View Full Version : Us নির্বাচনে ফরেক্সে কোন প্রভাব পরবে কি ?
Skfarid
2016-11-09, 11:26 AM
আমেরিকার নির্বাচনে ফরেকক্সে কি কোন প্রভাব পরবে? ফরেক্স মার্কেটে হিলারি হলে ভাল হবে নাকি ট্রাম্প হলে ভাল হবে, আপনার মন্তব্য কি?
creativeifx
2016-11-09, 12:08 PM
আমিরেকা ইলেকশান এর প্রভাব ফরেক্স মার্কেট এ পড়া শুরু হয়া গেছে। কারেঞ্চি পাইর গুরু বড় বড় মভেমেন্ট ইতি মোদ্দাই দেকটা পাইতাসি। জাহাতু ইউএসডি টা ফরেক্স এর মাজর পাইর এর মদ্দা পরে। তাই মার্কেট এ তো এর প্রভাব পরবাই।
mithun30
2016-11-30, 11:33 PM
টাইমফ্রেম ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। টাইমফ্রেমের ক্যানডেল টিক দেখে বুঝা যায় মার্কেটের অবস্থান। আমরা চার্টে দেখে থাকি ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ ও ১ মাসের ক্যানডেল টিকের মাধ্যমে যে কোন পেয়ারের মূল্য সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল। ট্রেড করার জন্য আমি মনে করে ১ ঘন্টা ও ৪ ঘন্টার টাইমফ্রেমের ক্যান্ডেলটিক লক্ষ্য করে বাইস সেল করা উচিত।
ONLINE IT
2016-12-01, 06:47 PM
নির্বাচনী প্রভাব সব সময়ই ফরেক্স মার্কেটে পড়ে থাকে। যদিও নির্বাচন গেছে অনেকটা দিন হয়ে গেছে। তথাপি এখনো usd তার অবস্থান ধরে রাখতে পেরেছে। তবে আশা করা যায় যেদিন ক্ষমতার পরিবর্তন হবে এবং ট্রাম্প ক্ষমতার বসবে সেদিন হতে usd এর কিছুটা হলেও পতন হবে। তবে সে পতন ক্ষনিকের জন্য না কি স্থায়ী হবে তা সময়ই বলে দিবে।
uzzal05
2016-12-02, 08:30 AM
যেকোন ধরনের নিউজ এ ফরেক্স মার্কেট এ প্রভাব পড়ে। আবার তার মধ্য ইউ এস নির্বাচন। এটা তো মারাত্মক ঝড় তুলবে। আপনি এই সময় দেখবেন যে কি পরিমান মার্কেট ভোলাটাইল থাকে। ফরেক্স এ ফান্ডামেন্টাল নিউজ প্রকাশিত হলে তখন প্রচুর মুভ করে থাকে।
RUBEL MIAH
2016-12-02, 03:13 PM
আমেরিকার নির্বাচনে ফরেক্স মার্কেটে অবশ্যই প্রভাব পড়েছে । আমরা দেখতেছি যে মার্কেটে প্রভাব ফেলেছে । সুতরাং আমরা সব সময় ফরেক্স মার্কেটের ভাব বুঝে তারপর ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করবেন কোন সময় কোন নিউজ রয়েছে সেটা দেখা ট্রেড করা তাহলেই সফলকাম হতে পারবেন ।
Mamun13
2017-11-24, 08:17 PM
প্রসঙ্গ টা যদিও পুরোনো হয়ে গেছে তারপরেও ঐ দিনগুলিকে একটু স্মরণে রাখার উদ্দেশ্যই পোষ্ট টা লিখতে বাধ্য হলাম৷গত us নির্বাচনের সময় মার্কেট খুই উত্তাল হয়েছিলো৷আশা করি সকলের তা মনে আছে৷অনেকেই প্রচুর প্রফিট করেছিলো আর অনেকেরই ব্যালেন্স জিরো হয়েছিলো৷us নির্বাচন ফরেক্স মার্কেটে ব্যাপক প্রভাব বিস্তার করে৷আমাদের সবারই ভবিষ্যতে আগামী us নির্বাচনের কথা খেয়াল রাখা উচিৎ৷
hasem79
2018-03-24, 11:19 AM
এই মার্কেট এর জন্য এটা অনেক বড় একটা নিউজ। এই নিউজের প্রভাবে বেশ বড় মাপের মুভমেন্ট হয় মার্কেট এ। তাই নতুনদের এই ধরণের নিউজ টাইমের আগে মার্কেট থেকে দূরে থাকাই উত্তম। আমি নিজেও নিতান্ত নতুন একজন ট্রেডার তাই আমি নিজেকে এইসব বড় বড় নিউজের আগে মার্কেট থেকে দূরে রাখি।
Md.shohag
2020-07-23, 04:06 PM
আমিরেকা ইলেকশান এর প্রভাব ফরেক্স মার্কেট এ পড়া শুরু হয়া গেছে। কারেঞ্চি পাইর গুরু বড় বড় মভেমেন্ট ইতি মোদ্দাই দেকটা পাইতাসি। জাহাতু ইউএসডি টা ফরেক্স এর মাজর পাইর এর মদ্দা পরে। তাই মার্কেট এ তো এর প্রভাব পরবাই।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.