PDA

View Full Version : ক্রস কারেন্সি পেয়ারের সুবিধা কি?



Biplob72
2016-11-16, 11:29 AM
প্রথমত, আপনি এখন অনেক বেশি কারেন্সি পেয়ার ট্রেড করতে পারছেন। সাতটা ডলার বেইজড পেয়ারের ক্রস কারেন্সি পেয়ার হতে পারে ২১ টি, মানে মোট ২৮ টি। ডলার বেইজড পেয়ার যত বাড়বে, ক্রস কারেন্সি পেয়ারও তত বাড়বে।
দ্বিতীয়ত, কোন কারেন্সিটি বেশি শক্তিশালী তা বের করা। ধরুন, eur/usd এবং gbp/usd, দুটি পেয়ারই বাই সিগন্যাল দেখাচ্ছে। তার মানে, দুটোই বাড়বে। কিন্তু, কোন পেয়ারটি বেশি বাড়তে পারে? তার একটা ধারনা পাওয়া যায় যদি আপনি eur/gbp পেয়ারটির দিকে তাকান। যদি eur/gbp আগের থেকে শক্তিশালী হয় বা বৃদ্ধি পায়, তার মানে, eur, gbp বা পাউন্ড থেকে শক্তিশালী এই মুহূর্তে। তাই, eur/usd , gbp/usd থেকে বেশি বাড়তে পারে।
তৃতীয়ত, ধরুন, আপনি মনে করছেন আজকে ইউরো দুর্বল হবে কেননা ইউরো জোন থেকে একের পর এক দুঃসংবাদ আসছে। অপরদিকে, যুক্তরাজ্য সুদের হার মাত্র বৃদ্ধি করল, মানে নিঃসন্দেহেই শক্তিশালী হবে পাউন্ড। সেক্ষেত্রে, eur/usd অথবা gbp/usd ট্রেড করা থেকে কিন্তু সরাসরি eur/gbp সেল দেয়াই ভালো। কারন, ডলার শক্তিশালী নাকি দুর্বল হবে, তা আপনি জানেন না। এক্ষেত্রে, eur/gbp ট্রেড করলে, ডলারের মুল্য পরিবর্তন আপনার ট্রেডকে তেমন একটা প্রভাবিত করবে না।

Mamun13
2017-11-14, 05:49 PM
ক্রস কারেন্সী পেয়ারগুলো প্রচুর মুভমেন্ট করে থাকে যেমন-eur/jpy,gbp/jpy,gbp/nzd...ইত্যাদি প্রতিদিনই ১০০ পিপস থেকে ১৫০ পিপস বা মাঝে মাঝে তারও বেশি মুভ করে থাকে৷এই ক্রস কারেন্সীগুলোতে বেশি মুভমেন্টের কারনে দক্ষ ট্রেডারগণ পর্যাপ্ত প্রফিট করে থাকেন৷

riponinsta
2017-11-15, 10:14 AM
ফরেক্স মার্কেট এ ক্রস কারেন্সী পেয়ারগুলো অনেক মুভ করে তাই এই খন থেকে লাভ করার যাই তবে একটা বড় আসুবিধা হল ক্রস কারেন্সী পেয়ারগুলো খুব তারা তারি মার্কেট এ পরিবর্তন হয় তাই অনেক বুঝে ট্রেড করতে হয় তবে আমার দেখা অনেক ট্রেডার আছে যারা ক্রস কারেন্সী পেয়ারগুলোতে ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক ডলার লাভ করছে

Mahidul84
2017-11-15, 05:54 PM
ফরেক্স মার্কেটে ক্রস কারেন্সি পেয়ারগুলো খুব মুভমেন্ট করে থাকে যেমন eurusd, usdjpy, gbpusd, nzdusd, audusd ইত্যাদি। আর উক্ত কারেন্সি পেয়ারগুলো প্রতিদিন প্রায় ১০০ থেকে ২৫০ পিপস পর্যন্ত মুভমেন্ট করে থাকে আবার এর চেয়ে বেশিও মুভমেন্ট করে থাকে মাঝে মাঝে। আবার এই কারেন্সিগুলো বেশি মুভমেন্ট করে বলে বেশিরভাগ দক্ষ ট্রেডাররা উক্ত পেয়ারগুলোতে ট্রেড করে ভাল প্রফিট অর্জন করের থাকে।

md mehedi hasan
2020-12-20, 05:33 PM
ফরেক্স মার্কেটে দুই ধরনের কারেন্সি পিয়ার আছে।একটা হলো মেজর কারেন্সি যা ইউএসডি এর সাথে যুক্ত।আর একটি ক্রোস কারেন্সি পিয়ার।মেজর পিয়ার এ ট্রেড করতে যতটা সুবিধা পাওয়া যায়।ক্রস কারেন্সি পিয়ার এ ট্রেড করে ততোটা সুবিধা পাওয়া যাবে না।ক্রস কারেন্সি পিয়ার এ একটি ট্রেড ওপেন করলে স্প্রেড বেশি কাটে এবং এর আচারন তেমন সুবিধার না।

KF84
2020-12-23, 10:21 PM
প্রথমত, আপনি এখন অনেক বেশি কারেন্সি পেয়ার ট্রেড করতে পারছেন। সাতটা ডলার বেইজড পেয়ারের ক্রস কারেন্সি পেয়ার হতে পারে ২১ টি, মানে মোট ২৮ টি। ডলার বেইজড পেয়ার যত বাড়বে, ক্রস কারেন্সি পেয়ারও তত বাড়বে।
দ্বিতীয়ত, কোন কারেন্সিটি বেশি শক্তিশালী তা বের করা। ধরুন, eur/usd এবং gbp/usd, দুটি পেয়ারই বাই সিগন্যাল দেখাচ্ছে। তার মানে, দুটোই বাড়বে। কিন্তু, কোন পেয়ারটি বেশি বাড়তে পারে? তার একটা ধারনা পাওয়া যায় যদি আপনি eur/gbp পেয়ারটির দিকে তাকান। যদি eur/gbp আগের থেকে শক্তিশালী হয় বা বৃদ্ধি পায়, তার মানে, eur, gbp বা পাউন্ড থেকে শক্তিশালী এই মুহূর্তে। তাই, eur/usd , gbp/usd থেকে বেশি বাড়তে পারে।
তৃতীয়ত, ধরুন, আপনি মনে করছেন আজকে ইউরো দুর্বল হবে কেননা ইউরো জোন থেকে একের পর এক দুঃসংবাদ আসছে। অপরদিকে, যুক্তরাজ্য সুদের হার মাত্র বৃদ্ধি করল, মানে নিঃসন্দেহেই শক্তিশালী হবে পাউন্ড। সেক্ষেত্রে, eur/usd অথবা gbp/usd ট্রেড করা থেকে কিন্তু সরাসরি eur/gbp সেল দেয়াই ভালো। কারন, ডলার শক্তিশালী নাকি দুর্বল হবে, তা আপনি জানেন না। এক্ষেত্রে, eur/gbp ট্রেড করলে, ডলারের মুল্য পরিবর্তন আপনার ট্রেডকে তেমন একটা প্রভাবিত করবে না।
খুবই মুলবান একটি পোষ্ট । অল্প সময়েই অনেক জটিল বিষয় খুব সহজ ভাবেই বুজতে পারা যায় । যিনি পোষ্ট করেছেন তাকে অনুরধ করব এই ধরনের পোষ্ট আরও বেশি বেশি করার জন্য । এর ফলে ফরেক্স এ যারা নতুন তারা নিউজ এনালাইসিস সম্পর্কে আরও স্পষ্ট ধারনা পাবেন এবং আরও বেশি করে শিখতে আগ্রহ বোধ করবেন । ধন্যবাদ ।