PDA

View Full Version : ফরেক্স এর কিছু মানে। যা জানা প্রয়োজন।



FOREX.NB
2016-11-07, 11:19 PM
Broker- কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে বা যারা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যস্থকারবারি হিসেবে কাজ করে এবং সার্ভিস চার্জ নেয়।
Chartist- কোন ব্যাক্তি, যে চার্ট ও গ্রাফ ব্যাবহার করে, ট্রেনড খুজে পেতে পূর্বের ডাটা ব্যাখ্যা করে, এবং ভবিষ্যৎ সম্ভাব্য মুভমেন্ট সম্পর্কে ভবিষ্যতবাণী করতে পারে। এদেরকে টেকনিক্যাল ট্রেডার ও বলা হয়।
Choice Market- যে মার্কেটে স্প্রেড নেই। এক প্রাইজেই সকল বায় এবং সেল সংঘটিত হয়।
Commission Fee- ট্রান্সজেক্সন খরচ, যা ব্রোকার কেটে নেয়।
Currency Rate- কোন কারেন্সি একচেঞ্জ করার সময় মূল্য পরিবর্তনের সম্ভাব্যতা।
US Prime Rate- যে রেটে অ্যামেরিকান ব্যাংকগুলো তাদের প্রাইম কর্পোরেট কাস্টমারদের লোন দেয়।

RUBEL MIAH
2016-11-30, 02:22 PM
ফরেক্স মানে অবশ্যই আমাদের ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করতে হবে । বেশী বেশী অামরা যদি এ্যানালাইসিস করতে পারি তাহলে অামরা লাভবান হতে পারব । আর আপনারাও বেশী বেশী দক্ষতা অর্জন করতে হবে । অামরা কখনোই লোভ করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর আপনারাও লোভ করবেন না তাহলেই সফলকাম হতে পারবেন ।

maziz6989
2016-12-10, 10:01 PM
Broker- কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে বা যারা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যস্থকারবারি হিসেবে কাজ করে এবং সার্ভিস চার্জ নেয়।
Chartist- কোন ব্যাক্তি, যে চার্ট ও গ্রাফ ব্যাবহার করে, ট্রেনড খুজে পেতে পূর্বের ডাটা ব্যাখ্যা করে, এবং ভবিষ্যৎ সম্ভাব্য মুভমেন্ট সম্পর্কে ভবিষ্যতবাণী করতে পারে। এদেরকে টেকনিক্যাল ট্রেডার ও বলা হয়।
Choice Market- যে মার্কেটে স্প্রেড নেই। এক প্রাইজেই সকল বায় এবং সেল সংঘটিত হয়।
Commission Fee- ট্রান্সজেক্সন খরচ, যা ব্রোকার কেটে নেয়।
Currency Rate- কোন কারেন্সি একচেঞ্জ করার সময় মূল্য পরিবর্তনের সম্ভাব্যতা।
US Prime Rate- যে রেটে অ্যামেরিকান ব্যাংকগুলো তাদের প্রাইম কর্পোরেট কাস্টমারদের লোন দেয়।

এই যে জিনিষ গুলো আপনি বর্ণনা করলেন তা আমাদের বিশেষ কাজে লাগবে তা যদি বলতেন তবে উপকার হত।
আমার জানামত এগুলো না জানলেও একজন ট্রেডার এর চলবে।

msisohel
2016-12-12, 04:52 PM
ব্রকার কে ভাল বা কার স্প্রেড কেমন সে আলচনা গুলো হলে ভাল হয়।

Mamun13
2017-11-06, 11:16 PM
ফরেক্স ট্রেডিংএ কিছু জরুরী বিষয় রয়েছে যা জানা খুবই প্রয়োজন৷যেমন -#R.R.R=রিস্ক এন্ড রিওয়ার্ড রেশিও,#Leverage=ব্রোকার প্রদত্ব ট্রেডারদের প্রতি লোন সুবিধা,#Currency Co-Relation=একটা কারেন্সী পেয়ারের সাথে অন্য একটা কারেন্সীর উঠানামার যে সম্পর্ক, #Bullish sentiment=মার্কেটে ট্রেডারগণ যখন Buy মুডে থাকবে,#Bearish sentiment=মার্কেটে ট্রেডারগণ যখন Sell মুডে থাকবে,#Ranging Market=মার্কেটে ট্রেডারগণ যখন প্রফিটেবল ট্রেডের জন্য Waiting মুডে থাকবে বা লেনদেন কম থাকবে,#Trending Market=কোনো বিশেষ কারনে সকল ট্রেডারগণ যখন একযোগে ট্রেড করতে শুরু করবে...ইত্যাদি অসংখ্য অজানা বিষয় রয়েছে যেগুলোর মানে আমরা অনেকেই এখোনোও কিছুই জানি না৷এগুলো অবশ্যই সকল শিক্ষার্থী ট্রেডারদের জানা একান্ত প্রয়োজন৷