PDA

View Full Version : ক্রস কারেন্সি পেয়ার কি?



Biplob72
2016-11-16, 11:24 AM
ফরেক্সে মেজর কারেন্সি পেয়ারগুলো হচ্ছে ডলার বেইজড। যেমনঃ eur/usd, gbp/usd, usd/jpy, aud/usd ইত্যাদি। লক্ষ্য করুন, এগুলোর প্রত্যেকটিতেই কিন্তু দুটো কারেন্সির একটি হচ্ছে ডলার (usd)। যখন একটি কারেন্সি পেয়ারের দুটো কারেন্সির কোনটিই ডলার নয়, তখন তাকে বলা হয় ক্রস কারেন্সি পেয়ার বা কারেন্সি ক্রস পেয়ার। অনেকে, আদর করে শুধু ক্রস নামেও ডাকে। কয়েকটি জনপ্রিয় ক্রস কারেন্সি পেয়ারঃ eur/jpy, gbp/jpy, eur/gbp ইত্যাদি।

nbfx
2016-11-16, 07:07 PM
ক্রস পেয়ার হচ্ছে যে পেয়ারগুলো usd ‘র সাথে যুক্ত নেই। যেমনঃ
audcad,audchf,audnzd,audjpy,cadjpy,chfjpy,eurjpy,e urcad,eurgbp,eurchf,eurnzd,gbpcad,gbpjpy,nzdjpy,gb pnzd.

Mamun13
2017-10-26, 08:09 PM
ক্রস কারেন্সী পেয়ার হচ্ছে যেসকল কারেন্সী পেয়ার usd বিহীন পেয়ার,যেমন-eur/jpy,gbp/jpy,aud/jpy,gbp/nzd,eur/aud...ইত্যাদি পেয়ার৷এই সব ক্রস কারেন্সী পেয়ারে নতুন ট্রেডারগণ ভালো প্রফিট করতে পারেনা এবং এগুলোতে ট্রেড করা তুলনামূলক অনেকটা রিস্কী৷তাই নতুন সবাইকেই এসব ক্রস কারেন্সীতে ট্রেড না করার জন্য পরামর্শ দেই৷