PDA

View Full Version : ফরেক্স রোবট সম্পকে ধারনা



Hassan Raja
2016-11-02, 10:51 PM
আমি ফরেক্সর রোবট সম্পর্কে জাননে চা্ই বিস্তারিত জানালে উপকৃত হব। ফরেক্সে রোবট ব্যবহার করে কেউ কি লাভ করেছেন যদি কেউ থাকেন জানাবেন ।

shohanjacksion
2017-03-12, 12:21 PM
আমি ফরেক্সর রোবট সম্পর্কে জাননে চা্ই বিস্তারিত জানালে উপকৃত হব। ফরেক্সে রোবট ব্যবহার করে কেউ কি লাভ করেছেন যদি কেউ থাকেন জানাবেন ।
ফরেক্স মার্কেটে রোবটের ব্যবহার অনেক বেশি। রোবট হলো একটি অটোমেটিক ট্রেডিং সফটওয়ার। অর্থাৎ আপনার টার্মিনালে রোবট সফটওয়ারটি চালু রাখলে আপনাকে টার্মিনালের পাশে বসে বসে এনালাইসিস করতে হবে। রোবটে যে মেথড দেয়া আছে সেই মেথড অনুযায়ী রোবট অটোমেটিকভাবে ট্রেড ওপেন এবং ক্লোজ করে দিবে। তবে খেয়াল রাখতে হবে রোবটে মানি ম্যানেজমেন্ট যেন ভাল থাকে।

riponinsta
2017-03-13, 03:05 PM
ফরেক্স মার্কেট এ রোবট দিয়ে ট্রেড করা জাই আর রোবট ভাল লাভ ও করতে পারে আমি কয়েকটা ফ্রী রোবট টেস্ট করছিলাম ভাল কাজ করে নাই তবে শুনছি রোবট কিনলে অনেক লাভ করতে পারে তবে এর জন্য আপনাকে ল্যাপটপ সারাদিন চালু রাখতে হবে আর তা না হলে আপনাকে vps কিনে তাতে লগিন করে আপনি রোবট দিয়ে ট্রেড করাতে পারেন আপনি ইন্সতাফরেক্স থেকে vps কিনতে পাওয়া জাই আপনি ওই তা ব্যবহার করতে পারেন কারন ইন্সতাফরেক্স এর vps অনেক ভাল

Momen
2017-07-23, 08:47 AM
ফরেক্স এ রোবট হচ্ছে একটি অটোমেটিক ট্রেডিং সিস্টেম। যেখানে একটা মার্কেট নির্দিষ্ট কিছু ডাটা দেওয়া থাকে, মার্কেট যখন সেই ডাটায় পৌঁছে তখন রোবট অটোমেটিক সেই ট্রেডটি ওপেন করে নেয়। কিন্তু রোবট দ্বারা ট্রেডিং কার্য সম্পন্ন করলে আপনি সর্বদা লসের দিকেই দৌড়াবেন। কেননা, মার্কেট এর অস্বাভাবিক কোন মুভমেন্ট রোবট আটকাতে পারে না।

Mahidul84
2017-09-14, 08:02 PM
ফরেক্স মার্কেটে রোবট সিস্ট্রেম হচ্ছে আপনার ট্রেডিং এ্যাকাউন্টিকে অটোমেটিক ভাবে পরিচালনা করা। সেখানে একটা নির্দিষ্ট পরিমাণে কিছু তথ্য দেওয়া থাকে আর মার্কেট যখন সেই তথ্য পর্যন্ত পৌছাবে তখন আপনার ট্রেডিং পদ্ধতি অটোমেটিক ভাবে ওপেন করে নেয়। কিন্তু বেশির ভাগ ট্রেডারগণ বলে আপনি রোবট দিয়ে ট্রেডিং পদ্ধতি পরিচালনা করেন তাহলে আপনি সর্বদা লসে থাকবেন। এজন্য আমার মতে কোন প্রকার রোবট ব্যবহার না করাই উত্তম।

expkhaled
2017-10-12, 02:29 PM
ফরেক্স রোবট একটি সয়ংক্রিয় সপ্টওয়্যার, যা নিজে নিজে ট্রেড পরিচালনা করতে সক্ষম। আমি নিজে কখনও রোবট ব্যবহার করিনি। তবে শুনেছি যতজন রোবট ব্যবহারকারী আছে সবায় মোটামুটি লস খেয়েছেন। সুতরাং রোবট থেকে সাবধান। আপনি নিজে মার্কেট এনালিসিস করুন এবং ফরেক্স এর ব্যপারে জ্ঞান অর্জন করুন। তাহলে আপনি ফরেক্স থেকে অাপনি লাভবান হতে পারবেন।

Grimm
2018-02-02, 08:27 PM
ফরেক্স বাজারে রোবটের কাজ হচ্ছে সয়ংক্রিয়ভাবে আপনার হয়ে ট্রেড অপেন করা আর ক্লোজ করা। তবে আমার জানামতে রোবটের মাধ্যমে আপনি বেশি উপার্জন করতে পারবেন না বা বেশিদিন আপনি এই বাজারে টিকে থাকতে পারবেন না। কারণ রোবটগুলো নির্দিষ্ট স্ক্রিপ্ট দিয়ে তৈরি কিন্তু এই বাজার নির্দিষ্ট গতিতে চলে না। তাই রোবট সবসময় এই বাজারের গতিবিধি অনুসরণ করে ট্রেড করতে পারে না। তাই রোবট ব্যবহার না করাই ভাল।

Yousuf Habib
2018-09-30, 09:01 PM
রোবট হচ্ছে এক আপনার ট্রেডিং প্লাট ফরমকে পরিচালনা কারি সিস্টেম সফট্যওয়ার, যে সফট্যওয়ার আপনার কোন প্রকার টেনশন ছাড়া আপনাকে অটোমেটি ট্রেড করতে থাকবে, তবে আমার মনে হয় রোবট ছাড়া আপনি ট্রেড করলে আপনি ট্রেড সৃ্ম্পর্কে অনেক ধারনা হবে।

FXOCM
2018-12-09, 12:45 PM
আমি ও এখনো লাভের মুখ দেখি নাই । তবে চেষ্টায় আছি যে কিভাবে আমি ফরেক্স মার্কেট থেকে ইনকাম করা যাই । আমি প্রতি দিন ৬ ঘনটা সময় দিযে যাছি দেখি কি হয় ।

Rokibul7
2020-07-27, 01:33 AM
রোবট এমন একটা টেডিং সিষ্টেম যেটা কিছু নিদিষ্ট নিয়ম নিয়ে একটা প্রগাম।যেটা তে এনালাইসিস কোড বা সিষ্টেম ফিক্সড করা থাকে।রোবট নিদিষ্ট নিয়মে অটোমেটিক টেড ওপেন করে।রোবট মাঝে মাঝে সিষ্টেম ব্রেক করে।কারন সে একটা নিদিষ্ট হিসাবের অতভুক্ত।