PDA

View Full Version : ফরেক্স কপি



Shimul77
2016-11-08, 01:28 AM
ফরেক্স কপি একটি মজার সিসটেম। আপনি যদি ভাল ট্রেডার না হন। তাহলে আপনি অন্য কোন ভাল ট্রেডারকে ফলো করতে পারেন। সেক্ষেত্রে সেই ট্রেডার যে ট্রেড করবে আপনার একাউন্টেও একই ট্রেড হবে সয়ংক্রিয়ভাবে। বসে বসে প্রফিট। কাউকে ফলো করার জন্য আপনার একাউন্টে কোন প্রকার বোনাস ছাড়া কমপক্ষে ১০ রিয়াল ডলার থাকতে হবে ।আপনার একাউনেট কম ডলার থাকলেও আপনি বেশি ডলার একাউন্ট কে ফলো করতে পারবেন। ট্রেডারকে কপি করার সময় লট রেশিও টা কমিয়ে দিবেন। যেমন ট্রেডার যদি ১ লট্ ট্রেড ওপেন করে তাহলে আপনার ওপেন হবে ০.০১ । . যাদের ডলার ট্রেডার এর চেয়ে বেশি তারা উল্টোটা করবেন। যেমন ট্রেডার যদি ১ লট ওপেন করে তাহলে আপনার ওপেন হবে ২ লট। আপনার ব্যালেন্স এবং ট্রেডারের ব্যালেন্স এর রেশিও মিলিয়ে যেটা নিরাপদ হয় তেমনটাই লট সেট করবেন। প্রয়োজনে ট্রেডারের সাথে আলোচনা করে নিবেন।

RUBEL MIAH
2016-11-09, 09:35 PM
ফরেক্স কপি আমরা কখনোই করব না । আমরা যদি ফোরামে গিয়ে কপি করি তাহলে অবশ্যই আমাদের এ্যাকাউন্ট ব্লোক করে দিতে পারে । সুতরাং আমরা কখনোই ফোরামের লেখা কপি করব না । সুতরাং আপনারাও যে সময় ফোরাম করবেন অবশ্যই ফরেক্স কপি করবেন না তাহলেই আপনারাও সফলকাম হতে পারবেন । অতএব যারা কপি করে তারা কখনোই ফোরাম করে সুবিধা করতে পারে না ।

sss426
2016-11-10, 09:26 PM
ফরেক্স কপি একটি ভালো সিসটেম যারা নিজেরা ট্রেড করার সময় পায় না বা করতে পারেনা বাট তার আগে নিজেকে ভালো ট্রেডার নির্বাচন করার যোগ্য করতে হবে তা না হলে প্রফিট করতে পারবেন না।ফরেক্স শিখতে গেলে কপি ট্রেড না করাই ভালো

uzzal05
2017-06-14, 02:33 PM
ফরেক্স কপি সিস্টেম টা আমি অনেক আগে শুনেছিলাম। কিন্তু এটা কিভাবে কাজ করে তা জানতাম না। আসলে এটি একটি ভালো সিস্টেম। যার মাধ্যমে আমরা যারা লুজার ট্রেডার আছি তাদের কপি করে আমরা কিছু লাভ করতে পারি। আমরা আমাদের ব্যালেন্স অনুপাতে লট সাইজ ব্যবহার করতে পারি।

Mamun13
2017-06-14, 03:57 PM
কপি ট্রেড সকলের জন্য নয়৷কিছু ব্যাক্তি এই ভাবে অন্য ট্রেডারের ট্রেড দেখে কপি করে বা নকল করে প্রফিট করতে পারেন৷তখন কিন্তু সে প্রকৃতপক্ষে ট্রেড করছেন না বরং নকল করে প্রফিট করছেন৷এভাবে আপনি নিজে কিন্তু স্বয়ং ট্রেডার হতে পারবেন না৷এভাবে নকল করে ট্রেড করে কখোনোও আত্নতৃপ্তি পাবেন না৷আবার সবসময়ই যে কপি করে নিয়মিত প্রফিটই পাবেন তার কোনো গ্যারান্টি আপনাকে কেউই দিতে পারবে না৷কপি ট্রেডার মানেই হচ্ছে পরগাছা ট্রেডার৷

Competitor
2017-06-14, 06:27 PM
ফরেক্স কপি সম্পর্কে আমার আগে কোন ধরনের ধারণা ছিলনা । কিন্ত ইদানিং আমি ফোরামের মাধ্যমে অনেক নতুন কিছু শিখতে পারছি । ফরেক্সে আমরা যারা ট্রেড করি তারা অনেক বেশি পরিমাণে ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরণ না করলে টেকনিকেলি সিস্টেমগুলো সম্পর্কে আমরা হয়ত অজ্ঞতা থেকে যাব । যেমন ফরেক্স কপি সম্পর্কে আমি আজকে শিখলাম । এভাবে নতুন কিছু শিখার মাধ্যমে নিজেরে ট্রেডিং সিস্টেমকে অনেক বেশি পরিমাণে সমৃদ্ধ করতে পারলেই লাভ ।

alamsat
2019-02-12, 01:10 PM
ফরেক্স কপি ট্রেড করার জন্য তেমন কষ্ট করা লাগে না শুধুমাত্র কিছু ডলার ডিপোজিট করেই আপনি দিব্বি বসে বসে আয় করতে পারবেন কিন্তু যদি সে লস করে তবে আপনারও কিন্তু লস হবে তাই ফরেক্স কপি করার সময় খেয়াল রাখতে হবে যেন ভাল মানের একটি ট্রেডার এর ট্রেড আপনি কপি করেন। তা নাহলে সে নিয়মিত লস করল আর আপনিও তার ট্রেড অনুসরন করার জন্য আপনারও লস হল। তাই যেহেতু এটি সয়ংক্রিয়ভাবে হয়ে থাকে ফলে সিদ্ধান্ত নেওয়ার সময় ভেবেচিন্তে নিতে হবে।

BDFOREX TRADER
2019-02-12, 01:23 PM
ইন্সটাফরেক্সের এর ফরেক্সকপি পদ্ধতি ট্রেডারদের জন্য সম্পূর্ণ নতুন এক ধরনের যুগউপযোগী পদ্ধতি যার মাধ্যমে যে কোন ফরেক্স ট্রেডার সহজেই অভিজ্ঞ ফরেক্স ট্রেডারদের অনুসরণ ও তাদের লেনদেনসমূহ কপি করে সেই ট্রেড তার নিজের অ্যাকাউন্টে খুলতে পারে। অবশ্য এর বিনিময়ে অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা ইন্সটাফরেক্স কোম্পনীর তত্তাবধানে নির্ধারিত অনুপাতে কমিশন পায়। ট্রেড কপি করার সময় একজন ফরেক্সকপি অনুসরনকারী ফরেক্সকপি ট্রেডারের লেনদেন থেকে লেনদেনের পরিমাণ, লটের অনুপাত এবং কোথায় লেনদেন করবে তা নির্ধারণ করে দিতে পারে। এছাড়া ট্রেডার কমিশন প্রদানের জন্য বিভিন্ন অপশন পছন্দ করতে পারে, যেমনঃ লেনদেন প্রতি কমিশন, প্রতি ০.০১ লট অনুপাতে কমিশন এবং তার অনুসারীদের মাধ্যমে পরিশোধযোগ্য একটি লভ্যাংশ শেয়ার। একজন ফরেক্স ট্রেডার কোন অভিজ্ঞ ট্রেডারদের খোঁজার জন্য সরাসরি ফরেক্সকপি পর্যবেক্ষণ পেজে প্রবেশ করে সেই ট্রেডারের সফলতাকে যাচাই করতে পারে। এই পর্যবেক্ষণ পেইজে কোন নিবন্ধিত অভিজ্ঞ ট্রেডারদের সামগ্রিক ট্রেড এর পরিসংখ্যান, বর্তমান সময়ের ট্রেড ব্যালেন্স, মুনাফার পরিমান এবং বৃদ্ধির সচিত্র প্রতিবেদন দেখার মাধ্যমে কোন ট্রেডার একজন ফরেক্সকপি ট্রেডাররকে সহজেই বেছে নিতে পারে।
যেকোনো ইন্সটাফরেক্স গ্রাহক বিনামুল্যে ফরেক্সকপি পদ্ধতিতে অনুসরণ বা টেডার হিসাবে নিবন্ধন করতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন: http://bit.ly/2rvCxMN

TanjirKhandokar1994
2019-02-14, 12:15 PM
ফরেক্সে কপি সম্পর্কে আমার তেমন কোন ধারণাই ছিলনা । তবে আমি ইদানিং ফোরামের মাধ্যমে অনেক নতুন বিষয় জানতে পারছি এবং সেই সাথে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারছি। যেমন ফরেক্স কপি সম্পর্কে আমি আজকে শিখলাম । এভাবে নতুন কিছু শিখার মাধ্যমে নিজেরে ট্রেডিং সিস্টেমকে অনেক বেশি পরিমাণে সমৃদ্ধ করতে পারলেই লাভ ।আর বিশেষ করে নতুন দের প্রথমে ডেমো এবং ফোরাম পোস্টিং করা উচিত।

kohit
2019-02-14, 07:29 PM
অনেকে জানেনা ফরেক্স কপি বিষয়টা কি। ফরেক্স কপি হল এমন একটি পদ্ধতি যেখানে অনভিজ্ঞ ট্রেডাররা অভিজ্ঞ ট্রেডারদের ট্রেড কপি করতে পারে। ফরেক্স কপি সিস্টেমে দুই পক্ষ রয়েছে একজন Forexcopy Follower (ফরেক্সকপি অনুসারী) এবং Forexcopy Trader (ফরেক্সকপি ট্রেডার)। তবে অভিজ্ঞ ট্রেডাররা ট্রেড কপি করার জন্য কিছু কমিশন ধার্য করে থাকে। যদি আপনি অন্য কারো ট্রেড করি করতে চান তাহলে সেক্ষত্রে আপনাকে Forexcopy Follower (ফরেক্সকপি অনুসারী) হিসার রেজিস্ট্রেশন করতে হবে। আর আপনি যদি অন্য আপনার ট্রেড কপি করার অনুমতি দিতে দান সেক্ষেত্রে Forexcopy Trader (ফরেক্সকপি ট্রেডার) হিসাবে রেজিস্ট্রেশন করুন। আপনি যদি ইন্সটাফরেক্সের গ্রাহক হন তাহলে ট্রেড কপি করার জন্য প্রথমে আপনাকে ফরেক্স কপি ক্লাইন্ট কেবিনেটে লগইন করতে হবে। তারপর Monitoring অপশন থেকে আপনার কাঙ্ক্ষিত Forexcopy Trader এর প্রফোইল ওপেন করতে হবে। এর পর আপনি কোন পেয়ারের ট্রেড কপি করতে চান তা Subscription parameters
থেকে Choose instruments to copy: এখানে নির্দিষ্ট করে দিতে হবে। তারপর Copying ratio: থেকে আপনি যার ট্রেড Copy করেবন সে যদি উক্ত পেয়ারে 1 লটে ট্রেড ওপেন করে তাহলে সেক্ষেত্রে আপনি কত লটে উক্ত ট্রেডটি Copy করবে তার নির্দিষ্ট করে দিতে হবে এই অপশনটিতে। যেমন ধরুন CopyTrader EUR/USD পেয়ারে ১ লটে ট্রেড ওপেন করল এখন উক্ত ট্রেডটি আপনি চাইলে ০.১ লটে ওপেন করতে পারবেন। সবশেষে Subscribe বাটনে ক্লিক করতে হবে। বাস হয়ে গেল ট্রেড কপি করা। যখন Forexcopy Trader এই পেয়ারে ট্রেড ওপেন করবে সেই সাথে আপনার জন্যও একটি ট্রেড ওপেন হয়ে যাবে।

md mehedi hasan
2019-02-24, 07:26 AM
ভাই আপনাদের পোষ্ট গুলো পড়ে ভালো লাগলো।ফরেক্স মার্কেটে আমরা কারোনা করো হাত ধরে এসেছি।আবার কেউ কেউ নিজের চেষ্টায় ফরেক্স মার্কেটে এসেছে।আমি আমার বড় ভাইয়ের মাধ্যমে ফরেক্স মার্কেটে প্রবেশ করি।আমি প্রথমে নিজে নিজেই নিউজ ট্রেড ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে সুবিধা করতে পারিনি।এর ফলে আমার বড় ভাইয়ের স্ট্রেজি ফলো করি এবং এই স্ট্রেজি দিয়ে এখনো ট্রেড করে যাচ্ছি।মূলত আমি আমার ভাইয়ের ফরেক্স স্ট্রেজিকে কপি করছি।