PDA

View Full Version : আমি ফরেক্স নতুন ...?



Amit4040
2016-11-09, 01:38 PM
আমি ফরেক্স নতুন তাই আমি ফরেক্স অনেক লস করছি কিন্তু আমি বুঝতে পারছিনা ফরেক্স থেকে আমি কিভাবে লাভ করতে পারব | আপনাদের কাছে আমার জানার ফরেক্স কি এমন কন সময় আছে যে সময় লাভ হবার সম্ভবনা থাকে |

md mehedi hasan
2016-11-10, 08:49 AM
ভাই আপনাকে ফরেক্স মার্কেট হতে লাভ করতে চান তাহলে আপনাকে প্রথমে দক্ষতা অর্জন করতে হবে।আপনি আপনার রিয়েল একাউন্টের পাশাপাশি ডেমো প্রাক্টিস চালিয়ে যেতে হবে।অভার ট্রেড করা থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং সঠিক ভাব মানিমানেজমেন্ট করে আপনাকে প্রতিটি ট্রেড ওপেন করতে হবে।লোভ ত্যাগ করতে হবে।

nisho5533
2016-11-10, 11:41 PM
আপনি যেহেতু ফরেক্স নতুন তাই আপনি ফরেক্স মাকেট সম্পরকে ভাল ভাবে জানুন আয় বুঝুন তার পর আপনি ট্রেড করেন | আমার জানা মনে ফরেক্স কোন সময় নেই যে সময় ফরেক্স থেকে আপনি লাভ করতে পারবেন তবে আপনি ফরেক্স মাকেটে যদি দক্ষতা অজন করতে পারেন তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন ধন্যবাদ|

mithun30
2016-11-12, 12:10 AM
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আমাদের কয়েক গুনের অধিকারী হতে হবে প্রথমত আমাকে ধৈর্য ধরে ট্রেড করতে হবে, একটা ট্রেড বন্ধ করার আগে আরেকটা ট্রেড দেওয়া যাবেনা এবং মানি মেনেজম্যেন্ট মেনে ট্রেড করতে হবে। এইখান থেকে একটা কম হলে এই মার্কেটে কাজ করা যাবেনা।আপনাকে এই মার্কেটে টিকে থাকার জন্য এইগুলো মেনে চলতে হবে।

RUBEL MIAH
2016-12-25, 10:30 AM
যারা ফরেক্স ব্যবসায় নতুন তাদের উচিত হবে ডেমো ট্রেড বেশী বেশী করে করা । কারণ ডেমো ট্রেড বেশী বেশী করে করলেই নতুনদের সমস্যায় তেমন পড়তে হয় না । আমরা যারা নতুন ট্রেডার রয়েছি তারা অবশ্যই যেন মার্কেট এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আমরা ডেমো ট্রেড নিয়ে ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব ।

nazib72
2016-12-25, 12:15 PM
হ্যা ফরেক্স এ এমন সময় আছে যখন আপনি ট্রেড করলে লাভ করতে পারবেন। তা হল আপনার ফরেক্স অভিজ্ঞতার পর। আপনি যদি ৪-৫ ফরেক্স নিয়ে লেগে থাকতে পারেন তবেই আপনি তখন একটি সময় পাবেন যে ট্রেড করলেই লাভ করতে পারবেন।

Zubaerahmad
2016-12-25, 11:13 PM
ডেমো প্রাক্টিস করার পাশাপাশি সেই দেশের মুদ্রার গতিবিধি বিশ্লেষণ,পরিবর্তন,অর্থনৈতিক নিউজ সম্পর্কে জানুন।

Zubaerahmad
2016-12-26, 10:54 PM
ফরেক্স ধৈর্য ও বুদ্ধির ব্যাবসা।আর ট্রেডিং- এর দক্ষতা জ্ঞান এবং কৈৗশলের উপর।ডেমো প্যাকটিস -এর পাশাপাশি ফরেক্স এ রিয়েল ট্রেডিং শুরু করতে পারেন।গ্রাফিক্যাল প্যাটার্ন বিশ্লেষণ,বিনিময়ের ধরণ, বিনিময় হার লেনদেন করার কৌশল ইত্যাদি সম্পর্কে জানুন।তারপর ট্রেড শুরু করুন।

msisohel
2017-01-05, 01:46 PM
ফরেক্সে লাভ করতে হলে দরকার ফরেক্স সম্পর্কে ভালো জানা । দক্ষতা অর্জন করা । আর বেশি বেশি ডেমো প্র্যাকটিস করা । ডেমো করলে আপনি বুঝতে পারবেন কিভাবে লাভ আর কিভাবে লস হয় । তারপর আপনাকে বেশি পরিশ্রম তো করতেই হবে তার সাথে এর পেছনে মিনিমাম ৪-৫ ঘণ্টা সময় দিলে আপনি ভালো লাভ করতে পারবেন ।

riponinsta
2017-01-15, 03:50 PM
আপনি ফরেক্স মার্কেট এ নতুন হলে আগে আপনাকে মিনিমাম ৩ মাস থেকে ৬ মাস ডেমো করতে হবে ডেমো তে ভাল লাভ করতে পারলে আপনি তখন রিয়েল টেড শুরু করা উচিত ছিল যাই হোক আপনি ভাল টেড ইং সিস্টেম দেখে আবার ডেমো টেড শুরু করুন ভাল লাভ হলে আপনি আবার রিয়েল টেড করা শুরু করবেন দেখবেন লাভ হবে অনেক ।

Zubaerahmad
2017-01-18, 12:06 AM
নতুন ট্রেডারদের ট্রেডিং শেথার জন্য ডেমো ট্রেড করার পাশাপাশি দিনে ৩-৪ ঘন্টা ফরেক্স মার্কেটে বা ফোরামে সময় দিন।আর পাশাপাশি পরিবর্তন,বিশ্লেষণ,প্রবণতার ধরণ, চার্ট এবং ফর্মেশন রুলস,ইত্যাদি সম্পর্কে জানুন।

Eefatali
2017-01-24, 05:14 PM
ফরেক্স ট্রেডিংঢে নতুন হলে আপনার উচিত হয়নি একবারে রিয়েল ট্রেড করার।প্রথমে দীর্ঘ দিন ডেমো ট্রেডিং করার দরকার।ডেমো ট্রেডিং করার পাশাপাশি অনলাইনের মাধ্যমে ভালোভাবে ফরেক্স শেখার চেষ্টা করা উচিত। ফরেক্স এমন একটা মার্কেট যেখানে নির্দিষ্ট সময়ে লাভের কোনো টাইম নেই।যখনি লাভের সম্ভবনা থাকে তখনই লসেরও সম্ভবনা থাকে।

Mamun13
2017-11-22, 09:48 PM
ফরেক্স মার্কেটে যারা একদম নতুন এসেছেন এবং নিয়মিত শুধু লসই করে যাচ্ছেন,কোনোও ভাবেই প্রফিট করতে পারছেন না৷তাদের জন্য ফোরামে পর্যাপ্ত বেসিক কৌশল লেখা আছে৷সেগুলো ধীরে ধীরে সময় নিয়ে একলাইন করে শিখুন৷আপনার কোথায় ও কী ধরনের সমস্যা হচ্ছে তা এখানে স্টাডি করলেই পরিষ্কার বুঝতে পারবেন,ত্রূটিগুলো সংশোধন করতে পারবেন৷এ ব্যাপারে আমি নিজে নিশ্চিত৷আমার ধারাবাহিক লেসনগুলোও পড়তে চেষ্টা করবেন,অবশ্যই কাজে লাগবে৷

expkhaled
2017-12-20, 04:35 PM
ফরেক্স এ নতুন হলে তো আপনার ডেমো ট্রেড করা উচিত লস হয় কিভাবে? আপনি যদি ফরেক্স কিছু না বুঝেই যদি ফরেক্স রিয়েল ট্রেড করা শুরু করেন তাহলে লস তো অবশ্যম্ভাবী সেটার কারণ কেউ বলতে পারবে না। প্রথম ২ বছর তো শুধু ডেমো ট্রেড করে আপনার শিখতে হবে, ট্রেডিং এর বিভিন্ন কলাকৌশল শিখতে হবে। যদি আপনি ডেমো ট্রেড করে প্রথম ১ বছরে কিছু লাভ করতে পারেন তবে তখন একটি রিয়েল একাউন্ট করে অল্প ভলিয়ুমে ট্রেড করতে পারেন যদি ধারাবাহিক ভাবে ৬মাস লাভ করতে পারেন তাহলে রিয়েল ট্রেড করবেন না হলে শুধু ডেমো ট্রেড করবেন যদি এই প্রক্রিয়া গুলো ফলো করতে পারেন তাহলে আপনি হয়তো লাভবান ট্রেডার হতে পারেন।

Grimm
2018-01-16, 12:31 AM
আমিও বর্তমানে ফরেক্স ব্যবসায় নতুন আর আমারও তেমন কোন ধারনা নাই যে কিভাবে আমরা এই ব্যবসা হতে প্রতিনিয়ত মুনাফা উপার্জন করতে পারবো। তবে হ্যা আমি চেষ্টা করতাছি এই সকল কিছু জানার জন্য আর এর জন্য আমি ইন্টারনেট ব্যবহার করছি। কারণ আমার এখানে এগুলো শিক্ষা দেওয়ার মত কেউ নেই। আপনার আশেপাশে যদি কেউ না থাকে তাহলে আপনি আমার মত ইন্টারনেট ব্যবহার করতে পারেন এই সব কিছু শিখার জন্য। আশা করি এতে আপনি অনেক কিছু শিখতে পারবেন।

amreta
2020-01-25, 06:13 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসায় কিছু ব্যবসায়ী ভাবেন এবং লোকসানের কোনও ব্যবসায়ীর যে খারাপ জিনিস হতে পারে তা মনে করেন তবে ক্ষতির সুবিধাও আমাদের শিখতে হবে। লোকসানটি খারাপ জিনিস হিসাবে প্রমাণিত হয় না কারণ আমরা ক্ষয়ক্ষতিতে প্রতিবার নতুন কিছু শিখি। সুতরাং আমি মনে করি যে আমাদের ইতিবাচক মন নিয়ে আমাদের ক্ষতির মুখোমুখি হওয়া উচিত এবং এটি পাওয়ার পরে আমাদের হাইপার বা হতাশ হওয়া উচিত নয়।

amreta
2020-01-25, 06:14 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসায়ের ক্ষতি হারা এগুলির আগে ব্যবসায়ীদের পক্ষে চ্যালেঞ্জিং কারণ আপনি যদি নিজের সামান্য ছোট্ট ভুলের কথা মনে করিয়ে দেন তবে আপনার ভবিষ্যতের বিনিয়োগগুলিতে পুনরাবৃত্তি না করে আপনার ট্রেডিং ব্যবসায়ের উন্নতি করা উচিত। ব্যবসায়ীদের তাদের মূলধন নিরাপদ এবং নিরাপদ বিনিয়োগ নিয়ন্ত্রণের জন্য অর্থ পরিচালনার নিয়মগুলি অনুসরণ করা উচিত

Rokibul7
2020-03-19, 11:38 PM
ভাই আমি ফরেক্স মার্কেটে নতুন আমার তেমন কোন অভিজ্ঞতা নেই তবে আমি দুইবার অ্যাকাউন্ট জিরো করে ফেলছি আর যে দুইবার আমি অ্যাকাউন্ট জিরো করছি তার সব থেকে বড় কারণ হচ্ছে বেশি লট ইউজ করা প্রথম প্রথম যখন কন লটে টেড দিতাম তখন সব গুলো তেই উইন হতাম।একবার উইড্রো পাওয়ার যখন আর লোভ সামলাতে পারলাম না তখন বেশি লটে টেড করি আর দেখি আমি দু দিনও টিকতে পারি নাই।তার পর একমাস পোষ্ট করে আবার যখন বেশি লটে টেড ওপেন করি বিশ্বাস করেন ভাই ১ দিনও টিকতে পারি নাই।তারপর থেকে এখন ঝুলে থাকার চেষ্টায় আছি।

Rokibul7
2020-03-19, 11:42 PM
আমার এখন মনে হয় যে। ফরেক্স মাকেটে টিকে থাকতে পারলে প্রফিট করা সম্ভব হয়।ধয ধরে অপেক্ষা করে এখনাে টেড দিলে প্রফিট এর অনেক চান্স পাওয়া যায়।ঘন ঘন টেড না দিয়ে অপেক্ষা করে টেড করলে ভাল হয়।

Sarder
2020-03-30, 06:04 AM
শিক্ষানবিশদের জন্য ফরেক্স ট্রেডিং বিশেষত চরম হতে পারে। এটি সাধারণত হাস্যকর বাসনাগুলির কারণে যা নিয়মিত আগতদের মধ্যে নিয়মিত। আপনি যা অস্বীকার করতে পারবেন না তা হ'ল অর্থ ব্যবসায়ের কোনও উপায়ে আকার, আকার বা সহজ অর্থ কেলেঙ্কারির রূপ নেই। এই পৃষ্ঠায়, আপনি বৈদেশিক মুদ্রার শোকেস, এটি কীভাবে কাজ করে এবং কী ওয়ার্ডিং সহ বিভিন্ন আর্থিক মানদণ্ডের ব্যবসায়ের সুবিধার পাশাপাশি একটি প্রোলোগুলি পাবেন।

আপনি কীভাবে ট্রেডিং শুরু করতে পারবেন (সেরা মধ্যস্থতাকারী এবং ট্রেডিং প্রোগ্রামিং বাছাই গণনা), এক্সিকিউটিভদের ঝুঁকির মূল বিষয়গুলি, আপনি ফরেক্স বিজ্ঞাপনটি তদন্ত করতে পারেন এমন বিভিন্ন উপায়ে এবং সর্বাধিক পরিচিত ট্রেডিং কৌশলগুলির ডায়াগ্রাম কভার করব। এই গাইডটি শেষ হওয়ার আগে, আপনি লাইভ রেকর্ডে যাওয়ার আগে আপনার নিখরচায় ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনার ট্রেডিং সক্ষমতা পরীক্ষা করতে হবে এমন তথ্য আপনার কাছে থাকবে।

ফরেক্স, বা রিমোট ট্রেড অ্যাডভারটাইজিং (একইভাবে সংক্ষিপ্তসার জন্য এফএক্স বলা হয়) এমন এক বাণিজ্যিক কেন্দ্র যেখানে আর্থিক ফর্মগুলি বাণিজ্য করা হয়। এর কমপক্ষে জটিলতে, উদাহরণস্বরূপ, যখন আপনি আপনার নিকটবর্তী অর্থ অন্য কোনও এবং উত্সব উপলক্ষে সরিয়ে নিয়ে যান তখন একটি দূরবর্তী বাণিজ্য বিনিময় হতে পারে। বাজার সামগ্রিকভাবে, প্রত্যাশিত 5.3 বিলিয়ন ডলার সরকার, ব্যাংক, সংস্থা এবং তাত্ত্বিকদের মধ্যে প্রতিদিন লেনদেন হয়।

ব্যবসায়টি কীভাবে ম্যাপ আউট হয় তা জেনে রাখা তাৎপর্যপূর্ণ, এই তথ্যের আলোকে যে সমস্ত সদস্যের সমষ্টিগত মিশ্রণ আপনাকে বাজারে ব্যবসায় করে তোলে market - বিলিয়ন ডলারের নমনীয় বিনিয়োগ এবং বিনিয়োগ ব্যাংক থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে দুই বা তিন হাজার ডলার সহ প্রকৃত জীবনে।

আর্থিক ফর্মগুলি সেট হিসাবে ব্যবসা হয় এবং মানি সেটগুলির বিকাশ অন্যটির তুলনায় এক নগদ অনুমান পরিমাপ করে। উদাহরণস্বরূপ, EURUSD নগদ জুটি মার্কিন ডলারের তুলনায় ইউরোর অনুমানকে গজ করে। এই জুটির অনুমান যখন প্রসারিত হয়, তখন ইউরোটির অনুমানটি মার্কিন ডলারের অনুমানের বিপরীতে প্রসারিত হয়েছিল। এই মুহুর্তে জুটির অনুমান কমে যাওয়ার সাথে সাথে বোঝা যায় যে মার্কিন ডলারের অনুমানটি প্রসারিত হয়েছে (বা ইউরোর অনুমান কমেছে)।

Hridoy6763
2020-04-11, 12:43 PM
আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হয়ে থাকেন তাহলে ফরেক্স এর বিভিন্ন বুক পড়তে থাকেন,তাছাড়া গুগল থেকে বিভিন্ন টপিক সংগ্রহ করে স্ট্যাডি করতে পারেন,এর পর স্ট্যাডি এর পাশে যা শিখছেন ওয়ি গুলো আপনি ডেমো তে একটানা ৬ মাস অনুশীলন করবেন যদি ডেমো তে ওই গুলো ভালো ফল দেই তারপর রিয়েল ট্রেড করবেন।

FREEDOM
2020-04-14, 12:24 AM
আমি ফরেক্স নতুন তাই আমি ফরেক্স অনেক লস করছি কিন্তু আমি বুঝতে পারছিনা ফরেক্স থেকে আমি কিভাবে লাভ করতে পারব | আপনাদের কাছে আমার জানার ফরেক্স কি এমন কন সময় আছে যে সময় লাভ হবার সম্ভবনা থাকে |

ফরেক্সে নতুন এজন্য ফরেক্সে বেশি করে সময় ব্যায় করুন আরো বেশি ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করুন। কারন ফরেক্সে কোনো সময়ই প্রফিট করা সম্ভব হবে না যদিনা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান থাকে। তাই আপনি কিছুদিন ফরেক্স এ বেশি মনোযোগী হোন, বেশি করে ডেমো প্রাকটিস করুন, সর্বোপরি আগে ভালো করে ফরেক্স শিখেই তারপর ফরেক্স থেকে আয়ের কথা ভাবতে হবে।