PDA

View Full Version : কখন আপনার নিউজটি ট্রেড করা উচিত, এবং কখন নয



Shimul77
2016-11-13, 03:27 PM
প্রায়শই মার্কেটে বড় বড় হাই ইম্প্যাক্ট নিউজ থাকে। বেশিরভাগ ট্রেডারের অ্যাকাউন্ট শূন্য করার পেছনে এই নিউজগুলো দায়ী। স্বভাবতই আমরা লোভী ট্রেডার। তাই মার্কেট বেশি মুভ করবে, আর আমরা সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবো না, ব্যাপারটাকে আমাদের অনেকের কাছেই লজ্জাজনক মনে হয়। কিন্তু নিউজ ট্রেডিংগুলো কেমন জানি আজব ধরণের। কখনও দেখা যায় প্রত্যাশিত দিকে অনেক বেশি প্রাইস মুভ করে। আবার কখনও দেখা যায় ফলাফল প্রত্যাশিত হলেও প্রাইস চলে গেছে একদম বিপরীত দিকে। এসব ঝামেলায় পড়ে অনেকেই নিউজ ট্রেডিং ছেড়ে টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে নজর দেয়।আপনি যদি শর্ট টার্ম ট্রেডার হয়ে থাকেন তবে অবশ্যই নিউজের ব্যাপারে আপনার সতর্ক থাকা উচিত। কারণ এই নিউজগুলো আপনার ট্রেডে ব্যাঘাত ঘটাতে পারে। হাই ইম্প্যাক্ট নিউজগুলো অল্প সময়ে মার্কেটে বড় ধরণের প্রভাব সৃষ্টি করতে পারে। নিউজের দিকে খেয়াল রাখবেন বলেই যে আপনাকে নিউজ ট্রেডার হতে হবে তা নয়। কারণ হাই ইম্প্যাক্ট নিউজ থাকলে এবং আপনি সে বিষয়ে সচেতন না থাকলে আপনার ট্রেড ব্যাপক পরিমাণ লাভ বা লসে চলে যাওয়ার সুযোগ থাকে। কিন্তু এই লেখাটি তাদের জন্য না। যারা নিউজ ট্রেড করতে আগ্রহী, কিন্তু কখন নিউজ ট্রেড করতে হবে, এবং কখন করতে হবে না, সেসব বিষয় নিয়ে যারা চিন্তিত, এই লেখাটি তাদের জন্য।

RUBEL MIAH
2016-11-30, 05:02 PM
যখন নিউজ সর্ম্পকে ভালোভাবে ধারণা বেশী থাকে তাহলে নিউজ ট্রেড করা যায় কিন্তু তাও স্টপ লস ব্যবহার করে করতে হবে । যে ট্রেডার যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অার আমরা সব সময় এ্যানালাইসিস করে তারপর নিউজ ট্রেড করব ।যার এ্যানালাইসিস করবে না সে যেন নিউজ ট্রেড না করে ।

uzzal05
2017-06-22, 11:56 AM
নিউজ ট্রেড আমরা কখনোই শিউর ভাবে করতে পারব না। অনেক সময় যেটা আশা করে থাকি ফলাফল সেটা আসে না। আর মাঝে মার্কেট এ হাই ইম্প্যাক্ট নিউজ না থাক্লেও মার্কেট স্পাইক করে। আসলে নিউজ ট্রেড এ ট্রেড করলে রিস্ক অনেক বেশি থাকে।

Mamun13
2018-01-29, 08:17 PM
'ট্রেডারদের একাউন্ট প্রায়ই শুন্য হওয়ার জন্য এই নিউজ ট্রেডিং দায়ী'-কথাটি 100% ভূল৷নিউজ ট্রেডিং মূলত অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারদের জন্য প্রফিটেবল টাইম বা আর্নিং পিরিয়ড৷দক্ষ ট্রেডারগণ সর্বদা মার্কেটে লেগে থাকে না বরং তারা বড় বড় নিউজ আওয়ারের জন্য অপেক্ষায় থাকে৷ঐ হাই ইমপেক্ট নিউজ আওয়ারেই তারা তাদের প্রফিটগুলো তুলে নেন৷আর বেচারা নতুন ট্রেডার তার অনভিজ্ঞতার কারনে ভূল এন্ট্রী করে দিয়ে বসে থাকে৷ফলে দ্রূত তার ব্যালেন্সটি শুন্য হয়ে যায়৷

Grimm
2018-01-29, 10:21 PM
এটা ঠিক যে অনেক ট্রেডার নিস্ব হয়েছেন এই খবর প্রকাশিত হওয়ার সময়। মূলত যারা বেশি লাভ করার জন্য খবরের সময় বেশি লটে ট্রেড করেন তারাই সবচেয়ে বেশি ক্ষতি করে থাকেন। কারণ খবরের সময় ট্রেড করা এতটা সহজ নয়। এই সময়ে যদি আপনি ট্রেড করে মুনাফা করতে চান তাহলে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা বাড়াতে হবে। কারণ জ্ঞান আর অভিজ্ঞতা ছাড়া আপনি বুঝতে পারবেন না যে কোন খবর বাজার কোন দিকে নিয়ে যাবে।

riponinsta
2018-04-04, 12:24 PM
আপনি যদি ফরেক্স মার্কেট এ নিউজ ট্রেড করতে চান তাহলে আপনাকে ফরেক্স মার্কেট এর নিউজ বুঝতে হবে আপনি যখন নিউজ বুঝবেন তখন দেখবেন আপনি বুঝে জাবেন এই এই নিউজ এ মার্কেট ভাল মুভ করে সেই সেই নিউজ এ ট্রেড করলে আপনি ভাল লাভ করতে পারবেন এটা অনেকে বুঝতে চাই না তাই বড় বড় লস করে ফরেক্স মার্কেট এ

expkhaled
2018-04-04, 07:49 PM
আমি নিউজ থেকে দুরে থাকি। আমি মনে করি এখনও নিউজ বোঝার মত যোগ্যতা হয় নি। তবে যদি আপনি লং টাইমফ্রেমে ট্রেড করেন নিউজ আপনার পক্ষেই থাকবে। যেমন : ডি১ এ যদি আপনি ট্রেড করেন তাহলে সেখানে একদিনে যতগুলি নিউজ আসবে সব ইফেক্ট করবে একটি ক্যান্ডেস্টীক এর মধ্যে সুতরাং আপনার পক্ষেই থাকবে নিউজ অবশ্য ট্রেডিং এর ব্যপারে দীর্ঘ অভিজ্ঞতার প্রয়োজন আছে।

sofi
2018-04-14, 12:49 PM
এটা ঠিক যে অনেক ট্রেডার নিস্ব হয়েছেন এই খবর প্রকাশিত হওয়ার সময়। মূলত যারা বেশি লাভ করার জন্য খবরের সময় বেশি লটে ট্রেড করেন তারাই সবচেয়ে বেশি ক্ষতি করে থাকেন। কারণ খবরের সময় ট্রেড করা এতটা সহজ নয়। এই সময়ে যদি আপনি ট্রেড করে মুনাফা করতে চান তাহলে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা বাড়াতে হবে। কারণ জ্ঞান আর অভিজ্ঞতা ছাড়া আপনি বুঝতে পারবেন না যে কোন খবর বাজার কোন দিকে নিয়ে যাবে।

SkAbdullahaAlMamun464893
2023-02-18, 07:32 PM
মার্কেট এনালাইসিস অনেক ভাবে করেই এখানে ট্রেড করা যায়। তবে আমি নিউজ ট্রেড খুবই কম করি কেননা এতে অনেক ঝুঁকি থাকে। তবে আপনি যদি অনেক দক্ষ ও অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে যে কোন সময় যে কোন ট্রেড ওপেন করতে পারেন এতে কোন সমস্যা নাই। যেহেতু ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন চব্বিশ ঘণ্টাই খোলা থাকে সেহেতু এই সময়ের যেকোনো সময় যে কোন ধরনের ট্রেড ওপেন করতে পারেন। তবে এজন্য অবশ্যই দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। ধন্যবাদ

Mas26
2023-09-19, 06:42 PM
ট্রেডারদের একাউন্ট প্রায়ই শুন্য হওয়ার জন্য এই নিউজ ট্রেডিং দায়ী'-কথাটি 100% ভূল৷নিউজ ট্রেডিং মূলত অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারদের জন্য প্রফিটেবল টাইম বা আর্নিং পিরিয়ড৷দক্ষ ট্রেডারগণ সর্বদা মার্কেটে লেগে থাকে না বরং তারা বড় বড় নিউজ আওয়ারের জন্য অপেক্ষায় থাকে৷ঐ হাই ইমপেক্ট নিউজ আওয়ারেই তারা তাদের প্রফিটগুলো তুলে নেন৷আর বেচারা নতুন ট্রেডার তার অনভিজ্ঞতার কারনে ভূল এন্ট্রী করে দিয়ে বসে থাকে৷ফলে দ্রূত তার ব্যালেন্সটি শুন্য হয়ে যায়৷

Starship
2023-09-24, 08:57 PM
খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন আমাদের জানা উচিত নিউজ ট্রেড করার ক্ষেত্রে কখন ট্রেড করা উচিত এবং কখন ট্রেড করা থেকে বিরত থাকা উচিত। এই অজানা কারণে আমরা অনেকে রয়েছি যারা নিউজ ট্রেডের সময় ট্রেড করে লসের সম্মুখীন হতে হয়। নিউজ রিলিজ হওয়ার পর পরবর্তীতে নির্দিষ্ট ট্রেন্ডে মুভমেন্ট হওয়ার কনফার্ম হওয়ার পর নেওয়া উচিত। এছাড়া নিউইয়র্ক সেশনে শেষ মুহূর্তে ট্রেড না নেওয়ায় উত্তম।

Mas26
2023-09-25, 12:26 PM
নিউজ ট্রেড আমরা কখনোই শিউর ভাবে করতে পারব না। অনেক সময় যেটা আশা করে থাকি ফলাফল সেটা আসে না। আর মাঝে মার্কেট এ হাই ইম্প্যাক্ট নিউজ না থাক্লেও মার্কেট স্পাইক করে। আসলে নিউজ ট্রেড এ ট্রেড করলে রিস্ক অনেক বেশি থাকে।