10:24 PM
আসেল অনেকেই দেখি ইনডিকেটর এর উপর কিছু খারাপ মনমাশিকতা রেখে থাকেন, কিন্তু আমার মতে ইটা ঠিক না. কারণ ফরেক্স এ যে ইনডিকেটর খারাপ তা কিন্তু ঠিক না. কারণ ফরেক্স এ অনেক ভালো ইনডিকেটর রয়েছে, আপনারা তা থেকে বিভিন্ন সিধান্ত নিতে পারেন, যেমন তার মাঝে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনডিকেটর রয়েছে যেমন মুভিং এভারেজ, এবং বলিনগার ব্যান্ড ইনডিকেটর আমি সচরাচর বেবহার করে থাকি.

Sakar Sorkar
2016-04-27, 07:41 PM
ইন্ডিকেটর আমাদের কে ট্রেডের মুভমেন্ট বুঝতে সাহায্য করে থাকে। ফরেক্স মার্কেটে হাজারো রকমের ইন্ডিকেটর রয়েছে তবে সব রকমের ইন্ডিকেটরের কার্যকারীতা সমান নয়। আপনি প্রথমে যে ইন্ডিকেটর ব্যবহার করবেন তা ডেমো ট্রেডে প্রথম ব্যবহার করে পরিচিত হয়ে তার পর ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেডে ব্যবহার করা উচিত।।।।।

Tazul Islam
2016-04-27, 10:06 PM
ইন্ডিকেটর এর মাধ্যমেই আমরা মার্কেট এনালাইসিস করে থাকি। বিভিন্ন ইন্ডিকেটর দ্বারা মার্কেট এনালাইসিস করে নিজের ধারনার সাথে মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে থাকি মার্কেট কোন দিকে যাবে। এত এনালাইসিস করে ট্রেড ওপেন করি তারপরও প্রফিট করতে পারছি না। তবে হাল ছাড়ব না। ফরেক্স এ আছি থাকব , এর শেষ টা দেখে ছাড়ব।

basaki
2016-04-28, 12:45 PM
ফরেক্স মার্কেটে আপনি জদু ট্রেড করতে চান তবে আমি মনে করি আপনাকে কোন না কোন কিছুর উপর আপনাকে নির্বর করে ফরেক্স মার্কেটে আপনাকে ট্রেড করতে হবে। তাই আপনি যদি ভাল ফরেক্স ট্রেড করতে চাব রবে ইন্ডিকেটর ব্যভার করেও ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন বলে মনে করি।

niloyjahan88
2016-04-28, 12:47 PM
ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে থাকে আর আপনি সহজেই বুজতে পারেন কখন কি করতে হবে ।তবে ইন্ডিকেটর নির্ভর ট্রেড করলে হয়ত প্রফিট হবে তবে একাউন্ট খালি হয়ে যাওয়ার ঝুকি থাকবে ইন্ডিকেটর ব্যবহার এ আমাদের সাবধান হওয়া জরুরি ।

basaki
2016-07-24, 11:05 AM
ফরেক্স মার্কেয়াতে আপ্নি যদি ট্রেড করতে যান তাহ্লে আপনাকে কোন না কোন ইন্ডিকেটর ব্যবহার করতে হবে আর যদি আপনি ইন্ডিকেটর ব্যবহার না করেন তবে আপনি কোন পথ খুজে পাবেন না তাই আমাদের সবার উচিত ভাল করে ফরেক্স শিখে ইন্ডিকেটর দেখে ট্রেড করা তাহলেইভ্লাভ হবে।

Ritu
2016-08-29, 08:20 AM
ইন্ডিকেটর ছাড়া ট্রেড করা মোটেই ঠিক না । কারন ফরেক্স মার্কেট ট্রেন্ড বোঝা এতো সহজ কথা না । কিন্তু এটা ও ঠিক যে শুধু ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা মোটেই ঠিক না । কারন ইন্ডিকেটর সব সময় সঠিক পথ দেখাতে পারে না । তাই আমি সব সময় ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করি না অন্য এনালাইসিস করেই করি ।

oviice
2016-08-29, 08:43 AM
আমার মতে ইন্ডিকেটর ফরেক্স মার্কেটের গতিপ্রকৃতি অর্থাৎ পরবর্তী মুভ কি হতে পারে সে সম্পর্কে কিছুটা ধারণা দেয় এবং মার্কেট আগের সময়গুলোতে কেমন ছিল সেটাও প্রকাশ করে।আমি মনে করি ইন্ডিকেটর নির্ভর ট্রেড না করাটা উত্তম,এতে বেশিরভাগ সময় লসই হয়।এনালাইসিস করে, ট্রেন্ড লাইন ড্র করে ট্রেড লাইন ড্র করে ট্রেড করা ভাল।

md mehedi hasan
2016-08-29, 09:08 AM
ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস এর গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে ইন্ডিকেটর।ফরেক্স মার্কেটে ট্রেড সফল ভাবে পরিচালোনা করার জন্য ট্রেডাররা বিভিন্ন ধরণের ইন্ডিকেটর ব্যবহার করে থাকে।আবার ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছে যারা ইন্ডিকের ব্যবহার না করে ট্রেড করে থাকে।তবে ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর ব্যবহার করে প্রফিটেবল ট্রেড করা যায়।যদি আপনি ইন্ডিকেটরের ব্যবার সঠিকভাবে যানেন।

sujon30
2016-08-29, 09:30 AM
ফরেক্স এ কিছু লজিক এর সাহায্যে একটা ইন্ডিকেটর তৈরি করা হয় যার কাজ হচ্ছে ফরেক্স এ প্রাইস কোন দিকে আছে আর কোন দিকে যেতে পারে তার একটা ধারনা দেয়া। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশের ট্রেডারদের ফরেক্স সম্পর্কে ধারনা অনেক কম। আমরা অনেক সময় উল্টোপাল্টা ইন্ডিকেটর ব্যাবহার করে ভুল সিদ্ধান্ত নেই এবং লসের মুখে পরে যাই। অনেক গুলো ইন্ডিকেটর একসাথে ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ নয়। ট্রেডে সফল হওয়ার জন্য ৫-৬টি ইন্ডিকেটর সম্পর্কে ভাল ধারনা রাখলেই হয়।

sheam
2016-08-29, 09:53 AM
সত্য কথা ভাই আমি ও তাই মনে করি। কারন ইন্ডিকেটর গুলো তো কোন না কোন ব্যক্তিগন বানিয়েছেন। আর ওই সকম ব্যক্তি গন অবশ্যই মাকেট এনালাইসিস করেই বানিয়েছে। মানে তার ট্রেটেজিটাকে কোডিং এর মাধ্যমে একটা ইন্ডিকেটর বানিয়েছে। তো মূল হল মাকেট এনালাইসিস। সো আমার মতে ইন্ডিকেটর বাদ দিয়ে মাকেট এনালাইসিস করে ট্রেড করাই ভাল।

Md Sanuwar Hossain Hossai
2016-08-29, 10:23 AM
ফরেক্স ট্রেডিং করার জন্য আমি বেশির ভাগ সময় ই ক্যান্ডেল এবং ইন্ডিকেটর ফলো করে ট্র্বড করে থাকি।।। ফরেক্স ট্রেডিং ভালভাবে বুঝতে পারলে শুধুমাত্র ইন্ডিকেটর ফলো করেও ইনকাম করা সম্ভব।। ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা তাই এখানে বিভিন্ন নিউজ ও ফলো করা উচিৎ।।

Biplob72
2016-08-29, 11:39 AM
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন।

MD ALAMIN ARIF
2016-08-29, 01:04 PM
আমার মতে ইন্ডিকেটর আমাদের কে দিক নির্দেশনা দিতে পারে কেবল ইন্ডিকেটর কখনই আমাদেরকে বলে দিতে পারে না যে মার্কেট এত সময় পরে এই দিকেই মুব করবে আমরা আমাদের বুঝার সার্থে ইন্ডিকেটর বেবহার করতে পারি তবে ইন্ডিকেটর নির্ভর ট্রেড কখনই করতে পারিনা আমরা ইন্ডিকেটর নির্ভর ট্রেড করলে হয়ত প্রফিট হবে তবে একাউন্ট খালি হয়ে যাওয়ার ঝুকি থাকে।

vodrolok
2016-09-10, 11:09 AM
ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা খুবই ঝুঁকিপূর্ণ। তবে কিছু ইন্ডিকেটরের সমন্বয়ে মার্কেটের ট্রেন্ডে ট্রেড করার কোনো স্ট্রাটেজি তৈরী করে তার উপর ভিত্তি করে ট্রেড করা যেতে পারে। তবে নিরাপদ হলো ইনডিকেটর ইত্যাদির সাহায্যে কেবল এন্ট্রি লেভেল তালাশ করা। আর ইনস্ট্রুমেন্ট ও পজিশন নির্বাচন করা ফান্ডামেন্টালের মাধ্যমে।

Forex Boy
2016-09-10, 11:16 AM
হ্যা আমিও আপনার সাথে এক মত কিন্তু কনফার মেশন নেয়ার জন্য উভয়রেি একে অপরকে সাথে জরিত। মানে আমি বর তে চাচ।চি যে ধরুন আপনি খুব ভাল টেকনিক্যাল এনালাইসসি পারেন কিন্তু কনার্ম হবার জন্য াাপনাকে তো অবশ্যই ইন্ডিকটের ব্যবহার করতে হবে। এই মার্কেট এমনি একটা জিনসি যা যে কোন কিছু বাদ গেলেই বিপদ।

SHOYEB
2016-09-10, 11:20 AM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর একটি সুপরিচিত নাম সবাই কমবেশি ইন্ডিকেটর সর্ম্পকে ধারনা রাখে । ইন্ডিকেটর ফরেক্স মার্কেটে প্রাইস মুভমেন্টের একটা মৌরিক ধারনা দিয়ে থাকে তবে আমরা ইন্ডিকেটরের উপরে নির্ভরশীল না হয়ে নিজের এনালাইসিসের উপর নির্ভ করব এতে আমরা সুফল পেতে পারি ।

kholil
2016-09-18, 09:48 PM
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে মুদ্রা বিনিময়ের মাধ্যমে কাজ করতে হয় । তাই ফরেক্সে কাজ করতে হলে ইন্ডিকেটর ব্যবহার করে কাজ করায় ভালো । ইন্ডিকেট্রর ব্যবহার করে কাজ করা হলে ইন্ডিকেটর ট্রেড করার আগে বিভিন্ন দিক দিয়ে সাহাজ্য করে থাকে ট্রেডারকে যাতে ট্রেড করতে সুবিধা হয় । বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে ফরেক্স মার্কেটে । যার যেই ইন্ডিকেটর ব্যবহার করে সুবিধা বলে মনে হয় সে সেই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে থাকে ।

currency
2016-09-18, 10:10 PM
আমার মনে হয় ফরেক্সে ইন্ডিকেটর কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে । তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয় । অনেক সময় ভুল সিগন্যাল আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে ন । তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরন না করে নিজের অ্যানালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন ।

Fxaziz
2016-09-18, 11:04 PM
ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করার জন্য আপনাকে ফরেক্স মার্কেট এর এনালাইসিস সম্পর্কে জানতে হবে।আপনি যদি ফরেক্স মার্কেট এর এনালাইসিস সম্পর্কে জানেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারবেন।শুধু ইনডিকেটর এর উপর যদি ভরসা করে আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারবেন না।তার জন্য আপনা কে তিন প্রকার এর এনালাইসিস সম্পর্কে জানতে হবে।

jamal191khan
2016-09-18, 11:17 PM
আমার মতে সহজ কথায় ইন্ডিকেটর হল প্রাইস অ্যাকশন এর একটি চিত্রভিত্তিক নির্দেশনা। অর্থাৎ বর্তমান পাইস থেকে পরবর্তী পাইস ডাউন করবে কি আপ এ যাবে এই ধরণের নির্দেশনা ইন্ডিকেটরের মাধ্যমে পাওয়া যায়। ইন্ডিকেটর হল প্রোগ্রামিং কোডের সমন্বয়ে কিছু লজিক নিয়ে গঠিত একটি ডিরেকশন পদ্ধতি তাই যদি কখনো মার্কেট ট্রেন্ড ওই পদ্ধতির বাইরে রেয়াক্ট করে তখন আর ঐ ইন্ডিকেটরের সুফল পাওয়া যায় না, তবে কিছু শক্তিশালী ইন্ডিকেটর আছে যেগুলো আপনার ট্রেডিংকে অনেক সহজ এবং রিলাইএবল করে।

RUBEL MIAH
2016-12-23, 09:26 PM
ইন্ডিকেটরের উপর নির্ভর করে কখনোই ট্রেড করা ভালো নয় কারণ আমরা যদি দক্ষতা অর্জন করতে পারি সেই দক্ষতা অবলম্বন করে তারপর আমরা ফরেক্স ব্যবাস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আপনারাও সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করেন অবশ্যই ইন্ডিকেটরের উপর নির্ভর করতে হবে না ।

msisohel
2016-12-23, 10:01 PM
ইনডিকেটর সম্ভাবনার কথা বলে। তাই সম্ভাবনার সাথে নিজের বিচার বিশ্লেসন মিলিয়ে ট্রেড করা যেতে পারে। তবে আগে ডেমোতে প্রাকটিস করলে ভাল ফলাফল পাওয়া যাবে আশা করা যায়।

FOREX.NB
2016-12-23, 10:32 PM
ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস এর গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে ইন্ডিকেটর।ফরেক্স মার্কেটে ট্রেড সফল ভাবে পরিচালোনা করার জন্য ট্রেডাররা বিভিন্ন ধরণের ইন্ডিকেটর ব্যবহার করে থাকে।আবার ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছে যারা ইন্ডিকের ব্যবহার না করে ট্রেড করে থাকে।তবে ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর ব্যবহার করে প্রফিটেবল ট্রেড করা যায়।যদি আপনি ইন্ডিকেটরের ব্যবার সঠিকভাবে যানেন।

ONLINE IT
2016-12-24, 06:53 PM
ইন্ডিকেটর হল দিক নির্দেশক মাত্র। এর উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা উচিত নয়। আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে শুধু মাত্র ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হলে চলবে না। আপনাকে মার্কেট এ্যানালাইসিস করতে হবে। নিউজ সম্পর্কে ধারনা নিতে হবে। তারপরে ট্রেড করতে হবে। ইন্ডিকেটর দিয়ে আপনি মার্কেট সম্পর্কে ধারনা নিতে পারেন। কখনোই এর উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা ঠিক না।

nazib72
2016-12-24, 08:25 PM
ইন্ডিকেটর হচ্ছে ট্রেড এর নির্দেশক ট্রেডের জন্য ইন্ডিকেটোর ভালো সুবিধার। তবে দক্ষতা না থাকলে ইন্ডিকেটর ব্যাবহার করা ঠিক না তাতে ভালো ফল নাও হতে পারে।তছাড়া ইন্ডিকেটর সব সময় স্টহিক নির্দেশনা দেয় না, তাই ইন্ডিকেটরের উপর অন্ধের মত নির্ভর না করাই ভালো।

pkboy
2016-12-27, 08:52 PM
আমার মতে ইন্ডিকেটর আমাদের ফরেক্স ট্রেডিং অনেক অনেক সাহায্য করে । একটি ট্রেড ওপেন করার সময় আপনাকে বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে এনালাইসিস করে সঠিক ট্রেডটি নির্বাচন করতে পারেন । ইন্ডিকেটর আপনাকে কোন সিগনাল দিবেনা । ইন্ডিকেটর আপনাকে মার্কেট এর গতি সম্পর্কে ধারনা দিবে । এই জন্য আপনাকে সঠিক ট্রেড ওপেন করতে হলে ভালো এনালাইসিস করতে শিখতে হবে । শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভরশীল হওয়াটা ঠিক হবে না ।

RUBEL MIAH
2016-12-30, 11:37 AM
ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে কখনোই ট্রেড করা ঠিক হবে না । আমরা যদি ধৈর্য্যশীল হয়ে মার্কেট এ্যানালাইসিস করতে পারি তাহলে আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা অবশ্যই ইন্ডিকেটরের উপর নির্ভর করে কখনোই আমরা ট্রেড করব না তাহলেই আমরা লাভবান হতে পারব ।

md noor hasan
2017-01-17, 03:25 PM
আসলে ফরেক্সে ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে । তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয় । অনেক সময় ভুল সিগন্যাল আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে ন । তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরন না করে নিজের অ্যানালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন ।

real razu
2017-01-17, 04:23 PM
আমার জানামতে ফরেক্সে ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে । তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয় । অনেক সময় ভুল সিগন্যাল আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে ন । তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরন না করে নিজের অ্যানালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন ।

riponinsta
2017-01-23, 03:58 PM
আমি মনে করি ঈন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা ভাল কিন্তু আপনাকে এমটি ৪ এ যে সব ইনডিকেটর আছে সেই সব ইনডিকেটর দিয়ে আপনি টেড করলে কোন সমস্যা হবে না আপনি যদি ২ থেকে ৩ ইনডিকেটর ব্যবহার করে টেড করলে কোন সমস্যা হয় না আমি বড় বড় টেড আর কে দেখছি তারাও ইনডিকেটর ব্যবহার করে টেড করে তারা ১ টা বা ২ টা ইনডিকেটর ব্যবহার করে টেড করে তাই আপনি ও ইনডিকেটর ব্যবহার করে লাভ করতে পারবেন ভাল ভাবে

Md Masud
2017-04-13, 10:08 PM
ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হওয়া ঠিক নয় । অামরা বেশী করে এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই অামরা সফল ব্যবসায়ী হতে পারব । অামরা নিজেরাই নিজেদের দক্ষতা অর্জন করার চেষ্টা করব । যে ট্রেডার এ্যানালাইসিস বেশী করে করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।

uzzal05
2017-05-28, 11:06 AM
ফরেক্স এ সম্পঊর্ন ভাবে ঈন্ডিকেটরের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। কেননা মার্কেট এ অনেক সময় আপনাকে ইন্ডিকেটর ভুল সিগ্নাল দেয়। তাই আমাদের ট্রেড নিতে ভুল হতে পারে। ট্রেড নেওয়ার জন্য আমাদের নিজের এনালাইসিস কাজে লাগাতে হবে। নিজে এনালাসিস না করতে পারি তাহলে আমরা ট্রেড এ সফলতা পাব না।

Competitor
2017-06-23, 02:32 AM
ঈন্ডিকেটরের উপর র্নিভরশী হয়ে পড়া একদম উচিত হবে না । কেননা ঈন্ডিকেটর সর্বদা আপনাকে সঠিক সিদ্ধান্ত দিবে তার কোন নিশ্চয়তা নেই । হতে পারে আপনি ঈন্ডিকেটরের তালে পড়ে বড় ধরনের লস করতে পারেন । তাই আপনার উচিত হবে ফরেক্স মার্কেটে নিজের শক্ত একটা ভীত তৈরী করার জন্য নিজের দক্ষতাকে উন্নত করা । যে যত বেশি দক্ষ সে তত বেশি পরিমাণে সফল ।

morshed naim
2017-07-29, 03:26 AM
ঈন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা সবসময় উচিত নয়। তবে আপনি এক দুইটি ঈন্ডিকেটরের ব্যবহার করতে পারেন।আপনি আপনার সিগ্ন্যাল কনফারমেশ্নের জন্য ঈন্ডিকেটরের ব্যবহার করতে পারেন।ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে থাকে আর আপনি সহজেই বুজতে পারেন কখন কি করতে হবে।তবে ইন্ডিকেটর নির্ভর ট্রেড করলে হয়ত প্রফিট হবে তবে একাউন্ট খালি হয়ে যাওয়ার ঝুকি থাকবে ইন্ডিকেটর ব্যবহার এ আমাদের সাবধান হওয়া জরুরি।আপনি প্রথমে যে ইন্ডিকেটর ব্যবহার করবেন তা ডেমো ট্রেডে প্রথম ব্যবহার করে পরিচিত হয়ে তার পর ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেডে ব্যবহার করা উচিত।

reser
2017-07-29, 10:31 PM
আপনি অনেক গুলো ইন্ডিল্কেটর থেকে একটি ভাল মানের ইন্ডিকেতড় বেছে ট্রেড করতে পাড়েন বা আপনি নিজেও নিজের মত করে তৈরি করে নিতে পাড়েন।

01797733223
2018-01-15, 12:46 PM
ভাই ফরেক্স মার্কেটে শুধু ইন্ডিকেটরের উপর ভরসা করে ট্রেড করলে হবে না। ট্রেডিং জগতে আপনার নিজস্ব কিছু আইডিয়া থাকতে হবে তানাহলে আপনি এখানে বেশি প্রফিট নিতে পারবেন না। ইন্ডিকেটরের শুধু আপনাকে সাময়িক ধারনা দিতে পারে এর চেয়ে বেশি কিছু নয়। সুতরাং এখানে আপনার সব ধরনের এনালাইসিস মিলে যাওয়ার পর আপনি যখন আপনার মন থেকে একটা সিগনাল পাবেন তখন আপনি ট্রেড নিতে পারেন।

expkhaled
2018-01-15, 01:01 PM
ফরেক্স আসলে অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবসা করলে টিকে থাকা যায় এবং লং টার্মে প্রফিট করা যায়। যার কারনে ফরেক্স আয়ত্ব করতে এত সময় লাগে। একজন মোটামুটি মানের ট্রেডার হতে হলেও অন্তত ৩ বছর লাগে যদি নিজেকে কন্ট্রোল করে ট্রেড করতে পারেন। তাহলে কি সেখানে সামান্যে কিছু ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে কি আর ভাল ট্রেড করতে পারবেন। শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে লাভবান ট্রেডার হওয়া যাবে না। সাথে নিজস্ব এনালাইসিস থাকতে হবে আর এই নিজস্ব এনালাইসিসটি আসবে অভিজ্ঞতা থেকে।

Grimm
2018-01-20, 11:15 PM
আপনি একদম ঠিক বলেছেন, এই ব্যবসায় সফলভাবে ট্রেড করতে হলে আমাদেরকে সম্পূর্ণভাবে ইন্ডিকেটর এর উপর নির্ভরশীল হলে চলবে না। কারণ ইন্ডিকেটর কখনই আপনাকে বলতে পারবে না যে বাজার কোনদিকে যাবে। আপনি ইন্ডিকেটর এর সাহায্যে বাজার বিশ্লেষণ করে বাজারে প্রবেশ করতে পারেন, এর ফলে আপনি যেমন অনেক কিছু জানতে পারতাছেন তেমনি অনেকটা সঠিকভাবে বাজারে প্রবেশ করতে পারতাছেন যার ফলে আপনি বেশি মুনাফা করতে পারেন।

Mahidul84
2018-01-21, 07:08 PM
আমি বলব ইন্ডিকেটরের উপর সম্পূর্ণ রূপে নির্ভরশীল হওয়া মোটেও উচিত হবে না। কারণ ইন্ডিকেটর কখনই আপনাকে সঠিক পথ প্রদর্শন করবে না। তবে আপনি ইন্ডিকেটরের সাহায্য বাজার বিশ্লেষণ করে প্রবেশ করতে পারবেন। ইন্ডিকেটর ব্যবহার করে আপনি বাজার সম্পর্কে অনেক কিছু জানতে ও বুঝতে পারতাছেন এটা সঠিক। আর এটার উপর নির্ভর করে আপনি মার্কেট হতে বেশি মুনাফা উপার্জন করতে পারবেন।

iloveyou
2018-02-16, 08:18 PM
হ্যা ভাই শুধু ইন্ডিকেটরের উপর ভরসা করে ট্রেড করলে হবে না। আপনাকেও এই মার্কেটের সব বিষয়গুলোকে ভালভাবে এনালাইসিস করতে হবে। ইন্ডিকেটর আপনাকে শুধু মোটের উপর একটা ধারণা দিতে পারে। যেমন, আপনি কোন কোন ক্ষেত্রে দেখবেন ৭০% আবার কখনও ৪০% আবার কখনওবা দেখবেন যে ২০% সেজন্য সবকিছুকে বিবেচনা করে, এর ভেতর থেকেই আপনাকে আপনার নিজের তৈরি একটা পদ্ধতি বানিয়ে নিয়ে এখানে সেটাকে ধরে রেখে ট্রেড করার অভ্যাস গড়ে তুলতে হবে, এবং পরে সেই সিস্টেমটাকে আস্তে- আস্তে উন্নত করতে হবে।

maziz6989
2018-02-18, 09:07 PM
ইন্ডিকেটর মূলত আপনাকে মার্কেট এনালাইসিস করতে সাহায্য করে থাকে। আপনি যদি এটাকে কোন ট্রেড সিস্টেম বা ইত্যাদি ভেবে ভূল করে বসে থাকেন তবে আপনিই ধরা খাবেন। এক বা একাধিক ইন্ডিকেটর আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে যে আপনি কি করবেন। ট্রেড নিবেন কি নিবেন না।

martin
2018-02-26, 07:31 PM
ফরেক্সে ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে । তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয় । অনেক সময় ভুল সিগন্যাল আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে ন । তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরন না করে নিজের অ্যানালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন ।

Mamun13
2018-02-27, 09:09 AM
আমার মতে ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে। মার্কেট কোন দিকে যাবে এটা ঈন্ডিকেটর বলে না তবে যেতে পারে এরূপ একটা নির্দেষনা দেয়। তাঈ ঈন্ডিকেটরের উপর নির্ভরশীন না হয়ে নিজস্ব এনালাঈসিস এর উপর ভিত্তি করে ট্রেড করা ভালো।

আমিও প্রথমে দীর্ঘদিন যাবৎ অনেক ইনডিকেটর ব্যাবহার করে দেখেছি৷আসলে প্রফিটেবল ট্রেডের জন্য সেগুলো সঠিক কোনোও প্রকার সংকেত বা সিগনাল দিতে পারেনা৷আমাদের ট্রেডিং চার্টগুলোতে টেকনিক্যাল এনালাইসিসের জন্য ট্রেডারগণ ট্রেডের প্রথমদিকে এসব ইনডিকেটর ব্যাবহার করে থাকেন৷কিছুদিন পর আমরা ঠিকই বুঝতে পারি আসলে এগুলোর তেমন কোনোও জরুরী প্রয়োজন নাই এবং এগুলো ভূল সিগনালও দেয়৷আমি কোনোও প্রকার ইনডিকেটর ব্যাবহার করি না৷

Md_MhorroM
2018-11-19, 12:46 AM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে।

sr ritu
2018-11-19, 01:33 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য এবং ফরেক্স মার্কেট থেকে প্রপিট কারার জন্য আমরা ফরেক্স মার্কেট কে নানান ভাবে এনালাইসিস করি। ফরেক্স মার্কেট এ আমরা তিন প্রকার এনালাইসিস করি। তার মদ্দে একটি হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস। ইনডিকেটর হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর একটি অংশ।। ইনডিকেটর এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট কে ভালোভাবে এনালাইসিস করে তার পর আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।

Grimm
2019-01-29, 08:30 PM
আমার মতে ইন্ডিকেটর এর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে ট্রেড করাটা উচিত না। কারণ ইন্ডিকেটর সবসময় আপনাকে সঠিক তথ্য দিতে পারবে না। আর আপনি যদি ভুল তথ্য নিয়ে এই মার্কেটে ট্রেড করেন তাহলে আপনি কখনই এই মার্কেটে সফলতা পাবেন না। তাই ইন্ডিকেটর এর উপর সম্পূর্ণরূপে ভরসা না করে ট্রেড করাটাই ভাল। আমি আগে ইন্ডিকেটর উপর ভরসা করে ট্রেড করতাম কিন্তু অতিরিক্ত লস এর কারণে এখন আমি আর সেটা করি না।

SAGOR_HALDER944
2019-04-23, 02:13 AM
ইন্ডিকেটর এর উপর নির্ভরশীল হয়ে ট্রেড করলে অনেক সময় বিপদের মুখে পড়তে হয়।কারণ ফরেক্স মার্কেটের কোন ইন্ডিকেটর ই সব সময় সঠিক দিকনির্দেশনা দেয় না।ফরেক্স মার্কেট মাঝে মাঝে এমন ভাবে রূপ বদলায় যে ইন্ডিকেটর ও বুঝে উঠতে পারে না।তাই সে সকল ক্ষেত্রে ইন্ডিকেটর উপর নির্ভরশীল হলে অনেক বিপদে পড়ে যেতে হয়।এজন্যই ফরেক্স মার্কেটে সফল ট্রেডাররা কখনও ইন্ডিকেটর এর উপর নির্ভরশীল না হয়ে নিজেদের স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেডিং করে থাকেন।

MdPiashHasan6080892
2019-04-23, 04:50 AM
ইন্দিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা কখন উচিত নয়। কারণ সব সময় ইন্দিকেটর সঠিক সিদ্ধান্ত দেয় না। কয়েকজন প্রোগ্রামার কিছু দিকনির্দেশনা দিয়ে ইন্দিকেটর তৈরি করে। মার্কেটের দুরবস্থা ইন্দিকেটর বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে। তাছাড়া আপনি যদি ইন্ডিকেটর এর মাধ্যমে ট্রেড করেন
তাহলে আপনার পরনির্ভরশীলতা অনেক বেড়ে যাবে। যার ফলে আপনার ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার প্রতি আগ্রহ কমে যাবে। তাই ইন্দিকেটর ব্যবহার না করে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করা উচিত।এভাবে আপনি যদি মার্কেট এনালাইসিস করে ট্রেড করেন তাহলে আপনি একসময় দক্ষ ট্রেডার এ পরিণত হবে। যা ইন্ডিকেটর ব্যবহার করে কখনো সম্ভব না।

RASELRANA562917
2019-04-23, 07:16 AM
ইন্ডিকেটরে কিছু প্রোগাম সেট করা থাকে।ইন্ডিকেটর সবসময় সঠিক দিকনির্দেশনা দিতে পারে না।আমাদের কখনোই ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করা উচিত না।ইন্ডিকেটর বেশিরভাগ সময়ই ভুল ডিসিশন দেয়।আর ইন্ডিকেটর যদি সবসময় সঠিক ডিসিশন দিতে পারত যারা ইন্ডিকেটর তৈরি করে তাহলে তারাই তো ট্রেড করে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যেত।আর ইন্ডিকেটর পরনির্ভরশীলতা বাড়িয়ে দেয়।এর ফলে ফরেক্স শেখার যে আগ্রহটা থাকে সেটা হারিয়ে যায়। তাই আমাদের উচিত ইন্ডিকেটর ব্যবহার না করে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা।তাহলে খুব দ্রুত ফরেক্স এ অভিজ্ঞতা অর্জন করা যাবে।

SHARIFfx
2019-04-23, 07:52 AM
আপনি ইচ্ছা করলে ইন্ডিকেটর দিয়ে ট্রেড নিতে পারেন তবে এতে করে আপনার সময় লাগবে বেশি আর প্রফিট হবে কম। আবার ইন্ডিকেটর ব্যবহার করে ৫% সফলতা পাওয়া জায়। তাই আমাদের কে ফান্ডামেন্টাল এনালাইসিস এর প্রতি নজর দিতে হবে। তবে জেই সকল ইন্ডিকেটর ভালো কাজ করে সেগুলি হচ্ছে আর এস আই, মুভিন এবারেজ, জিক জাক।

bdunity
2019-04-23, 09:40 AM
ফরেক্সের বাজার এনালাইসিস মুলত তিন ধরনের হয়ে থাকে । তার মধ্যে একটি হলো টেকনিকেল এনালাইসিস । আর ট্যাকনিক্যাল এনালাইসিরে একটি অংশ হলো ইনডিকেট । আর এই ইনডিকেট মুলত একটি সংকেত মাত্র । এই ইনডিকেট দারা আপনি ধারনা নিতে পারেন,কিন্তু ইনিডিকেটেরর উপর নির্ভর করে ট্রেড করা ঠিক না ।

Panna1989
2019-08-25, 01:46 PM
আমরা জানি ইন্দিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা কখন উচিত নয়। কারণ সব সময় ইন্দিকেটর সঠিক সিদ্ধান্ত দেয় না। কয়েকজন প্রোগ্রামার কিছু দিকনির্দেশনা দিয়ে ইন্দিকেটর তৈরি করে। মার্কেটের দুরবস্থা ইন্দিকেটর বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে। তাছাড়া আপনি যদি ইন্ডিকেটর এর মাধ্যমে ট্রেড করেন
তাহলে আপনার পরনির্ভরশীলতা অনেক বেড়ে যাবে। যার ফলে আপনার ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার প্রতি আগ্রহ কমে যাবে। তাই ইন্দিকেটর ব্যবহার না করে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করা উচিত।এভাবে আপনি যদি মার্কেট এনালাইসিস করে ট্রেড করেন তাহলে আপনি একসময় দক্ষ ট্রেডার এ পরিণত হবে। যা ইন্ডিকেটর ব্যবহার করে কখনো সম্ভব না।

marjahan
2019-08-25, 05:21 PM
ইন্ডিকেটর নির্ভরশীল ট্রেড করার পক্ষপাতি আমি নই তবে হ্যা মাঝে মাঝে ট্রেড করার সুবিধার্তে এগুলোর সাহায্য নেয়া যেতে পারে এতে করে ট্রেডে এন্ট্রি নিতে সুবিধা পাওয়া যায়।তবে সম্পূর্নরূপে ইন্ডিকেটর নির্ভর ট্রেড করলে নিজেকে ভালো ট্রেডার রূপে তৈরি করা সম্ভব নয়।

sofiz
2019-08-25, 06:09 PM
ইন্ডিকেটরের কাছ থেকে আপনি সাহায্য নিতে পারেন তবে আপনি পুরোপুরি ইন্ডিকেটর নির্ভরশীল না হোন তবেই ভালো কারন একজন ট্রেডার ইন্ডিকেটরের সাহায্য নিতে পারবে তবে সে যদি পুরো নির্ভরশীল হয়ে পড়ে তবে সে নিজের যোগ্যতাটুকু হারিয়ে ফেলবে তাই ইন্ডিকেটরকে সাপোর্ট হিসেবে নেওয়া ভালো।

Rokibul7
2019-08-25, 06:17 PM
আমি নতুন এই ফরেক্সএ। মুভিংএভারেজ দেখে আমি টেড করি।তেবে রিয়েল একাউন্টেে না,আপাতত ডেমো প্রাকটিসেসেে আছি।আপনাদের মতামত গুলো বোঝার চেষ্টা করে আমি ডেমোতে প্রাকটিস করি।কিছুটা শিখেছি আস্তে আস্তে,বাকি গুলো শেখার ও বোঝার চেষ্টা করবো

KGF
2019-08-25, 07:35 PM
ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে থাকে আর আপনি সহজেই বুজতে পারেন কখন কি করতে হবে।তাই আমি মনে করি ঈন্ডিকাটার আমাদের ট্রেডে অনেক কাজ করে থাকে আর আমরা ভালো ট্রেড করতে পারি বলে আমি মনে করি।

Rion
2019-08-25, 07:37 PM
প্রতিটি নির্দেশনা যিনি অনুসরন করেন এবং সেই অনুযায়ী ট্রেড করেন তিনি খুব সহজেই ফরেক্স বাজারে লাভ অর্জন করতে সক্ষম হন। আপনি যদি প্রতিটি নির্দেশনা মেনে ট্রেডিং করেন বা নির্দেশনার উপর নির্ভরশীল হন তাহলে অতি সহজে সফল হতে পারবেন।

Mazharul777
2019-09-05, 08:24 PM
ফরেক্স এ অনেকে ইন্ডিকেটর আসে। আপনি অনেক গুলো ইন্ডিল্কেটর থেকে একটি ভাল মানের ইন্ডিকেতড় বেছে ট্রেড করতে পাড়েন বা আপনি নিজেও নিজের মত করে তৈরি করে নিতে পাড়েন। ইন্ডিকেটর এমন এক ধরনের নির্দেশক যা আপনাকে প্রাইস বাড়বে না কমবে তা নির্দেশ করবে। এর সাহায্যে আপনি মার্কেটের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এখানে বিভিন্ন সিগন্যালের মাধ্যমে জানতে পারবেন মার্কেটের প্রাইস বারবে না কমবে। সে অনুযায়ী আপনি ট্রেড করবেন।

samirarman
2019-09-13, 01:27 AM
আমি মনে করি ঈন্ডিকাটার আমাদের ফরেক্স ব্যবসায় এ ট্রেডে অনেক কাজ করে থাকে আর আমরা ভালো ট্রেড করতে পারি ।

Hredy
2019-09-13, 02:42 AM
ইন্ডিকেটর ট্রেড এর জন্য সহায়ক এর মাধ্যমে আমরা মার্কেট এর মুভমেন্ট বুঝতে পারি খুব সহজেই। কিন্তু শুধুমাত্র ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিত নয়। পাশাপাশি আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ এনালাইসিস করতে হবে তারপর এন্ট্রি নেওয়া উচিত। আমি মনে করি ইন্ডিকেটর এর সাহায্য নিয়ে এবং প্রোপার মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করাই উত্তম।

Montu Zaman
2019-10-16, 04:05 PM
ইন্ডিকেটর কখনোই মার্কেটের ভবিষ্যৎ দেখিয়ে দেয় না। এটি দেখায় মার্কেট কোন পথে এ পর্যন্ত এসেছে। এটির উপর নির্ভর করে আগামীতে কি হবে তা আপনাকেই বের করতে হবে। সুতরাং ইন্ডিকেটর দেখে অন্ধভাবে এন্ট্রি ওপেন ক্লোজ না করে সেই ইন্ডিকেটর কোন কোন বেইজের উপরে তৈরি করা হয়েছে তা ম্যানুয়ালি জানুন ও লাইভ চার্ট থেকে বোঝার চেষ্টা করুন। এরপর নিজের সেন্টিমেন্টকে পুরোপুরি কাজে লাগিয়ে ট্রেড যুদ্ধে নিজেকে সামিল করুন এবং জয়ী হিসেবে নিজেকে প্রতিনিয়ত আবিস্কার করুন।
ও হ্যা, বলতে ভুলেই গেছি, ইন্ডিকেটরের কিন্ত কোন সেন্টিমেন্টই নেই! আপনার কোটি কোটি ডলারের ক্ষতিবৃদ্ধি হলেই এর কোন কিছু আসে যাবে না, সুতরাং নিজের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনার ফান্ড আপনিই ম্যানেজ করুন। সবার ট্রেডিং লাইফ সুন্দর কাটুক, এই কামনা করছি

KaziBayzid162
2019-10-16, 04:21 PM
পার্সোনালি আমি ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা পছন্দ করি না ,বরং আমার নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মার্কেট এনালাইসিস করে ট্রেড করাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি, এবং এতে লাভ লস যেটাই হবে সেটাই স্বাভাবিক বলে মেনে নিয়ে থাকি। তবে যদি কোন ট্রেডে লস হয়ে থাকে তাহলে কি কারনে লস হলো সে কারণগুলো খুঁজে বের করে সে নিজেকে সচেতন করে তোলার চেষ্টা করি।কেননা ইন্ডিকেটর দৈনিক কারেন্সি লেনদেনের উপর ভিত্তি করে শুধুমাত্র দিকনির্দেশনা দিতে পারে কিন্তু কখনই স্পষ্টভাবে বলে দিতে পারেনা যে কত সময় পরে মার্কেট কোন দিকে মুভ করবে। এতে করে ট্রেডারের মনে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে,তাছাড়া ইন্ডিকেটরের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে ট্রেড করা আর চোখ বন্ধ করে রাস্তায় হাঁটা আমার কাছে একই রকম বলে মনে হয়, আর চোখ বন্ধ করে রাস্তায় হাঁটলে তো যে কোন সময় বিপদ হতে পারে এটা সবারই জানা,তাই ইনডিকেটরের উপর নির্ভর না করে নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করাটাই আমার কাছে বেশী যুক্তিসম্মত বলে মনে হয়।

TanjirKhandokar1994
2019-10-16, 04:53 PM
ফরেক্স মার্কেটে ইনডিকেটর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা এর মাধ্যমে আপনি সহজেই অনুমান করতে পারেন যে মার্কেট কোন দিকে মুভ করবে। যদিও সবসময় এটা দ্বারা মার্কেটের অবস্থা বা মুভমেন্ট সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না তবুও এর মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পারা যায়। তবে তাই বলে ইনডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিত হবে না বলেই আমি মনে করি। ধন্যবাদ

KAZIMAJHARULISLAM
2019-10-16, 04:54 PM
আমি ফরেক্স সম্পর্কে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, তাতে আমার কাছে মনে হয়েছে যে কোন ট্রেডারেরই ইনডিকেটরের উপর নির্ভর করে ট্রেডিং করা উচিত নয়, কারণ এতে করে ট্রেডারের অভিজ্ঞতা ও দক্ষতা সঠিক ব্যবহার হবে না এবং দিন দিন সে পরনির্ভরশীল হয়ে উঠবে, তাছাড়া আমার জানামতে ইন্ডিকেটর শুধুমাত্র আমাদের একটি দিক নির্দেশনা দিয়ে থাকে, সে কখনোই স্পষ্টভাবে বলে দিতে পারেনা যে মার্কেট কোন দিকে যেতে পারে, যার ফলে একজন ট্রেডার বিভ্রান্তির শিকার হয়ে যেকোনো সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে,তাই আমার কাছে ইন্ডিকেটর এর উপর নির্ভর না করে নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করায় ভালো বলে মনে হয়।

SaifulRahman
2019-10-23, 05:15 PM
ইন্ডিকেটর ট্রেড করার ক্ষেত্রে আমি বলবো এটা অনেকটা হেল্পফুল। Mt4 প্লাটফর্মে যেসব ডিফল্ট ইন্ডকেটরগুলো আছে এগুলো খুবই কার্যকর। আমি ব্যাক্তিগত ভাবে এগুলো ব্যবহার করে অনেক লাভবান হয়েছি এবং আরো অনেক ট্রেডারদের চিনি যারা এইসব ইন্ডিকেটর দিয়ে স্ট্র্যাটেজি বানিয়ে নিয়েছে।

reser
2019-10-25, 04:28 PM
টেকনিক্যাল এনালাইসিস অবশ্যই গুরুত্বপূর্ন। টেকনিক্যাল এনালাইসিসের জন্য আমরা বিভিন্ন ইন্ডিকেটরের সহায়তা নেই। ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। একেকটি ইন্ডিকেটরের কাজ একেক রকম। ইন্ডিকেটর গুলো প্রাইস রেট, মার্কেটের গতি প্রকৃতি, ট্রেন্ডের দৃঢ়তা ইত্যাদি বোঝায়। মুভিং এভারেজ, আর এস আই ইত্যাদি হলো ইন্ডিকেটর।

Fxhuman
2019-10-29, 12:40 PM
ফরেক্সে ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে । তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয় । অনেক সময় ভুল সিগন্যাল আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে ন । তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরন না করে নিজের অ্যানালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন ।

KF84
2019-10-29, 01:07 PM
ফরেক্সে প্রত্যেকটি ট্রেড এন্ট্রি করার পূর্বে মার্কেট এনালাইসিস করা অত্যন্ত জরুরী । তবে অনেকেই ট্রেড করার পূর্বে ইনডিকেটর ব্যবহার করে থাকেন । ইনডিকেটরও মাঝে মাঝে মার্কেটের গতিবিধি সম্পর্কে ভাল ধারনা দেয় কিন্তু তাই বলে শুধু ইনডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা উচিত নয় । আমরা এনালাইসিস করার সাথে ইনডিকেটর ব্যবহার করতে পারি এটা বোঝার জন্য যে এনালাইসিস প্রেডিকশন এবং ইনডিকেটর প্রেডিকশন এক হয় কিনা । যদি একই রেজাল্ট আসে তাহলে আমরা আরও কনফিডেন্স নিয়ে মার্কেটে এন্ট্রি করতে পারব ।

souravkumarhazra6763
2019-10-29, 07:26 PM
ইন্ডিকেটর ফরেক্স ট্রেড এর একটি টুলস,এর কাজ হয়ছে মার্কেট এর গতি প্রকৃতি,,ট্রেডার এর নিকট তুলে ধরা,কিন্তু আমাদের ইন্ডিকেটর এর উপর ফুল নির্ভর হয়ে এই ব্যবসা কআ উচিত নয়,কারণ ইন্ডিকেটর সব সময় সঠিক ডিরেকশন দেয় না,তাই আমাদের উচিত ইন্ডিকেটর নির্ভর না হওয়া।

Ajifa01
2019-10-30, 11:31 AM
এই পৃথিবীতে অনেক রকমের প্রতিনিয়ত তৈরি হচ্ছে তাই বলে কি আপনি ইন্ডিকেটরের উপর ভরসা করতে আসবেন আপনার সমস্ত অর্থ এবং ব্যাংক ব্যালেন্স সবকিছু কি আপনার একটা ইন্ডিকেটর উপর ভরসা করে আপনি ছেড়ে দিবেন যখন ঘুম থেকে উঠবে তখন দেখবেন আপনার সর্বোচ্চ হয়ে গেছে তখন আপনি কাকে ধরবেন

Ajifa01
2019-10-30, 11:32 AM
ইন্ডিকেটর ফলো করে ইন্ডিকেটর উপর ভরসা করে ট্রেড করে কিন্তু আসলে তারা নিউজ ও জানেনা তারা ট্রেডিং স্ট্রাটেজি বুঝেনা তারা বুঝে না সবকিছুই তার উপর নির্ভর করে ফিট করে এবং আমি মনে করি এটা একটা বোকার কাজ

Ajifa01
2019-10-30, 11:32 AM
নিজেদেরকে বোকার মতন সাজিয়ে বোকার মতন করে চলা একটা ইন্ডিকেটরের চলার মতন ইন্ডিকেটরগুলো আসলে কিছু কিছু করে এবং সেসব ম্যাথমেটিক্স গুলো ফলো করে আপনাকে একটি সিদ্ধান্ত দিতে সাহায্য করে কিন্তু আপনি কোনোভাবেই সে সব সিদ্ধান্তের উপর ভরসা করে ট্রেড করবেন এটা ভাবতে আমার নিজের কাছে অবাক লাগে

Ajifa01
2019-10-30, 11:33 AM
আপনি যখন নিজের থেকে ট্রেড করতে পারবেন তখন আপনি ইন্ডিকেটরে ভরসা করবেন না কারণ ইন্ডিকেটর আগে আপনি বুঝে যাবেন ইন্ডিকেটরটি সিদ্ধান্ত দিচ্ছে আপনি নিজের উপর ভরসা রাখবেন কোনদিনই উপর নির্ভরশীল হবে এক্ষেত্রে আপনার একাউন্টে সম্ভাবনা থাকে

Ajifa01
2019-10-30, 11:33 AM
নিজেদেরকে ইন্ডিকেটর পরনির্ভরশীল করার কোন প্রয়োজন নেই কারণ ইন্ডিকেটর মানুষই তৈরি করে এসব ইন্ডিকেটর কোনদিন আপনাকে লাভের মুখ দেখাতে পারেনা কারন এগুলো কোনদিন লিকুইড মার্কেটের অবস্থা বলতে পারে না যেমন মানুষের খিদা লাগলে কি খাবে ভাত খাবে না ডাল খাবে সেটা কিভাবে একটা ইন্ডিকেটর বলবে

abilkis7
2019-10-30, 03:28 PM
শুধু ইন্ডিকেটরের উপর নির্ভর করে আপনি কখনও ট্রেড করা উচিত নয়। আপনাকে ট্রেড করতে হবে সব ধরনের এ্যানালাইসিস করে এবং ট্রেন্ড বুঝে ট্রেড করতে হবে।

ARD
2019-10-30, 05:38 PM
1 মুভিং এভারেজ ব্যবসায়ীরা প্রায়শই প্রতিদিনের চলমান গড়ের বিষয়ে শুনতে পান যা সর্বাধিক প্রচলিত এবং বহুল ব্যবহৃত indic 4 আপেক্ষিক শক্তি সূচক (আরএসআই) তারা সমস্ত সূচক ফরেক্স এবং এমটি 4 এবং এমটি 5 ব্যবহারকারীদের মধ্যে বিখ্যাত

Ajifa01
2019-11-01, 12:11 PM
ইন্ডিকেটর এর মাধ্যমে যদি ট্রেড করেন তাহলে এটা কোন সমাধান হবে না আপনি লিখিতভাবে অভিযোগ করবে না কোনদিন

Ajifa01
2019-11-01, 12:13 PM
অনেক ভালো ভাবে ইউজ করতে পারবেন আমি বলছিনা যে আপনার ইন্ডিকেটর কোন ভাবে কোন কাজে লাগবে না আমার ধারণা অথবা আমার চেষ্টা যাই বলেন না কেন আমি ইন্ডিকেটর ইউজ করি খুব কম যখন আমি খুবই বিপদে পড়ি কোন মার্কেটে আমি বুঝতে পারিনা তখন আমি অবশ্য ইন্ডিকেটর ইউজ করে সে মুখগুলো বুঝার চেষ্টা করি বন্ধুসুলভ ভাবে তাদেরকে আমি ইউজ করি

Ajifa01
2019-11-01, 12:13 PM
পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের সৃষ্টি প্রত্যেকটা কাজের জন্য এমন কোন জিনিস নেই যে জিনিসটি কোন কাজের জন্য তৈরি হয়নি প্রত্যেকটা জিনিস এ কোন না কোন কাজ করতে পারে এবং কোন না কোন মাধ্যমে এখানে এসেছে এবং কোন কোন উদ্দেশ্য নিয়ে চলে যাবে ঠিক সেরকমই ফরেক্সে জন্ম অনেক পৃথিবীর জন্মের শুরু থেকে এবং শেষ হতেই পৃথিবীর জন্মের শেষ পর্যন্ত চলবে কারণ এটি একটি লিকুইড মার্কেট এটার কোন ভবিষৎবাণী হয় না তাই এখানে কোন ইন্ডিকেটর উপর আমরা কেউই ভরসা করব না

Ajifa01
2019-11-01, 12:16 PM
আমাদের চলার পথে ফরেক্স এর ইন্ডিকেটরগুলো আমাদেরকে খুঁটি হিসেবে কাজ করবে সে গুলোকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি কিন্তু ইন্ডিকেটরগুলো কোনোভাবেই বোঝানো যাবে না যে আমি আপনার উপর নির্ভরশীল তারা আমাকে পথ ভ্রষ্ট করবে প্রায় কিন্তু সে সময় গুলোকে আমার সচেতন ভাবে বুঝতে হবে যে আমি কোন পথে যাব সৃষ্টিকর্তা আমাকে যেদিকে সিদ্ধান্ত দেবে আমি ঠিক সেদিকটাতেই আমারটা করব

Ajifa01
2019-11-01, 12:17 PM
নিজের উপর বিশ্বাস রাখেন এবং সেই বিশ্বাস আপনাকে অনেক দূর নিয়ে যাবে নয়তো আপনি একটি ইন্ডিকেটর উপর ভরসা করে আপনার অ্যাকাউন্ট কে জিরো করে ফেলতে পারেন অনায়াসে এ যেকোনো সময়

Ajifa01
2019-11-01, 12:27 PM
ফরেক্স এমন একটি মার্কেটে মার্কেটে প্রতিনিয়ত বেচাকেনা হচ্ছে আবার এই মার্কেটে বেচাকেনা চলে সেই মার্কেটে কোন সময়কে মার্কেটে আসলো আর গেল মার্কেটের অর্থনৈতিক অবস্থা মুভমেন্ট মার্কেটের ফর্কাস্ট কি হবে সেগুলোর উপর ভিত্তি করে অনেক চিন্তাভাবনা করে যেখানে আমরা একটিমাত্র করার জন্য প্রস্তুত হয় সেখানে একটি ইন্ডিকেটর কিভাবে হাজারটা ট্রেডে করার সিদ্ধান্ত দিতে পারে শুধুমাত্র ভুল সিদ্ধান্ত বলেই তারা দিতে পারে এসব ইন্ডিকেটর সবগুলো যে আপনার জন্য অমঙ্গল দায়ক তা না এর মধ্যে কিছু ভালো ইন্ডিকেটর আছে যেগুলো আপনাকে আপনার প্রয়োজনে ব্যবহার করার জন্য কোন আপত্তি নেই

Ajifa01
2019-11-01, 12:27 PM
আমি কোনভাবেই বলছিনা যে ইন্ডিকেটরগুলো খারাপ অথবা ইন্ডিকেটরগুলো খারাপ ডিসিশন দিচ্ছে ওরা শুধুমাত্র একটি প্রোগ্রাম ক্যালকুলেশন করছেন আপনি আপনার বন্ধু একটা রোবট তাই আপনি ভেবে ইন্ডিকেটরগুলো কে প্রশ্ন করলে তারা যে উত্তর দিবে সে উত্তরটি আপনার জন্য প্রযোজ্য এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন যদি মাথায় বুদ্ধি থাকে ইন্ডিকেটরগুলো প্রোগ্রামিং টা কতটুকু তাদের উপর ভরসা কতটুকু করা যায়

Ajifa01
2019-11-01, 12:28 PM
আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি আমরা ইন্ডিকেটর পরিবর্তন করতে পারি একটি ইন্ডিকেটর যদি কাজ না করে আরেকটি ইন্ডিকেটর ইউজ করবেন কিন্তু প্রথমত আপনাকে সঠিক শিক্ষার জন্য কাজ করে নিতে হবে অন্যথায় আপনি ইন্ডিকেটর উপর কোন ভরসা করতে পারবেন না এবং আমার ধারণা তারা আপনি বুঝবেন না কিভাবে ইন্ডিকেটরগুলো তাদের ট্রেনিং গুলো সম্পূর্ণ করছে

Ajifa01
2019-11-01, 12:29 PM
আমি অনেক মানুষকে দেখছে তারা ইন্ডিকেট করে মার্কেটের ও তারা জানেনা প্রবাবিলিটি বুঝেনা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেনি তাদেরকে আমি সুন্দরভাবে বলতে চাই আপনারা আপাতত ইন্ডিকেটর বাদ দিয়ে তিনটা মাস ডেমো ট্রেডিং করুন ঠিক যেমন একটা মানুষ কিভাবে থাকলে ইন হাউস থাকে তিন মাস তিনমাসে আপনার ট্রেড করবেন এই ইন্ডিকেটর ছাড়া আর তারপর আপনারা যখন বের হবেন তখন বুঝবেন যে আপনাকে কোন সাহায্য করতে পারেন আসল কথা

Ajifa01
2019-11-01, 12:29 PM
নিজেদেরকে গড়ে তোলার জন্য আপনাকে নিজেরাই সাহায্য করতে পারে একটা দলবদ্ধ চিকিৎসা যে রকম মানুষকে খুব সহজে মানুষের সঠিক পথটা দেখা দিতে পারে ঠিক সেরকম এ আপনাকে আপনার সঠিক ডিসিশনটা একটি মিটিং অথবা একটি ফোরামে যথেষ্ট যেখানে আপনি আপনার নিজের ব্যক্তিত্ব মূল্যায়ন করতে পারবেন ঠিক তেমনি ট্রেডারদের সবাই মিলে যদি ডাক দেয়া হয় তারা ইন্ডিকেটর কে কোনদিনই নির্ভরশীল বলে বলবে না একজন ভালো ট্রেডার হিসেবে

PK_SHIKDER
2019-11-01, 03:16 PM
ঈন্ডিকেটর মানে হলো নির্দেশক বা সূচক। তাই ঈন্ডিকেটর কোনো ট্রেডের ভালো মন্দো দিকগুলি নির্দেশনা করে। আমার জানামতে ঈন্ডিকেটর অবশ্য ভালো দিকটাকে নির্দেশন করে। তাই এই ফরেক্স বাংলা অনলাইন সার্ভিস নতুন তারা এই ঈন্ডিকেটর এর সিগনালকে ফলো করে ট্রেড করলে অবশ্যয় ভালো ফলাফল পেতে পারে। আর যারা অনেক পুরাতন এবং যাদের এই ফরেক্স বাংলা অনলাইন সম্পর্কে অভিজ্ঞতা অনেক বেশি তাদের তো এই ঈন্ডিকেটর এর দিকটা ফলো না করলে চলবে। আর আমার মতে সবথেকে ভালো মতামত হলো নিজের অভিজ্ঞতায় তাদের নিজ নিজ টেড ধরা,,, সেক্ষেত্রে তারা যদি তাদের জমানো প্রফিট হরায় তাতে ও তারা নিজেদের মনকে বুঝাতে পারবে যে নিজের বুদ্ধিতে ফকির হইছি,,, এখানে কারো বা কোনো কিছুর সহযোগিতার প্রয়োজন হয়নি। এক্ষেত্রে আপনাদের সবার মতামত আশা করছি। ধন্যবাদ।

KF84
2019-11-27, 01:23 PM
আসলে ইনডিকেটর এবং এনালাইসিস একই ধরনের নির্দেশনা দেয় । আমি এই কথা বলছি কারণ ইনডিকেটর যেমন এটা নির্দেশ করেনা যে মার্কেট কোন দিকে অবশ্যই যাবে ঠিক তেমনি কোন এনালাইসিসই সঠিকভাবে নির্দেশ দিতে পারে না যে মার্কেট বুলিশ হবে না বিয়ারিশ হবে । তবে ইনডিকেটর এবং এনালাইসিসের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল এই যে এনালাইসিসের মাধ্যমে আমরা আরও নির্দিষ্টভাবে মার্কেট মুভমেন্টের ভবিষ্যৎ প্রেডিকশন করতে পারি যা বেশী কার্যকর ।

ARD1
2019-12-09, 04:04 PM
প্রিয় স্বাগতম এখানে আমি মনে করি আপনি এখানে নতুন এবং আপনার বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করা উচিত এবং আপনার বিশ্লেষণ আমাদের পক্ষে সবচেয়ে ভাল এবং আমাদের দুর্দান্ত কাজটি এখানে করতে হবে এবং আমাদের এই বাণিজ্যগুলিতে আপনার আরও লাভ পাওয়া উচিত আমাদের আপনাকে খোলা উচিত। জেনারেল আপডেট করতে পারেন এবং আপনার বিশ্লেষণ ট্রেডিং জার্নাল এবং ক্ষতি বা লাভ ভাগ করে নিতে পারেন বা আপনার লাভের কিছু প্রত্যাহারের অনুরোধ আপনি এখানে আপডেট করতে পারেন তাই এটি লাভজনক এবং সর্বাধিক সুবিধা পূর্ণ যে

uzzal05
2019-12-19, 09:40 AM
যে ইনডিকেটর ব্যবহার করা হোক না কেন তার সঠিক ব্যবহার জানতে হবে। শুধু অন্ধভাবে ট্রেড করে প্রফিট করা যায় না। ইনডিকেটর ও বিশেষ কিছু ফর্মুলা দিয়ে তৈরি করা হয়েছে। মার্কেট আগে নিজের মত করে এনালাইসিস করতে হবে তারপর ট্রেড দিতে হবে।

Fxxx
2019-12-23, 02:56 PM
ইন্ডিকেটর ছাড়া ট্রেড করা মোটেই ঠিক না । কারন ফরেক্স মার্কেট ট্রেন্ড বোঝা এতো সহজ কথা না । কিন্তু এটা ও ঠিক যে শুধু ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা মোটেই ঠিক না । কারন ইন্ডিকেটর সব সময় সঠিক পথ দেখাতে পারে না । তাই আমি সব সময় ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করি না অন্য এনালাইসিস করেই করি ।

shahalertpay
2019-12-23, 04:18 PM
মার্কেট কখন কোন দিকে মুভ করবে তা নির্ভর করে ট্রেডার দের উপরে এবং দৈনিক কারেন্সি লেনদেন এর উপরে। আমার মতে ইন্ডিকেটর আমাদের কে দিক নির্দেশনা দিতে পারে। কেবল ইন্ডিকেটর কখনই আমাদেরকে বলে দিতে পারে না যে মার্কেট এত সময় পরে এই দিকেই মুভ করবে। আমরা আমাদের বুঝার সার্থে ইন্ডিকেটর ব্যবহার করতে পারি। তবে ইন্ডিকেটর নির্ভর ট্রেড কখনই করতে পারিনা। আমরা ইন্ডিকেটর নির্ভর ট্রেড করলে হয়ত প্রফিট হবে তবে একাউন্ট খালি হয়ে যাওয়ার ঝুকি থাকে । তাই ইন্ডিকেটর ব্যবহারে আমাদের সাবধান হওয়া জরুরি।

IFXmehedi
2019-12-23, 11:47 PM
ইনডিকেটর ফরেক্স মার্কেটের ট্রেন্ড সম্পর্কে খুবই প্রাথমিক ধারণা দেয় , যেটা মাঝে মাঝে ঠিক হয় মাঝে মাঝে ঠিক হয় না । তাই আমি মনে করি সব সময় ইনডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা ভালো নয় । তবে মার্কেট ভালোভাবে বোঝার জন্য ইনডিকেটরের সাহায্য নিতে পারি । তারপর নিউজ আনাল্যসিস এবং মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করি তাহলে ট্রেড থেকে লাভ হবার সম্ভাবনা অনেক বেশি থাকে । তাই শুধু ইনডিকেটরের উপর নির্ভর করে ট্রেড না করাই ভালো ।

Fardin02
2020-03-21, 11:38 PM
ঈন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা সবসময় উচিত নয়। তবে আপনি এক দুইটি ঈন্ডিকেটরের ব্যবহার করতে পারেন। আপনি আপনার সিগ্ন্যাল কনফারমেশ্নের জন্য ঈন্ডিকেটরের ব্যবহার করতে পারেন। আর ঈন্ডিকেটরের হছে বিভিন্ন ফরমুলা দিয়ে বানানো। এই গুলো মারকেট প্রাইচ কে ভিত্তি করে আপনাকে সিগ্ন্যাল দেবে।

Lubna1212
2020-03-21, 11:41 PM
ডিলারের পক্ষে এবং প্রতিদিন অর্থের বিনিময় যখন বাজারে চলছে তখন ক্রমাগত, যেমন আমি দেখতে চাই পয়েন্টারটি আমাদেরকে নির্দেশিত করতে পারে। কেবলমাত্র পয়েন্টারটি কখনই আমাদের কাছে প্রকাশ করতে পারে না যে এই মুহুর্তে বাজারটি এত দিন চলে। আমরা সূচক ভিত্তিক বিনিময়টি এমন পরিস্থিতিতে করতে পারি যে আমরা সূচক ভিত্তিক বিনিময়টি সম্ভবত উপকৃত করি তবে আমাদের সচেতন হওয়া উচিত যাতে রেকর্ডটি সাফ হওয়ার সুযোগ না পেয়ে চিহ্নিতকারীটিকে ব্যবহার না করা।

Hridoy6763
2020-03-22, 10:15 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক ইন্ডিকেটর রয়েছে,কিন্তু বেশিরভাগ ইন্ডিকেটর ভুল ইনফোরমেশন দিয়ে থাকে তাই একজন ট্রেডার এর লস করার চান্স বেশি থাকে সে যদি ইন্ডিকেটর অনুসরন করে থাকে,আমি নিজেও কোন ইন্ডিকেটর ব্যবহার করিনা,কিন্তু মার্কেট ট্রেন্ড বুঝার জন্য শুধুমাত্র ৫০ মুভিং এভারেজ টা চার্ট এ রাখি।

amreta
2020-03-22, 10:29 AM
স্যার আমরা আমাদের ব্যবসায়ের সন্ধান করতে পারি যদি আমরা ভাল বাণিজ্য করতে চাই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে যদি আমরা কঠোর পরিশ্রম করি তবে আমরা সব কিছুতেই থাকব যদি আপনি ভাল ব্যবসা করতে চান তবে আপনার অবশ্যই অবশ্যই ভাল বাণিজ্য হতে হবে। এটি অবশ্যই করা উচিত। আপনি কঠোর পরিশ্রম করতে

Kane
2020-03-23, 11:28 PM
ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে থাকে আর আপনি সহজেই বুজতে পারেন কখন কি করতে হবে।তাই আমি মনে করি ঈন্ডিকাটার আমাদের ট্রেডে অনেক কাজ করে থাকে আর আমরা ভালো ট্রেড করতে পারি বলে আমি মনে করি।

KGF3010
2020-03-24, 11:44 AM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর একটি সুপরিচিত নাম সবাই কমবেশি ইন্ডিকেটর সর্ম্পকে ধারনা রাখে । ইন্ডিকেটর ফরেক্স মার্কেটে প্রাইস মুভমেন্টের একটা মৌরিক ধারনা দিয়ে থাকে তবে আমরা ইন্ডিকেটরের উপরে নির্ভরশীল না হয়ে নিজের এনালাইসিসের উপর নির্ভ করব এতে আমরা সুফল পেতে পারি ।

jimislam
2020-08-17, 02:36 PM
ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস এর গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে ইন্ডিকেটর।ফরেক্স মার্কেটে ট্রেড সফল ভাবে পরিচালোনা করার জন্য ট্রেডাররা বিভিন্ন ধরণের ইন্ডিকেটর ব্যবহার করে থাকে। আপনি ঈন্ডিকেটরের তালে পড়ে বড় ধরনের লস করতে পারেন । তাই আপনার উচিত হবে ফরেক্স মার্কেটে নিজের শক্ত একটা ভীত তৈরী করার জন্য নিজের দক্ষতাকে উন্নত করা । যে যত বেশি দক্ষ সে তত বেশি পরিমাণে সফল ।

Sid
2020-08-17, 07:25 PM
ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে থাকে আর আপনি সহজেই বুজতে পারেন কখন কি করতে হবে।তাই আমি মনে করি ঈন্ডিকাটার আমাদের ট্রেডে অনেক কাজ করে থাকে আর আমরা ভালো ট্রেড করতে পারি বলে আমি মনে করি।

muslima
2020-08-18, 12:46 AM
ফরেক্স মার্কেটে হাজারো রকমের ইন্ডিকেটর রয়েছে তবে সব রকমের ইন্ডিকেটরের কার্যকারীতা সমান নয়। আপনি প্রথমে যে ইন্ডিকেটর ব্যবহার করবেন তা ডেমো ট্রেডে প্রথম ব্যবহার করে পরিচিত হয়ে তার পর ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেডে ব্যবহার করা উচিত। ইন্ডিকেট্রর ব্যবহার করে কাজ করা হলে ইন্ডিকেটর ট্রেড করার আগে বিভিন্ন দিক দিয়ে সাহাজ্য করে থাকে ট্রেডারকে যাতে ট্রেড করতে সুবিধা হয় । বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে ফরেক্স মার্কেটে । যার যেই ইন্ডিকেটর ব্যবহার করে সুবিধা বলে মনে হয় সে সেই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে থাকে ।

milu
2020-08-18, 09:46 AM
ইন্ডিকেটর আমাদের ফরেক্স ট্রেডিং অনেক অনেক সাহায্য করে । একটি ট্রেড ওপেন করার সময় আপনাকে বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে এনালাইসিস করে সঠিক ট্রেডটি নির্বাচন করতে পারেন । ইন্ডিকেটর আপনাকে কোন সিগনাল দিবেনা । ইন্ডিকেটর আপনাকে মার্কেট এর গতি সম্পর্কে ধারনা দিবে।আমি মনে করি ইন্ডিকেটর নির্ভর ট্রেড না করাটা উত্তম,এতে বেশিরভাগ সময় লসই হয়।এনালাইসিস করে, ট্রেন্ড লাইন ড্র করে ট্রেড লাইন ড্র করে ট্রেড করা ভাল।

konok
2020-08-18, 11:43 AM
ঈন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা সবসময় উচিত নয়। তবে আপনি এক দুইটি ঈন্ডিকেটরের ব্যবহার করতে পারেন। আপনি আপনার সিগ্ন্যাল কনফারমেশ্নের জন্য ঈন্ডিকেটরের ব্যবহার করতে পারেন। ইন্ডিকেটর এমন এক ধরনের নির্দেশক যা আপনাকে প্রাইস বাড়বে না কমবে তা নির্দেশ করবে। এর সাহায্যে আপনি মার্কেটের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এখানে বিভিন্ন সিগন্যালের মাধ্যমে জানতে পারবেন মার্কেটের প্রাইস বারবে না কমবে। সে অনুযায়ী আপনি ট্রেড করবেন।

milu
2020-08-18, 11:55 AM
ইন্ডিকেটর আমাদের ফরেক্স ট্রেডিং অনেক অনেক সাহায্য করে।একটি ট্রেড ওপেন করার সময় আপনাকে বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে এনালাইসিস করে সঠিক ট্রেডটি নির্বাচন করতে পারেন।ইন্ডিকেটর আপনাকে কোন সিগনাল দিবেনা।ইন্ডিকেটর আপনাকে মার্কেট এর গতি সম্পর্কে ধারনা দিবে।আমি মনে করি ইন্ডিকেটর নির্ভর ট্রেড না করাটা উত্তম,এতে বেশিরভাগ সময় লসই হয়।এনালাইসিস করে, ট্রেন্ড লাইন ড্র করে ট্রেড লাইন ড্র করে ট্রেড করা ভাল।

Smd
2020-08-18, 12:08 PM
ইন্ডিকেটর ফরেক্সের একটি সাহায্যকারী পার্ট। এখান থেকে আমরা স্পষ্ট ধারণা পায় মার্কেট বুলিশ নাকি বেয়ারিশ। যার উপর ভিত্তি করে আমরা ট্রেড ওপেন করে থাকি। সর্বশেষ কথা হচ্ছে ফরেক্সে উন্নতি করতে চাইলে কিছু না কিছু অবশ্যই আপনাকে ফলো করতে হবে।

zakia
2020-08-24, 04:29 PM
নতুন ট্রেডার রাবি সিন্ডিকেটের উপর ভরসা করে কারণ তারা মনে করে সহজেই শর্টকাটে বড়লোক হয়ে যাবে কিন্তু আসলে কিন্তু ঠিক ঘটে তার উল্টা আমরা যে ইন্ডিকেটর গুলোকে ইউজ করি সেটি সম্পর্কে ধারণার জন্য প্রথমত আপনাকে ব্যাসিক সম্পর্কে জানতে হবে কিভাবে ট্রেডিং করতে হয় এবং এনালাইসিস কিভাবে করতে হয় দেখতে হয় বুঝতে হয় ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে থাকে আর আপনি সহজেই বুজতে পারেন কখন কি করতে হবে।তাই আমি মনে করি ঈন্ডিকাটার আমাদের ট্রেডে অনেক কাজ করে থাকে আর আমরা ভালো ট্রেড করতে পারি বলে আমি মনে করি।

samun
2020-08-24, 04:34 PM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে।

Soh1952
2020-08-24, 04:36 PM
টেকনিক্যাল এনালাইসিসের জন্য আমরা বিভিন্ন ইন্ডিকেটরের সহায়তা নেই। ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। একেকটি ইন্ডিকেটরের কাজ একেক রকম। ইন্ডিকেটর গুলো প্রাইস রেট, মার্কেটের গতি প্রকৃতি, ট্রেন্ডের দৃঢ়তা ইত্যাদি বোঝায়। মুভিং এভারেজ, আর এস আই ইত্যাদি হলো ইন্ডিকেটর।আপনি আপনার টাকা মানুষের কথায় কোন জায়গায় ইনভেস্ট করবেন না যেমন ঠিক তেমনি কোন ইন্ডিকেটর উপর ভরসা করে মানুষ কিভাবে ট্রেড করে আমি বুঝিনা

FREEDOM
2020-08-24, 04:40 PM
ইন্ডিকেটর আমাদের ফরেক্স ট্রেডিং অনেক অনেক সাহায্য করে । একটি ট্রেড ওপেন করার সময় আপনাকে বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে এনালাইসিস করে সঠিক ট্রেডটি নির্বাচন করতে পারেন । ইন্ডিকেটর আপনাকে কোন সিগনাল দিবেনা । ইন্ডিকেটর আপনাকে মার্কেট এর গতি সম্পর্কে ধারনা দিবে । এই জন্য আপনাকে সঠিক ট্রেড ওপেন করতে হলে ভালো এনালাইসিস করতে শিখতে হবে । শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভরশীল হওয়াটা ঠিক হবে না ।

zakia
2020-08-25, 11:47 AM
ইন্ডিকেটরে কিছু প্রোগাম সেট করা থাকে।ইন্ডিকেটর সবসময় সঠিক দিকনির্দেশনা দিতে পারে না।আমাদের কখনোই ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করা উচিত না।ইন্ডিকেটর বেশিরভাগ সময়ই ভুল ডিসিশন দেয়।আর ইন্ডিকেটর যদি সবসময় সঠিক ডিসিশন দিতে পারত যারা ইন্ডিকেটর তৈরি করে তাহলে তারাই তো ট্রেড করে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যেত।আর ইন্ডিকেটর পরনির্ভরশীলতা বাড়িয়ে দেয়। শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে লাভবান ট্রেডার হওয়া যাবে না। সাথে নিজস্ব এনালাইসিস থাকতে হবে আর এই নিজস্ব এনালাইসিসটি আসবে অভিজ্ঞতা থেকে।

Starship
2020-08-25, 12:13 PM
আমার মতে ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে। মার্কেট কোন দিকে যাবে এটা ঈন্ডিকেটর বলে না তবে যেতে পারে এরূপ একটা নির্দেষনা দেয়। তাঈ ঈন্ডিকেটরের উপর নির্ভরশীন না হয়ে নিজস্ব এনালাঈসিস এর উপর ভিত্তি করে ট্রেড করা ভালো।

আপনি ঠিক বলেছেন মোস্তফা ভাই। আপনার প্রসঙ্গের সঙ্গে পুরোপুরি মত পোষণ করলাম। আমরা ট্রেড করার ক্ষেত্রে মার্কেট এনালাইসিস ব্যতিত শুধু ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করাটা মোটেই শুভকর হবে না।
তাই আমাদের উচিত মার্কেট সম্পর্কে এনালাইসিস করে ও মুভমেন্ট চিহ্নিত করে তারপর ট্রেড করতে হবে। ইন্ডিকেটর ফরেক্স মার্কেটের মুভমেন্ট চিহ্নিত করতে সাহায্য করে থাকে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ইন্ডিকেটর হলো macd.

sss21
2020-10-26, 03:58 PM
ফরেক্সে ইন্ডিকেটর-এর উপর নির্ভরশীল হযে ট্রেড করা ভাল না। কিন্তু ইন্ডিকেটর দেখলে মার্কেটের গতি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়।

Sun
2020-11-11, 02:19 PM
আপনি আপনার সম্পর্কে জানতে জন্য জিনিস হবে সে বিষয়ে জানতে হবে কিভাবে আপনি এটি সম্পর্কে জানতে হবে যে. কিছু জিনিস জিনিস এছাড়াও আপনার জন্য হতে হবে সে বিষয়ে জানতে সময় প্রয়োজন.

EmonFX
2021-01-07, 04:50 PM
আমার মতে ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে। মার্কেট কোন দিকে যাবে এটা ঈন্ডিকেটর বলে না তবে যেতে পারে এরূপ একটা নির্দেষনা দেয়। তাঈ ঈন্ডিকেটরের উপর নির্ভরশীন না হয়ে নিজস্ব এনালাঈসিস এর উপর ভিত্তি করে ট্রেড করা ভালো।

কোনো ইন্ডিকেটর আপনাকে কখনোই সঠিক পথ দেখাতে পারেনা। ইন্ডিকেটর শুধু একটি ধারণা মাত্র। আমি কোনো অবস্থাতেই ইন্ডিকেটর নির্ভর হয়ে ফরেক্স ট্রেডিং কে সমর্থন করি না। ইন্ডিকেটর ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে কোন ধারণা দিতে পারেনা। এটা শুধু অতীত মার্কেট এনালাইসিস এর একটি এভারেজ ধারণা। তবে ফরেক্স ট্রেডিংয়ের শুরুর দিকে ইনডিকেটরের সাহায্য নেয়া যেতে পারে কেননা এই সময়টায় কারোরই ফরেক্স ট্রেডিং সম্পর্কে তেমন কোন নলেজ থাকেনা। ইন্ডিকেটর থেকে ধারণা নিয়ে সে অনুযায়ী নিজে মার্কেট এনালাইসিস করার পরে যদি একই রকম বার্তা প্রদান করে তাহলে কেবল ট্রেড নেয়া যেতে পারে। তবে প্রত্যেক ক্ষেত্রে যে এমন হবে তা নয়। ব্যাপক পরিসরে বলতে গেলে কোন ধরনের ইন্ডিকেটর বাদ দিয়ে মার্কেট সম্পর্কে স্টাডি করে এনালাইসিস করে নিজের স্ট্র্যাটেজি ডেভলপ করে সেই অনুযায়ী ট্রেডিং কার্যক্রম পরিচালনা করা উচিত। তাতে করে শুরুর দিকে কিছুটা লস হলেও এক সময় আপনি একজন দক্ষ ট্রেডারে পরিণত হবেন যেটা আপনাকে সফল হতে অনেকখানি এগিয়ে রাখবে।

Suriya Sultana Hira
2021-01-08, 12:01 AM
ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে থাকে আর আপনি সহজেই বুজতে পারেন কখন কি করতে হবে।তাই আমি মনে করি ঈন্ডিকাটার আমাদের ট্রেডে অনেক কাজ করে থাকে আর আমরা ভালো ট্রেড করতে পারি বলে আমি মনে করি।

আমি আপনার কথার সাথে একমত আছি । আমরা যদি ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে আসলে মার্কেটের অবস্থা পরবর্তী সময়ে কি হতে পারে । তবে সবসময় ইন্ডিকেটর সঠিক দিক নির্দেশনা দেয় না,,, তাই ইন্ডিকেটরের পাশাপাশি নিজের মেধাকে ও একটু খাটিয়ে বিকল্প কিছু উপায় বের করে ট্রেড করতে হবে,,,,,, ধন্যবাদ ।

ABDUSSALAM2020
2021-01-08, 06:30 PM
ঈন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা ক
আমার মতে ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে। মার্কেট কোন দিকে যাবে এটা ঈন্ডিকেটর বলে না তবে যেতে পারে এরূপ একটা নির্দেষনা দেয়। তাঈ ঈন্ডিকেটরের উপর নির্ভরশীন না হয়ে নিজস্ব এনালাঈসিস এর উপর ভিত্তি করে ট্রেড করা ভালো।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

zakia
2021-01-14, 05:49 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ইন্ডিকেটর এর উপর নিরভর শিল হয়া ঠিক না তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কখনো ইন্ডিকেটর এর উপর নিরভর শিল হয়া যাবে না তাই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা যাবে কিন্তু ইন্ডিকেটর এর উপর কখনো নিরভর শিল হয়া উচিৎ না ।ইন্ডিকেটর আমাদের কে ট্রেডের মুভমেন্ট বুঝতে সাহায্য করে থাকে। ফরেক্স মার্কেটে হাজারো রকমের ইন্ডিকেটর রয়েছে তবে সব রকমের ইন্ডিকেটরের কার্যকারীতা সমান নয়। আপনি প্রথমে যে ইন্ডিকেটর ব্যবহার করবেন তা ডেমো ট্রেডে প্রথম ব্যবহার করে পরিচিত হয়ে তার পর ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেডে ব্যবহার করা উচিত।

zakia
2021-01-15, 10:26 AM
ইন্ডিকেটর হলো নির্দেশক। এটি মার্কেটের গতিবিধি নির্দেশ করে সাধারনত। আসলে ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করা সহজ হয়। ইন্ডিকেটরের উপর নির্ভর হয়ে পড়ার কিছু নেই। এটি ট্রেডিং স্ট্র্যাটেজির আওতাভুক্ত। ইন্ডিকেটর ব্যবহারে দক্ষ হওয়াও ফরেক্সে দক্ষ হওয়ার আমাদের চলার পথে ফরেক্স এর ইন্ডিকেটরগুলো আমাদেরকে খুঁটি হিসেবে কাজ করবে সে গুলোকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি কিন্তু ইন্ডিকেটরগুলো কোনোভাবেই বোঝানো যাবে না যে আমি আপনার উপর নির্ভরশীল তারা আমাকে পথ ভ্রষ্ট করবে প্রায় কিন্তু সে সময় গুলোকে আমার সচেতন ভাবে বুঝতে হবে যে আমি কোন পথে যাব সৃষ্টিকর্তা আমাকে যেদিকে সিদ্ধান্ত দেবে আমি ঠিক সেদিকটাতেই আমারটা করব

AbdulRazzak
2021-01-15, 03:00 PM
পয়েন্টার বাজারের দামের উপর নির্ভর করে, সুতরাং উপলভ্য তবে মূল্যমানের ক্রিয়াকলাপের উপর নির্ভর করে না। চিহ্নিতকারীর শাহাজাজ গ্রহণ করা জিতে যেতে পারে তবে এটি ২ এর চেয়ে বেশি নয় i আমি এক্সচেঞ্জের জন্য চলমান স্বাভাবিকের উপর একচেটিয়াভাবে নির্ভর করি।

FRK75
2021-01-19, 02:38 PM
টেকনিক্যাল এনালাইসিস অবশ্যই গুরুত্বপূর্ন। টেকনিক্যাল এনালাইসিসের জন্য আমরা বিভিন্ন ইন্ডিকেটরের সহায়তা নেই। ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। একেকটি ইন্ডিকেটরের কাজ একেক রকম। ইন্ডিকেটর গুলো প্রাইস রেট, মার্কেটের গতি প্রকৃতি, ট্রেন্ডের দৃঢ়তা ইত্যাদি বোঝায়।বুদ্ধিতে কোন চ্যাট করবেন না কারণ আপনি আপনার টাকা মানুষের কথায় কোন জায়গায় ইনভেস্ট করবেন না যেমন ঠিক তেমনি কোন ইন্ডিকেটর উপর ভরসা করে মানুষ কিভাবে ট্রেড করে আমি বুঝিনা

Rony1122
2021-01-19, 03:31 PM
আসলে ফরেক্স টেডিং এ একটা ইন্ডিকেটর উপর নিরভর করে প্রফিট করা যায় না বলতে প্রায় অসম্ভব। অনেকে একাধিক ইন্ডিকেটর ব্যাবহার করে।তবে ইন্ডিকেটর মাঝে মাঝে ভুল নিদেশনা দেয় বা কাজ করে না এটা আমরা প্রায় সবাই জানি।তাই ইন্ডিকেটর দিকে ফলো না করে বেশি বেশি প্রাইজ এ্যাকশন এনালাইসিস করুন।এটা আপনাকে প্রফিট দেবে

FRK75
2021-05-27, 10:31 PM
টেকনিক্যাল এনালাইসিসের জন্য আমরা বিভিন্ন ইন্ডিকেটরের সহায়তা নেই। ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। একেকটি ইন্ডিকেটরের কাজ একেক রকম। ইন্ডিকেটর গুলো প্রাইস রেট, মার্কেটের গতি প্রকৃতি, ট্রেন্ডের দৃঢ়তা ইত্যাদি বোঝায়। মুভিং এভারেজ, আর এস আই ইত্যাদি হলো ইন্ডিকেটর।

Sakib42
2021-05-27, 11:46 PM
মার্কেট কখন কোন দিকে মুভ করবে তা নির্ভর করে ট্রেডার দের উপরে এবং দৈনিক কারেন্সি লেনদেন এর উপরে আমার মতে ইন্ডিকেটর আমাদের কে দিক নির্দেশনা দিতে পারে কেবল, ইন্ডিকেটর কখনই আমাদেরকে বলে দিতে পারে না যে মার্কেট এত সময় পরে এই দিকেই মুব করবে। যার ফলে সব সময় এটির উপর নির্ভর করে ট্রেড করা যাবে না।ইন্ডিকেটর কয়েকটি বিষিয়ের উপন নির্ভর করে এসব সিগন্যাল দেই তাই ট্রেড করার জন্য শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভর করা উচিৎ না। তবে টেকনিক্যাল এনালাইসিস এর জন্য ইন্ডিকেটর একটি বড় এবং মৌলিক হাতিয়ার। মোটামুটি সব ট্রেডাররাই ইন্ডিকেটরের মাধ্যমে ট্রেড করতে পছন্দ করে।

Devdas
2021-08-02, 01:28 PM
ফরেক্স এ আমি মার্কেটের গতি বুঝে বেশীর ভাগ টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করে থাকি। টেকনিক্যাল এনালাইসিস এর মধ্যে সাপোর্ট ও রেসিসট্যান্ট ব্যবহার করি তারপর মুভিং এভারেজ, আর.এস.আই এই টুলস গুলো ব্যবহার করে থাকি। তারপর আমিম ফরেক্স এর নিউজ দেখে সঠিক টার্গেট এ সঠিক সিদ্ধান্ত নিয়ে আমি ট্রেড করে থাকি। এতে আমার প্রায় ৮৫% সঠিক দিকে হিট করে থাকে এবং আমি প্রফিট করে থাকি।

samun
2021-10-06, 03:48 PM
ফরেক্স এর ইন্ডিকেটরগুলো আমাদেরকে খুঁটি হিসেবে কাজ করবে সে গুলোকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি কিন্তু ইন্ডিকেটরগুলো কোনোভাবেই বোঝানো যাবে না যে আমি আপনার উপর নির্ভরশীল তারা আমাকে পথ ভ্রষ্ট করবে প্রায় কিন্তু সে সময় গুলোকে আমার সচেতন ভাবে বুঝতে হবে যে আমি কোন পথে যাব সৃষ্টিকর্তা আমাকে যেদিকে সিদ্ধান্ত দেবে আমি ঠিক সেদিকটাতেই আমারটা করব

FRK75
2021-12-04, 03:51 PM
ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে থাকে আর আপনি সহজেই বুজতে পারেন কখন কি করতে হবে।তাই আমি মনে করি ঈন্ডিকাটার আমাদের ট্রেডে অনেক কাজ করে থাকে আর আমরা ভালো ট্রেড করতে পারি বলে আমি মনে করি।

FRK75
2022-02-24, 11:25 PM
ইন্ডিকেটর ছাড়া ট্রেড করা মোটেই ঠিক না । কারন ফরেক্স মার্কেট ট্রেন্ড বোঝা এতো সহজ কথা না । কিন্তু এটা ও ঠিক যে শুধু ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা মোটেই ঠিক না । কারন ইন্ডিকেটর সব সময় সঠিক পথ দেখাতে পারে না । তাই আমি সব সময় ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করি না অন্য এনালাইসিস করেই করি ।

FRK75
2022-11-12, 09:55 PM
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে মুদ্রা বিনিময়ের মাধ্যমে কাজ করতে হয় । তাই ফরেক্সে কাজ করতে হলে ইন্ডিকেটর ব্যবহার করে কাজ করায় ভালো । ইন্ডিকেট্রর ব্যবহার করে কাজ করা হলে ইন্ডিকেটর ট্রেড করার আগে বিভিন্ন দিক দিয়ে সাহাজ্য করে থাকে ট্রেডারকে যাতে ট্রেড করতে সুবিধা হয় । বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে ফরেক্স মার্কেটে । যার যেই ইন্ডিকেটর ব্যবহার করে সুবিধা বলে মনে হয় সে সেই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে থাকে ।ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস এর গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে ইন্ডিকেটর।ফরেক্স মার্কেটে ট্রেড সফল ভাবে পরিচালোনা করার জন্য ট্রেডাররা বিভিন্ন ধরণের ইন্ডিকেটর ব্যবহার করে থাকে।আবার ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছে যারা ইন্ডিকের ব্যবহার না করে ট্রেড করে থাকে।তবে ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর ব্যবহার করে প্রফিটেবল ট্রেড করা যায়।যদি আপনি ইন্ডিকেটরের ব্যবার সঠিকভাবে যানেন।

Mas26
2022-11-13, 08:03 PM
ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে থাকে আর আপনি সহজেই বুজতে পারেন কখন কি করতে হবে।তাই আমি মনে করি ঈন্ডিকাটার আমাদের ট্রেডে অনেক কাজ করে থাকে আর আমরা ভালো ট্রেড করতে পারি বলে আমি মনে করি।মার্কেট কখন কোন দিকে মুভ করবে তা নির্ভর করে ট্রেডার দের উপরে এবং দৈনিক কারেন্সি লেনদেন এর উপরে আমার মতে ইন্ডিকেটর আমাদের কে দিক নির্দেশনা দিতে পারে কেবল ইন্ডিকেটর কখনই আমাদেরকে বলে দিতে পারে না যে মার্কেট এত সময় পরে এই দিকেই মুব করবে আমরা আমাদের বুঝার সার্থে ইন্ডিকেটর বেবহার করতে পারি তবে ইন্ডিকেটর নির্ভর ট্রেড কখনই করতে পারিনা আমরা ইন্ডিকেটর নির্ভর ট্রেড করলে হয়ত প্রফিট হবে তবে একাউন্ট খালি হয়ে যাওয়ার ঝুকি থ্গাকে ইন্ডিকেটর বেবহারে আমাদের সাবধান হওয়া জরুরি।

Smd
2023-07-20, 09:18 PM
ট্রেডিং জগতে আপনার নিজস্ব কিছু আইডিয়া থাকতে হবে তানাহলে আপনি এখানে বেশি প্রফিট নিতে পারবেন না। ইন্ডিকেটরের শুধু আপনাকে সাময়িক ধারনা দিতে পারে এর চেয়ে বেশি কিছু নয়। সুতরাং এখানে আপনার সব ধরনের এনালাইসিস মিলে যাওয়ার পর আপনি যখন আপনার মন থেকে একটা সিগনাল পাবেন। আপনাকেও এই মার্কেটের সব বিষয়গুলোকে ভালভাবে এনালাইসিস করতে হবে। ইন্ডিকেটর আপনাকে শুধু মোটের উপর একটা ধারণা দিতে পারে। যেমন, আপনি কোন কোন ক্ষেত্রে দেখবেন ৭০% আবার কখনও ৪০% আবার কখনওবা দেখবেন যে ২০% সেজন্য সবকিছুকে বিবেচনা করে, এর ভেতর থেকেই আপনাকে আপনার নিজের তৈরি একটা পদ্ধতি বানিয়ে নিয়ে এখানে সেটাকে ধরে রেখে ট্রেড করার অভ্যাস গড়ে তুলতে হবে।

FRK75
2024-01-11, 08:49 PM
ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে কখনোই ট্রেড করা ঠিক হবে না । আমরা যদি ধৈর্য্যশীল হয়ে মার্কেট এ্যানালাইসিস করতে পারি তাহলে আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা অবশ্যই ইন্ডিকেটরের উপর নির্ভর করে কখনোই আমরা ট্রেড করব না তাহলেই আমরা লাভবান হতে পারব ।ঈন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা সবসময় উচিত নয়। তবে আপনি এক দুইটি ঈন্ডিকেটরের ব্যবহার করতে পারেন।আপনি আপনার সিগ্ন্যাল কনফারমেশ্নের জন্য ঈন্ডিকেটরের ব্যবহার করতে পারেন।ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে থাকে আর আপনি সহজেই বুজতে পারেন কখন কি করতে হবে।তবে ইন্ডিকেটর নির্ভর ট্রেড করলে হয়ত প্রফিট হবে তবে একাউন্ট খালি হয়ে যাওয়ার ঝুকি থাকবে ইন্ডিকেটর ব্যবহার এ আমাদের সাবধান হওয়া জরুরি।আপনি প্রথমে যে ইন্ডিকেটর ব্যবহার করবেন তা ডেমো ট্রেডে প্রথম ব্যবহার করে পরিচিত হয়ে তার পর ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেডে ব্যবহার করা উচিত।

Mas26
2024-01-12, 01:07 PM
মার্কেট কখন কোন দিকে মুভ করবে তা নির্ভর করে ট্রেদার দের উপরে এবং দৈনিক কারেন্সি লেনদেন এর উপরে আমার মতে ইন্ডিকেটর আমাদের কে দিক নির্দেশনা দিতে পারে কেবল ইন্ডিকেটর কখনই আমাদেরকে বলে দিতে পারে না যে মার্কেট এত সময় পরে এই দিকেই মুব করবে আমরা আমাদের বুঝার সার্থে ইন্ডিকেটর বেবহার করতে পারি তবে ইন্ডিকেটর নির্ভর ট্রেড কখনই করতে পারিনা আমরা ইন্ডিকেটর নির্ভর ট্রেড করলে হয়ত প্রফিট হবে তবে একাউন্ট খালি হয়ে যাওয়ার ঝুকি থ্গাকে ইন্ডিকেটর বেবহারে আমাদের সাবধান হওয়া জরুরি।