PDA

View Full Version : Mql প্রোগ্রামিং কি?



Biplob72
2016-11-16, 01:03 PM
MQL এর পূর্ণরূপ হল MetaQuotes Language। এই ল্যাঙ্গুয়েজ এর সাহায্যে আপনি নিজেই এক্সপার্ট এডভাইসর এবং ইন্ডিকেটর বানাতে পারবেন। MQL প্রোগ্রামিং এর সাহায্যে আপনি কাস্টম ইন্ডিকেটর, স্ক্রিপ্ট, এক্সপার্ট এডভাইসর ইত্যাদি বানাতে পারবেন। মেটাট্রেডারের সকল ইন্ডিকেটর, স্ক্রিপ্ট, এক্সপার্ট এডভাইসর প্রভৃতি MQL প্রোগ্রামিং এর সাহায্যে বানানো।

01797733223
2017-11-19, 11:40 PM
মেটা-কোটেড-ল্যাংগুয়েজ সি, সি-প্লাস-প্লাস, জাভা ইত্যাদির মতোই উচ্চ-স্তরের ভাষা । তবে এর স্ক্রিপ্টিং এর কৌশল সি এর মতোই । এছাড়াও এর ভেরিয়েবল গুলোও সি এর মতো । কিন্তু রিজার্ভ ওয়ার্ড গুলোর মধ্যে কিছু পার্থক্য আছে । এই ভাষার সবচেয়ে বেশি মিল আছে পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজের সাথে । এই বিশেষ ল্যাংগুয়েজটি তৈরী করা হয়েছে একটি কমিউনিটি গঠনের উদ্দেশ্যে যার মাধ্যমে মেটা-ট্রেডার প্লাটফর্ম এর উন্নয়ন সাধন করা যায় ।

Yousuf Ahamad
2017-12-16, 09:41 PM
এম কিউ এল প্রোগ্রামিন সম্পর্কে প্রাই দেখাযায়৷ বিশেষ করে এমটি ফোর এর মারকেটের ভিতরে৷ এটা দিয়ে বহুত লোক ফ্রিল্যানসিং করে থাকে৷ অনেকে এমকিউএল এ রোবট বানিয়ে ব্ক্রি করে থাকে৷ আবার কেহ এম কিও এল দ্বারা বিভিন্ন ইন্টি কেটর বানিয়ে বিক্রি করে থাকে, ইত্যাদি ৷ তো কথা, এম কিউ এল শিখতে কি জানা লাগতে পারে৷ এম কিউ এল কেমন কঠিন হবে৷ এটা কি খুবি কঠিন৷ এর পূর্ব শর্ত কি কি?
:(:):tie::dance:

jasminbd
2018-03-14, 01:11 PM
এম কিউ এল প্রোগ্রামিন সম্পর্কে প্রাই দেখাযায়৷ বিশেষ করে এমটি ফোর এর মারকেটের ভিতরে৷ এটা দিয়ে বহুত লোক ফ্রিল্যানসিং করে থাকে৷ অনেকে এমকিউএল এ রোবট বানিয়ে ব্ক্রি করে থাকে৷ আবার কেহ এম কিও এল দ্বারা বিভিন্ন ইন্টি কেটর বানিয়ে বিক্রি করে থাকে, ইত্যাদি ৷ তো কথা, এম কিউ এল শিখতে কি জানা লাগতে পারে৷ এম কিউ এল কেমন কঠিন হবে৷ এটা কি খুবি কঠিন৷ এর পূর্ব শর্ত কি কি?
:(:):tie::dance:

ইচ্ছা, আগ্রহ এবং ধৈর্য্য থাকলে সবকিছুই করা যায়। MQL5 দিয়ে রোবট, ইনডিকেটর, স্ক্রিপ্ট বানানো যায় যা MT5 প্লাটফর্মে ব্যবহার করা যায়। একটি MQL5 দিয়ে রোবট, ইনডিকেটর, স্ক্রিপ্ট এগুলো তৈরি করার জন্য আপনাকে C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ভাল জ্ঞান থাকতে হবে। আপনি যদি C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন তাহলে MQL5 রোবট বানিয়ে তা বিক্রি করে টাকা কামাতে পারেন। এছাড়া MQL5 Code Editor রয়েছে যা দিয়ে আপনি কোন কিছু কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে সহজভাবে রোবট এবং ইনডিকেটর বানাবেন তার স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এই লিঙ্কে। (https://www.mql5.com/en/articles/35)