PDA

View Full Version : সফল ট্রেডারদের ৬ টি বৈশিষ্ট্য



Shimul77
2016-11-14, 06:22 PM
১। তারা একটি ট্রেডের উপর ভিত্তি করে কোন প্রতিক্রিয়া দেখায় না।
২। তারা যথেষ্ঠ আত্মবিশ্বাসী (কনফিডেন্ট), কিন্তু অযৌক্তিক নয়।
৩। “কিছুদিন যাবত কিছুই হচ্ছে না” সফল ট্রেডাররা এটাকে কিছুই মনে করে না।
৪। তারা ট্রেডিং ভালবাসে কিন্তু এডিকটেড নয়।
৫। তারা ক্রমাগত ট্রেডিং সম্পর্কে শিখতে থাকে এবং নিজের সম্পর্কে জানতে থাকে।
৬। তারা কখনো ইমোশনে পড়ে না।

ONLINE IT
2016-11-14, 06:42 PM
খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এ কথা গুলো আরো অনেকেই বলেছে। সবাই একই কথা বলে থাকি আমরা। আসলে আমরা সবাই সফল ট্রেডারদের বৈশিষ্ট্য জানি কিন্তু আমরা সেই কথা গুলো কয়জনে মানি। আমরা যদি এ কথাগুলো নিজেরা মানতাম তাহলে হয়ত আমাদের অনেক বড় লাভ না হলেও লসের পরিমান অনেকটা কমে যেত। তাই আমরা বলার চেয়ে মানার চেষ্টা বেশি করি।

RUBEL MIAH
2016-11-14, 08:21 PM
সফল ট্রেডারের অবশ্যই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকা দরকার । আমরা সকলেই এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার চেষ্টা করব তাহলেইআমরা লাভবান হতে পারব । নিম্নে তা থেকে ৬ টি বৈশিষ্ট্য দেওয়া হল :
(১) ধৈর্য্য ।
(২) অভিজ্ঞতা ।
(৩) মার্কেট এ্যানালাইসিস করা ।
(৪) লোভ সামলাতে হবে ।
(৫) নিউজ ট্রেড করা ।
(৬) লিভারেজ কম দিতে হবে ।

Competitor
2017-06-24, 05:27 AM
সফল ট্রেডারের বৈশিষ্ট্য হলো এরা অনেক বেশি পরিমাণে এখানে নিজেদেরকে উজাড় করে দেয় । খুব ভালোভাবে তারা এখানে দক্ষতা অর্জণ করে নিজের যোগ্যতাকে শাণিত করতে পারে । ফরেক্সে এমন একটা ব্যবসা যেখানে আমরা ভালো কিছু করতে পারি । ফরেক্সে তারাই খুব বেশি পরিমাণে ভালো করতে পারে যারা কিনা ফরেক্সে সফল ট্রেডারদের গুণাবিলি সম্পর্কে বেশ আলোচনা করে ।

01797733223
2018-01-02, 06:40 PM
এখানে সফল ট্রেডারদের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যেমন একজন সফল ট্রেডার তার মধ্যে যেসব গুণাবলী থাকা দরকার সেগুলো হল তাকে অবশ্যই অনেক সাহসী মনের মানুষ হতে হবে। তার মধ্যে ধৈর্যশীলতা বিরাজমান থাকবে, সে সবসময় তার দক্ষতা অনুযায়ী ট্রেড করার চেষ্টা করবে, তার অভিজ্ঞতাও থাকবে মার্কেটের উপর প্রচুর, সে তার ইমোশোনকে কখনও প্রশ্রয় দিবে না, লোভকে নিয়ন্ত্রন করে সঠিক পজিশনে ট্রেড নেওয়ার যোগ্যতা ও প্রপার জ্ঞান যার মধ্যে থাকবে এগুলোই হল এখানে সফল ট্রেডারদের বৈশিষ্ট্য।

Mahidul84
2018-01-03, 07:11 PM
ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে গেলে কিছু না কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। আর আমরা সকলেই সঠিকভাবে দক্ষ ও অভিজ্ঞ জ্ঞান অর্জনের চেষ্টায় থাকবো। নিম্নে সফল ট্রেডারের কিছু বৈশিষ্ট্য উল্লেখ্য করা হল:
১। ধৈর্য্য এবং লোভকে নিয়ন্ত্রণ করার মত ক্ষমতা অর্জন করতে হবে।
২। মার্কেটে ট্রেন্ডের সাথে ট্রেড করার মত ক্ষমতা অর্জন করতে হবে।
৩। সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট করতে হবে।
৪। সঠিকভাবে নিউজ পড়ার মতো জ্ঞান অর্জন করতে হবে।
৫। টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এবং
৬। লিভারেজ কম নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করার মত অভিজ্ঞ হতে হবে।
আর উক্ত দক্ষতা দ্বারা আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হতে পারবেন।

Mamun13
2018-05-23, 08:53 AM
এসব বৈশিষ্ট্যের বাইরে আরও কিছু বৈশিষ্ট্য যোগ করা উচিত বলে আমি মনে করি৷যেমন-১#সফল ট্রেডারগন প্রতিরাতেই নিশ্চিন্তে পর্যাপ্ত ঘুমাতে পারে৷২#তারা সর্বদাই হাসিখুশি প্রাণবন্ত থাকে৷৩#তারা সকলের সাথেই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণ করে৷৪#তারা যে কোনোও সময় যত্রতত্র ট্রেড করেনা৷৫#টেকনিক্যাল এনালাইসিস,ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস তারা অত্যন্ত নিখুঁতভাবে করতে পারে৷৬#তাদের প্রত্যেকটি ট্রেড কমবেশি profit অর্জন করতে পারে৷৭#তারা খুব ঘনঘন ট্রেড করে না বরং তারা খুব অল্প অল্প ট্রেড করে৷৮#অবশ্যই তারা হায়ার টাইমফ্রেম অনুসারে ট্রেড করে থাকে৷৯#তারা অত্যন্ত ডিসিপ্লিনড মাইনডেড৷১০#তারা জানে সফল হতে হলে কি পরিমান কষ্ট করতে হয়,ত্যাগ করতে হয়,ধৈর্য ধরতে হয়৷#তারা অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ প্রকৃতির হয়ে থাকে৷১১#তারা তাদের ভূলগুলো থেকেই শিক্ষা গ্রহণ করে থাকে৷ ১২#তাদের ট্রেডে লস হোক বা প্রফিট হোক তাতে তাদের কিছু যায়-আসে না৷১৩#তারা সবসময়ই সফলতায় বিশ্বাসী থাকে৷

expkhaled
2018-05-23, 12:48 PM
সফল ট্রেডারদের শুধু মাত্র ট্রেডিং এর সাথে সংযুক্ত থাকে এরকম কাজই করেন না আরও অন্যান্য কাজও করেন যাতে তাদের মন ভাল থাকে। যেমন : সৌখিন কাজ করা, ঘুরতে যাওয়া সুন্দর কোন পরিবেশে, প্রকৃতির সাথে থাকা, ব্যয়াম করা ইত্যাদি। আসলে ট্রেডিং করার সাথে অন্যান্য আরও অনেক কিছু করতে হয় যা কিনা ট্রেডিং এর কোন সম্পর্ক নেই যাতে মন ভাল থাকে। কারণ মন যদি ভাল না থাকে তাহলে মার্কেট মনোযোগ রাখা কঠিন। তাই শুধু মাত্র ট্রেড করলেই হবে না সাথে আমাদের অন্যান্য কিছু কাজ করতে হবে যা কিনা ট্রেডিং এর বাইরে।

uzzal05
2018-05-23, 07:58 PM
বিভিন্ন ট্রেডাগন তাদের বিভিন্ন কৌশল অবলম্বন করে ট্রেড করে। প্রফেশনাল ট্রেডারদের অনেক নিয়ম কানুন থাকে। তারা এক সাথে অনেকগুলো ট্রেড ওপেন করে না। তারা স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে। তারা ব্রেক ইভেন ইত্যাদি ও ব্যবহার করে থাকে।

uzzal05
2018-05-28, 06:08 AM
āϝāĻžāϰāĻž āĻĢāϰ⧇āĻ•ā§āϏ āĻ āϞāϏ āĻ•āϰ⧇āύ āϤāĻžāĻĻ⧇āϰ āϏāĻ•āϞ⧇āϰ āωāϚāĻŋāϤ āϏāĻĢāϞ āĻŸā§āϰ⧇āĻĄāĻžāϰāĻĻ⧇āϰ āĻ…āύāϏāϰāύ āĻ•āϰāĻžāĨ¤ āĻ•āĻžāϰāύ āϤāĻžāĻĻ⧇āϰ āĻ…āύ⧁āϏāϰāύ āĻ•āϰāϞ⧇āχ āφāĻŽāϰāĻž āϝāĻžāϰāĻž āϞāϏ āĻ•āϰāĻ›āĻŋ āϏ⧇āχ āϞāϏ⧇āϰ āĻ•āĻžāϰāύāϗ⧁āϞ⧋ āϖ⧁āĻœā§‡ āĻĒ⧇āϤ⧇ āĻĒāĻžāϰāĻŦāĨ¤ āϞāϏ āĻĨ⧇āϕ⧇ āĻŦ⧇āϰ āύāĻž āĻšāϤ⧇ āĻĒāĻžāϰāϞ⧇ āφāĻŽāϰāĻž āĻ•āĻ–āύ⧋āχ āϞāĻžāĻ­ āĻ•āϰāϤ⧇ āĻĒāĻžāϰāĻŦ āύāĻžāĨ¤

shohedullaearn
2023-07-27, 04:15 PM
āĻāĻ•āϟāĻŋ āϏāĻĢāϞ āĻŸā§āϰ⧇āĻĄāĻžāϰ āĻāϰ āϝ⧇ āϝ⧇ āĻŦ⧈āĻļāĻŋāĻˇā§āĻŸā§āϝ āĻĨāĻžāĻ•āĻžāϰ āĻĒā§āϰāϝāĻŧā§‹āϜāύ āϏāĻŦāϗ⧁āϞ⧋ āĻĒāϝāĻŧ⧇āĻ¨ā§āϟ āφāωāϟ āĻ•āϰ⧇āϛ⧇ āĻ­āĻžāχāĨ¤ āφāĻŽāĻžāĻĻ⧇āϰ āϏāĻ•āϞ⧇āϰ āωāϚāĻŋāϤ āĻŦ⧈āĻļāĻŋāĻˇā§āĻŸā§āϝ āϗ⧁āϞ⧋ āφāĻŽāĻžāĻĻ⧇āϰ āύāĻŋāĻœā§‡āĻĻ⧇āϰ āĻŽāĻ§ā§āϝ⧇ āĻĄā§‡āϭ⧇āϞāĻĒ āĻ•āϰāĻž āϝāĻžāϤ⧇ āφāĻŽāϰāĻž āĻĒāϰāĻŦāĻ°ā§āϤ⧀āϤ⧇ āĻāĻ•āϟāĻž āϏāĻĢāϞ āĻŸā§āϰ⧇āĻĄāĻžāϰ āĻšāϤ⧇ āĻĒāĻžāϰāĻŋāĨ¤

FRK75
2024-01-06, 05:53 PM
āĻŸā§āϰ⧇āĻĄāĻžāϰ⧇āϰ āĻ…āĻŦāĻļā§āϝāχ āĻ•āĻŋāϛ⧁ āύāĻž āĻ•āĻŋāϛ⧁ āĻŦ⧈āĻļāĻŋāĻˇā§āĻŸā§āϝ āĻĨāĻžāĻ•āĻž āĻĻāϰāĻ•āĻžāϰ āĨ¤ āφāĻŽāϰāĻž āϏāĻ•āϞ⧇āχ āĻāχ āĻŦ⧈āĻļāĻŋāĻˇā§āĻŸā§āϝāϗ⧁āϞ⧋ āĻ…āĻ°ā§āϜāύ āĻ•āϰāĻžāϰ āĻšā§‡āĻˇā§āϟāĻž āĻ•āϰāĻŦ āϤāĻžāĻšāϞ⧇āχāφāĻŽāϰāĻž āϞāĻžāĻ­āĻŦāĻžāύ āĻšāϤ⧇ āĻĒāĻžāϰāĻŦ āĨ¤ āύāĻŋāĻŽā§āύ⧇ āϤāĻž āĻĨ⧇āϕ⧇ ā§Ŧ āϟāĻŋ āĻŦ⧈āĻļāĻŋāĻˇā§āĻŸā§āϝ āĻĻ⧇āĻ“ā§ŸāĻž āĻšāϞ :
(ā§§) āϧ⧈āĻ°ā§āĻ¯ā§āϝ āĨ¤
(⧍) āĻ…āĻ­āĻŋāĻœā§āĻžāϤāĻž āĨ¤
(ā§Š) āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āϟ āĻā§āϝāĻžāύāĻžāϞāĻžāχāϏāĻŋāϏ āĻ•āϰāĻž āĨ¤
(ā§Ē) āϞ⧋āĻ­ āϏāĻžāĻŽāϞāĻžāϤ⧇ āĻšāĻŦ⧇ āĨ¤
(ā§Ģ) āύāĻŋāωāϜ āĻŸā§āϰ⧇āĻĄ āĻ•āϰāĻž āĨ¤
(ā§Ŧ) āϞāĻŋāĻ­āĻžāϰ⧇āϜ āĻ•āĻŽ āĻĻāĻŋāϤ⧇ āĻšāĻŦ⧇ āĨ¤
āĻĒā§āϰāĻĢ⧇āĻļāύāĻžāϞ āĻŸā§āϰ⧇āĻĄāĻžāϰāĻĻ⧇āϰ āĻ…āύ⧇āĻ• āύāĻŋ⧟āĻŽ āĻ•āĻžāύ⧁āύ āĻĨāĻžāϕ⧇āĨ¤ āϤāĻžāϰāĻž āĻāĻ• āϏāĻžāĻĨ⧇ āĻ…āύ⧇āĻ•āϗ⧁āϞ⧋ āĻŸā§āϰ⧇āĻĄ āĻ“āĻĒ⧇āύ āĻ•āϰ⧇ āύāĻžāĨ¤ āϤāĻžāϰāĻž āĻ¸ā§āϟāĻĒ āϞāϏ āĻāĻŦāĻ‚ āĻŸā§‡āĻ• āĻĒā§āϰāĻĢāĻŋāϟ āĻŦā§āϝāĻŦāĻšāĻžāϰ āĻ•āϰ⧇āĨ¤ āϤāĻžāϰāĻž āĻŦā§āϰ⧇āĻ• āχāϭ⧇āύ āχāĻ¤ā§āϝāĻžāĻĻāĻŋ āĻ“ āĻŦā§āϝāĻŦāĻšāĻžāϰ āĻ•āϰ⧇ āĻĨāĻžāϕ⧇āĨ¤

Mas26
2024-01-07, 01:07 PM
āĻāĻ–āĻžāύ⧇ āϏāĻĢāϞ āĻŸā§āϰ⧇āĻĄāĻžāϰāĻĻ⧇āϰ āĻ…āύ⧇āĻ•āϗ⧁āϞ⧋ āĻŦ⧈āĻļāĻŋāĻˇā§āĻŸā§āϝ āĻ°ā§Ÿā§‡āϛ⧇ āϝ⧇āĻŽāύ āĻāĻ•āϜāύ āϏāĻĢāϞ āĻŸā§āϰ⧇āĻĄāĻžāϰ āϤāĻžāϰ āĻŽāĻ§ā§āϝ⧇ āϝ⧇āϏāĻŦ āϗ⧁āĻŖāĻžāĻŦāϞ⧀ āĻĨāĻžāĻ•āĻž āĻĻāϰāĻ•āĻžāϰ āϏ⧇āϗ⧁āϞ⧋ āĻšāϞ āϤāĻžāϕ⧇ āĻ…āĻŦāĻļā§āϝāχ āĻ…āύ⧇āĻ• āϏāĻžāĻšāϏ⧀ āĻŽāύ⧇āϰ āĻŽāĻžāύ⧁āώ āĻšāϤ⧇ āĻšāĻŦ⧇āĨ¤ āϤāĻžāϰ āĻŽāĻ§ā§āϝ⧇ āϧ⧈āĻ°ā§āϝāĻļā§€āϞāϤāĻž āĻŦāĻŋāϰāĻžāϜāĻŽāĻžāύ āĻĨāĻžāĻ•āĻŦ⧇, āϏ⧇ āϏāĻŦāϏāĻŽā§Ÿ āϤāĻžāϰ āĻĻāĻ•ā§āώāϤāĻž āĻ…āύ⧁āϝāĻžā§Ÿā§€ āĻŸā§āϰ⧇āĻĄ āĻ•āϰāĻžāϰ āĻšā§‡āĻˇā§āϟāĻž āĻ•āϰāĻŦ⧇, āϤāĻžāϰ āĻ…āĻ­āĻŋāĻœā§āĻžāϤāĻžāĻ“ āĻĨāĻžāĻ•āĻŦ⧇ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āĻŸā§‡āϰ āωāĻĒāϰ āĻĒā§āϰāϚ⧁āϰ, āϏ⧇ āϤāĻžāϰ āχāĻŽā§‹āĻļā§‹āύāϕ⧇ āĻ•āĻ–āύāĻ“ āĻĒā§āϰāĻļā§āϰ⧟ āĻĻāĻŋāĻŦ⧇ āύāĻž, āϞ⧋āĻ­āϕ⧇ āύāĻŋ⧟āĻ¨ā§āĻ¤ā§āϰāύ āĻ•āϰ⧇ āϏāĻ āĻŋāĻ• āĻĒāϜāĻŋāĻļāύ⧇ āĻŸā§āϰ⧇āĻĄ āύ⧇āĻ“ā§ŸāĻžāϰ āϝ⧋āĻ—ā§āϝāϤāĻž āĻ“ āĻĒā§āϰāĻĒāĻžāϰ āĻœā§āĻžāĻžāύ āϝāĻžāϰ āĻŽāĻ§ā§āϝ⧇ āĻĨāĻžāĻ•āĻŦ⧇ āĻāϗ⧁āϞ⧋āχ āĻšāϞ āĻāĻ–āĻžāύ⧇ āϏāĻĢāϞ āĻŸā§āϰ⧇āĻĄāĻžāϰāĻĻ⧇āϰ āĻŦ⧈āĻļāĻŋāĻˇā§āĻŸā§āϝāĨ¤