PDA

View Full Version : টাইমফ্রেমের যাদু



nbfx
2016-11-07, 12:32 PM
আমার ট্রেডের অভিজ্ঞতা ৫ বৎসর। অনেক ট্রেড জিরো হয়েছে। আবার ৩বৎসর যাবৎ ধারাবাহিক ভাবে লাভও পাচ্ছি। আমার অভিজ্ঞতা থেকে অর্জিত শিক্ষা আপনাদের সাথে শেয়ার করছি।আগে লস করেছি ছোট টাইমফ্রেম ব্যবহার করে। আর এখন লাভ করছি বড় টাইমফ্রেম ব্যবহার করে। যে ইন্ডিকেটর ব্যবহার করুন না কেন টাইমফ্রেম ১ ঘন্টার নিচে নামবেন না।

shimul77ss
2016-11-13, 09:07 PM
ফরেক্স মার্কেটে একেক জন একেক টাইম্ফ্রেমে ট্রেড করে।আমি মনে করি ট্রেড করার জন্য ৩০ মিনিটের টাইমফ্রেম বেশি ভাল।কারন আমি মা্র্কেট সম্পর্কে অজ্ঞ তাই মানি ম্যনেজমেন্ট ঠিক ভাবে পরিচলনা করতে পারি না।তাই শর্ট টাইমের ট্রেড করা পছন্দ করি।

RUBEL MIAH
2016-12-09, 10:24 AM
আমরা যারা দক্ষতা অর্জন করতেছি তাদের অবশ্যই টাইমফ্রেমের দক্ষতা অর্জন করতে হবে । যে ট্রেডার টাইমফ্রেমের দক্ষতা অর্জন করতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় ফরেক্স মার্কেটের টাইমফ্রেম বুঝে ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আমি চাই ফরেক্স মার্কেটে ট্রেড করে জীবনকে পরিবর্তন করতে ।

maziz6989
2016-12-10, 03:00 PM
ভাই, আপনি আমার মনের কথাটা বললেন। কেননা আমি মনে করি আমরা যখন ছোট টাইম ফ্রেম এ মার্কেট দেখি তখন আমাদের ভুল করার সম্ভাবনা বেশি থাকে। আর বড় টাইম ফ্রেম এ মার্কেট এর সঠিক গতিবিদি বা ট্রেন্ড বোঝা সহজ হয়। আমাদের সব সময় মনে রাখতে হবে ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড।

shohanjacksion
2017-01-31, 12:03 PM
খুব ভাল পরামর্শ দিয়েছেন আমার বন্ধু। আমি উনার পরামর্শে সাথে একমত পোষন করছি। কম সময়ের টাইমফ্রেম এবং স্ক্যাল্পিং ফরেক্স এর জন্য সম্পূর্নভাবেই ঝুকিপূর্ণ। অর্থাৎ আপনি ক্ষতিগ্রস্থ হবেন এটা নিশ্চিত করে বলা যায়।যদি মানি ম্যানেজমেন্ট ভালভাবে ব্যবহার করে দীর্ঘ সময়ব্যাপী ট্রেড করা যায় তবে লাভের সম্ভবনাই বেশি।

siddiquecec
2017-02-01, 10:30 AM
ধন্যবাদ আপনাকে। আমি 7 বংসর ধরে ফরেক্স ট্রেড করছি আপনার মতো আমারো এরকম ট্রাজেডি ঘটেছে সাংসারিকেভাবেও ক্ষতিগ্রস্থ হয়েছি। তো আমি বলব ছোট টাইম ফ্রেম শুধু Auto trading বা EA দিয়ে যারা ট্রেড করে তাদের জন্য। আমি মনে করি EA এর মাধ্যমে ট্রেড করে সাফাল্য পাওয়া যাবে না যদি আপনি একজন ভার ট্রেডার হতে চান তো নিজে যা পারে তাই করেন একদিন কাজে দিবে। ধরে থাকবেন ফরেক্স অবশ্যই।

siddiquecec
2017-02-01, 05:42 PM
30 মিনিট ভাল anlysis করতে 30-1 week পর্যন্ত টাইম ফ্রেম এর দিকে তাকাতে হবে অবশ্যই

Mamun13
2017-11-11, 08:35 PM
টাইমফ্রেম বা আমাদের ট্রেডিং চার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়৷ছোট টাইমফ্রেম নতুন অনভিজ্ঞ ট্রেডারদের জন্য কখোনোই উপযুক্ত নয় বরং লসের জন্য তৈরি করা গোপন ফাঁদ৷বড় বড় টাইমফ্রেমে ট্রেড করাই সঠিক,নিরাপদ ও প্রফিটেবল৷নতুন অবস্হায় অভিজ্ঞতার জন্য w1 ও d1 টাইমফ্রেমে ট্রেড করার অভ্যাস তৈরি করা সর্বোত্তম৷

riponinsta
2017-11-13, 04:21 PM
আপনি অনেক ভাল কথা বলছেন যত ছোট টাইম এ ট্রেড করলে লস করতে হয় বেশি তাই বড় টাইম এ ট্রেড করতে হয় মানুষ বুঝে কিন্তু অনেক দেরিতে বুঝে আমি আপনার মত প্রথম এ বুঝতাম না এখন বুঝি সেই কারন এ আমি এখন ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করতে পারছি তাই যারা নতুন তাদের বলব বড় টাইমফ্রেম এ ট্রেড করে কম সময় এ সফল হতে

shamim0976
2017-11-19, 02:10 PM
ছোট টাইম ফ্রেম বিশেষ করে ১ মি, ৫মি, ১৫ মি ব্যবহার করা যায় স্ক্যাল্পিং এর জন্য। লাভ লস যাই হোক ১০/১৫ মিনিটেই শেষ। ডে ট্রেডার বা আরও লম্বা সময়ের জন্য পজিশন নিতে হলে অবশ্যই লম্বা টাইম ফ্রেম নিতে হবে।