PDA

View Full Version : Fomc নিউজ কি?



Shimul77
2016-11-16, 02:56 PM
ফরেক্স fomc নিউজটির বিষয়ে সবাই সাবধানতা অবলম্বন করতে বলে, আবার দেখি এই নিউজে মোটামুটি মার্কেট ভালো চেঞ্জ হয়ে থাকে, কিন্তু fomc নিউজ এর আসল গুরুত্ব কি, কেন এই নিউজে মার্কেট এতটা চেঞ্জ হয়, অভিজ্ঞদের মোতামত আশা করছি, নিউজ টি সম্পর্কে বিস্তারিত জানাবেন ?

01797733223
2017-11-19, 11:45 PM
এফ.ও.এম.সি এর পূর্ণরুপ হলো "ফেডারেল ওপেন মার্কেট কমিটি " যা ফেডারেল রিজার্ভ বোর্ড এর আওতাভুক্ত । এই নিউজটি ফরেক্স ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ নিউজের তালিকায় স্থান পেয়েছে । কেননা এই নিউজ রিপোর্ট রিলিজ হওয়ার মাত্র ১০ সেকেন্ড এর মধ্যে মার্কেট প্রাইস কারেকশন করে গড়ে ২০-৩০ পিপস্ মুভ করে । যা একজন ফরেক্স ট্রেডারের জন্য যথেষ্ট । তাই এফ.ও.এম.সি এর রিলিজ এর পূর্বেই আপনি স্ট্র্যাডাল পদ্ধতিতে দুটি পেন্ডিং অর্ডারে ট্রেড করতে পারেন । এই পদ্ধতিতে লসের সম্ভাবনা শতকরা ৪০ শতাংশ ।

Mamun13
2018-06-29, 09:03 AM
এই নিউজটি সাধারণত রিলিজ হয় নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ থেকে আমাদের দেশের সময় অনুযায়ী রাত বারোটার পর৷এই এফএমসি মিটিং মিনিটের সময় মার্কেটে ব্যাপক লেনদেন হয়ে থাকে অর্থাৎ ওই সময় বড় বড় super bank,commercial bank,central bank…. সবাই একযোগে বিনিয়োগ করে থাকে তাই ঐ সময়ে মার্কেটে ইউএস ডলারের volatility খুবই অস্থির থাকে৷ আমাদের মাঝে যারা একদম নতুন শিক্ষার্থী ট্রেডার তারা সবাই এই FOMC নিউজ রিলিজের সময় সমস্ত রানিং ট্রেড ক্লোজ করে রাখবেন এবং মার্কেটে কি ধরনের প্রভাব তৈরি হয় তা ঠাণ্ডা মাথায় পর্যবেক্ষণ করে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করবেন৷কারণ এই সময় অনেকেই ভুলবশত উল্টাপাল্টা ট্রেডে এন্ট্রি করে থাকে আর কয়েক মিনিটের মধ্যেই তাদের একাউন্টের ব্যালেন্স খুব দ্রুত শূন্য হয়ে যায়৷তাই এই সময়ে আপনারা সর্তকতা অবলম্বন করবেন৷