View Full Version : ব্রোকার কি? ব্রোকার কয় প্রকার ও কি কি?
Biplob72
2016-11-16, 11:39 AM
আপনি একাউণ্ট খুলবেন অর্থাৎ যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কারেন্সি মার্কেটে লেনদেন করবেন তাকে ব্রকার বলে। অনেক ব্রকার আছে যার মধ্যে থেকে আপনাকে একটিকে বেছে নিতে হবে। তবে ভাল ব্রকার বাছাই করা সহজ নয়।
আগের দিনে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব হয়। ব্রোকার কোম্পানিদের মূল উদ্দেশ্য হল ক্রেতা এবং বিক্রেতার সন্নিবেশনে স্প্রেড এর মাধ্যমে কমিশন আয় করা।
ফরেক্স মার্কেটে ২ প্রকার ব্রোকার বিদ্যমানঃ
১। ডিলিং ডেস্ক ব্রোকার (Market Maker Broker)
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার (NDD Broker
Biplob72
2016-11-16, 11:50 AM
ডিলিং ডেস্ক (Market Maker) ব্রোকারঃ
এই প্রকার ব্রোকার Route তথা একটি Way’র মাধ্যমে আপনার ট্রেডটি ওপেন করে, এবং তাদের স্প্রেড সিস্টেম সাধারণভাবে ফিক্সড করা থাকে। ডিলিং ডেস্ক ব্রোকার মূলত স্প্রেডের মাধ্যমে ইনকাম করে এবং ট্রেডারদের প্রত্যেকটি ট্রেড ওপেন এর বিপরীতে নিজেরা আরেকটি ট্রেড ওপেন করে থাকে। এই ব্রোকারকে Market Maker Broker ও বলা হয়ে থাকে কারন তারা ‘মার্কেট মেইক’ করে অর্থাৎ যদি কোন ট্রেডার কোন কারেন্সি বায় অর্ডার করে তখন ব্রোকার ঐ কারেন্সির আরেকটি সেল (বিপরীত) অর্ডার করে এবং ট্রেডার যখন সেল অর্ডার করে তখন ব্রোকার তার বিপরীত বা বায় অর্ডারটি করে। এই নিয়মে ট্রেডাররা প্রতিনিয়ত একটা প্রাইস চেঞ্জ এর মধ্যে থাকে বা ট্রেডাররা বেশিরভাগ সময়ে রিয়েল কৌওটে অর্ডার করতে পারে না। তাই অর্ডার এর ক্ষেত্রে অনেক হয়ত লক্ষ্য করেছেন যে Re-Quote কথাটি আসে। মূলত এরা হল রিটেইল ব্রোকার আর এই সকল ব্রোকার আমাদেরকে কম ইনভেস্টমেন্টে ট্রেড করার সুবিধা দিচ্ছে বলে ওরাও বিনিময়ে কিছু নিয়ে যাচ্ছে। তবে এইসব ব্রোকাররা সব সময় চেষ্টা করে ট্রেডারদের রিয়েল কৌওটে অর্ডার মেইক করে দিতে। এই নিয়মে অর্থাৎ Hedge এর মাধ্যমে ট্রেডার এবং ব্রোকার উভয় সুবিধা লাভ করে থাকে।
Biplob72
2016-11-16, 11:53 AM
নো-ডিলিং ডেস্ক (NDD) ব্রোকারঃ
এটা সাধারণ নিয়ম যেখানে ব্রোকাররা ট্রেডার এর ট্রেড এর বিপরীতে কোন ট্রেড ওপেন করে না শুধুমাত্র ওপেনকৃত ট্রেড থেকে কমিশন লাভ করে থাকে। তাই এইসকল ব্রোকারের ট্রেড অর্ডারে অতিরিক্ত কোন সময় লাগে না এবং Re-Quote করতে হয় না ট্রেডার রিয়েল কৌওটে অর্ডার মেইক করতে পারে। অনেকের মনে এখন প্রশ্ন জাগছে তাহলে আমরা NDD ব্রোকারে কেন ট্রেড করি না। আসলে NDD ব্রোকারগুলোর ট্রেডিং ইনভেস্টমেন্ট মোটামুটি হাই থাকে যার কারনে আমাদের মত লো-ইনভেস্টমেন্ট যাদের তারা ডিলিং ডেস্ক ব্রোকার ছাড়া কিছু চিন্তা করি না। তবে বিষয়টাতে খুব চিন্তার কিছু নাই কারন আপনি ভালো ট্রেডার হয়ে গেলে এই সব পার্থক্য আপনাকে খুব একটা ভাবাবে না।
নো-ডিলিং ডেস্ক ব্রোকারের মধ্যে আবার ২ ধরণের ব্রোকার আছেঃ
১। Electronic Communications Network(ECN)
২। Straight Through Processing (STP)
ECN: নো-ডিলিং ডেস্ক ব্রোকারের একটি টাইপ হল ECN ব্রোকার। আসলে ট্রেডিং মেকানিসম এর পার্থক্যর কারনে এইসব ব্রোকারের সৃষ্টি, এই প্রকার ব্রোকার অর্ডার মেইক করে ডিরেক্টলি ক্লায়েন্ট টু ক্লায়েন্ট রিস্পন্স কনসেপ্টে।
STP: আর এই প্রকার ব্রোকার অর্ডার মেইক করে ইন্টারব্যাংক প্রাইস আক্সিস্টিং লেভেলের মাধ্যমে সরাসরি ক্লায়েন্ট টু ব্যাংক তথা লিকুডিটি প্রোভাইডারদের মাধ্যমে।
Competitor
2017-06-24, 04:23 AM
ব্রোকার হলো একটা মাধ্যম ফরেক্সে ট্রেডিং করার জন্য । আর ব্রোকার এর মধ্য অনেক ব্রোকার অাছে । তবে ট্রেডারদেরকে এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে । কেননা যে কোন ব্রোকার এর মাধ্যমে ট্রেড করলেই হবে না । একটা ভালো ও অন্যসব ট্রেডারদের মধ্য বেশিরভাগের মতামতঅনুযায়ী রেপুটেড একটা ব্রোকারে কাজ করলে অনেক বেশি পরিমাণে লাভবান হওয়া যাবে ।
Mamun13
2018-01-29, 11:12 PM
ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যই একটি অনলাইন ফ্লাটফর্ম বা টার্মিনালের প্রয়োজন হয়৷এই অনলাইন ট্রেডিং টার্মিনাল প্রোভাইডারকেই ব্রোকার বলা হয়৷ব্রোকার তাদের ক্লায়েন্টদেরকে নানা ধরনের সুবিধা দিয়ে থাকে৷বিভিন্ন ধরনের সুবিধার উপর ভিত্তি করে ব্রোকারদের প্রকার বিভিন্ন হয়ে থাকে৷যেমন-E.C.N ব্রোকার, S.T.P ব্রোকার,N.D.D/D.D ব্রোকার,Market Maker ব্রোকার ইত্যাদি৷
01797733223
2018-01-30, 12:28 PM
এখানে ব্রোকার হল একটা মাধ্যম। যে কারনে বা যাদের সহযোগিতায় আমরা তাদের একটা নির্ধারিত ফ্লাটফর্ম বা টার্মিনালের মাধ্যমে এখানে ট্রেড করতে পারছি। আর ফরেক্স মার্কেটে ব্রোকার সাধারণত তিন প্রকার হয়ে থাকে যেমন : ইসিয়েন ব্রোকার, মার্কেট মেকার ব্রোকার ও ডিলিং ডেস্ক ব্রোকার ইত্যাদি।
jasminbd
2020-01-26, 05:54 PM
একটি ফরেক্স ব্রোকার আপনার এবং ইন্টারব্যাংকিং সিস্টেমের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। ইন্টারব্যাংকিং কী তা যদি আপনি না জানে নিন যে এটি এমন একটি টার্ম যা একে অপরের সাথে ট্রেড করে এমন ব্যাংকগুলির নেটওয়ার্কগুলিকে বোঝায়।
সহজভাবে বলতে গেলে ফরেক্স ব্রোকার এমন কোম্পানি যা ট্রেডাদের একটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস সরবরাহ করে যা দিয় ট্রেডাররা বিদেশী মুদ্রা কেনা ও বিক্রয় করতে পারে। এই মার্কেটে ট্রেডিং সর্বদা দুটি পৃথক মুদ্রার জুটির মধ্যে থাকে, তাই ফরেক্স ট্রেডাররা যে বিশেষ পেয়ারটি তারা ট্রেড করতে চান তা কিনে বা বিক্রি করতে পারে।
ফরেক্স ব্রোকারের কাজ কি কিঃ
ফরেক্স ব্রোকাররার তার ট্রেডারদের ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্ল্যাটফর্ম সরবরাহ করে থাকে।
বেশিরভাগ ব্রোকার রিটেল ক্লায়েন্টদের সেবা দিয়ে থাকে, যদিও বৃহত্তর ব্যাংকিং সংস্থাগুলি প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদেরও সেবা দিয়ে থাকে।
ফরেক্স ব্রোকার তার গ্রহকদের লিভারেজ সবররাহ করে থাকে।
ফরেক্স ব্রোকার তার গ্রাহকদের অ্যাকাউন্ট পরিচালনা করে থাকে।
saraa
2020-03-15, 11:05 AM
অবশ্যই প্রিয় ফোরেক্স ট্রেডিং নতুন আগতদের পক্ষে কিছুটা কঠিন কারণ তারা একটি নতুন প্ল্যাটফর্মে এসেছিল এবং তাদের কাছে ফরেক্স ট্রেডিং সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই তবে তারা এতটা কঠিন নয় যে তারা তাদের নিজের পক্ষে আরও সহজ করে তুলতে পারে না যদি তারা কেবলমাত্র ব্যবসায়ের প্রাথমিক জ্ঞান শিখার চেষ্টা করুন, বাজারকে চলমান পর্যবেক্ষণ করুন এবং ডেমো অ্যাকাউন্টে আন্তর্জাতিক সংবাদ এবং প্রতিদিনের অনুশীলনের সাথেও যোগাযোগ করুন তারপরে তারা শীঘ্রই চিহ্নিতকরণ বিশ্লেষণ করতে এবং এ থেকে লাভ অর্জন করতে সক্ষম হতে পারে।
Hredy
2020-03-15, 11:37 AM
এই প্রকার ব্রোকার Route তথা একটি Way’র মাধ্যমে আপনার ট্রেডটি ওপেন করে, এবং তাদের স্প্রেড সিস্টেম সাধারণভাবে ফিক্সড করা থাকে। ডিলিং ডেস্ক ব্রোকার মূলত স্প্রেডের মাধ্যমে ইনকাম করে এবং ট্রেডারদের প্রত্যেকটি ট্রেড ওপেন এর বিপরীতে নিজেরা আরেকটি ট্রেড ওপেন করে থাকে। এই ব্রোকারকে Market Maker Broker ও বলা হয়ে থাকে কারন তারা ‘মার্কেট মেইক’ করে অর্থাৎ যদি কোন ট্রেডার কোন কারেন্সি বায় অর্ডার করে তখন ব্রোকার ঐ কারেন্সির আরেকটি সেল (বিপরীত) অর্ডার করে এবং ট্রেডার যখন সেল অর্ডার করে তখন ব্রোকার তার বিপরীত বা বায় অর্ডারটি করে। এই নিয়মে ট্রেডাররা প্রতিনিয়ত একটা প্রাইস চেঞ্জ এর
amreta
2020-03-15, 01:06 PM
আপনি একাউণ্ট খুলবেন অর্থাৎ যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কারেন্সি মার্কেটে লেনদেন করবেন তাকে ব্রকার বলে। অনেক ব্রকার আছে যার মধ্যে থেকে আপনাকে একটিকে বেছে নিতে হবে। তবে ভাল ব্রকার বাছাই করা সহজ নয়।
আগের দিনে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব হয়। ব্রোকার কোম্পানিদের মূল উদ্দেশ্য হল ক্রেতা এবং বিক্রেতার সন্নিবেশনে স্প্রেড এর মাধ্যমে কমিশন আয় করা।
ফরেক্স মার্কেটে ২ প্রকার ব্রোকার বিদ্যমানঃ
১। ডিলিং ডেস্ক ব্রোকার (Market Maker Broker)
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার (NDD Broker
প্রিয় সদস্য ব্রোকার হোতা হৈ জো হামেন বাহুত জ্যাদা হ্যায় সম্ভাবনা দেতা হ্যায় অর হামেন আপ্নি বিনিয়োগ প্রতি বাহু আবহা বোনাস ডেটায় হাই কিউঙ্কি ইন্সটাফরেক্সে হি আপন দেখ লেনা ইন্সটাফরেক্স কো এপ জব ৫০ ডলার বিনিয়োগ করে হ্যা এপকো ইয়াহ dollar০ ডলারে ভি সুরত মেইন
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.