PDA

View Full Version : অাপনার ব্রোকারটি মাইক্রো লট, মিনি লট না স্



majidiqbal
2016-11-11, 02:52 AM
ট্রেডিং পয়েন্টের মাইক্রো অ্যাকাউন্টে আপনি মাইক্রো লটে ট্রেড করতে পারবেন। ইন্সটাফরেক্স, হটফরেক্স, লাইটফরেক্স ইত্যাদি ব্রোকারগুলো মিনি লট ব্রোকার। এফ.বি.এস, এফ. এক্স. অপ্টিমাক্স ইত্যাদি ব্রোকারগুলো স্ট্যান্ডার্ড লট ব্রোকার। আপনি যদি না জানেন আপনার ব্রোকারটি মাইক্রো লট, মিনি লট না ষ্ট্যাণ্ডার্ড লট, তাহলে ব্রোকারের লাইভ সাপোর্টে প্রশ্ন করুন।

msisohel
2016-12-16, 11:43 AM
ভাই মাইক্রো লট, মিনি লট, স্ট্যান্ডার্ড লট এ গুলোর পার্থক্য কি? এ সম্পর্কে জানাবেন প্লিজ তাহলে নতুনদের জানা হবে।

maziz6989
2017-06-28, 02:57 PM
মাইক্রো লট,মিনি লট বা স্ট্যান্ডার্ড লট ব্রোকরের সুবিধা অসুবিধা কি তা একটু বিস্তারিত বললে আশা করা যায় লাভ না হোক লস হবে না। এরকম আংশিক তথ্য বিশেষ কোন উপকারে নাও আসতে পারে। তাই বিস্তারিত তখ্য দিয়ে সহায়তা করবেন বলে আশা রাখি।

Momen
2017-07-22, 10:45 AM
আমার ব্রোকারটি ইন্সটা ফরেক্স ব্রোকার। সুতরাং, এটি একটি মিনি লট ব্রোকার। মিনি লট ব্রোকার গুলোর মধ্যে আছে ইনস্টা ফরেক্স, হট ফরেক্স, লাইট ফরেক্স ইত্যাদি ব্রোকার। মাইক্রো লটের যে সব ব্রোকার আছে তাদের মাধ্যমে আপনি ছোট ছোট লটে ট্রেড করার সুযোগ পাবেন। আর মিনি লটে আপনি মাঝারি লটে ট্রেড করতে পারবেন। এছাড়াও আছে স্ট্যাডার্ড লট ব্রোকার। এগুলোতে আপনি বড় বড় লটে ট্রেড করার সুযোগ পেয়ে থাকবেন।

mahbubhb
2017-08-19, 08:21 AM
আমি ইনস্টা ফরেক্সে ট্রেড করি। আর ইনস্টা ফরেক্স মাইক্রো লটে ট্রেড করার সুবিধা দিয়ে থাকে। যা কিনা অনেক ছোট ছোট এমাউন্ট দিয়ে ট্রেড করা যায়। তাছাড়া অন্যান্য ব্রোকার আছে যারা কিনা মিনি লট ও স্ট্যান্ডার্ড লটে ট্রেড করতে হয় যেখানে মাঝারি থেকে বড় এমাউন্টের ট্রেড করতে হয়। আমাদের দেশে মাইক্রো লট সুবিধাজনক।