PDA

View Full Version : ইন্সটাফরেক্সের ওয়েবট্রেডারে লেনদেনের স&#



Biplob72
2016-11-18, 12:11 PM
ইন্সটাফরেক্সের ওয়েবট্রেডারে লেনদেনের সর্বশেষ সুবিধাগুলো আছে। সহজ লেনদেন সুবিধার পাশাপাশি সর্বশেষ খবর, বিশ্লেষণমূলক পর্যালোচনা এবং অনলাইনের মাধ্যমে মূল্য পরিবর্তনের সর্বশেষ তথ্য পাওয়া যাবে।
লেনদেনের ধরণের উপর ভিত্তি করে ওয়েবট্রেডারের তিন ধরণের ইন্টারফেস আছে:
ক্লাসিক: উপকরণের তালিকা, প্রবণতার দিক, প্রতিটি উপকরণের মূল্য পর িবর্তন এবং ব্যবসায়ীদের অবস্থান সম্পর্কিত তথ্য প্রদর্শিত হয়।
ড্যাশবোর্ড: প্রত্যেকটি উপকরণকে টিক চার্ট আকারে উপস্থাপন করা হয়। উপকরণ সংযুক্ত করার পর লাইভ ড্যাশবোর্ড অর্থ বাজারে সংঘটিত সকল পরিবর্তন সম্পর্কে তথ্য প্রদান করে।
চার্ট: ক্যান্ডেলস্টিক, OHLC চার্ট এবং M1 থেকে MN পর্যন্ত বৃদ্ধি প্রদর্শন করে। এটা টিক চার্ট প্রদর্শন ও নির্দিষ্ট উপকরণে ব্যবসায়ীদের অবস্থান নির্দেশ করে।

বিস্তারিতঃ
https://www.instaforex.com/bd/webtrader

RUBEL MIAH
2017-04-30, 02:14 PM
প্রত্যেকটি উপকরণকে টিক চার্ট আকারে উপস্থাপন করা হয় । উপকরণ সংযুক্ত করার পর লাইভ ড্যাশবোর্ড অর্থ বাজারে সংঘটিত সকল পরিবর্তন সম্পর্কে তথ্য প্রদান করে । অামরা অবশ্যই এ্যানালাইসিস বেশী বেশী করে করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অামরা বেশী করে লোভ থেকে দূরে থাকার চেষ্টা করব ।

Mamun13
2017-11-26, 10:02 PM
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য শুধু mt4 টার্মিনাল নিয়ে বসে থাকি অথচ ওয়েভট্রেডারেও কিছু আলাদা সুবিধা পাওয়া যায়৷ওয়েভট্রেডারে কেন্ডেলস্টীকগুলো Smoothly মুভ করে থাকে৷এখানে ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলোও তুলনামূলক পরিষ্কার বুঝা যায়৷তাই mt4 টার্মিনাল দেখার পাশাপাশি ওয়েভট্রেডারেও চোখ রাখা উচিৎ৷

samun
2021-07-19, 10:26 AM
আসলে ফরেক্স মার্কেট হলো এমন একটি প্লাটফর্ম যেখানে যদি নিজের জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগানো যায় তবে জীবনের একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব ফরেক্স মার্কেটে আমি নতুন অনেক কিছু সম্পর্কেই জানিনা আর জ্ঞান অর্জন করার কোনো শেষ নেই তাই নতুন নতুন একটি বিষয় সম্পর্কে জানাটা খুব বেশি প্রয়োজন তাই ফরেক্স মার্কেটে এসকল বিষয় সম্পর্কে জানো আমার খুব বেশি আগ্রহ এতে করে নিজের জ্ঞান দক্ষতা বৃদ্ধি পাবে পাশাপাশি ফরেক্স মার্কেটে দক্ষতার সাথে পরিচালনা করা সম্ভব হবে তবে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সম্ভব