PDA

View Full Version : একটি মানি ম্যানেজমেন্ট এর গল্প



nbfx
2016-11-06, 10:41 PM
ধরুন আপনার বাবা আপনাকে ১০০০ টাকা দিল এবংএকটি থলে দিল । থলিটিতে ১০০ টাকার বেশী পণ্য কিনলে থলেটি ছিড়ে যাবে। আপনি বাজারে গেলেন একশত টাকার পণ্য কিনলেন এবং ফেরার পথে দেখলেন কম দামে অনেক ভাল ভাল সবজি । আপনার কাছে লোভনীয় মনে হচ্ছে। আপনি আরো ২০০ টাকার পন্য কিনে ফেললেন। কিন্তু ভুলে গেলেন যে বাবার দেয়া থলেটি ১০০ টাকার বেশী পন্য রাখলে ছিড়ে যাবে। ঘটলো তাই ফেরার পথে থলে ছিড়ে সব পণ্য রাস্তায় পড়ে গেল। বাড়ীতে কোন পণ্য নেয়া গেল না।শুধু ৩০০ টাকা ক্ষতি হলো। যদি বাবার কথা মেনে চলত তবে ১০০ টাকার পন্য পাওয়া যেত এবং কোন ক্ষতি হতো না। তদ্রুপ মানি ম্যানেজমেন্ট মানলে ক্ষতি হবে না। বোনাস হিসেবে পাবেন লাভ।

kazirasel
2016-11-07, 12:22 AM
হ্যঁ আপনার কথার সাথে আমি একমত প্রকাশ করছি । আমাদের মধ্যে এমন অনেক আছে যারা মাকেট একটু উঠা নামা করলে মানি মেনেজমেন্ট ভুলে গিয়ে অতিারক্ত ভলিউমে ট্রেড করে যার ফলে একাউন্ট ছিড়ে যায় মানে একাউন্ট জিরো হয়ে যায় । যা আমি আগে করতাম ।

Competitor
2016-12-10, 05:02 PM
ফরেক্সে মানিম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় । কেননা মানিম্যানেজমেন্ট এর যথার্থতার উপরেই মূলত নির্ভর করে আমাদের লাভ লোকসানের পরিমাণ । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা নিশ্চই অনেক টাকা বিনিয়োগ করি এই মার্কেটে । আর সেই বিনিয়োগকৃত টাকার যথার্থ ব্যবস্থাপনা করাই হলো মানিম্যানেজমেন্ট । যে যত বাস্তবসম্মত মানিম্যানেজমেন্ট করতে পারবে সে তত ভালো একজন ট্রেডার হতে পারবে ।

nazib72
2016-12-15, 11:21 PM
ত্রেদার যতই দক্ষ হউক না কেনো যদি মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করে তাহলে ট্রেদারের ভুলে লস হতেই পারে মানি ম্যানেজ মেন্ট ছাড়া কখনই ট্রেড থেকে প্রফিট করা যায় না কারন মানি ম্যানেজমেন্ট এর উপর নির্ভর করে ট্রেড এর লট নির্ধারন করা হয় এবং এর উপরি ট্রেড রিস্ক নির্ভর করে।

NILSKY
2016-12-15, 11:32 PM
আপনার গল্পের মন মানি ম্যানেজমেন্ট ফরেক্সে খুব গুরুত্তপূর্ণ বিষয়। সঠিক মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্সে লাভ করা যায় না। ফরেক্সে সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করলে লস এর পরিমাণ কম হয়, অন্য দিকে খুব ভাল লাভ হয়।

uzzal05
2016-12-16, 09:16 AM
মানি মেনেজমেন্ট কথা কি আর বলবো। আমি আমার একাউন্ট এ ৩০০ ডলার জিরো করে ফেলেছি এর মানি মেনেজমেন্ট না মানার কারনে। আপ্নারা সবাই সময় থাকতে সবাই সাবধান হউন যে সঠিকভাবে মানি মানি মেনেজমেন্ট ফরেক্স ট্রেড করুন।

RUBEL MIAH
2016-12-25, 11:13 AM
মানি ম্যানেজমেন্টের আমরা যদি ভালোভাবে করতে পারি তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা যদি লোভ বেশী করে করি তাহলেই আমরা লসে পড়ে যাই । অতএব আমরা সব সময় মানি ম্যানেজমেন্ট ভালোভাবে করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । অতএব আমরা দক্ষতা অর্জন ভালোভাবে করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

eshahid
2016-12-25, 11:30 AM
ভাই আপনার মানি ম্যানেজমেন্ট গল্প পড়ে খুব ভাল লাগল। মানি ম্যনেজমেন্ট করে যদি বোনাস পাওয়া যায় তাহলে এখন থেকে আর একটা ট্রেডও মানি ম্যনেজমেন্ট ছাড়া করবো না।

ONLINE IT
2016-12-25, 11:50 AM
ফরেক্স করতে হলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট রুল মেনে ট্রেড করতে হবে। আপনি যদি ঠিক মত মানি ম্যানেজমেন্ট মেনে না চলেন তাহলে আপনি অবশ্যই লস করবেন। আসল কথা হল আমাদের লোভের কারনেই আমরা সাধারনত মানি ম্যানেজমেন্ট মেনে চলতে পারি না। তাই সব সময় লোভকে কন্টোল করে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করতে পারলে আপনি সফল হবেন।

MADADEE
2016-12-28, 09:51 PM
হ্যা ফরেক্স অনেক লাভজনক একটি ব্যবসা। তবে লাভ করতে হলে প্রথমে আপনাকে আগে ভালভাবে ফরেক্স জানতে হবে। ফরেক্স নিয়ে জানার জন্য আপনাকে ফরেক্স নিয়ে অনেক পড়াশুনার পাশাপাশি আপনাকে প্রথমে ফরেক্স ট্রেডে অভিজ্ঞ হতে হবে। মনে রাখবেন ফরেক্স আপনাকে তখনি দিবে যখন আপনি খুব ভালভাবে ফরেক্স জানার পর ট্রেডে আসবেন।

maziz6989
2016-12-28, 09:57 PM
আসলে আমরা মানি ম্যানেজমেন্ট তেমন একটা মানতে চাই না তার আসল কারণ হল আমরা ট্রেড ম্যানেজমেন্ট ফলো করতে চাই না। আমরা আসলে শতকরা হিসেবে ট্রেড করি না। আমরা চাই আমাদের একাউন্ট ডাবল বা ট্রিপল করতে। তাই তো আমরা বার বার একাউন্ট জিরো করি। কিন্তু মানি ম্যানেজমেন্ট কোনভাবেই শিখা হয় না।

uzzal05
2017-06-20, 09:33 PM
বেশি লাভ করতে যেয়ে ফরেক্স এ ট্রেডাররা তাদের একাউন্ট পর্যন্ত হারিয়েছে। আপনার যত ইনভেস্ট থাকুক না কেন আপনি ও শুন্য হতে পারেন যদি মানিমেনেজমেন্ট না মানেন। মানি মেনেজমেন্ট করে ট্রেড না করলে ট্রেডাররা কখনওই বিজয় লাভ করতে পারবে না।

01797733223
2017-12-29, 07:56 PM
আপনি একেবারে সঠিক কথাই বলেছেন ভাই। এখানে আমাদের মধ্যে এরকম অনেক ট্রেডার আছেন যারা লাইনে থাকতে থাকতে হটাৎ* লাইন থেকে মনের অজান্তে সরে পড়েন ,এবং মানি ম্যানেজম্যান্ট ছাড়াই রেনডমলী যেখানে সেখানে ট্রেড নিয়ে ধরা খান। সুতরাং আমরা যদি একটু বিবেচনা করে এখানে নিজের লোভকে কন্ট্রোল করে, সঠিকভাবে মানি ম্যানেজম্যান্ট ফলো করে সঠিক এনালাইসিসের মাধ্যমে ট্রেড গুলো করি তাহলেই আশা করা যায় সফলকাম হওয়ার।

expkhaled
2017-12-31, 10:51 AM
ভাই কথাটা অত্যন্ত সুন্দর ভাবে বোঝাতে পেরেছেন। আমি বলি মানিম্যানেজমেন্ট হলো গিয়ে আপনার একাউন্টের সুরক্ষা কবজ। যা ব্যবহার করলে আপনার একাউন্ট থাকবে ১০০ভাগ সুরক্ষিত। সুতরাং মানিম্যানেজমেন্ট ব্যবহার করবেন তাহলে আপনি আপনার লাভটাকে ধরে রাখতে পারবেন। প্রতিটি কাজের এক একটা সিস্টেম থাকে ফরেক্স এর ও সেই রকম বিশেষ একটা সিস্টেম হলো মানিম্যানেজমেন্ট। সঠিক মানিম্যানেজমেন্ট করার জন্য অাপনাকে ডেমো প্র্যাকটিস করতে বার বার তাহলে সঠিক সিস্টেমটা বের হয়ে যাবে।

Mahidul84
2017-12-31, 07:06 PM
আমি মনে করি মানি ম্যনেজমেন্ট হলো ট্রেডারদের তাদের ট্রেডিং কৌশল পরিচালনা করার জন্য একটি সুরক্ষা কবজ। যার মাধ্যমে আপনার এ্যাকাউন্ট শতভাগ সুরক্ষিত থাকবে। আর এভাবে যদি প্রত্যেক ট্রেডার তাদের মানি ম্যনেজমেন্টকে সঠিকভাবে পরিচালনা করতে পারে তাহলে অবশ্যই তাদের লাভটাকে ধরে রাখতে পারবে। আর সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট পরিচালনার করার জন্য আপনি নিয়মিত ডেমো অনুশীলন করতে পারেন তাহলে আপনি অবশ্যই এক সময় সঠিক নিয়ন্ত্রণের মধ্যে চলে আসতে পারবেন।

iloveyou
2018-02-09, 11:42 AM
ভাই ফরেক্স মার্কেটে আসলে মানি ম্যানেজ ম্যান্টকে বলা হয়ে থাকে ফরেক্সের প্রাণ। তাই এখানে ফরেক্সের সকল শিক্ষাই যদি আপনি সম্পূর্ণভাবে শিখে ফেলেন তাতে কোন লাভ হবেনা,যদিনা আপনি ট্রেডিং এর সময় মানি ম্যানেজম্যান্ট ফলো করেন। তাই আমাদেরে প্রতিটি ট্রেডারের উচিত হবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এই মানি ম্যানেজ ম্যান্টকে, তাহলে এখানে আপনার ব্যালেন্সটা অন্তত পক্ষে বজায় থাকবে।

Amiforex
2018-02-10, 07:33 PM
গল্পটি চমৎকার ভাবে আপনি বুঝিয়েছেন আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে। কেউ যদি শুধু ট্রেডের জন্যই ট্রেড করে আর ট্রেড করতে করতে ভুলে যায় তার আসলে কতটুকু বোঝা নেওয়ার ক্ষমতা আছে তাহলে তাকে মার্জিন কল খেয়ে শুন্য হতে হবে এখানে। আমার মতে এমনভাবে ট্রেড করা উচিত যেন তার বিপদমাত্রা সবসময় লক্ষ্য থাকে তানাহলে সে যেকোন সময় বিপদে পড়ে যেতে পারে আর সবকয়টি ট্রেড অটোমেটিক ক্লোজ হতে পারে যেকোন সময়। সাবধানে ট্রেড করা উচিত আমাদের কারণ আমাদের বিনিয়োগকৃত টাকা অনেক কষ্টার্জিত টাকা ভুললে চলবে না।

Mamun13
2018-04-09, 08:49 AM
চমৎকার একটি উদাহরণ আমরা পড়লাম৷এই উদাহরণ থেকে আমরা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করা উচিৎ৷ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসে আমরা সবাই খুব দ্রুত ধনী হওয়ার লোভে পড়ে বেশি লাভের আশায় আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সের তুলনায় বড় বড় সাইজের লটে ট্রেড করতে শুরু করে দেই৷আবার মাঝে মাঝে একটু প্রফিট আসতে থাকলেই ওভার ট্রেড করতে থাকি৷তখন দেখা যায় লাভের পরিবর্তে একটু একটু করে লস হচ্ছে এবং পরবর্তীতে লস বৃদ্ধি পেতে পেতে পুরো ব্যালেন্সটাই যেন শূন্য হয়ে যায়৷এভাবে আমি এবং আমরা অনেকেই এই সঠিক মানি ম্যানেজমেন্ট না মানার ফলে একাউন্ট অসংখ্যবার শূন্য করেছি৷যেসকল ট্রেডারদের মানি ম্যানেজমেন্ট যত ভাল তাদের প্রফিটও তত ভালো আসে৷

riponinsta
2018-04-09, 10:36 AM
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে চাইলে আর নিয়মিত লাভ করতে চাইলে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে কারন যে যত ভাল করে মানি ম্যানেজমেন্ট করতে পারবে সে তত বেশি লাভবান হবে কারন মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলে অ্যাকাউন্ট টিকে থাকবে আর অ্যাকাউন্ট যদি টিকে থাকে তাহলে আপনি ফরেক্স মার্কেট এ লাভ করতে পারবেন অনেক সহজ এ

expkhaled
2018-04-09, 01:44 PM
ফরেক্স এ সফলতার গোপন রহস্য হচ্ছে মানিম্যানেজমেন্ট এটা অভিজ্ঞদের কথা। আসলে ফরেক্স ট্রেড করার জন্য কিছু নিয়ম কানুন আছে যেগুলোকে সব সময় মেনে চলতে হয়। কোন নিয়মের ঘাটতি থাকলেই ফরেক্স ট্রেড এ টেকা যায় না যেমন মানিম্যানেজ অত্যান্ত গুরুত্ব পূর্ন একটি বিষয় ফরেক্স ট্রেড এর জন্য।যেই ট্রেডার যত ভাল মানিম্যানেজমেন্ট করতে পারেন তিনি ততটাই সফল এই মার্কেট এ। তাই আমাদের ফরেক্স শেখার মধ্যে সবচেয়ে আগে গুরুত্ব দিতে হবে মানিম্যানেজমেন্টকে।

saraa
2020-03-16, 12:00 PM
হ্যাঁ আমার প্রিয় বন্ধু আপনি একেবারে ঠিক বলেছেন লোকসানের মূল্য সম্পর্কে কোনও সন্দেহ বিশেষজ্ঞ নেই কারণ এটি কেবল তাদের হারিয়ে যাওয়া এবং তাদের ভুলগুলি থেকে শিখতে পারে এবং কীভাবে করতে হয় তা খুব ভালভাবে জানবে তাদের ব্যবসায়ের সাথে তাদের আবেগ জড়িত না just লস্টটি পুনরুদ্ধার করুন কারণ ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে আমার খুব ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা আছে এবং তখন তারা জেনে রাখবে যে তারা সহজেই তাদের ক্ষতি পুনরুদ্ধার করতে পারে

Rion83
2020-05-02, 10:07 AM
হ্যঁ আপনার কথার সাথে আমি একমত প্রকাশ করছি । আমাদের মধ্যে এমন অনেক আছে যারা মাকেট একটু উঠা নামা করলে মানি মেনেজমেন্ট ভুলে গিয়ে অতিারক্ত ভলিউমে ট্রেড করে যার ফলে একাউন্ট ছিড়ে যায় মানে একাউন্ট জিরো হয়ে যায় । যা আমি আগে করতাম ।

Fardin02
2020-05-02, 10:13 AM
মানি ম্যানেজমেন্টের আমরা যদি ভালোভাবে করতে পারি তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা যদি লোভ বেশী করে করি তাহলেই আমরা লসে পড়ে যাই । অতএব আমরা সব সময় মানি ম্যানেজমেন্ট ভালোভাবে করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

Lubna1212
2020-05-23, 07:25 PM
আপনি পুরোপুরি সঠিক ভাইবোন। আমাদের মধ্যে প্রচুর দালাল রয়েছে যারা লাইন থাকাকালীন কোথাও লাইন থেকে বিভ্রান্ত হয় না এবং বোর্ডকে নগদ টাকা না দিয়ে নির্বিচারে ধরা দেয়। সুতরাং আমরা আমাদের চিন্তাভাবনাগুলি এখানে একটু চিন্তাভাবনা করে নিয়ন্ত্রণ করি, সঠিক নগদ বোর্ডটি অনুসরণ করি এবং উপযুক্ত তদন্তের মাধ্যমে বিনিময় করিবার অফারটি সেই মুহুর্তে কার্যকর হওয়ার জন্য আমাদের উপর নির্ভর করা যেতে পারে।

Md.shohag
2020-07-23, 01:20 PM
ফরেক্সে মানিম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় । কেননা মানিম্যানেজমেন্ট এর যথার্থতার উপরেই মূলত নির্ভর করে আমাদের লাভ লোকসানের পরিমাণ । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা নিশ্চই অনেক টাকা বিনিয়োগ করি এই মার্কেটে । আর সেই বিনিয়োগকৃত টাকার যথার্থ ব্যবস্থাপনা করাই হলো মানিম্যানেজমেন্ট । যে যত বাস্তবসম্মত মানিম্যানেজমেন্ট করতে পারবে সে তত ভালো একজন ট্রেডার হতে পারবে ।

FREEDOM
2020-07-23, 01:40 PM
একটি ভালো মানি ম্যানেজমেন্ট হ্যা ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে অবশ্যই একটি ভালো মানি ম্যানেজমেন্টের প্রয়োজন আছে। আমরা অনেকেই আছি যারা আন্দাজে ট্রেড করে থাকি আর লসে পড়ে গেলে শুধু ট্রেড আর ট্রেড করে থাকি একসময় দেখা যায় মার্জিন লেভেল শেষ ফলাফল একাউন্ট জিরো হবার উপক্রম এজন্য দক্ষ ট্রেডাররা মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করে বলেই টিকে থাকে।

IFXmehedi
2020-07-23, 02:20 PM
ধরুন আপনার বাবা আপনাকে ১০০০ টাকা দিল এবংএকটি থলে দিল । থলিটিতে ১০০ টাকার বেশী পণ্য কিনলে থলেটি ছিড়ে যাবে। আপনি বাজারে গেলেন একশত টাকার পণ্য কিনলেন এবং ফেরার পথে দেখলেন কম দামে অনেক ভাল ভাল সবজি । আপনার কাছে লোভনীয় মনে হচ্ছে। আপনি আরো ২০০ টাকার পন্য কিনে ফেললেন। কিন্তু ভুলে গেলেন যে বাবার দেয়া থলেটি ১০০ টাকার বেশী পন্য রাখলে ছিড়ে যাবে। ঘটলো তাই ফেরার পথে থলে ছিড়ে সব পণ্য রাস্তায় পড়ে গেল। বাড়ীতে কোন পণ্য নেয়া গেল না।শুধু ৩০০ টাকা ক্ষতি হলো। যদি বাবার কথা মেনে চলত তবে ১০০ টাকার পন্য পাওয়া যেত এবং কোন ক্ষতি হতো না। তদ্রুপ মানি ম্যানেজমেন্ট মানলে ক্ষতি হবে না। বোনাস হিসেবে পাবেন লাভ।

ভাই সত্যিকার অর্থে বাংলা কথায় বলতে যদি চাই তাহলে মানি ম্যানেজমেন্ট হলো ফরেক্স ট্রেডিং এর জন্য মাখন । তাই আপনি যদি ফরেক্স মার্কেটে অর্থ উপার্জনের স্বাদ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে । আপনি এমন একজন ট্রেডার দেখাতে পারবেন না যারা মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স মার্কেটে সফল হয়েছে ট্রেডিং করে । অর্থাৎ ফরেক্স মার্কেটে সফলতার মূল চাবিকাঠি হলো মানি ম্যানেজমেন্ট । তাই আমি আশা করব আমরা সকলেই ট্রেডিং করার সময় মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করব ।

muslima
2020-08-12, 03:43 AM
আমাদের মধ্যে এমন অনেক আছে যারা মাকেট একটু উঠা নামা করলে মানি মেনেজমেন্ট ভুলে গিয়ে অতিারক্ত ভলিউমে ট্রেড করে যার ফলে একাউন্ট ছিড়ে যায় মানে একাউন্ট জিরো হয়ে যায় যা আমি আগে করতাম । আপনার যত ইনভেস্ট থাকুক না কেন আপনি ও শুন্য হতে পারেন যদি মানিমেনেজমেন্ট না মানেন। মানি মেনেজমেন্ট করে ট্রেড না করলে ট্রেডাররা কখনওই বিজয় লাভ করতে পারবে না।

konok
2020-08-12, 12:43 PM
আমরা মানি ম্যানেজমেন্ট তেমন একটা মানতে চাই না তার আসল কারণ হল আমরা ট্রেড ম্যানেজমেন্ট ফলো করতে চাই না। আমরা আসলে শতকরা হিসেবে ট্রেড করি না। ফরেক্স ট্রেড করার জন্য কিছু নিয়ম কানুন আছে যেগুলোকে সব সময় মেনে চলতে হয়। কোন নিয়মের ঘাটতি থাকলেই ফরেক্স ট্রেড এ টেকা যায় না যেমন মানিম্যানেজ অত্যান্ত গুরুত্ব পূর্ন একটি বিষয় ফরেক্স ট্রেড এর জন্য।যেই ট্রেডার যত ভাল মানিম্যানেজমেন্ট করতে পারেন তিনি ততটাই সফল এই মার্কেট এ।

Mas26
2020-08-12, 12:51 PM
মানি মেনেজমেন্ট কথা কি আর বলবো। আমি আমার একাউন্ট এ ৩০০ ডলার জিরো করে ফেলেছি এর মানি মেনেজমেন্ট না মানার কারনে। আপ্নারা সবাই সময় থাকতে সবাই সাবধান হউন যে সঠিকভাবে মানি মানি মেনেজমেন্ট ফরেক্স ট্রেড করুন।

jimislam
2020-09-26, 03:43 PM
আপনি একেবারে সঠিক কথাই বলেছেন ভাই। এখানে আমাদের মধ্যে এরকম অনেক ট্রেডার আছেন যারা লাইনে থাকতে থাকতে হটাৎ* লাইন থেকে মনের অজান্তে সরে পড়েন ,এবং মানি ম্যানেজম্যান্ট ছাড়াই রেনডমলী যেখানে সেখানে ট্রেড নিয়ে ধরা খান। ফরেক্স ট্রেড এ টেকা যায় না যেমন মানিম্যানেজ অত্যান্ত গুরুত্ব পূর্ন একটি বিষয় ফরেক্স ট্রেড এর জন্য।যেই ট্রেডার যত ভাল মানিম্যানেজমেন্ট করতে পারেন তিনি ততটাই সফল এই মার্কেট এ।

Sid
2020-10-29, 11:27 AM
ফরেক্সে মানিম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ
একটা বিষয় । কেননা মানিম্যানেজমেন্ট এর
যথার্থতার উপরেই মূলত নির্ভর করে আমাদের লাভ
লোকসানের পরিমাণ । আমরা যারা ফরেক্সে
ট্রেডিং করি তারা নিশ্চই অনেক টাকা বিনিয়োগ
করি এই মার্কেটে । আর সেই বিনিয়োগকৃত টাকার
যথার্থ ব্যবস্থাপনা করাই হলো মানিম্যানেজমেন্ট ।
যে যত বাস্তবসম্মত মানিম্যানেজমেন্ট করতে
পারবে সে তত ভালো একজন ট্রেডার হতে পারবে ।

sss21
2020-11-20, 05:55 PM
হ্যঁ আপনার কথার সাথে আমি একমত প্রকাশ করছি । আমাদের মধ্যে এমন অনেক আছে যারা মাকেট একটু উঠা নামা করলে মানি মেনেজমেন্ট ভুলে গিয়ে অতিারক্ত ভলিউমে ট্রেড করে যার ফলে একাউন্ট ছিড়ে যায় মানে একাউন্ট জিরো হয়ে যায় । যা আমি আগে করতাম ।

FRK75
2020-12-13, 08:25 PM
মানি ম্যনেজমেন্ট হলো ট্রেডারদের তাদের ট্রেডিং কৌশল পরিচালনা করার জন্য একটি সুরক্ষা কবজ। যার মাধ্যমে আপনার এ্যাকাউন্ট শতভাগ সুরক্ষিত থাকবে। আর এভাবে যদি প্রত্যেক ট্রেডার তাদের মানি ম্যনেজমেন্টকে সঠিকভাবে পরিচালনা করতে পারে তাহলে অবশ্যই তাদের লাভটাকে ধরে রাখতে পারবে। আর সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট পরিচালনার করার জন্য আপনি নিয়মিত ডেমো অনুশীলন করতে পারেন তাহলে আপনি অবশ্যই এক সময় সঠিক নিয়ন্ত্রণের মধ্যে চলে আসতে পারবেন।আমরা অনেকেই এই সঠিক মানি ম্যানেজমেন্ট না মানার ফলে একাউন্ট অসংখ্যবার শূন্য করেছি৷যেসকল ট্রেডারদের মানি ম্যানেজমেন্ট যত ভাল তাদের প্রফিটও তত ভালো আসে৷

ABDUSSALAM2020
2020-12-13, 09:24 PM
একটি মানি ম্যানেজমেন্ট এর গল্প
ধরুন আপনার বাবা আপনাকে ১০০০ টাকা দিল এবংএকটি থলে দিল । থলিটিতে ১০০ টাকার বেশী পণ্য কিনলে থলেটি ছিড়ে যাবে। আপনি বাজারে গেলেন একশত টাকার পণ্য কিনলেন এবং ফেরার পথে দেখলেন কম দামে অনেক ভাল ভাল সবজি । আপনার কাছে লোভনীয় মনে হচ্ছে। আপনি আরো ২০০ টাকার পন্য কিনে ফেললেন। কিন্তু ভুলে গেলেন যে বাবার দেয়া থলেটি ১০০ টাকার বেশী পন্য রাখলে ছিড়ে যাবে। ঘটলো তাই ফেরার পথে থলে ছিড়ে সব পণ্য রাস্তায় পড়ে গেল। বাড়ীতে কোন পণ্য নেয়া গেল না।শুধু ৩০০ টাকা ক্ষতি হলো। যদি বাবার কথা মেনে চলত তবে ১০০ টাকার পন্য পাওয়া যেত এবং কোন ক্ষতি হতো না। তদ্রুপ মানি ম্যানেজমেন্ট মানলে ক্ষতি হবে না। বোনাস হিসেবে পাবেন লাভ।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Starship
2020-12-13, 11:45 PM
ফরেক্সে মানি ম্যানেজমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোন ট্রেডার যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে না পারে তাহলে খুব সহজে তিনি তার ব্যালেন্স 0 করে ফেলবেন। আমরা যেমন আমাদের বাস্তব জীবনে আয় বুঝে ব্যয় করে ঠিক তেমনি ফরেক্সের ক্ষেত্রেও ব্যালেন্স লট নির্ধারণ করে ট্রেড করতে হবে। আমাদের ব্যালেন্সের সর্বোচ্চ টেন পার্সেন্ট রিক্স নেয়া যায় এর বেশি রিস্ক নিলে ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবণা অনেকটা বেশি থাকে। আমার যদি যদি 100 ব্যালেন্স থাকে সে ক্ষেত্রে সর্বোচ্চ 0.02 লটে ট্রেড করা যায় আর বেশি নিলে রিস্ক হয়ে যায়। তাই রিক্স মুক্ত ট্রেড করতে হলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট জানতে হবে।

Sun
2020-12-30, 11:07 AM
ফরেক্সে মানিম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় । কেননা মানিম্যানেজমেন্ট এর যথার্থতার উপরেই মূলত নির্ভর করে আমাদের লাভ লোকসানের পরিমাণ । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা নিশ্চই অনেক টাকা বিনিয়োগ করি এই মার্কেটে । আর সেই বিনিয়োগকৃত টাকার যথার্থ ব্যবস্থাপনা করাই হলো মানিম্যানেজমেন্ট । যে যত বাস্তবসম্মত মানিম্যানেজমেন্ট করতে পারবে সে তত ভালো একজন ট্রেডার হতে পারবে ।

JOCKY
2020-12-30, 02:43 PM
আপনি একেবারে সঠিক কথাই বলেছেন ভাই। এখানে আমাদের মধ্যে এরকম অনেক ট্রেডার আছেন যারা লাইনে থাকতে থাকতে হটাৎ* লাইন থেকে মনের অজান্তে সরে পড়েন ,এবং মানি ম্যানেজম্যান্ট ছাড়াই রেনডমলী যেখানে সেখানে ট্রেড নিয়ে ধরা খান। সুতরাং আমরা যদি একটু বিবেচনা করে এখানে নিজের লোভকে কন্ট্রোল করে, সঠিকভাবে মানি ম্যানেজম্যান্ট ফলো করে সঠিক এনালাইসিসের মাধ্যমে ট্রেড গুলো করি তাহলেই আশা করা যায় সফলকাম হওয়ার।

FRK75
2021-06-03, 10:07 PM
মানি ম্যনেজমেন্ট হলো ট্রেডারদের তাদের ট্রেডিং কৌশল পরিচালনা করার জন্য একটি সুরক্ষা কবজ। যার মাধ্যমে আপনার এ্যাকাউন্ট শতভাগ সুরক্ষিত থাকবে। আর এভাবে যদি প্রত্যেক ট্রেডার তাদের মানি ম্যনেজমেন্টকে সঠিকভাবে পরিচালনা করতে পারে তাহলে অবশ্যই তাদের লাভটাকে ধরে রাখতে পারবে। আর সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট পরিচালনার করার জন্য আপনি নিয়মিত ডেমো অনুশীলন করতে পারেন তাহলে আপনি অবশ্যই এক সময় সঠিক নিয়ন্ত্রণের মধ্যে চলে আসতে পারবেন।কোন নিয়মের ঘাটতি থাকলেই ফরেক্স ট্রেড এ টেকা যায় না যেমন মানিম্যানেজ অত্যান্ত গুরুত্ব পূর্ন একটি বিষয় ফরেক্স ট্রেড এর জন্য।যেই ট্রেডার যত ভাল মানিম্যানেজমেন্ট করতে পারেন তিনি ততটাই সফল এই মার্কেট এ। তাই আমাদের ফরেক্স শেখার মধ্যে সবচেয়ে আগে গুরুত্ব দিতে হবে মানিম্যানেজমেন্ট ে।

EmonFX
2021-06-04, 04:23 PM
সঠিক মানি ম্যানেজমেন্ট পারে আপনার মূলধন রক্ষা করতে এবং নিয়মিত প্রফিট দিতে। প্রতি মাসে আপনার মূলধনের উপার সর্বোচ্চ ১০%-১৫% প্রফিট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন। তাতে বছর শেষে আপনার প্রফিট দাঁড়ায় মূলধনের ১২০%-১৮০%। আমি মনে করি এটা একজন ট্রেডারের জন্য পর্যাপ্ত প্রফিট। অন্য কোন ব্যবসায় এতটা প্রফিট করা সম্ভব নয়। আমরা অনেকেই অতিরিক্ত রিস্ক নিয়ে মূলধনের ওপর প্রতিদিনই 5 থেকে 10% রিস্ক নিয়ে ট্রেড করি। কিন্তু যেটা একেবারেই কাম্য নয়। যে লক্ষ্যমাত্রা এক মাসের জন্য নির্ধারণ করা উচিত সেটা আমরা একদিনের জন্য নির্ধারণ করে ফেলি। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন থেকে এমনটা হয়ে থাকে। আর এর ফলাফল দাঁড়ায়, খুব তাড়াতাড়ি ব্যালেন্স জিরো হয়। তাই আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট তথা মূলধন রক্ষা করে ট্রেডিং পরিকল্পনা সাজানো উচিত।

অনেকগুলো কারণে ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক মানি ম্যানেজমেন্ট আপনার মূলধন রক্ষা করে নিয়মিত প্রফিট অর্জনে সহায়তা করতে পারে।

১। মানি ম্যানেজমেন্ট আপনার ট্রেডিং মূলধন কে একটি সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত করবে।
২। গাণিতিক সূত্রে আপনার মূলধন এর সময়ভিত্তিক রিটার্ন তৈরির ফর্মুলা দিবে।
৩। আপনার ট্রেডের রিস্ক ফ্রী লাভ এবং লস রেশিও তৈরি করে দিবে।
৪। প্রোপার এবং ইম্প্রোপার ট্রেডিং তৈরিতে সাহায্য করবে।
৫। আপনার মূলধনের সেইফ রিটার্ন ফর্মুলা তৈরি করে দিবে।
৬। একাউন্ট ফায়ারিং থেকে আপনাকে সেভ করবে।
৭। লং এবং শর্ট টাইম ভিত্তিক ভিন্ন ভিন্ন ধারনায় ট্রেড করতে সাহায্য করবে।
৮। আপনি কখন থেকে এই ফর্মুলায় ট্রেড করবেন তা নিশিত করবে।
৯। আপনার ফরেক্স আল্টিমেট গোল কি হতে পারে তার সঠিক ব্যবস্থাপনা দিবে।
১০। মার্কেটে লং লাইভ হওয়ার মত স্টেবিলিটিতে সাহায্য করবে।
আপনার ট্রেডিং চালিয়ে যেতে যে যে বিষয় গুলো প্রয়োজন তা আগে ভালোভাবে ক্যাপচার করে নিন তারপর ট্রেড শুরু করুন আপনি লস করবেন না।

FRK75
2021-08-07, 10:01 AM
কথাটা অত্যন্ত সুন্দর ভাবে বোঝাতে পেরেছেন। আমি বলি মানিম্যানেজমেন্ট হলো গিয়ে আপনার একাউন্টের সুরক্ষা কবজ। যা ব্যবহার করলে আপনার একাউন্ট থাকবে ১০০ভাগ সুরক্ষিত। সুতরাং মানিম্যানেজমেন্ট ব্যবহার করবেন তাহলে আপনি আপনার লাভটাকে ধরে রাখতে পারবেন। প্রতিটি কাজের এক একটা সিস্টেম থাকে ফরেক্স এর ও সেই রকম বিশেষ একটা সিস্টেম হলো মানিম্যানেজমেন্ট সঠিক মানিম্যানেজমেন্ট করার জন্য অাপনাকে ডেমো প্র্যাকটিস করতে বার বার তাহলে সঠিক সিস্টেমটা বের হয়ে যাবে।

FREEDOM
2021-08-25, 09:42 AM
ধরুন আপনার বাবা আপনাকে ১০০০ টাকা দিল এবংএকটি থলে দিল । থলিটিতে ১০০ টাকার বেশী পণ্য কিনলে থলেটি ছিড়ে যাবে। আপনি বাজারে গেলেন একশত টাকার পণ্য কিনলেন এবং ফেরার পথে দেখলেন কম দামে অনেক ভাল ভাল সবজি । আপনার কাছে লোভনীয় মনে হচ্ছে। আপনি আরো ২০০ টাকার পন্য কিনে ফেললেন। কিন্তু ভুলে গেলেন যে বাবার দেয়া থলেটি ১০০ টাকার বেশী পন্য রাখলে ছিড়ে যাবে। ঘটলো তাই ফেরার পথে থলে ছিড়ে সব পণ্য রাস্তায় পড়ে গেল। বাড়ীতে কোন পণ্য নেয়া গেল না।শুধু ৩০০ টাকা ক্ষতি হলো। যদি বাবার কথা মেনে চলত তবে ১০০ টাকার পন্য পাওয়া যেত এবং কোন ক্ষতি হতো না। তদ্রুপ মানি ম্যানেজমেন্ট মানলে ক্ষতি হবে না। বোনাস হিসেবে পাবেন লাভ।

Smd
2021-11-17, 08:18 PM
যার মাধ্যমে আপনার এ্যাকাউন্ট শতভাগ সুরক্ষিত থাকবে। আর এভাবে যদি প্রত্যেক ট্রেডার তাদের মানি ম্যনেজমেন্টকে সঠিকভাবে পরিচালনা করতে পারে তাহলে অবশ্যই তাদের লাভটাকে ধরে রাখতে পারবে। আর সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট পরিচালনার করার জন্য আপনি নিয়মিত ডেমো অনুশীলন করতে পারেন তাহলে আপনি অবশ্যই এক সময় সঠিক নিয়ন্ত্রণের মধ্যে চলে আসতে পারবেন। এখানে আমাদের মধ্যে এরকম অনেক ট্রেডার আছেন যারা লাইনে থাকতে থাকতে হটাৎ* লাইন থেকে মনের অজান্তে সরে পড়েন ,এবং মানি ম্যানেজম্যান্ট ছাড়াই রেনডমলী যেখানে সেখানে ট্রেড নিয়ে ধরা খান। সুতরাং আমরা যদি একটু বিবেচনা করে এখানে নিজের লোভকে কন্ট্রোল করে, সঠিকভাবে মানি ম্যানেজম্যান্ট ফলো করে সঠিক এনালাইসিসের মাধ্যমে ট্রেড গুলো করি।

FRK75
2022-06-19, 04:35 PM
প্রিয় বন্ধু আপনি একেবারে ঠিক বলেছেন লোকসানের মূল্য সম্পর্কে কোনও সন্দেহ বিশেষজ্ঞ নেই কারণ এটি কেবল তাদের হারিয়ে যাওয়া এবং তাদের ভুলগুলি থেকে শিখতে পারে এবং কীভাবে করতে হয় তা খুব ভালভাবে জানবে তাদের ব্যবসায়ের সাথে তাদের আবেগ জড়িত না just লস্টটি পুনরুদ্ধার করুন কারণ ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে আমার খুব ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা আছে এবং তখন তারা জেনে রাখবে যে তারা সহজেই তাদের ক্ষতি পুনরুদ্ধার করতে পারেআমি আমার একাউন্ট এ ৩০০ ডলার জিরো করে ফেলেছি এর মানি মেনেজমেন্ট না মানার কারনে। আপ্নারা সবাই সময় থাকতে সবাই সাবধান হউন যে সঠিকভাবে মানি মানি মেনেজমেন্ট ফরেক্স ট্রেড করুন।

Mas26
2022-10-05, 01:14 PM
আপনার কথার সাথে আমি একমত প্রকাশ করছি আমাদের মধ্যে এমন অনেক আছে যারা মাকেট একটু উঠা নামা করলে মানি মেনেজমেন্ট ভুলে গিয়ে অতিারক্ত ভলিউমে ট্রেড করে যার ফলে একাউন্ট ছিড়ে যায় মানে একাউন্ট জিরো হয়ে যায় যা আমি আগে করতাম।ফরেক্সে মানিম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা মানিম্যানেজমেন্ট এর যথার্থতার উপরেই মূলত নির্ভর করে আমাদের লাভ লোকসানের পরিমাণ। আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা নিশ্চই অনেক টাকা বিনিয়োগ করি এই মার্কেটে। আর সেই বিনিয়োগকৃত টাকার যথার্থ ব্যবস্থাপনা করাই হলো মানিম্যানেজমেন্ট যে যত বাস্তবসম্মত মানিম্যানেজমেন্ট করতে পারবে সে তত ভালো একজন ট্রেডার হতে পারবে।সঠিক মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্সে লাভ করা যায় না। ফরেক্সে সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করলে লস এর পরিমাণ কম হয়, অন্য দিকে খুব ভাল লাভ হয়।

FRK75
2023-12-02, 12:19 PM
বেশি লাভ করতে যেয়ে ফরেক্স এ ট্রেডাররা তাদের একাউন্ট পর্যন্ত হারিয়েছে। আপনার যত ইনভেস্ট থাকুক না কেন আপনি ও শুন্য হতে পারেন যদি মানিমেনেজমেন্ট না মানেন। মানি মেনেজমেন্ট করে ট্রেড না করলে ট্রেডাররা কখনওই বিজয় লাভ করতে পারবে না।ফরেক্স এ সফলতার গোপন রহস্য হচ্ছে মানিম্যানেজমেন্ট এটা অভিজ্ঞদের কথা। আসলে ফরেক্স ট্রেড করার জন্য কিছু নিয়ম কানুন আছে যেগুলোকে সব সময় মেনে চলতে হয়। কোন নিয়মের ঘাটতি থাকলেই ফরেক্স ট্রেড এ টেকা যায় না যেমন মানিম্যানেজ অত্যান্ত গুরুত্ব পূর্ন একটি বিষয় ফরেক্স ট্রেড এর জন্য।যেই ট্রেডার যত ভাল মানিম্যানেজমেন্ট করতে পারেন তিনি ততটাই সফল এই মার্কেট এ। তাই আমাদের ফরেক্স শেখার মধ্যে সবচেয়ে আগে গুরুত্ব দিতে হবে মানিম্যানেজমেন্ট ে।