PDA

View Full Version : Pamm ট্রেডিং সম্পর্কে জানুন।



nbfx
2016-11-16, 10:36 PM
PAMM - হল Personal Allocation Management Module বা Personal Allocation Money Management. এটা হল এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে ব্রোকার আপনার হয়ে ট্রেড করবে অর্থাৎ এই ক্ষেত্রে আপনি থাকবেন ইনভেস্টর আপনার ফান্ডটা আরেকজন ম্যানেজ করবে এবং আপনার সাথে একটি চুক্তি হবে যেখানে বলা থাকবে কি হারে আপনাকে প্রফিট দিবে। এবং লস হলে তা কেমন হবে ইত্যাদি বিস্তারিত। সোজা কথা এটা একটা ইনভেস্টমেন্ট প্ল্যান, যারা ট্রেড করতে পারে না কিংবা নিজেরা ট্রেড করে প্রফিট নিতে উদাসীন তাদের জন্য এই পদ্ধতি, এই ক্ষেত্রে ব্রোকার কর্তক নির্দিষ্ট কিছু এক্সপার্ট ট্রেডার থাকে মুলত যারা আপনার ফান্ডটা ম্যানেজ এর দায়িত্ত নেন।

এই পদ্ধতিতে মুলত ক্ষতির সম্ভাবনা খুব বেশি থাকে না, কারন যারা ফান্ডটা ম্যানেজ করবে বা আপনার ফান্ড এর দায়িত্ত নিবেন তারা নিঃসন্দেহে এক্সপার্ট এবং বড় ট্রেডার।

riponinsta
2017-04-05, 01:05 PM
আপনি অনেক ভাল একটা ট্রেডিং সিস্টেম দিছেন এই ট্রেডিং সিস্টেম আমার অনেক কাজে লাগবে আমি অনেক দিন ধরে এমন একটা ট্রেডিং সিস্টেম খুজতে ছিলাম আমি মনে করি আপনার এই ট্রেডিং সিস্টেম এ ট্রেড করলে ভাল লাভ করতে পারবেন আমি আপনার ট্রেডিং সিস্টেম এ ৩ মাস ডেমো ট্রেড করে দেখি যদি ভাল লাভ হয় তা হলে আমি এই সিস্টেম এ রিয়েল ট্রেড সুসু করবো লাভ আশা করি ভাল করতে পারবো আপনার এই ট্রেডিং সিস্টেম এ

RUBEL MIAH
2017-04-28, 01:11 PM
আপনার ট্রেডিং সিস্টেম এ ৩ মাস ডেমো ট্রেড করে দেখি যদি ভাল লাভ হয় । আপনার ফান্ড এর দায়িত্ত নিবেন তারা নিঃসন্দেহে এক্সপার্ট এবং বড় ট্রেডার । একটি চুক্তি হবে যেখানে বলা থাকবে কি হারে আপনাকে প্রফিট দিবে । অতএব বেশী করে আমরা সময় দেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।