PDA

View Full Version : মেটাট্রেডার কি?



Emdademoo
2016-11-03, 12:56 AM
আমি মেটাট্রেডার জিনিসটা বুঝতে পারছিনা।এটার সুবিধগুলো কি কি?কেনই বা প্রয়োজন।

nisho5533
2016-11-11, 07:25 PM
ভাই আপনি ফরেক্স করতে ম্বা ফরেক্স মাকেটে ট্রেড করতে হলে আপনাকে কোন না কোন ১ টি ব্যবহার করতে হবে | আপনি মেটা টেডার ছারা ফরেক্স মাকেটে করতে পারবেন না | আমরা ফরেক্স করি ফরেক্স থেকে আয় করব বলে তাই ফরেক্স থেকে আয় করতে হলে মেটা টেডার ব্যবহার করতে হয় |

FxShuvo
2016-12-04, 06:00 PM
আমি মেটাট্রেডার জিনিসটা বুঝতে পারছিনা।এটার সুবিধগুলো কি কি?কেনই বা প্রয়োজন।

মেটাট্রেডার প্লাটফর্মের মাধ্যমে ফরেক্স ট্রেড করতে হয়। মেটাট্রেডার হল ট্রেডিং সফটওয়্যার। মেটাট্রেডার প্লাটফর্মে লগইন করার জন্য প্রথমে MT4 প্লাটফর্মটি ওপেন করুন। তারপর মেনুবার থেকে File এ ক্লিক করে Login To Trade Account এ ক্লিক করার পর যে যে উইন্ডোটি আসবে সেখানে আপনার Trading Account Number এবং Passwoad দিয়ে এবং সঠিক Server সিলেক্ট করে লগইন করুন।
মেটাট্রেডার দিয়ে কিভাবে ট্রাডিং করবেন তার জন্য ইন্সটাফরেক্সের এর এই টিউটোরিয়ালগুলো ভালো ভাবে দেখুন –
https://www.instaforex.com/bd/video_trading_with_instaforex.php
ধন্যবাদ

msisohel
2016-12-12, 08:36 PM
মেটাট্রেডার হল ফরেক্স মার্কেটে ট্রেডিং এর জন্য সফটওয়ার, মেটাট্রেডার ৪ হল বেশি জনপ্রিয়।

riponinsta
2016-12-25, 04:19 PM
ফরেক্স মার্কেট এ মেটাট্রেডার হল যেই সফটওয়্যার দিয়ে টেড করা হয় তাকে মেটাট্রেডার বলে ফরেক্স মার্কেট এ সব টেড আর মেটাট্রেডার এর মাধ্যমে টেড করে থাকে । মেটাট্রেডার অনেক ভাল একটি সফটওয়্যার জার সাহায্য আপনি খুব সহজ এ ফরেক্স মার্কেট এ টেড করতে পারবেন । মেটাট্রেডার সফটওয়্যার নিয়মিত আপডেট হয় । মেটাট্রেডার এর সাহায্য অনেক সহজ এ টেড করতে পারবেন ।

shohanjacksion
2017-01-29, 11:55 AM
মেটাট্রেডার হল ফরেক্স মার্কেট এর প্রাইজ মোভমেন্ট দেখার জন্য একটি প্লাটফর্ম। আপনি যদি প্রাই মোভমেন্ট না দেখতে পারেন তবে ট্রেড করা সম্ভব না। কারন ট্রেড করতে হলে টেকনিক্যাল এনালাইসিসের জন্য বাই অথবা সেল দেওয়ার জন্য একটি প্লাটফর্ম ব্যবহার করতে হয়। এই প্লাটফর্মের নামই হল মেটাট্রেডার ।প্লাটফর্ম হিসাবে মেটাট্রেডার-4 অথবা মেটাট্রেডার-5 অথবা ওয়েব টারমিনাল ইত্যাদি ব্যবহার করা যায়।

Momen
2017-07-22, 11:25 PM
মেটা ট্রেডার হচ্ছে একটি ট্রেডিং অ্যাপ্লিকেশন। যার মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকি। এছাড়াও ওয়েব এর মাধ্যমে আমরা ট্রেড করতে পারি। তবে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ সিস্টেম হচ্ছে মেটা ট্রেডার। এর মাধ্যমে বিভিন্ন ধরনের মুভিং এভারেজ ব্যবহার করে মার্কেট এর মুভমেন্ট সম্পর্কে জানা যায়।

FXOCM
2018-12-09, 12:18 PM
মেটাট্রেডার একটি ফরেক্স ট্রেড করার প্লাটফরম । যেখানে সকল কারেন্টসি সেল / বাই করা যাই ।

md mehedi hasan
2018-12-09, 01:46 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে একটি প্লাটফর্ম বা সফটওয়্যার ডাউনলোড করে কম্পিউটারে বা ল্যাপটপে ট্রেড করতে হবে।এই সফটওয়্যার বা প্লাটফরমকে মেটাট্রেডার বলে।বর্তমানে বিশ্বের বেশিভাগ ট্রেডার মেটাট্রেডার ফোর ব্যবহার করে ট্রেড করে।এই মেটাট্রেডার ফোর এর অপডেট ভার্সন মেটাট্রেডার ফাইভ রয়েছে তারপরও বেশিভাগ ট্রেডার মেটাট্রেডার ফোর ব্যবহার করে।

SAGOR_HALDER944
2019-04-06, 08:29 PM
মেটাট্রেডার হলো একটি ট্রেডিং সফটওয়্যার।এই সফটওয়্যার এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং করা যায়।তবে এই ট্রেডিং সফটওয়্যার এর সব থেকে বড় সুবিধা হলো এতে একসাথে অনেকগুলো ব্রোকার অ্যাকাউন্টে লগ ইন করা যায়।তাছাড়া এই ট্রেডিং সফটওয়্যার অন্যান্য প্রকারের ট্রেডিং সফটওয়্যার থেকে অনেক উন্নত।

abilkis7
2019-11-17, 05:07 PM
মেটাট্রেডার হলো ট্রেডিং সফটওয়্যার। এই সফটওয়্যার এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং করা হয়। তবে এই ট্রেডিং সফটওয়্যার এর সব থেকে বড় সুবিধা হলো এতে একসাথে অনেকগুলো ব্রোকার অ্যাকাউন্টে লগ ইন করা যায়। তাছাড়া এই ট্রেডিং সফটওয়্যার সকল প্রকারের ট্রেডিং সফটওয়্যার থেকে অনেক উন্নত।

Goearn.info
2020-01-13, 12:02 PM
মেটাট্রেডার হলে একটি সফটওয়্যার এর মাধ্যমে আমরা সাধারণত ট্রেডিং করে থাকি আমাদের সাধারণত বিভিন্ন ধরনের ব্রোকার থাকে যারা আলাদা আলাদা সার্ভার নিয়ে কাজ করে থাকে আসলে আমাদের বিভিন্ন সার্ভার দেখতে বা কাজ করতে ভালো লাগেনা তাই আমরা একটি সার্ভারে কাজ করতে চাই তবে এর জন্য মজাদার হলো মেটাট্রেডার একটি সফটওয়ারের যে কোন ব্রোকার এর সার্ভার এ ট্রেড করতে পারি।

Fxxx
2020-02-03, 02:46 PM
মেটাট্রেডার হলো এক ধরনের ট্রেডিং প্লাটফর্ম বা এক ধরনের সফটওয়্যার। এখানে সকল ব্রোকার থেকেই একাউন্ট লগইন করে ট্রেড করা যায়। যে কেউ চাইলেই মেটাট্রেডার এর মাধ্যমে খুব সহজেই মার্কেট প্রবেশ করতে পারবে।

sagar0835
2020-08-25, 06:33 PM
মেটাট্রেডার একটি ট্রেডিং সফটওয়্যার যা ট্রেডারদের মধ্যে তাদের ট্রেডিং প্ল্যাটফর্ম হিসাবে সর্বাধিক ব্যবহৃত হয়। মুদ্রা ট্রেডিং সিস্টেম এবং আপনার কম্পিউটারের (বা মোবাইল ডিভাইস) মধ্যে একটি সংযোগকারী চ্যানেল হিসাবে একইভাবে উপস্থিতি, এবং তাই মেটাট্রেডার লিঙ্ক। আসুন পর্যালোচনাতে।

মেটাট্রেডার প্ল্যাটফর্মের দুটি সংস্করণ রয়েছে:

- ডেস্কটপ, মোবাইল এবং ওয়েবে উপলব্ধ
- অ্যাভাট্রেডে নতুন
আপনি যে প্ল্যাটফর্মটি পছন্দ করেন, এটি একাধিক প্ল্যাটফর্ম চালাতে পারেন যেখানে আপনি আপনার সার্ভার বা কম্পিউটারে ল্যাগিং প্রভাব অনুভব করবেন না। সফ্টওয়্যারটি হালকা এবং দ্রুত ব্যবসায়ের জন্য এবং তাত্ক্ষণিক মৃত্যুদন্ড কার্যকর করার জন্য ব্যবস্থাগুলিকে জায়গায় ওভারলোড করবে না, অস্থির বাজারগুলিতে ট্রেড করার সময় অবশ্যই আবশ্যক।

FREEDOM
2020-09-28, 11:39 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে একটি প্লাটফর্ম বা সফটওয়্যার ডাউনলোড করে কম্পিউটারে বা ল্যাপটপে ট্রেড করতে হবে।এই সফটওয়্যার বা প্লাটফরমকে মেটাট্রেডার বলে।বর্তমানে বিশ্বের বেশিভাগ ট্রেডার মেটাট্রেডার ফোর ব্যবহার করে ট্রেড করে।এই মেটাট্রেডার ফোর এর অপডেট ভার্সন মেটাট্রেডার ফাইভ রয়েছে তারপরও বেশিভাগ ট্রেডার মেটাট্রেডার ফোর ব্যবহার করে।