PDA

View Full Version : ফরেক্স সোশ্যাল ট্রেডিং



nbfx
2016-11-13, 08:33 PM
ফরেক্স সোশ্যাল ট্রেডিং হলো একটি নতুন উদ্ভাবনী ও যুগান্তকারী উপায়। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ট্রেডারগণ একটি বড় প্লাটফ্রম এর মাধ্যমে মিলিত হয়ে একজন আরেকজনের স্কিলকে কাজে লাগিয়ে আলাপআলোচনার মাধ্যমে লাভজনক ট্রেড করতে পারে। বিনিময়ে লাভের কিছু অংশ স্কিল ট্রেডারকে দিতে হয়।এখানে যারা নতুন বা যারা ভাল ট্রেড করতে পারে না। তারা সোশ্যাল প্লাটফর্মের সাথে সংযুক্ত হয়ে দক্ষ ট্রেডারদের ট্রেড ফলো করে ধীরে ধীরে দক্ষ ট্রেডার হয়ে উঠে। কয়েকটি সোশ্যাল ট্রেডিং প্লাটফর্মের নাম :-
www.etoro.com, www.zulutrade.com, www.fxpro-supertrader.com অন্যতম ।

RUBEL MIAH
2017-04-28, 06:04 PM
সোশ্যাল প্লাটফর্মের সাথে সংযুক্ত হয়ে দক্ষ ট্রেডারদের ট্রেড ফলো করে ধীরে ধীরে দক্ষ ট্রেডার হয়ে উঠে । একটি বড় প্লাটফ্রম এর মাধ্যমে মিলিত হয়ে একজন আরেকজনের স্কিলকে কাজে লাগিয়ে আলাপ আলোচনার মাধ্যমে লাভজনক ট্রেড করতে পারে । অতএব আমরা বেশী বেশী এ্যানালাইসিস বেশী বেশী করে করব ।

Md Masud
2017-05-24, 04:03 PM
বিনিময়ে লাভের কিছু অংশ স্কিল ট্রেডারকে দিতে হয় । এখানে যারা নতুন বা যারা ভাল ট্রেড করতে পারে না । তারা সোশ্যাল প্লাটফর্মের সাথে সংযুক্ত হয়ে দক্ষ ট্রেডারদের ট্রেড ফলো করে ধীরে ধীরে দক্ষ ট্রেডার হয়ে উঠে । প্লাটফ্রম এর মাধ্যমে মিলিত হয়ে একজন আরেকজনের স্কিলকে কাজে লাগিয়ে আলাপ আলোচনার মাধ্যমে লাভজনক ট্রেড করতে পারে ।

md mehedi hasan
2021-06-21, 07:07 AM
ভাই ভালো একটি মাধ্যম দিয়েছেন।এর মাধ্যমে আমরা বিশ্বের সেরা সেরা ট্রেডারের সাথে ট্রেড করার সুযোগ পাই।এতে করে আস্তে আস্তে আমাদের ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পাবে।আর যদি আমরা কয়েকজন ট্রেডার মিলে একটি গ্রূপ করে ট্রেড করি তাহলে আমরা অরোও অনেক কিছু শিখতে পারবো।কিন্তু আমাদের এই সুযোগ অনেক কম।

habibi
2021-07-04, 03:19 PM
সোশ্যাল ট্রেডিং হল ছোট ছোট ট্রেডার এবং বিনিয়োগকারীদের শুরু করার একটি নতুন পথ। এখানে একশত অভিজ্ঞ ট্রেডার তাদের অভিজ্ঞতা শেয়ার করে কোন সম্মিলিত ভাবে একটি বা একাধিক ট্রেড নিয়ে থাকে। সোশ্যাল ট্রেডিং নেটওয়ার্ক বিশ্বব্যাপী ট্রেডারদের এক সাথে সংযুক্ত করে, মার্কেটে কী ঘটছে - সেই সাথে তারা কী ট্রেড করছে - রিয়েল-টাইমে তাদের পরিজ্ঞান এক অন্যের সাথে শেয়ার করতে সক্ষম করে।


সোশ্যাল ট্রেডিং এর সুস্পষ্ট সুবিধাগুলি - ট্রেডাররা অন্যান্য শত শত ট্রেডারদের ট্রেড হিস্ট্রির মূল্যায়ন করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে ট্রেডারদের ট্রেডিং স্ট্রেটেজি তাদের ট্রেডিং প্ল্যাটফর্মে কপি করতে পারে যাতে তারা মার্কেটে সাথে যুক্ত না হয়ে ধারাবাহিকভাবে 'ট্রেড' করতে সক্ষম হয়। সোশ্যাল ট্রেডিং এর মাধ্যমে ট্রেডাররা একে অপরের সাথে কথোপকথন এবং যোগাযোগ করতে সহযোগিতা করে এবং যাদের সামান্য ট্রেডিং ধারনা আছে এবং যারা অন্যান্য ট্রেডারদের সহায়তায় আরও শিখতে চান তাদের জন্য এটি আদর্শ প্ল্যাটফর্ম।

যাইহোক, আপনি যদি নিজেই ভাল ট্রেডার হয়ে থাকেন তবে এই সোশ্যাল নেটওয়ার্কগুলি আপনাকে আপনার ট্রেডিং অন্যদিকে কপি করতে দিয়ে আপনি অতিরিক্ত আয় করতে পারবেন। আপনার পারফরম্যান্স যত ভাল হবে, তত বেশি বিনিয়োগকারী আপনার ট্রেড কপি করবে এবং আরও কমিশন আপনি উপার্জন করতে পারবেন।

ZuluTrade, eToro , FXTM, Trade360 এগুলো হল সোশ্যাল ট্রেডিং প্ল্যাটফর্ম। তবে আমি নিজে ZuluTrade ব্যবহার করি এটি ইন্সটাফরেক্স ব্রোকার সাপোর্ট করে।

14808