Log in

View Full Version : ব্রোকার কি? ব্রোকার কয় প্রকার ও কি কি?



Shimul77
2016-11-08, 08:41 AM
যে কোম্পানির সাথে আপনি একাউণ্ট খুলবেন অর্থাৎ যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কারেন্সি মার্কেটে লেনদেন করবেন তাকে ব্রোকার বলে। অনেক ব্রকার আছে যার মধ্যে থেকে আপনাকে একটিকে বেছে নিতে হবে। তবে ভাল ব্রকার বাছাই করা সহজ নয়।
আগের দিনে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব হয়। ব্রোকার কোম্পানিদের মূল উদ্দেশ্য হল ক্রেতা এবং বিক্রেতার সন্নিবেশনে স্প্রেড এর মাধ্যমে কমিশন আয় করা।
ফরেক্স মার্কেটে ২ প্রকার ব্রোকার বিদ্যমানঃ

১। ডিলিং ডেস্ক ব্রোকার (Market Maker Broker)
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার (NDD Broker

sharpstar
2016-11-11, 01:00 PM
যে কোম্পানির মাধ্যমে আপনি ফরেক্সে লেনদেন করবেন সে কোম্পানিকে ফরেক্স ব্রোকার বলা হয়।
ফরেক্স ব্রোকার ২ প্রকারঃ
১। Dealing Desk Broker
২। No Dealing Desk Broker

shimul77ss
2016-11-11, 01:50 PM
ফরেক্সে যে কম্পানির মাধ্যমে আপনি কাজ করবেন সেই কম্পনিকে ব্রোকার বলা হয়।
ফরেক্সে ২ প্রকার ব্রোকার বিদ্যমানঃ

১। ডিলিং ডেস্ক ব্রোকার (Market Maker Broker)
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার (NDD Broker)
নো-ডিলিং ডেস্ক ব্রোকারের মধ্যে আবার ২ ধরণের ব্রোকার আছেঃ

১। Electronic Communications Network(ECN)
২। Straight Through Processing (STP)

Competitor
2016-11-11, 02:06 PM
ব্রোকার যে কোন ট্রেডারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় । কেননা একটা ভাল ব্রোকার যে কোন একজন ট্রেডারের সফল ট্রেডার হওয়ার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে সুযোগ সৃষ্টি করে দেয় । ফরেক্সে সফল হতে হলে আমাদেরকে ভাল একটা ব্রোকারের সাথেই থাকতে হবে যাতে করে আমরা অনেক বেশি পরিমাণে সেই ব্রোকার এর মাধ্যমে লাভবান হতে পারি ।

sss426
2016-11-11, 07:29 PM
আপনাকে অনেক ধন্যাবাদ ভাই ফরেক্স ব্রোকার সম্পরকে বিস্তারিত বলার জন্য আমি একজন নতুন ট্রেডার তাই আমি ফরেক্স ব্রোকার সম্পরকে তেমন ধারনা নাই যতোটুকু শুনেছি ফরেক্স করতে হলে ব্রোকার সম্পরকে ভাল ধারনা থাকা উচিত

sohrab
2016-11-11, 08:26 PM
যে কোস্পানির মাধ্যেমে আমরা কারেন্সির লেনদেন করে থাকি তাকে বোকার বলা হয় । বোকার দুই ধরনের । যথা :
১. ডেলিং ডেক্স বোকার
২.নো ডেলিং ডেক্স বোকার

uzzal05
2017-06-14, 01:47 PM
ব্রোকার হচ্ছে একটি কোম্পানি যেখানে আমরা ইনভেস্ট করে ট্রেড করতে পারি। আমাদের ট্রেড করার জন্য প্রথমে যে কোন ব্রোকার এ ইনভেস্ট করতে হবে। আর ইনভেস্ট করলেই আমরা ট্রেড করতে পারব। ফরেক্স মার্কেট এ দুই ধরনের ব্রোকার আমরা দেখতে পাই। তবে বেশির ভাগ ব্রোকার ই মার্কেট মেকার ব্রোকার।

RUBEL MIAH
2017-06-14, 02:36 PM
আমাদের ট্রেড করার জন্য প্রথমে যে কোন ব্রোকার এ ইনভেস্ট করতে হবে । আর ইনভেস্ট করলেই আমরা ট্রেড করতে পারব । আমি ফরেক্স ব্রোকার সম্পরকে তেমন ধারনা নাই যতটুকু শুনেছি ফরেক্স করতে হলে ব্রোকার সর্ম্পকে ভাও ধারনা থাকা উচিত ।

Mamun13
2017-06-14, 05:30 PM
আমরা যখন এই আন্তর্জাতিক মূদ্রাবাজারে ট্রেড করতে চাই তখন আমাদের একটা নির্দিষ্ট সার্ভার,একাউন্ট,ডিপোজিট/উইথড্রো ইত্যাদি সুবিধার প্রয়োজন পড়বে৷কিছু সামান্য কমিশনের বা চার্জের বিনিময়ে এই ধরনের নানা প্রকার সুবিধা দেয় অনেক বড় বড় লিমিটেড কোম্পানী৷তাদেরকেই আমরা ব্রোকার বলি৷তাদের মাধ্যেমে আমরা সরাসরি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারি৷সর্বোপরি ভালো মানের ব্রোকার হলো E.C.N ব্রোকার,তাদের স্প্রেড কম থাকে ও মার্কে্টে ইন্সট্যান্ট প্রাইসের সাথে ট্রেডারদের সরাসরি ট্রেড করার সুযোগ-সুবিধা দেয়৷আরোও আছে- M.M ব্রোকার,ডিলিং ডেস্ক ব্রোকার,নন ডিলিং ডেস্কে ব্রোকার, s.t.p ব্রোকার ৷

KANIZFATEMA1997
2020-03-04, 08:18 PM
যে কোম্পানির সাথে আপনি একাউন্ট খুলবেন অর্থাৎ যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কারেন্সি মাকের্টে লেনদেন করে থাকেন তাকে ব্রোকার বলে।
ব্রোকার ২প্রকার প্রধাণত -
১.ডিলিং ডেস্ক ব্রোকার
২নো-ডিলিং ব্রোকার
অনেক ব্রোকার আছে। তার মধ্যে থেকে আপনি আপনার সুবিধা মতো ব্রোকার বেছে নিতপ হবে।তবে ভালো ব্রোকার খুজে পাওয়া সহজ নয়

Md.Nasim Uddin
2020-03-05, 03:07 PM
যে কোম্পানির মাধ্যমে আপনি একাউন্ট খুলবেন ও ওঔএকাউন্টের মাধ্যমে ফরেক্স মার্কেটে কাজ করবেন তাকেই ব্রোকার বলে। ব্রোকার প্রধানত দুই প্রকার -
১. ডিলিং ডেস্ক ব্রোকার।
২. নো - ডিলিং ব্রোকা।

Sapna1212
2020-03-05, 05:17 PM
আমার প্রিয় বন্ধু আমি আপনার সাথে একমত এবং আমি আপনাকে বলব যে এই ফোরামে বিধিগুলি অনুসরণ করে না এমন লোকেরা সফল হয় না, তাই যখনই তারা এতে কাজ করে আমি আপনাকে বলব। সুতরাং আপনি এতে আইনটির বিধি তৈরি না করে ফর্মের বিধি এবং অনুসরণ করে কাজ করেন ওয়ার্কিং এবং এমন ব্রোকার রয়েছে যারা এই ফোরামে কাজ করে এবং তারা লোকদের শেখায় পাশাপাশি কাজের দালালরা তাদের ডাকে এবং আমি দালালের প্রকারগুলি জানি না।

habibi
2020-03-09, 05:02 PM
বোকার সাধারণত দুই ধরনের হয়ে থাকে
১। ডিলিং ডেস্ক ব্রোকার
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার

ডিলিং ডেস্ক ব্রোকারঃ ডিলিং ডেস্ক ব্রোকার তার ক্লাইন্টের প্রতি ট্রেডের বিপরীতে ট্রেড নিয়ে থাকে। এরা মূলত মার্কেট মেকার ব্রোকার হয়ে থাকে।

২। নো-ডিলিং ডেস্ক ব্রোকারঃ নো-ডিলিং ডেস্ক ব্রোকার স্প্রেড বা কমিশন নিয়ে থাকে। তারা তাদের গ্রহকদের বিপরীতে কোন ট্রেড নেয় না। নো-ডিলিং ডেস্ক ব্রোকার রিকোট কম হয়।
নো-ডিলিং ডেস্ক ব্রোকার মুলত ২ প্রকার
১। Electronic Communications Network(ECN)
২। Straight Through Processing (STP)

FRK75
2021-03-25, 11:17 AM
সর্বোপরি ভালো মানের ব্রোকার হলো E.C.N ব্রোকার,তাদের স্প্রেড কম থাকে ও মার্কে্টে ইন্সট্যান্ট প্রাইসের সাথে ট্রেডারদের সরাসরি ট্রেড করার সুযোগ-সুবিধা দেয়৷আরোও আছে- M.M ব্রোকার,ডিলিং ডেস্ক ব্রোকার,নন ডিলিং ডেস্কে ব্রোকার, s.t.p ব্রোকার ৷

KAZIMAJHARULISLAM
2021-03-28, 06:53 AM
বিশ্বের সকল দেশের মুদ্রা কারেন্সি একই নয়। কিন্তু আন্তর্জাতিক বাজারে একটা নির্দিষ্ট মানের কারেন্সি নিয়ে,বা আপনি যেন একটা কমন কারেন্সি নিয়ে ব্যবসা করতে পারেন,সেজন্য আপনাকে কোন আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানের অধীনে অ্যাকাউন্ট খুলতে হবে,যাতে করে আপনি ওই কারেন্সি নিয়ে বৈশ্বিক অর্থনৈতিক বাজারে লেনদেন করতে পারেন তাকেই ব্রোকার বলে। আপনাকে বৈশ্বিক অর্থনৈতিক বাজারে কাজ করতে হলে, অবশ্যই কোন না কোন প্রকারের অধিভুক্ত হয়ে কাজ করতে হবে।
ব্রোকার সাধারনত দুই প্রকার।

১। ডিলিং ডেস্ক ব্রোকার (Market Maker Broker)
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার (NDD Broker)

নো-ডিলিং ডেস্ক ব্রোকার আবার দুই প্রকার।

১। ইলেকট্রনিক কমিউনিকেশনস নেটওয়ার্ক(ECN)
২। স্ট্রেট থ্রো প্রসেসিং (STP)

EmonFX
2021-03-28, 08:06 AM
যে কোম্পানির সাথে আপনি একাউণ্ট খুলবেন অর্থাৎ যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কারেন্সি মার্কেটে লেনদেন করবেন তাকে ব্রোকার বলে। অনেক ব্রকার আছে যার মধ্যে থেকে আপনাকে একটিকে বেছে নিতে হবে। তবে ভাল ব্রকার বাছাই করা সহজ নয়।
আগের দিনে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব হয়। ব্রোকার কোম্পানিদের মূল উদ্দেশ্য হল ক্রেতা এবং বিক্রেতার সন্নিবেশনে স্প্রেড এর মাধ্যমে কমিশন আয় করা।
ফরেক্স মার্কেটে ২ প্রকার ব্রোকার বিদ্যমানঃ

১। ডিলিং ডেস্ক ব্রোকার (Market Maker Broker)
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার (NDD Broker

ফরেক্স ব্রোকার বলতে বুঝায় মধ্যস্থতাকারী। ব্রোকার বায়ার এবং সেলারদের মধ্যে মধ্যস্থতা করে থাকেন। অন্যভাবে বলতে গেলে, আমরা যে প্রতিষ্ঠানের আন্ডারে একাউন্ট খুলেছি এবং ট্রেডিং কার্যক্রম পরিচালনা করে থাকি সেই প্রতিষ্ঠানকে ব্রোকার বলা হয়ে থাকে'। ফরেক্স মার্কেটে দুই ধরনের ব্রোকার থাকেন। যথা-
১। d-link ডেস্ক ব্রোকার
২। non d-link ডেস্ক ব্রোকার

যে ব্রোকারগুলো নিজে ট্রেডিং না করে একজন বায়ারের বিপরীতে একজন সেলার খুঁজে দেন বা একজন সেলারের বিপরীতে একজন বায়ার খুঁজে দেন তাদেরকে ডি-লিংক ব্রোকার বলে। আবার যে ব্রোকারগুলো আপনার প্রতিটি এন্ট্রির একটি বিপরীত এন্ট্রি ওপেন করে থাকেন সেসব ব্রোকারকে নন ডি-লিংক ব্রোকার বলে। এরা কোন ট্রেডারদের মধ্যে সমন্বয় ঘটান না, নিজেই ট্রেডারদের বিপরীত পক্ষ হিসেবে কাজ করে থাকেন।

Mas26
2021-03-29, 04:28 AM
ব্রোকার অর্থ হচ্ছে দালাল অর্থাৎ মধ্যমণি। যে কোম্পানির সাথে আপনি একাউন্ট খুলবেন অর্থাৎ যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কারেন্সি মাকের্টে লেনদেন করে থাকেন তাকে ব্রোকার বলে।
ব্রোকার ২প্রকার প্রধাণত -
১.১। ডিলিং ডেস্ক ব্রোকার (Market Maker Broker)
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার (NDD Broker)
অনেক ব্রোকার আছে। তার মধ্যে থেকে আপনি আপনার সুবিধা মতো ব্রোকার বেছে নিতে হবে।তবে ভালো ব্রোকার খুজে পাওয়া সহজ নয়।আপনাকে একজন ব্রোকার নির্বাচনের সময় অবশ্যই ব্রোকার সম্পর্কে জেনে শুনে তারপরে ব্রোকার নির্বাচন করুন।