PDA

View Full Version : মোবাইলে রাখুন মেটাট্রেডার ৪



nbfx
2016-11-12, 11:44 AM
যেভাবে মোবাইলে মেটাট্রেডার ৪ রাখবেন।আপনি যদি ইনস্টাট্রেডার এর গ্রাহক হয়ে থাকেন তহলে আপনার পিপি বা ল্যাপটপের “সি” ড্রাইভে গিয়ে Insta Trader নামে একটি ফোল্ডার পাবেন। ঐ ফোল্ডারটি কপি করে আপনার পেন ড্রাইভে রাখলেই হবে। এখন যে কোন জায়গায় আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। শুধু প্রতিবার লগইন করার সময় পাসওয়ার্ড দিতে হবে।

riponinsta
2016-12-25, 04:33 PM
আমি ফরেক্স মার্কেট এ মোবাইলে মেটাট্রেডার দিয়ে টেড করি না কিন্তু মোবাইলে মেটাট্রেডার এ ইনভেস্ততর পাস্বরদ দিয়ে আমার লাইভ টেড গুল মনিটর করি । আমার কাছে মোবাইলে মেটাট্রেডার দিয়ে টেড করাকে কেমন কেমন যেন লাগে । তবে অনেক টেড আর মোবাইলে মেটাট্রেডার দিয়ে টেড করে অনেক ডলার ইনকাম করছে ফরেক্স মার্কেট থেকে। সবচেয়ে ভাল হয় কম্পিউটার দিয়ে টেড করলে ।

maziz6989
2017-06-29, 11:56 PM
আমি মূলত মোবইলে ট্রেড করার জন্য মেটা ট্রেডার-৪ ব্যবহার করে থাকি। আমার কাছে মনে হয় এটাই বেস্ট। কেননা আমরা এর সব গুলো ফিচারই ঠিক মত ব্যবহার করতে পারি না। আমি সব সময় মোবাইল এবং ল্যাপটপে এমটি ফোর ব্যবহারের পক্ষে। তবে এমটি ফাইভ এ কিছু সুবিধা আছে। তার মধ্যে একটা জিনিস হল এখানে বাই সেল বা হেজ করা যায় না। যারা একই সাথে বাই সেল করে ক্যারা ব্যারা পাকিয়ে ফেলেন তাদের জন্য ফাইভ ই ভাল।

Momen
2017-07-22, 07:22 AM
আপনি চাইলে আপনার মোবাইলেও মেটা ট্রেডার ব্যবহার করতে পারেন। এটা ফরেক্স মার্কেটকে আপনার হাতের মুঠোয় নিয়ে আসে। এই জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে মেটা ট্রেডার ৪ ডাউনলোড করে নিন। তারপর আপনি চাইলে আপনার রিয়েল একাউন্ট ও মোবাইলে লগইন করে নিতে পারেন।