PDA

View Full Version : স্পট ফরেক্স মার্কেট কি? (Spot Forex Market)



Shimul77
2016-11-13, 03:25 PM
ফরেক্স মার্কেটে মূলত মুদ্রা বা কারেন্সির বেচাকেনা হয়। এক কারেন্সি দিয়ে আরেক কারেন্সি কেনা হয়। সম্ভবত এর সবচেয়ে সহজ উদাহরন হচ্ছে যখন আপনি কোন মানি এক্সচেঞ্জার থেকে এক কারেন্সি দিয়ে আরেক কারেন্সি কেনেন, যেমন ধরুন টাকা দিয়ে ডলার কেনেন। সেক্ষেত্রে, মানি এক্সচেঞ্জার টাকা নিয়ে সাথে সাথে আপনাকে ডলার দিয়ে দিবে। মানে, এক্ষেত্রে তাৎক্ষনিক ডেলিভারী হচ্ছে। যে মার্কেটে পন্য কেনাবেচার চুক্তিতে পন্যের তাৎক্ষনিক ডেলিভারী হয় বা চুক্তির খুব দ্রুত সময়ের মধ্যে পণ্যের ডেলিভারী হয়, তাকে স্পট মার্কেট বলে। ফরেক্স মার্কেটে কারেন্সি বেচাকেনার কোন চুক্তির পরে যদি তাৎক্ষণিক বা সর্বোচ্চ দুই দিনের মধ্যে কারেন্সির ডেলিভারী হয়, তবে তাকে স্পট ফরেক্স মার্কেট বলে।
মূলত, বিভিন্ন ব্যাংক নিজেদের মধ্যে অর্থ ধার দেওয়া বা নেওয়ার উদ্দেশ্য যে ইন্টারব্যাংক মার্কেট গড়ে তোলে, সেখান থেকেই স্পট ফরেক্সের উৎপত্তি। এক্ষেত্রে ব্যাংকগুলো বর্তমান মার্কেট রেটে কারেন্সি কেনাবেচা করে, যার ডেলিভারী দুই দিনের মধ্যেই সম্পন্ন হয়ে থাকে। সারা বিশ্বের ৪০ শতাংশেরও বেশি সমস্ত ফরেক্স ট্রেড, দুই দিনের মধ্যেই সম্পন্ন হয়ে থাকে। প্রায় সকল রিটেইল ফরেক্স ট্রেডার স্পট ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে।

01797733223
2017-11-19, 11:32 PM
স্পট ফরেক্স মার্কেট মূলত একটি অর্থনৈতিক বাজার যেখানে চলতি বাজার দরে মূদ্রার লেনদেন সম্পন্ন হয় । অনেকে একে মূদ্রা বাজার বলে ভুল করে । মূদ্রা বাজারের সাথে এর একটি বিশেষ পার্থক্য রয়েছে । মূদ্রা বাজারে আপনি ক্রয়-বিক্রয় এর মাধ্যমে , বাজারের তারল্য বজায় রাখতে সাহায্য করেন । কিন্তু ফরেক্স মার্কেট এ ধরনের কোনো বিনিময় হয় না । এখানে মূলত একটি মূদ্রার সাথে অন্য একটি মূদ্রার ক্রয়মূল্যের তারতম্য পরিমাপ করা হয় । এই তারতম্য পরিমাপের উপর ভিত্তি করেই বানিজ্য করা হয় ।

Mamun13
2018-07-01, 08:47 AM
স্পট ফরেক্স মার্কেট হচ্ছে যেখানে আমরা একটি কারেন্সির বিনিময়ে অন্য একটি কারেন্সি সরাসরি হাতে হাতে ক্রয় বিক্রয় করছি অর্থাৎ কোন money exchanger কাজ থেকে ইউরোর বিনিময়ে ডলার নিচ্ছি অথবা ডলারের বিনিময়ে পাউন্ড অথবা পাউন্ড এর বিনিময়ে জাপানি ইয়েন নিচ্ছি৷আর এটা আমরা হাতে হাতে সরাসরি করতে পারছি৷এখানে কিন্তু আমরা তেমন কোনোও প্রকার ব্যবসা করি না শুধুমাত্র একটি currency বিনিময় করে অন্য currency অদল-বদল করে থাকি মাত্র৷যেমন-আমার কাছে কিছু পাউন্ড রয়েছে এগুলোর বিনিময়ে আপনার কাছ থেকে কিছু ডলার সরাসরি আমার হাতে নিয়ে নিলাম-এখানে তেমন কোনো ব্যবসা নাই বললেই চলে৷আর ফরেক্স মার্কেটে ব্যবসা হচ্ছে সম্পূর্ণই ভিন্ন যেখানে আমরা মার্কেটে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে আয় রোজগার করে থাকি৷

rafiuqlislam
2018-07-01, 10:18 AM
স্পট ফরেক্স মার্কেট হচ্ছে বিভিন্ন দেশের ম্রুদ্রা/কারেন্সির ক্রয় বিক্রয়ের স্থান।এখানে মুলতঃ আমরা এক দেশের মুদ্রার বিনিময়ে আর এক দেশের মুদ্রা গ্রহন করে থাকি।আর এর মাধ্যমে আমরা ট্রেডাররা উপার্জন করে থাকি।যেমন আপনার কাছে কিছু ডলার রয়েছে আপনি ডলার গুলো একজনকে দিয়ে পাউন্ড গহন করলেন্।