View Full Version : নিজে নিজে ফরেক্স শিখা
ফরেক্সে যারা নতুন তারা ফোরাম পোস্টিং এর মাধ্যমে অনেক অজানা বিষয় জানতে পারে। বাংলা ভাষায় এত সুন্দর একটি ফরেক্স ফোরাম থাকায় অনেকের উপকার হবে বলে আশা করি। ইহাছাড়া বাংলা ভাষায় আরো কিছু ওয়েবসাইট আছে। গুগল সার্স দিয়ে কিছু বাংলা ই-বুক পেতে পারেন। :rules:
sohrab
2016-11-02, 10:45 AM
ফরেক্স *নিজে নিজেও শিখ যায় ।এক্ষেত্রে ফোরাম পোষ্টিং গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে । কেননা ফোরাম পোষ্টিং এর মাধ্যমে অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে এবং শিখতে সাহায্য করে ।ফলে দক্ষতার সাথে পরবির্তিতে ট্রেড করা সহজ হয় । তাছাড়া ডেমোতে ট্রেড করে নিজের জ্ঞানটাকে আরো সমৃদ্ধ করে রিয়াল ট্রেড করতে হয়।
Emdademoo
2016-11-02, 02:34 PM
আগে বোনাসের মাধমে পুজি বাড়াই।তারপর ডিপোজিট নিয়ে ভাবা যায়।
ফরেক্সের অনেকগুলো বিষয় আছে যা কেউ কাউকে শিখাতে পারে না। এগুলো ধাপে ধাপে নিজের ভুলের বিনিময়ে শিখতে হবে, সেই শিখাটাই হবে শ্রেষ্ঠ শিক্ষা।আস্তে আস্তে বাড়বে অভিজ্ঞতার ঝুলি।হয়ে উঠবেন আদর্শ ট্রেডার ।
Hassan Raja
2016-11-03, 11:12 PM
ট্রেডিং করা সহজ নয় । আর কঠিন বিষয় টা শেখার জন্য কোন স্কুল / কলেজ নাই । তাই ফরেক্স আমাদের নিজেদের শিখতে হবে নিজেদের ইচ্ছায় নিজেদের চেষ্টায় । আর আমাদের শিক্ষক হিসাব আছে গুগল / ইউটিউব । ফরেক্সে এ প্রাকটিস করার জন্য আছে ডেমো একাউন্ট । বিভিন্ন ফোরাম হতে আমরা ট্রেডিং সর্ম্পেকে বিস্তারিত জানতে পারবো।
md mehedi hasan
2016-11-04, 08:32 AM
ফরেক্স অবশ্যই নিজের চেষ্টায় শিখতে হয়।কারন ফরেক্স শেখার প্রতি যদি আপনার আগ্রহ কম থাকে তবে যত দক্ষ ট্রেডারের অধীনে থাকেন না কেন কোন লাভ হবে না।আরটা কথা ঠিক নিজে নিজে আপনি সব কিছু শিখতে পারবেন না কারও না কারও সাাযের প্রোযোজন লাগবেই।তেমনি ফরেক্স আপনি চাইলে নিজেই সব কিছু শিখতে পারবেন না।
RUBEL MIAH
2016-11-11, 10:18 AM
নিজে নিজে যদি ফরেক্স ব্যবসা শিখতে চান তাহলে অবশ্যই ধৈর্য্যের সহিত সব কাজ করতে হবে । যে যত বেশী ধৈর্য্যশীল সে তত বেশী লাভবান হতে পেরেছে । আমরা আগে ধৈর্য্য ধারণ করে বেশী বেশী করে ডেমোতে সময় দেওয়ার চেষ্টা করব তারপর এই ব্যবসা করার চেষ্টা করব তাহলে আমরা সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর করব ।
Amit4040
2016-11-11, 11:31 PM
আমার দেখা মতে অনেকেই লোন এর টাকায় ফরেক্স করে কিন্তু এটা থেকে যতটা দূরে থাকা যায় তত ভালো কেননা আপনি যখন লোনের টাকায় ফরেক্স করবেন তখন আপনার মাথায় সব সময় টেনশন থাকবে কিভাবে এটা পরিশোধ করা যায় এ জ়ন্য আপনি বিভিন্ন রকম ঝুকি নিবেন এবং আপনার একাউন্ট কে রিস্কে সম্মুক্ষীন করবেন ।
shimul77ss
2016-11-15, 09:39 PM
একবার ভাবুন আমরা যখন যেকোন ক্লাসে লেখাপড়া করি তখন একই টিচার আন্দের ক্লাস নেই কিন্তু ফার্স্ট হউ একজন।এর কারন হল সে নিজে পরিশ্রম করে মানে লেখা পড়া করে।আমাদের উচিত সবার পরিশ্রম করা মার্কেট নিয়ে আমরা যদি নিয়মিত পরিশ্রম করি তাহলে একদিন ঠিক সফল হতে পারব।
Emdademoo
2016-11-15, 09:41 PM
নিজে নিজে অনেক কষ্ট হয়ে যায় শেখাটা।তবে ভাল পরিশ্রম দিলে তা সম্ভব।
Emdademoo
2016-11-15, 09:42 PM
এক্সাক্টলি।এটা আমিও ফেস করছি।আসলে ফরেক্সের সিস্টেমটাই এমন।
Mamun13
2017-03-25, 10:47 PM
ফরেক্সের ক খ গ শিখেছি বেশ কিছু দেশী বিদেশী ফোরাম থেকে৷আর আমাদের দেশীয় কয়েকটা ফোরাম থেকে বাংলা ভাষার কারনেই খুব সহজেই ভালো ভাবে লেখা পড়া ও প্র্যাকটিস করে করে শিখেছি৷অবশ্যই নিজে খেটে কষ্ট করে শিখেছি৷আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷এখানে আমিও শিখছি ও আশা করছি নিয়মিত আমিও লিখবো যা অতীতে শিখেছি৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷
mahamudul hasan
2019-07-24, 08:42 AM
ঙ্কিভাবে পোষ্ট করতে হয়? আমাকে সাহায্য কবেন?
mahamudul hasan
2019-07-24, 08:44 AM
আমি এখানকার নতুন সদস্য
IFXmehedi
2019-07-25, 12:24 AM
ফরেক্স ট্রেডিং শেখার জন্য কোন প্রাতিষ্ঠানিক শিখার প্রয়োজন নেই , তবে বর্তমান আমাদের দেশে কেউ কেউ প্রাতিষ্ঠানিক ভাবে ফরেক্স সম্পর্কে শিক্ষা দিচ্ছে । তবে আমি আসলে বিষয়টাকে তেমন সাপোর্ট করি না । ফরেক্স আপনি অনলাইনে নিজে নিজেই শিখতে পারেন । এই জন্য আপনার শেখার ইচ্ছে থাকতে হবে । মনে রাখবেন ফরেক্স এ কেউ কখনও অল্প দিন এ লাভ করতে পারে না ।
forexman
2019-07-26, 06:20 AM
ফরেক্সে যারা নতুন তারা ফোরাম পোস্টিং এর মাধ্যমে অনেক অজানা বিষয় জানতে পারে। বাংলা ভাষায় এত সুন্দর একটি ফরেক্স ফোরাম থাকায় অনেকের উপকার হবে বলে আশা করি। ইহাছাড়া বাংলা ভাষায় আরো কিছু ওয়েবসাইট আছে। গুগল সার্স দিয়ে কিছু বাংলা ই-বুক পেতে পারেন। :rules:
নিজে নিজে শিক্ষা যদিও একটু কঠিন এবং বোরিং কিন্তু যদি নিজের চেষ্টায় শিখতে পারেন,আমি বলবো আপনার জন্য সফলতার দরজা খোলা ফরেক্স মার্কেটে।
আর ফোরামে লেগে থাকলেও ভালো,যেহেতু বাংলা ফোরাম তাই সব কিছু সহজে বোঝতে পারবেন।
Rokibul7
2019-08-13, 02:31 AM
ফরেক্স এ আমি একেবারেই নতুন।ইদানিং কিছু ব্লগ/টিউটিউটোরিয়াল দেখে ডেমোতে সময় দিচ্ছি।আমার বন্ধুরা বোনাস নিয়ে টেড করে।তাই আমিও তাদের দেখা দেখি এক বন্ধুর মাধ্যমে,ফোরামে একাউন্ট করলাম।এখানে এসে দেখি আমি এক বিরাট ময়দানে ডুকে পরেছি।আপনাদের বিভিন্ন মতামতে আমার ফরেক্স সম্পকে আরও আগ্রহ বেড়ে গেছে।চেষ্টা করবো ফরেক্স মাকেটে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার।
amreta
2020-01-25, 12:01 PM
ইনফিনিট্রেডার, ব্যবসায়ীদের পক্ষে অপরিশোধিত তেলের বিক্রি করা এতটা সুন্দর নয়, আমি এটি সম্পর্কে জানি। আমি জানি যে অপরিশোধিত তেল উপরে উঠতে থাকবে, এটি এই সপ্তাহের অংশে নামার চেষ্টা করেছিল, তবে এটি এতটা প্রতিরোধ করেছিল, এই জুটি উপরে উঠতে দেখবে, আর কিছুই নয়। এটি এমন জুটি যা আমার এত বিশ্বাস করে যে এটি কেনা হবে।
Shohedulla
2020-01-25, 01:23 PM
নিজে নিজে ফরেক্স শেখা ভালো কিন্তু এটা করা খুবই কঠিন কাজ। হরেক শিক্ষার জন্য একজন অভিজ্ঞ লোকের সহায়তা নিতে হয় । যার ফলে দ্রুত শিখা যায়। কিন্তু যখন অভিজ্ঞ লোক আসে পাশে থাকেনা তখন নিজে শেখায় বাধ্যতামূলক হয়ে পড়ে।সেহেতু নিজে শেখার জন্য একটু বেশি সময় ব্যয় করতে হয় এবং বেশি বেশি করে ডেমো ট্রেডিং এর সাহায্য নিতে হবে যার জন্য বেশিদিন প্রয়োজন হতে পারে শেখা।
FREEDOM
2020-06-18, 12:15 AM
ফরেক্সে যারা নতুন তারা ফোরাম পোস্টিং এর মাধ্যমে অনেক অজানা বিষয় জানতে পারে। বাংলা ভাষায় এত সুন্দর একটি ফরেক্স ফোরাম থাকায় অনেকের উপকার হবে বলে আশা করি। ইহাছাড়া বাংলা ভাষায় আরো কিছু ওয়েবসাইট আছে। গুগল সার্স দিয়ে কিছু বাংলা ই-বুক পেতে পারেন। :rules:
আমরা অনেকেই আছি যাদের আসলে ফরেক্স শেখানোর মত পরিচিত কোন দক্ষ ট্রেডার নেই যে কারনে আমাদেরকে সবসময় নিজ প্রচেষ্টাতেই ফরেক্স শেখার চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা ফোরাম থেকে এবং তার পাশাপাশি অনলাইনে বিভিন্ন ইবুক থেকে এবং ইউটিউবে টিউটোরিয়াল দেখেও ফরেক্স শেখার চেষ্টা চালিয়ে যেতে পারি।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.