View Full Version : ডেমো একাউন্ট কিভাবে খুলব?
Skfarid
2016-11-02, 01:46 PM
আমার ফরেক্স সম্পর্কে ধারণা মাত্র তিনদিনের, এর মধ্য আমি যাহা বুজতে পালাম, রিয়েল ট্রেড করার আগে ডেমোতে প্রশিক্ষণ খুর উপকারি, আমি কি ভাবে ডেমো একাউন্ট খুলব, আমার করণিয় কি?
janasa
2016-11-02, 01:55 PM
আমার জানা মতে ডেমো একাউন্ট খুলতে গেলে আগে ইন্সতা ফরেক্স এর সাইটে যেতে হবে । তার পর ডেমো একাউন্ট খুলুন এর খানে ক্লিক করতে হবে । তার পর ফোরামটি ভাল করে ফিলাপ করতে হবে । তার পর সাবমিট এ ক্লিক করতে হবে । তাহলে ডেমো একাউন্ট খোলা হবে । আরো অনেক ভাবে ডেমো একাউন্ট খোলা যায় ।
udaydebnath
2016-11-02, 07:46 PM
যেকোন ব্রোকারের ওয়েবসাইটে গিয়ে নতুন একাউন্ট তৈরীর অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলে একাউন্ট তৈরী হয়েছে মর্মে একটি ই-মেইল পাবেন। ই-মেইলটি তে ক্লিক করে সাবমিট করলেই ডেমো একাউন্ট তৈরী হয়ে যাবে।
Competitor
2016-11-02, 09:50 PM
ডেমো আমাদের মতন নতুন ট্রেডাদের জন্য অনেক বেশি পরিমাণের ইফেক্টিভ একটা একাউন্ট । যেটার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে সামনের দিকে এগিয়ে যেতে পারি । ডেমো একাউন্ট আপনি খুব সহজেই ইন্সটা ব্রোকারে গিয়ে খুলতে পারবেন । ওয়েবসাইটে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে হলে অবশ্যিই অামাদেরকে অনেক বেশি পরিমাণে এই একাউন্টের সাথে লেগে থাকতে হবে ।
MoinFX
2016-11-03, 10:53 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করা জানতে হলে ডেমো একাউন্ট করে জানতে হবে।ঢেমো একাউন্ট করতে মেটা ট্রেডার ফোর ডাউনলোড করতে হবে তারপর সেখানে আপনাকে সব কিছু পুরন করতে হবে।
RUBEL MIAH
2017-04-26, 01:01 PM
ডেমো একাউন্ট খুলতে গেলে আগে ইন্সতা ফরেক্স এর সাইটে যেতে হবে । ডেমো একাউন্ট আপনি খুব সহজেই ইন্সটা ব্রোকারে গিয়ে খুলতে পারবেন । আমরা বেশী করে এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব তাহলেই আমরা আমাদের লক্ষ্য বস্তুতে পৌছাতে পারব ।
uzzal05
2017-06-16, 03:59 PM
ডেমো একাউন্ট খুলতে তেমন কিছু করতে হবে না। এক্ষেত্রে আপনাকে ভেরিফাই ও করতে হবে না। কারন এই ডেমো একাউন্ট এ আপনি যতই লাভ করুন কেন তা আপনাকে উঠাতে দিবে না। ডেমো একাউন্ট হচ্ছে প্রথম এ ফরেক্স ট্রেড শিখার জন্য।
Mamun13
2018-01-25, 08:17 PM
আমার ফরেক্স সম্পর্কে ধারণা মাত্র তিনদিনের, এর মধ্য আমি যাহা বুজতে পালাম, রিয়েল ট্রেড করার আগে ডেমোতে প্রশিক্ষণ খুর উপকারি, আমি কি ভাবে ডেমো একাউন্ট খুলব, আমার করণিয় কি?
যারা ঠিক আপনার মতো একদম নতুন শিক্ষানবীশ ট্রেডার তাদের শিখার জন্য ফোরামে ধারাবাহিক পর্ব আকারে ট্রেডিং লেসন দেওয়া হয়েছে৷আশাকরি ফোরামের এই সব লেসনগুলো ধারাবাহিক ভাবে শিখবেন ও প্রয়োগ করবেন৷এসব লেসনে ডেমো ট্রেডিং সহ রিয়েল ট্রেডেও বাস্তব দক্ষতা অর্জন করতে পারবেন৷
samun
2021-10-25, 05:08 PM
মেটাট্রেডার 4 এর মাধ্যমে উপরে বাম পাশে থ্রিডট এর একটি চিহ্ন রয়েছে সেখানে গেলে দুটি অপশন দেখা যাবে একটি হলো রিয়েল ট্রেডিং আর অপরটি হল ডেমো ট্রেডিং ডেমো ট্রেডিং এর সেখানে ক্লিক করার পরে ডেমো ট্রেডিং খোলার কিছু অপশন পাওয়া যাবে সেই অপশন এর ধারাবাহিকতায় ডেমো ট্রেডিং খোলা যাবে
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.