PDA

View Full Version : নেটেলার মানি ট্রান্সফারের ফি বৃদ্ধি পেয়ে



nbfx
2016-11-04, 09:48 PM
নেটেলারে ইউজার থেকে অন্য ইউজারের কাছে ফান্ড ট্রান্সফারের জন্য ফি বৃদ্ধি করে ১.৯% এ নিয়ে আসলো।এছাড়াও পূর্বে যেকোনো পরিমাণ ফান্ড ট্রান্সফার করলে সর্বোচ্চ ফি ছিল ১০ ডলার, যা এবার $২০ ডলারে উন্নীত করা হয়েছে।:rules:

RUBEL MIAH
2016-12-12, 06:43 PM
নেটেলারের মানি ট্রান্সফারের ফি বৃদ্ধি পেয়েছে । এখন ১০০ ডলার পর্যন্ত উত্তোলনের জন্য ১ ডলার কেটে নেওয়া হয় । আমরা তার জন্য ১০০ ডলারের কম উত্তোলন করব না । কমপক্ষে ১০০ ডলার উত্তোলন করব তাহলে আমাদের আর কোন সমস্যায় পড়তে হবে না । অতএব আমরা নেটেলার দিয়ে মানি ট্রান্সফার দিলে হসিাব করে দিব তাহলে আর কোসন সমস্যা হবে না ।

riponinsta
2016-12-15, 04:08 PM
নেটেলার মানি ট্রান্সফারের ফি বৃদ্ধি পেয়ে আমার অনেক খারাপ লাগছে কারন আমি নেটেলার মানি ট্রান্সফারের বেশি করে থাকি ফী বারার কারন এ আমার অনেক লস হল । তাও আবার বাংলাদেশ এর জন্য করছে তাই আমার আরও বেশি কারাপ লাগছে । নেটেলার মানি ট্রান্সফারের আরও সহজ হবে আরও বাংলাদেশ এর মানুষ কে নেটেলার বেশি দেখা উচিত ।

msisohel
2016-12-16, 11:37 AM
বাংলাদেশের জন্য নেটএলার এর মানি ট্রান্সফার ফি বারানর কারন কি, এ ব্যবধান কেন?

shohanjacksion
2017-03-10, 10:50 AM
ভাই, বুঝতে হবে যে নেটেলারের ফি যতই বৃদ্ধি করুক না কেন যারা এই মেথড ব্যবহার করেন তারা সবাই এটাই ব্যবহার করে যাবেন। তাই এর সুযোগে তাদের ডিমান্ড বৃদ্ধি পাওয়ায় তারা তাদের চার্জের পরিমানও বৃদ্ধি করে ফেলেছেন। আমার পূর্বেই সন্দেহ হতো যে তার মনে হয় চার্জ বৃদ্ধি করবে আর তাই করেছে।

Momen
2017-07-23, 08:41 AM
নেটেলার তাদের গ্রাহক সংখ্যা অনেক পেয়েছে। এই জন্য তারা মানি ট্রান্সফার এর ফি বাড়িয়ে দিয়েছে। কেননা তারা যানে যে যারা নেটেলার যারা ব্যবহার করেন তারা এর সুবিধা ছেড়ে অন্য কোথাও যাবে না। সেই সাথে চার্জ বৃদ্ধি করাতেও কোন প্রভাব পরবে না।

mahbubhb
2017-08-19, 03:11 PM
নেটেলার একটি জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে। আমি নেটেলার দিয়ে কাজ করি এখনো করব। আগে কম এমাউনট ট্রানজেকশন করতাম এখন এমাউন্ট বেশী হলে ট্রানজেকশন করব তাহলে খরচ কম হবে। তবুও মনে করি নেটেলার ভাল। এদের সহজেই সেবা পাওয়া যায় আর ব্লক করার প্রবনতা কম। তাই নেটেলার নিরাপদ।