Log in

View Full Version : ট্রেড করুন শকিাররি মত, শকিাররে মত নয়



nbfx
2016-11-13, 08:57 PM
আপনি কি কখনো এটা অনুভব করেছেন যে আপনি ফরেক্স মার্কেট এর কোন অদৃশ্য শক্তি দ্বারা শিকার হচ্ছেন ? সত্যিটা হল, যখনি আমরা ট্রেড করতে মার্কেট এ ঢুকি, সবাই শিকার হিসাবেই ঢুকি!! যখনি আপনি মার্কেট এ ঢুকেন, আপনি একদল শিকারিদের মাঝখানে ঢুকেন যারা আপনার কাছ থেকে টাকা শিকার করতে বসে আছে ! এদেরকে বলা যাক প্রোফেসনাল।মার্কেট এ শিকারি হওয়া খুব একটা কঠিন ব্যাপার না, কঠিন ব্যাপার হল দীর্ঘ সময় ধরে শিকারি থাকাটা। একজন শিকারি বা একজন প্রফেসানাল ট্রেডার, অনেক আগেই শিখে যায় যে, ট্রেডিং এ জেতার উপায় হল, সে যখন প্রথম শুরু করেছিল এবং লস করছিল, ঠিক তার উলটোটা করা, এবং তার উপর, সেইসব ট্রেডার দের কাছ থেকে টাকা শিকার করা যারা কিনা তথ্য বিহীন, নতুন ও দিশা হীন, ঠিক একসময় সে যেমনটি ছিল। দেখুন কিভাবে বিপরীত মনভাব ধারিরা চিন্তা করেন, যে তারা যদি পরিসংখ্যান গত দিক থেকে ক্রমাগত হারতে থাকেন, তাহলে আপনি কিভাবে তাদের কাছ থেকে টাকা শিকার করবেন ? উত্তর হল ক্রমাগত ভাবে তাদের বিপরীত আচরণ করে !!

shimul77ss
2016-11-14, 09:45 PM
য়াপনি ঠিক কথা বছেন যে আমরা ফরেক্স মার্কেটে শিকার করতে ঢুকি।কিন্তু বেশির ভাগ সময়ে ফরেক্স মার্কেট আমাদেরই শিকার করে ফেলে।একজন প্রফেশনাল ফরেক্স মার্কেটে ঢুকে একদল শিকারের সাথেই কিন্তু ফরেক্স মার্কেটে সেই সব শিকারীই শিকার করতে পারে যারা ধৈর্য সহকারে বসে থাকে আর তারাই শিকারি হয় যাদের ধৈর্য কম।

RUBEL MIAH
2016-12-12, 10:17 PM
আমরা লোভের কারণে নিজেদের এ্যাকাউন্টকে নিজেরাই শেষ করে দিচ্ছি । আমরা য়দি আমাদের লোভকে ছেড়ে দেই তাহলেই আমরা লাভবান হতে পারি । অতএব আমরা সব সময় ফরেক্স মার্কেটে দক্ষতার সহিত বসব যাতে আমাদের তারা পরাজয় করতে না পারে । আর আমরা যখনই লোভ করব তখনই তাদের হাতের জিম্মি হয়ে যাব এবং তার সাথে সাথে আমাদের এ্যাকাউন্ট চলে যাবে ।

Mamun13
2017-11-20, 07:43 PM
মার্কেটে আমরা কেউই অন্যের শিকার হতে চাইনা তাই কেন আমরা লস করি ? কেন আমাদের ব্যালেন্স জিরো হয়ে যায় ? এসব কারন খুঁজে বের করলে দেখবেন সমস্যা হলো-আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার অভাব,দক্ষতার অভাব৷আমরা ট্রেডিং কৌশলগুলো সঠিক ভাবে শিখি নাই ও মেনে চলি না...ইত্যাদি৷তাই আমরা নতুন ট্রেডারগণ প্রতিনিয়ত শিকার হচ্ছি৷