PDA

View Full Version : সাপোর্ট এবং রেসিসটেন্স



Shimul77
2016-11-12, 06:02 PM
আপনি যদি সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝতে পারেন তবে আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে।
এই পদ্ধতি আপনাকে সঠিক সময়ে ট্রেড খুলতে এবং ঠিক সময়ে ট্রেড থেকে আপনাকে বের হয়ে আসতে আপনাকে সাহায্য করবে।
বিভিন্নভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করা যায়।

যখন মার্কেট সাপোর্ট লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও কমে যায় এবং পরবর্তী রেসিসটেন্স লেভেল তখন সাপোর্ট হিসেবে কাজ করে।
আবার যখন মার্কেট রেসিসটেন্স লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও বেড়ে যায় এবং পরবর্তী সাপোর্ট লেভেল তখন রেসিসটেন্স হিসেবে কাজ করে।
তাই সাপোর্ট ব্রেক করলে সেল করা উচিত এবং রেসিসটেন্স ব্রেক করলে বাই করা উচিত।

nisho5533
2016-11-12, 07:46 PM
অবশ্যই ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার প্রয়োজন আছে। অভিজ্ঞতা না থাকলে আপনি কখনোই এখানে উন্নতি করতে পারবেন না। তবে শুরুতেই আপনি অভিজ্ঞতা পাবেন না। এখানে ধৈর্য্য ধরে পড়ে থাকতে হবে, এখানে শ্রম দিতে হবে। তারপর দেখা যাবে ঠিকই আপনার অভিজ্ঞতা হয়ে গেছে। আর এখানে অভিজ্ঞতা থাকলে অনেক কিছু করা সম্ভব বলে আমি মনে করি।

sss426
2016-11-13, 01:02 PM
হে ভাই বর্তমানে আমি সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল দেখে ট্রেড করার চেস্ট করতেছি যদি ও ডেমুতে এবং কম বেশি সফল ও হয়তেসি বলতে পারেন।আমি মনে করি যারা সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল মেনে ট্রেড করবে তারা লস খুবি কম করবে

Mamun13
2017-10-10, 08:32 AM
সাপোর্ট/রেসিসট্যান্স হলো টেকনিক্যাল এনালাইসিসের মূল বিষয় বস্ত্ত৷আপনি আপনার ট্রেডিং চার্টে দেখবেন সব সময়ই মার্কেট প্রাইস উঠানামা করছেই৷অথচ কোথায়,কখন,কীভাবে ও কেন Buy করবেন বা Sell করবেন ? তা তো জানেন না,বুঝতে পারছেন না৷তাই এলো মেলো ট্রেড করছেন আর লস গুনতে গুনতে মাথা নষ্ট,ব্যালেন্স জিরো,মার্কেটের প্রতি ক্ষোভ-দুঃখ-ব্যাথা ভরা মন...৷এই সব পরিস্হিতি নতুনদের জন্য অতি প্রাথমিক ও স্বাভাবিক বিষয়৷তাই আপনার ট্রেডিং চার্টে অবশ্যই সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো দেখে বুঝে ট্রেড করবেন৷প্রফিট আসবেই৷

samun
2021-07-24, 03:57 PM
সাপোর্ট এবং রেসিসটেন্স ফরেক্স মার্কেটে টিকে থাকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়ে যদি কোন ব্যবস্থা না থাকে তবে ফরেক্স মার্কেটে ট্রেড করে সে খুব একটা সফলতা অর্জন করতে পারবে না সব মার্কেটে আমি নিতান্তই এখনো নিজেকে নতুন মনে করি তাই নতুন নতুন কিছু শেখার জন্য আগ্রহ টা অনেক বেশি কিভাবে ফরেক্স মার্কেটে আমি বিভিন্ন জ্ঞানী এবং দক্ষ ট্রেডারের পোষ্টের মাধ্যমে তাদের দ্বারা কিছু শেখার এবং জানার অত্যন্ত গুরুত্বপূর্ণ

Starship
2021-07-24, 05:39 PM
ফরেক্সে আমরা সকলেই অতিপরিচিত দুটি শব্দ সাপোর্ট এবং রেসিসটেন্স সম্পর্কে প্রায় শুনতে পায়। একজন ট্রেডার হওয়ার ক্ষেত্রে অবশ্যই সাপোর্ট এবং রেসিসটেন্স সঠিকভাবে সেট করার কোনো বিকল্প নেই। কেননা টেকনিক্যাল এনালাইসিস করার ক্ষেত্রে সাপোর্ট এবং রেসিসটেন্স খুবই গুরুত্বপূর্ণ। সাপোট হল কোন নির্দিষ্ট স্থান থেকে বারবার মার্কেট ফিরে আসাকে উক্ত স্থানকে বা লেভেলকে সাপোর্ট লেভেল বলে। একই স্থানে বারবার ফিরে আসাকে অনেক সময় ডব্লিউ এর মত সৃষ্টি হলে সেটাকে ডাবল বটম বলা হয়।

অপরদিকে রেসিস্টেন্স হল নির্দিষ্ট কোন স্থান থেকে যখন বারবার মার্কেট নিম্নমুখী মুভমেন্ট করে বা বার বার বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে উক্ত স্থানকে বা লেভেলকে রেসিস্টেন্স লেভেল বলে। বার বার বাধাপ্রাপ্ত হয়ে এম এর মত সৃষ্টি হলে ওহাকে ডাবল টপ বলা হয়। রেসিসটেন্স লেভেল থেকে বারবার যখন বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে তখন সেল দিয়ে ট্রেড করার চান্স থাকে। আবার সাপোর্ট লেভেল থেকে বাধ্য হয়ে আসলে বাই দিয়ে ট্রেড করার সুযোগ থাকে।

EmonFX
2021-07-24, 06:23 PM
আপনি যদি সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝতে পারেন তবে আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে।
এই পদ্ধতি আপনাকে সঠিক সময়ে ট্রেড খুলতে এবং ঠিক সময়ে ট্রেড থেকে আপনাকে বের হয়ে আসতে আপনাকে সাহায্য করবে।
বিভিন্নভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করা যায়।

যখন মার্কেট সাপোর্ট লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও কমে যায় এবং পরবর্তী রেসিসটেন্স লেভেল তখন সাপোর্ট হিসেবে কাজ করে।
আবার যখন মার্কেট রেসিসটেন্স লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও বেড়ে যায় এবং পরবর্তী সাপোর্ট লেভেল তখন রেসিসটেন্স হিসেবে কাজ করে।
তাই সাপোর্ট ব্রেক করলে সেল করা উচিত এবং রেসিসটেন্স ব্রেক করলে বাই করা উচিত।

ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদেরকে অবশ্যই মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করে মার্কেট ট্রেন্ড নির্ধারণ করে ট্রেনিং করতে হবে। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ট্রেন্ড/সাপোর্ট-রেসিস্টেন্স খুবই গুরুত্বপূর্ন। ফরেক্সে সাপোর্ট হলো কোন পেয়ারের প্রাইস নিচের দিকে একটা যায়গায় এসে বার বার বাঁধা প্রাপ্ত হয়, যেখান থেকে প্রাইস সাধারনত নিচের দিকে নামতে পারেনা। এটাকে একটি বিল্ডিং এর মেঝের সাথে তুলনা করা যেতে পারে। আবার রেসিস্টেন্স হলো প্রাইস উপরের দিকে একটা যায়গায় এসে বার বার বাঁধা প্রাপ্ত হয়, যেখান থেকে সাধারনত আর উপরের দিকে উঠতে পারে না। এটাকে একটি বিল্ডিং এর ছাদ এর সাথে তুলনা করা যেতে পারে। কোন পেয়ারের দাম যদি সাপোর্টে অবস্থান করে তাহলে বাই ট্রেড নেয়া যেতে পারে, আবার দাম যদি রেসিস্টেন্সে অবস্থান করে তাহলে সেল ট্রেড নেয়া যেতে পারে। এটা একটি ধারনা মাত্র। এটার উপর ভিত্তি করে সবসময় ট্রেড নেয়া যাবে ন। কেননা অনেক সময় সাপোর্ট-রেসিস্টেন্স ভেঙেও প্রাইস আপ এন্ড ডাউন হতে পারে। আর সাপোর্ট-রেসিস্টেন্স ভেঙে গেলে প্রাইস অনেক দুর মুভ করতে পারে। তাই একটি ট্রেড ওপেন করার আগে অবশ্যই তার পুর্ববর্তী সাপোর্ট-রেসিস্টেন্স দেখে ট্রেড ওপেন করা উচিত। এবং একই সাথে নিজের ট্রেডিং এনালাইসিসের উপর ভিত্তি করে ট্রেড নিতে হবে।

dipon012
2021-07-25, 06:00 AM
সাপোর্ট এবং রেসিসটেন্স নিয়ে অনেক আগে অনেক কথা বলছে কিন্তু সাপোর্ট এবং রেসিসটেন্স নতুনদের জন্য আবারো বলতে চাই একটি কথা সেটা হচ্ছে এটা হচ্ছে যেখান থেকে মাঠকে কাম ব্যাক করে অর্থাৎ মার্কেট ঊর্ধ্বগতিতে যায় এখান থেকে নিচের দিকে শুরু করে

dipon012
2021-07-25, 06:01 AM
সাপোর্টারদের কুকুরের ইম্পর্টেন্ট একটি বিষয় যে বিষয়গুলো না জানা থাকলে কিভাবে খুলবো ডিলেট করতে পারবেনা সাবেক প্রেসিডেন্ট হচ্ছে তা একেবারে প্রথম লেভেলের একটি ব্যাপারে সকলের সাপোর্ট করা উচিত সবার আগে আপনাকে সাপোর্ট এবং রেসিসটেন্স সম্পর্কে ভাল আইডিয়া থাকতে হবে অর্থাৎ মার্কেটের ভিতরে করতেছে সে ব্যাপারে আপনার ধারণা থাকা অত্যাবশ্যক

dipon012
2021-07-25, 06:02 AM
মার্কেট একটি ট্রেনের ভিতর চলে আসে ট্রেনটির উপরে থাকে সাপোর্ট এবং রেসিসটেন্স আপনাকে থেকে ট্রেড করতে হবে যদি সাপোর্ট পর্যন্ত প্রপের নির্জনতা সাপোর্ট এর ক্ষেত্রে যদি ট্রান্সলেট করার তাহলে সাপোর্ট পর্যন্ত রকেট নিতে পারবেন

dipon012
2021-07-25, 06:04 AM
এবার আমি বলি আমি কিভাবে ট্র্যাক করে আমি ট্রেড করে সর্বোচ্চ সাপোর্ট এর উপরে থাকলে , এবং রেজিস্টেন্স খুব কাছাকাছি থাকলে সেই মুহূর্তে আমি ভিভো একে সেল অর্ডার দিতে পারি

FRK75
2022-01-26, 02:04 PM
ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার প্রয়োজন আছে। অভিজ্ঞতা না থাকলে আপনি কখনোই এখানে উন্নতি করতে পারবেন না। তবে শুরুতেই আপনি অভিজ্ঞতা পাবেন না। এখানে ধৈর্য্য ধরে পড়ে থাকতে হবে, এখানে শ্রম দিতে হবে। তারপর দেখা যাবে ঠিকই আপনার অভিজ্ঞতা হয়ে গেছে। আর এখানে অভিজ্ঞতা থাকলে অনেক কিছু করা সম্ভব বলে আমি মনে করি।