View Full Version : ফরেক্স মার্কেটের সুযোগ
আমি একটি সাধারন ব্যাপার আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম যখন ট্রেড করতাম তখন ট্রেড ওপেন করার জন্য অস্থির হয়ে থাকতাম মনে হতো ট্রেড ওপেন না করতে পারলে সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আসলে সেটা ছিল ইমোশনে ভরা একটি ভ্রান্ত ধারনা। ফরেক্সে সুযোগ বার বার আসে। ধৈর্য্য নিয়ে ইমোশনাল ত্যাগ করে ট্রেড করছি ভাল ফলাফল পাচ্ছি।:ok:
sohrab
2016-11-04, 06:31 PM
ফরেক্স মার্কেটে সব চেয়ে বড় সুযোগ হল এ মার্কেটে ট্রেড যে কেউ করতে পারে । ফরেক্স করতে কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না । আবার পুরুষ - মহিলা সবাই করতে পারে । ফিরেক্স মার্কেট ২৪ ঘন্টাই খোলা থাকে তাই বিভিন্ন পেশার মানুস তার অবসরে বা কাজের ফাকে ফাকে ফরেক্স করতে পারে । দক্ষতার সাথে করতে পারলে ভাল আয় করা যায় ।
RUBEL MIAH
2016-11-04, 08:51 PM
ফরেক্স মার্কেটে অনেক সুযোগ রয়েছে । নিম্নে সেগুলো দেওয়া হল :
(১) সকল শ্রেণীর মানুষ এই ব্যবসা করতে পারবে ।
(২) শিক্ষাগত যোগ্যতা লাগে না ।
(৩) সপ্তাহে দুইদিন ছাড়া আর সব সময়েই এই ব্যবসা করা যায় ।
(৪) নারী পুরুষ সবাই এই ব্যবসা করা যায় ।
ফরেক্স মার্কেটে রয়েছে অফুরন্ত সম্ভাবনা ও সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে হবে। বিশেষ করে শিক্ষিত নারী-পুরুষ, ভাল দক্ষ ট্রেডারদের এগিয়ে আসলে দক্ষ একটি টিম তৈরী হবে দেশে আসবে কারি কারি বৈদেশিক মুদ্রা।
DIPAKARSINGH1992
2016-11-04, 11:08 PM
ফরেকব্স মার্কেট আয়ের অনেক ভাল এবং সম্ভাবনাময় একটি উতস হিসাবে এটি মধ্যেই সকলের কাছে গ্রহনযোগ্যতা লাভ করেছে ফলে এটি বিনা দ্বিধায় বলা যায় যে ফরেক্স ট্রেডিং আয়ের নতুন সম্ভাবনাময় একটি জগত। তবে এই জগতে সেই রাজ করতে পারে এবং সফলতার শীর্ষে আরোহন করতে পারে যার রয়েছে অনেক ভাল ফরেক্স ট্রেডিং জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতা।
Competitor
2017-06-25, 10:13 PM
ফরেক্স মার্কেট আমাদের জন্য বিশাল একটা সুয়োগ । আসলে সম্ভাবনার সকল দুয়াল খুলে ফরেক্স আমাদের জন্য বসে অাছে । আমরা যারা ফরেক্সে ট্রেড করি তারা জানি যে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ মার্কেট হলো ফরেক্স যার দৈনিক আয় হলো ৫.৫ ট্রিলিয়ন ডলার । তাই আমাদেরকে এই মার্কেটের সুপ্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভালো করার চেষ্টা করতে হবে ।
01797733223
2018-01-04, 01:04 PM
ভাই এই ফরেক্স মার্কেটে আপনি সবসময় সুযোগ পাবেন। তবে এখানে লোভ কিংবা ইমোশনাল হলে চলবে না । আপনাকে একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে। আপনি শুধু আপনার সিস্টেম ফলো করে যান, কেননা আপনার অবশ্যই নিজের একটা স্ট্রাটিজি রয়েছে, নিজের একটা সিস্টেম রয়েছে আর তাছাড়া আপনাকে আপনার সব সিকুয়েন্স মিলায় কাজ করতে হবে, হাকাউ রেনডোমলী যেখানে সেখানে ট্রেড ওপেন করার জন্য অস্থির হলে হবেনা। সুতরাং আপনাকে ধৈর্য নিয়ে একটু অপেক্ষা করতে হবে, সুযোগ আসবে এবং জায়গামত সেটাকে কাজে লাগাতে হবে।
expkhaled
2018-01-04, 01:51 PM
আসলে ফরেক্স ব্যবসার প্রধান হাতিয়ার হচ্ছে ধৈর্য্য। আমাদের যদি ধৈর্য্য শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে পারি তাহলে ফরেক্স মার্কেটে আমাদের সফলতা আসবে অবশ্যেই। আর যদি যখন তখন সিগন্যাল না পেয়ে, সিস্টেম না মেনে মার্কেট আপ দেখলে বাই আর মার্কেট ডাউন থাকলে সেল এভাবে যদি ট্রেড করতে চান তাহলে ভাই ফরেক্স দুরে থাকার জন্য অনুরোধ করবো। ফরেক্স এর সিস্টেম এর কোন শেষ নেই। আপনাকে সেই সিস্টেম ফলো করতে হবে যে সিস্টেম আপনি ভালভাবে বুঝবেন।
Mahidul84
2018-01-04, 05:37 PM
ফরেক্স মার্কেটে ট্রেডারের প্রধান হাতিয়ার হচ্ছে ধৈর্য্য ও লোভ। আমরা যদি নিজেকে ধৈর্য্যসহকারে ফরেক্স মার্কেটের ট্রেডিং কৌশল ও দক্ষতাগুলো সঠিকভাবে শিখার চেষ্টা করি তাহলে অবশ্যই একদিন ভাল কিছু করতে পারব এমনকি নিজের লোভকেও সঠিকভাবে নিয়ন্ত্রণ রেখে মার্কেটে ট্রেডিং কৌশল পরিচালনা করতে সক্ষম হতে পারবো। এছাড়াও মার্কেটে ব্রোকারগুলো ট্রেডারদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে সেগুলো সঠিকভাবে পরিচালনা করার মত সক্ষম হতে হবে।
Mamun13
2018-05-21, 07:26 PM
ফরেক্স মার্কেটে লস হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে ভালোভাবে না শিখে না বুঝে নিজের ইচ্ছামত ইমোশনালি ট্রেড করা৷আমরা ফরেক্স ট্রেডকে প্রথমে খুবই সহজ মনে করি৷কিন্তু বাস্তবে তা অত্যন্ত কঠিন৷এখানে নিজের আবেগ দিয়ে ইমোশনালি ট্রেড করে প্রফিট করা সম্ভব নয়৷কারণ মার্কেটের নিজস্ব পদ্ধতি রয়েছে এবং এইসব পদ্ধতি জানতে হবে বুঝতে হবে৷সেই অনুযায়ী সময়-সুযোগ বুঝে ক্রয়-বিক্রয় করতে হবে৷মার্কেটে বিভিন্ন পেয়ারের নির্দিষ্ট ট্রেন্ড রয়েছে,নির্দিষ্ট সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল রয়েছে,নির্দিষ্ট নিউজ ইম্প্যাক্ট রয়েছে,ট্রেডার্স সেন্টিমেন্ট রয়েছে... এই সবগুলো বিষয় খুব ভালোভাবে জানতে হবে৷তাহলে বুঝতে পারবেন কখন-কোথায়-কোন কোন পেয়ারে Buy এন্ট্রি করবেন এবং Sell এন্ট্রি করবেন৷এখানে ইমোশনালি ট্রেডের প্রশ্নই আসেনা৷
expkhaled
2018-05-21, 08:19 PM
ফরেক্স মার্কেট এ সুযোগ বার বার আসে এবং সেই সুযোগ গুলোকে কাজে লাগিয়ে আমাদের ট্রেড করতে হবে। সুযোগ যত কাজে লাগানো যাবে ততবেশী প্রফিট করা যাবে। আমাদের সুযোগের জন্য অপেক্ষা করতে হবে তবে যদি ভাল সুযোগ আছে তখন আবার বেশী সময় নেওয়া যাবে না। কারণ একটি সুযোগ চলে যাবার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি সুযোগ আসতে সময় লাগে। তাই সুযোগ গ্রহনে সাহসী হতে হবে। অনেক সময় আছে অতিরিক্ত এনলাইসিস এর কারনে ট্রেড নেওয়া হয় না বা খারাপ ট্রেডকে আমরা গ্রহন করি। যদি কোন সময় ট্রেডকে একটু জটিল মনে হয় তখন ট্রেড না নেওয়াই উচিত বা অন্য কোন পেয়ারে ট্রেড করা উচিত।
uzzal05
2018-05-22, 02:07 PM
ফরেক্স ট্রেডিং এ একবার যে সুযোগ চলে যায় ভাববেন না যে সে সুযোগ আর আসবেনা। ফরেক্স মর্কেট পুনরাবৃত্তি হয়। অর্থাৎ একই ঘটনা চার্টে পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায়। তবে সেটা অনেক সময় বা বিভিন্ন টাইমফ্রেমের এর ভিত্তিতে। একবার সুযোগ চলে গেলে পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।
uzzal05
2018-05-28, 09:09 AM
মার্কেট এ প্রতিদিন সুযোগ আসে না। যেদিন সুযোগ আসবে সেদিন ট্রেড নিতে হবে। কারন প্রতিদিন সিগ্নাল পাওয়া যাবে না। মার্কেট এ জ্ঞান ও অভিজ্ঞতা কজে লাগিয়ে আমাদের ট্রেড করতে হবে। কেননা যখন সেময় সুযোগ হবে তখন ট্রেড নেওয়া অত্যন্ত জরুরী।
riponinsta
2018-05-28, 09:44 AM
আপনি ঠিক কথা বলছেন ফরেক্স মার্কেট এ সব সময় ট্রেড করা ঠিক না আপনার ট্রেডিং সিস্টেম এ যখন ট্রেড আসবে তখন ট্রেড করতে হবে অনেকে এই কথা বুঝে না তার কারন তারা চায় সব সময় ফরেক্স মার্কেট এ ট্রেড করতে এই কারন এ তারা লস করে আমারা সব সময় চেচটা করবো ফরেক্স মার্কেট এ সব থেকে ভাল ভাল ট্রেড গুল করতে তাহলে আমারা অনেক ভাল লাভ করতে পারবো
souravkumarhazra6763
2018-05-28, 01:00 PM
ফরেক্স করতে হলে আপনাকে সুযোগ এর জরনে অপেক্ষা করতে হবে,মার্কেট আপনাকে এন্ট্রি নেওয়ার জরনে অব্যশই সুযোগ দিবে তাই ব্যাস্ত না হয়ে আমাদের সঠিক এন্ট্রি নেওয়ার জরনে অপেক্ষা করা উচিত,সুযোগ বুঝে ট্রেড না করলে লস এর ঝুকি বেশি থাকে।
alamsat
2018-05-28, 04:37 PM
নিজের মনগড়া ট্রেড করলে হয়তো একটি দুটি ট্রেড এ লাভ করতে পারবেন কিন্তু একটি ভুল ট্রেড আপনার সুমদ্বয় লাভ শুন্য করে দিতে পারে. তাই মার্কেট সিগন্যাল না দেয়া পর্যন্ত ট্রেড ওপেন করাটা অনেক বোকামি যেটি আপনি বললেন. তাই সবার প্রতি আমার আন্তরিক অনুরোধ কেউ না বুজেই কোনো ট্রেড ওপেন করবেন না. একটি ভুল ট্রেড আপনার সব ইনকাম নষ্ট করে দিতে পারে. তাই ফরেক্স এ টিকে থাকতে হলে মার্কেট সম্পর্কে জানতে হবে নিউস পড়তে হবে তারপর বুজে শুনে একটি ট্রেড ওপেন করতে হবে. তাহলে আপনি লাভ নিয়ে মার্কেট এটিকে থাকতে পারবেন.
jyotibiswas000035
2018-05-28, 07:08 PM
ফরেক্স মার্কেট থেকে ব্যাপক ভাবে আয়ের সুযোগ এবং সম্ভাবনা রয়েছে আর সেই সম।ভাবনাকে কাছে লাগাতে হলে আমার কাচে মনে হয় ট্রেডিং ব্যারেন্স বা মুলধনের চেয়েও অনেক বেমি গুরুত্বপূনৃ হর ফরেক্স ট্রেডিং অভিজ্ঞতা এবং জ্ঞান।
expkhaled
2018-05-28, 09:09 PM
আসলে ফরেক্স ট্রেড করার জন্য অস্থির হওয়ার কিছু নাই। অভিজ্ঞদের কাছে শুনেছি যে, আপনি ট্রেড খোজা বন্ধ করুন ট্রেড আপনার হাতে এসে ধরা দিবে, আপনি শুধু মার্কেট ফলো করুন। অর্থাত আমাদের মার্কেট এর সঙ্গে থাকতে হবে এবং মার্কেট দেখতে হবে এবং মার্কেট কোথায় কোথায় সুযোগ দেয় আপনাকে ট্রেড নেওয়ার জন্য সেই সুযোগ গুলো কাজে লাগাতে হবে। আপনি যদি ট্রেড নিজে খুজে বের করে নিতে চান তাহলে আপনি শুধু ভূল ট্রেড নিতে থাকবেন তাতে আপনার লস হবে বেশী। তাই ধৈর্য্য ধারন পূর্বক মার্কেট এর সঙ্গে লেগে থাকতে হবে ট্রেড করার জন্য।
edottc
2019-03-21, 11:09 AM
ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুযোগ হল এখানে যে কোন সময় যে কেউ ট্রেড করে তারপর প্রফিট অর্জন করতে পারে ।তাছাড়া এখানে ট্রেড করতে কোন বয়স বা শিক্ষিত হওয়ার কোন বাধ্য বধকতা নেই ।
edottc
2019-03-21, 11:24 AM
ফরেক্স একটি স্ব্ধীন আন্তর্জাতীক বিসনেস বাজার এখানে যে হে ট্রেড করতে পারে । আপনার যদি ফরেক্স সম্পকে বিষদ ভাবে জানা থাকে আর যদি ফরেক্স এর নিয়ম অনুয়ায়ী ফরেক্সে ট্রেড করতে পারেন তাহলে আপনিও পারেন ফরেক্সে ট্রেড করে মুনাফা অর্জন করতে । আপনি পার্টটাইম এ ফরেক্স থেকে টাকা ইনকাম করতে ,তবে শর্ত হল আপনাকে ফরেক্স সম্মন্ধে বষিধ ধারনা থাকত হবে।
fxjaman
2019-03-21, 11:38 AM
ভাই মার্কেট আপনাকে সুযোগ দিবে কিন্তু সে সুযোগটাকে আপনার কাজে লাগাতে হবে। সব সময় সঠিক পজিশনটি ধরার জন্য একটিভ থাকতে হবে, আপনার ট্রেডিং-এর একটা সময় নির্ধারিত করে নিতে হবে, এছাড়াও ধৈর্য্য নিয়ে অপেক্ষা করতে হবে। আর সবথেকে বড় সুযোগ হলো সকল পেশার মানুষ এখানে ব্যবসা করতে পারবেন।
MONASONA77
2019-03-21, 11:45 PM
সব ব্যবসা সবাই করতে পারে না। কিন্তু ফরেক্স ট্রেডিংয়ের একটা ভালো দিক হলো এখানে ট্রেড করার জন্য সবাই সুযোগ পায়।প্রয়োজন শুধু সময় বুদ্ধি আর ধৈর্যের। এখানে কাজ করার কোন ধরা বাধা নিয়ম নেই।যে যখন সময় পায়,তখনই সে এখানে ট্রেড করতে পারে। এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে..? আর একটা সুযোগ হচ্ছে এটি দিন রাত সব সময় খোলা থাকে,,ট্রেড করার জন্য সময়ের কোন বাধ্য বাধকতা নেই। তাই ভালো ভাবে ফরেক্স মার্কেট বুঝে, শিখে সুযোগটাকে কাজে লাগালেই অনেক ভালো কিছু করা সম্ভব বলে আমি মনে করি।
SAGOR_HALDER944
2019-03-21, 11:51 PM
হ্যা, আমিও তাই মনে করি। ফরেক্স হল বিশ্বব্যাপী বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রার ক্রয় বিক্রয়ের বাজার। এখানে প্রতিনিয়ত বিভিন্ন মুদ্রার বাজারদর কম বেশি হয়ে থাকে। প্রতিদিনই দেখা যায় কোন না কোন মুদ্রার দাম কমে গেছে। আবার দেখা যায় কোন কোনও মুদ্রার দাম বেড়ে গেছে। তাই প্রতিদিনি সুযোগ পাওয়া যায়। তাই আবেগের বশে নিজের ইচ্ছা মত ট্রেড করা উচিত না। এতে লসের সম্ভাবনা বেশি থাকে।
edottc
2019-03-26, 09:32 AM
ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুযোগ হল এখানে যে কেউ যেকোন সময় ট্রেড করতে পারবে ।এতে কোন রকম শিক্ষাগত যোগ্যতা লাগে না ।ফরেক্সে যে কেউ ব্যবসা করতে পারে ।তবে এর আগে আপনাকে অবশ্যই ফরেক্সে দক্ষতা অর্জন করতে হবে ।কারন দক্ষ হয়ে ট্রেড না করলে আপনি লস করবেন লাভ করতে পারবেন না ।
bdunity11
2019-03-26, 09:42 AM
ফরেক্স মাকেটের সব থেকে বড় সুযোগ হল এই খানে ফরেক্স ব্যাবসা করতে গেলে কোন টাকা খোরজ করতে হবে না অনেক টাকা ও লাগবে না আরো সুযোগ হল আপনি যখন খুসি ট্রেড করতে পারবেন কোন সাটিফিকেট লাগেনা যখন খুশি তখন টাকা উঠাতে পারবেন
Hredy
2019-12-03, 10:11 PM
ফরেক্স মার্কেটে সব চেয়ে বড় সুযোগ হল এ মার্কেটে ট্রেড যে কেউ করতে পারে । ফরেক্স করতে কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না । আবার পুরুষ - মহিলা সবাই করতে পারে । ফিরেক্স মার্কেট ২৪ ঘন্টাই খোলা থাকে তাই বিভিন্ন পেশার মানুস তার অবসরে বা কাজের ফাকে ফাকে ফরেক্স করতে পারে । দক্ষতার সাথে করতে পারলে ভাল আয় করা যায় ।
ফরেক্স ট্রেডিং দ্রুত অর্থ উপার্জনের সেরা ব্যবসা। ফরেক্স ট্রেডিং খুব লাভজনক এবং সর্বদা সীমাহীন অর্থ সরবরাহ করে। এটি এই বিশ্বের বৃহত্তম অর্থ বাজার। যে কেউ বৈদেশিক মুদ্রার সাথে যোগ দিতে এবং সফল হওয়ার জন্য বিরোধিতা করতে পারে। ফরেক্স আপনার আয় বৃদ্ধির সর্বোত্তম উপায় হ'ল ফরেক্সটি কেবলমাত্র সেই ব্যবসায় যা আমরা এই ব্যবসায়টি করতে পারি খুব আকর্ষণীয় এবং প্রতিটি ব্যবসায়ী এখানে অর্থ উপার্জন সহজ করতে পারে। ফরেক্সে অর্থ উপার্জনের অনেক সুযোগ রয়েছে। ফরেক্সের অর্থ উপার্জনের এই বিকল্প রয়েছে যা আমরা এখানে অর্থ উপার্জনের জন্য এটি সহজ করব। আমি এই পদ্ধতিটি করার এই পদ্ধতিটি জানি। দ্রুত ডোলার এন উপার্জনও করতে পারেন..ফোরেক্স এমন একটি ব্যবসা যা ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারে তবে বৈদেশিক মুদ্রার বিশাল অর্থ উপার্জনের কোনও শর্ট কাট উপায় নয়। সফল হওয়ার জন্য ব্যবসায়ীকে কঠোর পরিশ্রম করতে হবে
uzzal05
2019-12-26, 07:32 AM
ফরেক্স মার্কেট এ সবসময় ভালো ট্রেড এর সুযোগ পাওয়া যায় না। তবে যেদিন মার্কেট এ ভালো সুযোগ আসে সেই দিন ট্রেড করতে হবে। কারন অনেক সময় মার্কেট মুভই করে না। তখন খুব বিরক্ত লাগে। আর মার্কেট এ মুভ না হলে মার্কেট থেকে প্রফিট ও করা সম্ভব না।
KaziBayzid162
2019-12-26, 10:40 AM
আপনি ঠিকই বলেছেন ফরেক্স মার্কেটের সুযোগ বারবার আসে কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করার জন্য অবশ্যই ইমোশনকে ত্যাগ করে ধৈর্য ধারণ করে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে।কেননা আপনি যদি ইমোশনের দ্বারা প্রভাবিত হয়ে উপযুক্ত সময় এবং সুযোগের অপেক্ষা না করে নিজের ইচ্ছা খুশি মত যে কোন সময় ট্রেড ওপেন করে থাকেন তাহলে লাভের থেকে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এজন্য আমাদের উচিত হবে ইমোশনের দ্বারা প্রভাবিত হয়ে তাড়াহুড়া না করে। ধৈর্য ধারনের শহিত সঠিক সময় ও সুযোগের অপেক্ষা করা এবং সুযোগ পাওয়া মাত্রই তার সদ্ব্যবহার করা। তবেই আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে খুব ভাল প্রফিট করতে পারব।
sss426
2019-12-26, 11:09 AM
ধন্যবাদ ভাই আপনাকে আপনি একটি ভালো এবং মূল্যবান পোস্ট করেছেন , ফরেক্স মার্কেট এ এই প্রবলেম শুদু আপনার না আমাদের মানে প্রত্যেকটা ট্রেদার এর মাঝে এই সমস্যা বিদ্যমান , ফরেক্স মার্কেট হল এমন একটা মার্কেট যেখানে আপনাকে সুজগ দিবেই দিবে তাই তারাফুরা না করে একটি ভালো সুজুগ এর জন্য অপেক্ষা করা উচিত, দেখা যাই আপনি যখনি ধরজ হারা হয়ে ভুল জাইগাই ট্রেড করেন তখন ওই ট্রেড এ বিশাল পরিমান লস হয়ে যাই
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.