PDA

View Full Version : ইলিয়ট ওয়েভ তত্ত্ব



nbfx
2016-11-13, 12:04 PM
ইলিয়ট তরঙ্গ হচ্ছে অল্প কিছু শিক্ষার মধ্যে একটি যা বলতে সক্ষম যে মার্কেট এখন কোথায় আছে, মার্কেট পরবর্তীতে কোথায় যেতে পারে এবং লেনদেনকারীদের জন্য কি সুযোগ রয়েছে।আমাদের ইলিয়ট তরঙ্গের সাথে পরিচয় করিয়েছেন রালফ নিলসন ইলিয়ট। ১৯৩০ সালে শেয়ার লেনদেনের মাধ্যমে।
তত্ত্বটির মূল একক ভিত্তি হচ্ছে লেনদেনকারীদের আচরণ যা মার্কেট আচরণের পূর্বনির্ধারিত ফলাফল ঘটতে দেয় না।
লেনদেনকারীদের আচরণ => মার্কেট আচরণ

RUBEL MIAH
2017-04-28, 07:09 PM
তত্ত্বটির মূল একক ভিত্তি হচ্ছে লেনদেনকারীদের আচরণ যা মার্কেট আচরণের পূর্বনির্ধারিত ফলাফল ঘটতে দেয় না । মার্কেট পরবর্তীতে কোথায় যেতে পারে এবং লেনদেনকারীদের জন্য কি সুযোগ রয়েছে । অতএব বেশী করে আমরা এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Md Masud
2017-05-24, 04:25 PM
মার্কেট পরবর্তীতে কোথায় যেতে পারে এবং লেনদেনকারীদের জন্য কি সুযোগ রয়েছে । বেশী করে আমরা এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অামরা ইলিয়ট অবশ্যই অামরা ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব । অামরা দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।

Mamun13
2017-06-01, 10:45 AM
ইলিয়ট ওয়েভ নিয়ে আরো বিস্তরিত কিছু লিখলে ভালো হতো৷সবাই শুনি ইলিয়ট ওয়েভ একটি ট্রেড করার জন্য ভালো পদ্ধতি৷কিন্তু এর সঠিক ব্যাবহার কেউই বলে না৷যে কারণে বিষয়টা আড়ালে অস্বচ্ছই থেকে যায়৷ইলিয়ট ওয়েভে -1-2-3-4-5/a-b-c ইত্যাদি কয়েকটা ধাপ থাকে৷দেখতে কিছুটা পিরামিডের মতোই৷এই 1 ধাপের জন্য ট্রেডারগণ অপেক্ষা করেন,দেখেন,বুঝেন এবং এনালাইসিস করতে থাকেন,2 ধাপে কিছু ট্রেডার ট্রেডে এন্ট্রী করেন,3 ধাপ শেষে তারা ওপেনিং ট্রেডগুলো ক্লোজ করে দেন৷4 ধাপে সর্বাধিক ট্রেডার ট্রেড করে থাকেন এবং 5 ধাপে তারা ওপেনিং সকল ট্রেড ক্লোজ করে দেন৷তারপর আবার কিছু ট্রেডার a ধাপ দেখে বুঝে b ধাপে ট্রেড করে সেগুলো c ধাপ শেষে ক্লোজ করে মার্কে্ট থেকে টোটাল প্রফিট নিয়ে বের হয়ে যান৷চিত্র সহ বুঝাতে পারলাম না বলে আন্তরিক দুঃখিত৷তবে মাঝে মধ্যে ইলিয়ট ওয়েভেও সঠিক ভাবে পাওয়া যায় না৷যখন এটিকে পরিষ্কার দেখা যাবে তখনই তার উপর ভর করে যথেষ্ট প্রফিট করা সম্ভব হয়৷