View Full Version : অতি মাত্রাই লিভারেজ নতুনদের জন্য নিরাপদ ন
Shimul77
2016-11-18, 07:32 PM
একাউন্ট জিরো করার আরেকটি অন্যতম হাতিয়ার হচ্ছে লিভারেজ। যাদের মানিম্যানেজমেন্টে প্রবলেম আছে অর্থাৎ যারা শতচেষ্টা করেও মানিম্যানেজম্যান্ট ফ্লো করতে পারতেছেন না তাদের উচিত লিভারেজ একেবারেই কম নেয়া, যা না নিলেই নয়। কেননা আপনি যদি লিভারেজ কম নেন তাহলে আপনি চাইলেও কম ব্যালেন্সে বড় লটে ট্রেড অপেন করতে পারবেন নাহ।অনেক আগে এই বিষয়ে আর্টিকেল পড়েছিলাম কিন্তু গুরুত্ব দেই নি, কিন্তু আজ বুঝতে পারছি গুরু জনেরা কেন বেশি লেভারেজ নিতে মানা করত। সত্যিই ফরেক্সে কোন বিষয়ে তিক্ত অভিজ্ঞতা ছাড়া তা মানা বেসম্ভব বটে।
RUBEL MIAH
2016-11-19, 06:52 PM
কখনোই অতিরিক্ত লিভারেজ কখনোই নতুন ট্রেডারের জন্য ভালো নয় । আমরা নতুনদের এই পরামর্শ দেব যে তারা যেন লিভারেজ কমিয়ে দেয় তাহলেই তারা বেশী লসে পড়ে না । সুতরাং আমরা সব সময় কম মাত্রা দেওয়ার চেষ্টা করব তহালেই আমরা লাভবান হতে পারব । অতএব আমরা ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবন হতে পারব ।
ONLINE IT
2016-11-19, 07:50 PM
আমার মতে লিভারেজ কোন ব্যাপার নয়। নিজের লোভকে নিয়ন্ত্রন করাই হল আসল কথা। আপনি যদি নিজের লোভ কে নিয়ন্ত্রন করে ট্রেড করতে পারেন তাহলে কখনোই আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হবে না। তবে এর জন্য আপনাকে বেশি বেশি মার্কেট এ্যানালাইসিস করতে হবে এবং কম রিক্স এ ছোট লটে ট্রেড করতে হবে।
hasan019
2016-11-19, 08:09 PM
একাউন্ট জিরো করার অন্যতম হাতিয়ার হচ্ছে লিভারেজ কারন এটা আমাদের বর লটে ট্রেড করতে বলে আর আমরা বর লটে ট্রেড দিয়া লস করি। তবে নিজের লোভকে নিয়ন্ত্রন করতে পারলে আমরা এতাকে ভাল করে ইউজ করে ভাল প্রফিট করতে পারব। ভাল করতে হলে বেশি বেশি মার্কেট এ্যানালাইসিস করতে হবে।
hasan019
2016-11-19, 08:11 PM
এই ব্রকারে লিভারেজ ১০০ঃ১৫০ যদি আপনি বোনাস দিয়া ট্রেড করেন। আপনি কি খুসি।:yahoo::yahoo::p:p
shimul77ss
2016-11-19, 08:51 PM
আমি মনে করি যে কোন লিভারেজে আপনি ট্রেড করতে পারেন যদি আপনার লোভ নিজের কন্ট্রল এ থাকে।আপনি ১০০ দলার নিয়ে ট্রেড করে যদি ২০ ডলার লাভ হয় তারপর ও যদি লোভ করতে থাকেন তাহলে আপনার ব্যলেন্স ০ হতে সময় লাগবে না।
Md Masud
2017-03-25, 02:16 PM
সত্যিই অতি মাত্রায় লিভারেজ নতুনদের জন্য বিপদের কারণ হতে পারে । অামরা নতুনরা সব সময় লিভারেজ কম নেওয়ার চেষ্টা করব । কারণ বিপদের সম্ভাবনা কম থাকবে । যে যত বেশী কম নিয়ে পারে তাতেই সে লাভবান হতে পারবে । অামরা কাজ করব নিজেকে ঠিক রেখে তাহলেই সফলকাম হতে পারব ।
Md Masud
2017-03-25, 02:52 PM
সত্যিই অতি মাত্রায় লিভারেজ নতুনদের জন্য বিপদের কারণ হতে পারে । অামরা নতুনরা সব সময় লিভারেজ কম নেওয়ার চেষ্টা করব । কারণ বিপদের সম্ভাবনা কম থাকবে । যে যত বেশী কম নিয়ে পারে তাতেই সে লাভবান হতে পারবে । অামরা কাজ করব নিজেকে ঠিক রেখে তাহলেই সফলকাম হতে পারব ।
riponinsta
2017-03-25, 03:01 PM
আমি মনে করি ফরেক্স মার্কেট এ বেশি লিভারেজ নিয়ে ট্রেড করা উচিত না কারন আপনি যত বেশি লিভারেজ নিবেন আপনি তত বেশি রিস্ক নিয়ে ট্রেড করবেন ফরেক্স মার্কেট এ আর আপনি যদি রিস্ক নিয়ে ভুল ট্রেড ওপেন করেন তা হলে আপনার অ্যাকাউন্ট ০ হয়ে যাবে তাই যারা ফরেক্স মার্কেট এ নতুন তারা এই ব্যাপার গুল জানে না তাই বলা হয় যারা ফরেক্স মার্কেট এ নতুন তাদের ১ঃ৫০ বেশি লিভারেজ নিয়ে ট্রেড করা উচিত না ফরেক্স মার্কেট এ
uzzal05
2017-05-30, 04:31 PM
যখন লিভারেজ বেশি থাকে তখন যদি কম ব্যালেন্স ও থাকে তারপর ও বেশি লট এ ট্রেড ওপেন হয়। আমরা ট্রেড করার সময় অব্যশোই ইকুইটি এর দিকে লক্ষ্য রাখা উচিত। আমাদের ব্যালেন্স কত আছে সে দিকে দেখা উচিত। আবার লিভারেজ কম থাকলে চাইলেও বড় লটে ট্রেড করা যায় না।
uzzal05
2017-06-10, 04:28 PM
যারা নতুন তারা লিভারেজ কি জিনিস সেটা হয়তো বুঝবে না। লিভারেজ যেমন উপকার করে তেমনি ক্ষতি ও করে থাকে। আপনি উচ্চ মাত্রায় লিভারেজ নিয়ে আপনার ব্যালেন্স কিছহুক্ষনের মধ্যই শুন্য করে ফেলতে পারেন। তাই যত কম লিভারেজ তত একাউন্ট নিরাপদ।
Mamun13
2017-06-10, 05:03 PM
লিভারেজ মানেই হলো ব্রোকার থেকে লোন নেওয়া৷এই লোন বা লিভারেজের পরিমান যত বেশি হবে আপনার একাউন্টের পুজিঁও তত বেশি রিস্কের মধ্যে থাকবে৷লিভারেজ বেশি হলে আপনি অবশ্যই বড় লটে ট্রেড করবেন,বেশি লাভের আশায় লোভে পড়ে ওভার ট্রেডিং করবেন৷ভালো কিছু প্রফিট হওয়ার পরও আপনার এই বেশি লোভের কারনেই পুরো ব্যালেন্সটাই একসময় জিরো করে ফেলবেন৷আর আপনাকে এই লোভের আশ্রয়-প্রশ্রয় দিবে অতিরিক্ত লিভারেজ৷তাই সাবধান!লিভারেজ খুবই কম নিবেন৷
Competitor
2017-06-25, 06:04 AM
অতিরিক্ত লিভারেজ নতুনদের জন্য মোটেও সহায়ক নয় । নতুনদের লিভারেজ নিতে হবে নিজেদের মূলধনের পরিমাণ আর সেটা ম্যানেজমেন্ট করার উপর ভিত্তি করেই । তাই এ ব্যাপারে নতুনরা সাবধানে লিভারেজ বাছাই করবেন । ট্রেড করার পূর্বে ই্যকুয়িটি , লিভারেজ এসব বিষয়ে সঠিকভাবে খেয়াল রাখা উচিত আমাদের । না হয় বড় ধরনের লস হয়ে যেতে পারে ।
morshed naim
2017-06-29, 11:28 PM
একাউন্ট জিরো করার অন্যতম হাতিয়ার হচ্ছে লিভারেজ এবং লিভারেজ নতুনদের জন্য বিপদের কারণ হতে পারেন।কারণ বিপদের সম্ভাবনা কম থাকবে।আপনি যদি রিস্ক নিয়ে ভুল ট্রেড ওপেন করেন তা হলে আপনার অ্যাকাউন্ট ০ হয়ে যাবে তাই যারা ফরেক্স মার্কেট এ নতুন তারা এই ব্যাপার গুল জানে না।
01797733223
2018-01-06, 05:57 PM
আসলে নতুন অবস্থায় একজন ট্রেডারের কখনই অতি মাত্রায় লিভারেজ নেওয়া উচিত হবে না। কারন নতুন ট্রেডারা সাধারণত তাদের মানি ম্যানেজ ম্যানটা আসলে কি এবং কিভাবে এটাকে একটা ট্রেডের মধ্যে ব্যবহার করতে হয় সেটাই তাদের বুঝতে নাহলেও দুই বছর লেগে যায়। সুতরাং আমার মতামত হল যদি লিভারেজ নেন তাহলে খুব সামান্য পরিমানে, যেন আপনি লসের স্বীকার না হন, মার্জিন কল যেন না হয়, আপনার ব্যালেন্স যেন শুরুতেই শূন্য না হয় এটাই আরকি।
expkhaled
2018-01-06, 06:13 PM
লিভারেজ এমন এক জিনিষ যা নিয়ে একাউন্টের বারোটা বাজানো সম্ভব। লিভারেজ যত কম নিবেন তত বেশী ঝুকি মুক্ত থাকবেন। নতুনরা বেশীর ভাগ সময় দেখি ১০০ ডলার বিনিয়োগ করে ১০০০ ডলারের সুবিধা নিতে চান যা কিনা ট্রেডিং এর জন্য কাল হয়ে দাড়ায়। উচুমাত্রায় লিভারেজ সব সময় খারাপ। প্রাথমিক অবস্থায় লিভারেজ যত কম নেওয়া যায় ততই ভাল। লিভারেজ বেশী থাকলে লোভ বেড়ে যায় তাই একজন ট্রেডার না বুঝেই অনেক বড় বড় ট্রেড করতে থাকেন দেখা যায় যে, পুরো একাউন্ট কখন যে, জিরো হয় তিনি নিজেও বুঝতে পারেন না।
Mahidul84
2018-01-07, 06:03 PM
ফরেক্স মার্কেটে লিভারেজ প্রতিটি ট্রেডারের জন্য এমন একটি কাজ করে যা নিয়ে এ্যাকাউন্টের বারোটা বাজানো সম্ভব। লিভারেজ যত কম নিয়ে ফরেক্স মার্কেট ট্রেড করতে পারবেন তত বেশি আপনি ঝুকি মুক্ত থাকতে পারবেন। আপনি ফরেক্স মার্কেটে যত বেশি ডলার ডিপোজিট করতে পারবেন তত বেশি লিভারেজের পরিমাণ বাড়াতে পারেন। কিন্তু অল্প পরিমাণ ডিপোজিট দিয়ে কখনও বেশি লিভারেজ নেওয়া উচিত নয় তাহলে আপনি অবশ্যেই সবসময় ঝুকির মুখে থাকবেন।
Grimm
2018-01-27, 11:09 PM
আমার মনে হয় না যে অতিরিক্ত লিভারেজ ক্ষতিকারক। আপনি যদি ট্রেডিং এর সকল নিয়মনিতি মেনে ট্রেড করেন তাহলে এখানে লিভারেজ কোনভাবে আপনার ক্ষতি করতে পারবে না। আর যদি ট্রেডিং এর নিয়মনিতি মেনে না ট্রেড করেন তাহলে কম লিভারেজও আপনার ক্ষতি করে থাকবে। তাই আপনার ক্ষতির কারণ হিসেবে লিভারেজকে দোষারোপ না করাই ভাল। এই ব্যবসা হতে আপনি যদি মুনাফা করতে চান তাহলে অবশ্যই আগে জ্ঞান অর্জন করবেন, কারণ এখানে ভাল জ্ঞান ছাড়া মুনাফা করা সম্ভব নয়।
SkRasheduzzaman1990
2018-01-27, 11:35 PM
আমার অভিমত হল নতুন ফরেক্স ট্রেডারা যদি অনেক বেশি লেভারেজ নিয়ে এখানে ট্রেড করে তা হলে সেক্ষেত্রে অনেক বেশি ভাল করার সুযোগ তৈরি হয় পাশাপাশি হঠাত করে যদি মার্কেট তার ট্রেডের প্রতিকূরেও চরে যায় সেক্ষেত্রেও বড় ধরনের লসের ঝুকি কম থাকে।
SkRasheduzzaman1990
2018-01-27, 11:36 PM
আমার অভিমত হল নতুন ফরেক্স ট্রেডারা যদি অনেক বেশি লেভারেজ নিয়ে এখানে ট্রেড করে তা হলে সেক্ষেত্রে অনেক বেশি ভাল করার সুযোগ তৈরি হয় পাশাপাশি হঠাত করে যদি মার্কেট তার ট্রেডের প্রতিকূরেও চলে যায় সেক্ষেত্রেও বড় ধরনের লসের ঝুকি কম থাকে।
sanwar04
2018-08-11, 11:16 AM
লিভারেজ সম্বন্ধে নতুনরা জানেন না। নতুনদের জন্য লিভারেজ কম রাখাই ভালো।
rafiuqlislam
2018-08-11, 12:40 PM
ফরেক্স মার্কেটে যারা নবীন তাদের জন্য লিভারেজ কম রাখা কল্যানকর।কারন অতি মাত্রায় লিভারেজ নিলে নতুনদের মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে যায়।তাই আপনি ফরেক্স মার্কেটে প্রফিটেবল হয়ে টিকে থাকতে চাইলে অবশ্যই অল্প মাত্রায় লিভারেজ নিয়ে ট্রেড করতে হবে।
SHARIFfx
2018-08-11, 01:34 PM
আসলে সেপটি হচ্ছে নিজের কাছে। তবে যারা ফরেক্স শিখান তাদের বলবো নতুন দের কে লেভারেজ কম রাখার পরামর্শ দিবেন আর বেশি মোতেও করা যাবে না। যেইদিন তারা দক্ষ হবে তখন তারাই চিন্তা করবে কি লেভারেজ বেশি রাখবে না কম।
lanzuu
2018-08-11, 02:07 PM
লিভারেজ কম রাখলে একাউন্ট জিরো হবার সম্ভবনা কমে যায়। অনেকের অভারট্রেডিংয়ের অসুখ রয়েছে, তাদের জন্য এটি মহাষৌধ হিসেবে কাজ করে। যত কম লিভারেজ তত টিকে থাকার সম্ভবনা। তাই যারাই একাউন্ট ওপেন করবেন যে ব্রোকারেই করবেন লিভারেজের বিষয়টা মাথায় রাখবেন।
Mahidul84
2018-08-11, 08:01 PM
আমি মনে করি নতুনদের জন্য যত কম লিভারেজ নিয়ে ট্রেড করা যায় তত বেশি মঙ্গল হবে। কেননা প্রত্যেক ট্রেডারের জন্য লিভারেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই লিভারেজ এর উপর নির্ভর করে আপনি আপনার ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে পারবেন। কম লিভারেজ থাকলে আপনি কম লটে ট্রেড ওপেন করতে পারবেন আপনি ইচ্ছা করলেও বেশি লটে ট্রেড ওপেন করতে পারবেন না। আর কম লিভারেজ নিয়ে ট্রেড করাটাই সবচেয়ে উত্তম, কেননা যত কম লিভারেজ থাকবে তত কম রিক্সে ট্রেড করতে পারবেন, কারণ পুরোপুরি আপনার ব্যালেন্স জিরো হবে না, শুধু মাত্র লিভারেজ কম থাকার কারণে।
samirarman
2019-11-13, 12:53 PM
সাধারনত আমি মনে করি যে লিভারেজ মানেই হলো ব্রোকার থেকে লোন নেওয়া৷এই লোন বা লিভারেজের পরিমান যত বেশি হবে আপনার একাউন্টের পুজিঁও তত বেশি রিস্কের মধ্যে থাকবে৷লিভারেজ বেশি হলে আপনি অবশ্যই বড় লটে ট্রেড করবেন,বেশি লাভের আশায় লোভে পড়ে ওভার ট্রেডিং করবেন৷ভালো কিছু প্রফিট হওয়ার পরও আপনার এই বেশি লোভের কারনেই পুরো ব্যালেন্সটাই একসময় জিরো করে ফেলবেন৷আর আপনাকে এই লোভের আশ্রয়-প্রশ্রয় দিবে অতিরিক্ত লিভারেজ৷তাই সাবধান!লিভারেজ খুবই কম নিবেন ।
আমার মতে অতিমাত্রাই লেভারেজ ব্যবহার করা কারও জন্যই ভাল নয় । তবে হ্যাঁ যদি অনেক বড় ক্যাপিটাল থাকে তাহলে একজন অভিজ্ঞ ট্রেডার অনেক বেশী লেভারেজ ব্যবহার করতে পারেন । কিন্তু বাস্তবতা এই যে আমরা যতই অভিজ্ঞ হই না কেন আমরা মানুষজাতি তাই ভুল করা আমাদের সহজাত স্বভাব । ফলে অতিরিক্ত লোভের আশায় আমরা যদি একটি বড় লটের ট্রেড ভুলবশত করি তাহলে অনেক বড় লসের সম্মুখীন হতে হবে আর সেই লস রিকভার করা অত্যন্ত কঠিন ।
Rokibul7
2019-11-13, 03:07 PM
ভাই আমি তো নতুন তাই তেমন কোন ধারনা নেই লিভারেজ সম্পকে।আমার যে একাউন্ট তাতে লিভারেজ নিয়েছি ১ঃ৫০।এটা কি আমার জন্য এটা কি বেশি বা ঝুকিপূন। তবে আমি ইদানিং সব টেডে লসের মধ্যে আছি। কিছুতেই যেন মাকেট আমার দিকে আসছে না।আমার ব্যালেন্স অল্প১০০ ডলার মাত্র।আমার লিভারেজ সম্পকে আপনাদের মতামত আশা করি
Grimm
2019-11-13, 03:41 PM
হ্যা অতিমাত্রায় লিভারেজ নতুনদের জন্য নিরাপদ নয়, কারণ অতিমাত্রায় লিভারেজ নিলে নতুনরা সবসময় চেষ্টা করে তার সম্পূর্ণ মূলধন ব্যবহার করে ট্রেড করতে যার ফলে খুব তাড়াতাড়ি তারা মার্জিন কল পেয়ে যায়। তাছাড়া প্রাথমিক দিক দিয়ে তারা বুঝতেও পারে না যে কিভাবে মানি ম্যানেজমেন্ট ব্যবহার করতে হয়। যারা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ব্যবহার করতে পারে আমার মনে হয় তাদের জন্য অতিমাত্রা লিভারেজ কোন সমস্যাই না। আমি হাই লিভারেজ ব্যবহার করি আর সেটা আমার জন্য কোন সমস্যা হয় না কারণ আমি সবসময় মানি ম্যানজমেন্ট অনুসরন করে আমার লট নির্ধারণ করে ট্রেড করে থাকি।
TanjirKhandokar1994
2019-11-13, 04:29 PM
আসলে আমি মনে করি প্রয়োজনের অতিরিক্ত কোন কিছুই আসলে ভালো না। বরং সেটা খারাপের দিকে নিয়ে যায়। যে কোন কিছুরই একটা লিমিটেশন থাকা ভালো। আর ফরেক্সেও তাই। এখানে কাজ করতে হলে অবশ্যই ভালো করে জেনে বুঝে করা উচিত। প্রথম অবস্থায় নতুনদের অবশ্যই বেশি লিভারেজ নেয়া আমার মনে হয় ঠিক হবে না। আমি প্রথম থেকেই ১ঃ৫০ লিভারেজ নিয়েই কাজ করছি তবে কেউ চাইলেই তার ইচ্ছে মতো লিভারেজ নিতে পারেন তবে ঝুঁকি থাকে।
প্রিয় বন্ধুরা আমি বলেছি যে সমস্ত ব্যবসায়ীর দক্ষতা এবং জ্ঞান এবং বিশ্লেষণাত্মক শৈলীর ভিত্তিতে গড়ে তোলা এবং ব্যবসায়ের পরিকল্পনা আমাদের ট্র্যাক করে এবং শৃঙ্খলাবদ্ধ রাখে একটি নিখুঁত পরিকল্পনা প্রস্তুত করা সহজ ট্রেডারের পক্ষে ভাল হওয়ার দরকার নেই এমন একটি ব্যবসায়ের পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ important তাদের বাণিজ্য প্রিয়দের জন্য একটি পরিকল্পনা সেট করার জন্য ট্রেডিং জ্ঞান
Hredy
2020-02-07, 11:47 AM
কখনোই অতিরিক্ত লিভারেজ কখনোই নতুন ট্রেডারের জন্য ভালো নয় । আমরা নতুনদের এই পরামর্শ দেব যে তারা যেন লিভারেজ কমিয়ে দেয় তাহলেই তারা বেশী লসে পড়ে না । সুতরাং আমরা সব সময় কম মাত্রা দেওয়ার চেষ্টা করব তহালেই আমরা লাভবান হতে পারব । অতএব আমরা ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবন হতে পারব ।
Mas26
2020-02-07, 12:21 PM
আমার মনে হয় না যে অতিরিক্ত লিভারেজ ক্ষতিকারক। আপনি যদি ট্রেডিং এর সকল নিয়মনিতি মেনে ট্রেড করেন তাহলে এখানে লিভারেজ কোনভাবে আপনার ক্ষতি করতে পারবে না। আর যদি ট্রেডিং এর নিয়মনিতি মেনে না ট্রেড করেন তাহলে কম লিভারেজও আপনার ক্ষতি করে থাকবে। তাই আপনার ক্ষতির কারণ হিসেবে লিভারেজকে দোষারোপ না করাই ভাল। এই ব্যবসা হতে আপনি যদি মুনাফা করতে চান তাহলে অবশ্যই আগে জ্ঞান অর্জন করবেন, কারণ এখানে ভাল জ্ঞান ছাড়া মুনাফা করা সম্ভব নয়।
ভারেজ এমন এক জিনিষ যা নিয়ে একাউন্টের বারোটা বাজানো সম্ভব। লিভারেজ যত কম নিবেন তত বেশী ঝুকি মুক্ত থাকবেন। নতুনরা বেশীর ভাগ সময় দেখি ১০০ ডলার বিনিয়োগ করে ১০০০ ডলারের সুবিধা নিতে চান যা কিনা ট্রেডিং এর জন্য কাল হয়ে দাড়ায়। উচুমাত্রায় লিভারেজ সব সময় খারাপ। প্রাথমিক অবস্থায় লিভারেজ যত কম নেওয়া যায় ততই ভাল। লিভারেজ বেশী থাকলে লোভ বেড়ে যায় তাই একজন ট্রেডার না বুঝেই অনেক বড় বড় ট্রেড করতে থাকেন দেখা যায় যে, পুরো একাউন্ট কখন যে, জিরো হয় তিনি নিজেও বুঝতে পারেন না।
Mas26
2020-02-07, 12:47 PM
লিভারেজ এমন এক জিনিষ যা নিয়ে একাউন্টের বারোটা বাজানো সম্ভব। লিভারেজ যত কম নিবেন তত বেশী ঝুকি মুক্ত থাকবেন। নতুনরা বেশীর ভাগ সময় দেখি ১০০ ডলার বিনিয়োগ করে ১০০০ ডলারের সুবিধা নিতে চান যা কিনা ট্রেডিং এর জন্য কাল হয়ে দাড়ায়। উচুমাত্রায় লিভারেজ সব সময় খারাপ। প্রাথমিক অবস্থায় লিভারেজ যত কম নেওয়া যায় ততই ভাল। লিভারেজ বেশী থাকলে লোভ বেড়ে যায় তাই একজন ট্রেডার না বুঝেই অনেক বড় বড় ট্রেড করতে থাকেন দেখা যায় যে, পুরো একাউন্ট কখন যে, জিরো হয় তিনি নিজেও বুঝতে পারেন না।
আমার মনে হয় না যে অতিরিক্ত লিভারেজ ক্ষতিকারক। আপনি যদি ট্রেডিং এর সকল নিয়মনিতি মেনে ট্রেড করেন তাহলে এখানে লিভারেজ কোনভাবে আপনার ক্ষতি করতে পারবে না। আর যদি ট্রেডিং এর নিয়মনিতি মেনে না ট্রেড করেন তাহলে কম লিভারেজও আপনার ক্ষতি করে থাকবে। তাই আপনার ক্ষতির কারণ হিসেবে লিভারেজকে দোষারোপ না করাই ভাল। এই ব্যবসা হতে আপনি যদি মুনাফা করতে চান তাহলে অবশ্যই আগে জ্ঞান অর্জন করবেন, কারণ এখানে ভাল জ্ঞান ছাড়া মুনাফা করা সম্ভব নয়।
KGF3010
2020-04-20, 11:32 PM
লিভারেজ সম্বন্ধে নতুনরা জানেন না। নতুনদের জন্য লিভারেজ কম রাখাই ভালো।প্রয়োজনের অতিরিক্ত কোন কিছুই আসলে ভালো না। বরং সেটা খারাপের দিকে নিয়ে যায়। যে কোন কিছুরই একটা লিমিটেশন থাকা ভালো। আর ফরেক্সেও তাই। এখানে কাজ করতে হলে অবশ্যই ভালো করে জেনে বুঝে করা উচিত। প্রথম অবস্থায় নতুনদের অবশ্যই বেশি লিভারেজ নেয়া আমার মনে হয় ঠিক হবে না। আমি প্রথম থেকেই ১ঃ৫০ লিভারেজ নিয়েই কাজ করছি তবে কেউ চাইলেই তার ইচ্ছে মতো লিভারেজ নিতে পারেন তবে ঝুঁকি থাকে।
souravkumarhazra6763
2020-07-02, 07:11 PM
অতি মাত্রায় লিভারেজ কারো জন্য ভালো না,আর অতি মাত্রায় লিভারেজ নতুন দের জন্য সব থেকে বেশি রিস্কি,অতিরিক্ত লিভারেজ একাউন্ট এ থাকলে যেমন লাভ অনেক হয়ে থাকে আবার আপনার এন্ট্রি যদি আপনার বিপক্ষে চলে যাই তাহলে অনেক লস ও হয়ে থাকে,তাই নতুন দের উচিৎ সব থেকে কম লিভারেজ ব্যবহার করে ফরেক্স মার্কেট এ ট্রেড করা।
Hridoy6763
2020-07-03, 12:01 PM
অতি মাত্রাই লিভারেজ নতুনদের জন্য সেফ না,তাদের উচিৎ প্রাথমিক অবস্থায় অল্প লিভারেজ ব্যবহার করা,কারন লিভারেজ বেশি থাকলে লাভ যেমন বেশি হয়ে থাকে ঠিক আবার লোকসান ও বেশি হয়ে থাকে,তাই নতুন অবস্থায় সবাই ট্রেড এর ব্যাপারে তেমন ধারনা থাকেনা তাই,নতুন অবস্থায় অল্প লিভারেজ দিয়ে ট্রেড করা শ্রেয়।
Mas26
2020-07-03, 02:00 PM
আমি মনে করি ফরেক্স মার্কেট এ বেশি লিভারেজ নিয়ে ট্রেড করা উচিত না কারন আপনি যত বেশি লিভারেজ নিবেন আপনি তত বেশি রিস্ক নিয়ে ট্রেড করবেন ফরেক্স মার্কেট এ আর আপনি যদি রিস্ক নিয়ে ভুল ট্রেড ওপেন করেন তা হলে আপনার অ্যাকাউন্ট ০ হয়ে যাবে তাই যারা ফরেক্স মার্কেট এ নতুন তারা এই ব্যাপার গুল জানে না তাই বলা হয় যারা ফরেক্স মার্কেট এ নতুন তাদের ১ঃ৫০ বেশি লিভারেজ নিয়ে ট্রেড করা উচিত না ফরেক্স মার্কেট এ
Devdas
2020-07-03, 02:51 PM
আমার মতে লিভারেজ অনেক কম নেওয়াই ভাল। আমরা জানি যে লিভারেজ বেশী নিলে আমাদেরকে আবেগ এ বেশী লটে ট্রেড করে ফেলি তখন যদি মার্কেট টার্গেট অনুযায়ী বিপরীত দিকে চলে যায় তাহলে আমাদের ব্যালেন্স গুলো অনেক কমে যায় এমনকি মুহুর্তে ব্যালেন্স জিরো হয়ে যায়। তাই আমি মনে করি যে লিভারেজ যত কম নিবেন ততই আপনার জন্য ঝুঁকি কম হবে।
IFXmehedi
2020-07-03, 02:55 PM
একাউন্ট জিরো করার আরেকটি অন্যতম হাতিয়ার হচ্ছে লিভারেজ। যাদের মানিম্যানেজমেন্ট প্রবলেম আছে অর্থাৎ যারা শতচেষ্টা করেও মানিম্যানেজম্যান ট ফ্লো করতে পারতেছেন না তাদের উচিত লিভারেজ একেবারেই কম নেয়া, যা না নিলেই নয়। কেননা আপনি যদি লিভারেজ কম নেন তাহলে আপনি চাইলেও কম ব্যালেন্সে বড় লটে ট্রেড অপেন করতে পারবেন নাহ।অনেক আগে এই বিষয়ে আর্টিকেল পড়েছিলাম কিন্তু গুরুত্ব দেই নি, কিন্তু আজ বুঝতে পারছি গুরু জনেরা কেন বেশি লেভারেজ নিতে মানা করত। সত্যিই ফরেক্সে কোন বিষয়ে তিক্ত অভিজ্ঞতা ছাড়া তা মানা বেসম্ভব বটে।
ফরেক্স মার্কেট নতুনদের জন্য একটা কাঙ্খিত মার্কেট এবং নতুনরা আশা করে এই মার্কেট থেকে তাদের সফলতা অর্জন করা র । আসলে ফরেক্স মার্কেট খুবই জটিল একটা মার্কেট কিন্তু নতুনরা অনেকেই মার্কেট সম্পর্কে ভালভাবে না জেনে রিয়েল ট্রেডিং করতে আসে যার কারণে তার অনেক সময় লস করে । অনেকেই আবার লেভারেজ সম্পর্কে না বুঝেই বেশি লিভারেজ নিয়ে বড় বড় সাইজের ট্রেড ওপেন করে ফেলে যার কারণে অনেক বেশি লসের সম্মুখীন হয় ।
নতুনদের জন্য যত কম লিভারেজ নিয়ে ট্রেড করা যায় তত বেশি মঙ্গল হবে। কেননা প্রত্যেক ট্রেডারের জন্য লিভারেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই লিভারেজ এর উপর নির্ভর করে আপনি আপনার ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে পারবেন।সুতরাং আমরা সব সময় কম মাত্রা দেওয়ার চেষ্টা করব তহালেই আমরা লাভবান হতে পারব । অতএব আমরা ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবন হতে পারব ।
konok
2020-07-04, 08:31 PM
কখনোই অতিরিক্ত লিভারেজ কখনোই নতুন ট্রেডারের জন্য ভালো নয় । আমরা নতুনদের এই পরামর্শ দেব যে তারা যেন লিভারেজ কমিয়ে দেয় তাহলেই তারা বেশী লসে পড়ে না । সুতরাং আমরা সব সময় কম মাত্রা দেওয়ার চেষ্টা করব তহালেই আমরা লাভবান হতে পারব । আমাদের ব্যালেন্স কত আছে সে দিকে দেখা উচিত। আবার লিভারেজ কম থাকলে চাইলেও বড় লটে ট্রেড করা যায় না।
muslima
2020-07-07, 01:09 AM
অনেকের অভারট্রেডিংয়ের অসুখ রয়েছে, তাদের জন্য এটি মহাষৌধ হিসেবে কাজ করে। যত কম লিভারেজ তত টিকে থাকার সম্ভবনা। তাই যারাই একাউন্ট ওপেন করবেন যে ব্রোকারেই করবেন লিভারেজের বিষয়টা মাথায় রাখবেন। আমরা নতুনদের এই পরামর্শ দেব যে তারা যেন লিভারেজ কমিয়ে দেয় তাহলেই তারা বেশী লসে পড়ে না । সুতরাং আমরা সব সময় কম মাত্রা দেওয়ার চেষ্টা করব তহালেই আমরা লাভবান হতে পারব । অতএব আমরা ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবন হতে পারব ।
NEWVISION2020
2020-07-07, 01:34 AM
শুধুমাত্র নতুন ট্রেডারদের জন্যই না অতিমাত্রায় লেভারেজ না সকলের জন্যই ঝুঁকিপূর্ণ। কারণ লেভারেজ নেয়ার অর্থ হল ঋণ নেয়া এক্ষেত্রে কেউ যদি অতিমাত্রায় লেভারেজ নির্ধারণ করে থাকে তাহলে সে অল্প পরিমাণ ব্যালেন্স দিয়েও বড়লটের ট্রেড ওপেন করতে পারবে। কিন্তু কোনভাবে যদি তার ওপেন করার ট্রেডটি বিপরীত দিকে চলে যায় তাহলে অল্প সময়ের মধ্যেই তার ব্যালেন্স জিরো হয়ে যাবে। অন্যদিকে যদি লিভারেজ এর পরিমাণ কম থাকে তাহলে কেউ চাইলেও কম ব্যালান্স দিয়ে বড়লটের ট্রেড ওপেন করতে পারবে না। এজন্য বলবো লিভারেজ এর পরিমাণ যতটা কম হবে একাউন্টের নিরাপত্তা ঠিক ততটাই বৃদ্ধি পাবে। তাই নতুন ট্রেডারদের পাশাপাশি সকল ট্রেডারের উচিত লিভারেজ এর পরিমাণ যতটা সম্ভব কম নির্ধারণ করে ট্রেডিং করা।
uzzal05
2020-07-07, 04:42 AM
আমরা সব সময় ফরেক্স থেকে প্রফিট এর চিন্তা করি। কিন্তু কখনো লস হবে এই চিন্তা করি না। প্রত্যেকটা ট্রেড ঝুকি বিদ্যমান। লসের কথা চিন্তা করে আমাদের লিভারেজ কম বা বেশি রাখা দরকার। কেননা লিভারেজ বেশি নিলে আমরা বড় লট সাইজ ব্যবহার করতে পারব কম ডিপজিট করেও।
uzzal05
2020-07-10, 06:28 AM
ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য হাতিয়ার হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট না করতে পারলে ব্যালেন্স যতই থাকুক না কেন মার্কেট এ প্রফিট করা সম্ভব না। মার্কেট থেকে প্রফিট বের করতে হলে ছোট ট্রেড করে গেইন করতে হবে। এক ট্রেড দিয়েই সব প্রফিট করা যাবে না।
Mahmud1984fx
2020-07-10, 08:54 AM
অতি মাত্রাই লিভারেজ নতুনদের জন্য নিরাপদ নয়। লিভারেজ হচ্ছে আপনার ক্যাপিটালের উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে। যেমন আপনি যদি ১:২০০লিভারেজ ব্যবহার করেন,তাহলে ব্রোকার আপনাকে সর্বোচ্চ ২০০গুন পর্যন্ত লোন দিবে। অর্থ্যাৎ ১০ডলার ইনভেস্ট করলে আপনি ১০*২০০=২০০০ডলার হিসাবে আপনি ট্রেড করতে পারবেন। লোন না নিলে ইনভেস্ট কম হলে বড় লটে ট্রেড করা যায় না। আবার বড় লিভারেজ ব্যবহার করলেও ব্যালেন্স নিরাপদ নয়। এজন্য ক্যাপিটাল হিসাবে লিভারেজ ব্যবহার করা উচিত।
Soh1952
2020-07-10, 10:02 AM
হ্যা অতিরিক্ত লিভারেজ ফরেক্সে একাউন্টের জন্য ক্ষতি কারক।নতুনদের জন্য লিভারেজ বেশি নেয়া সঠিক নয়।তাদের উচিত সল্প পরিমান লিভারেজ নেয়া ১.৫০ পরিমান লিভারেজ নতুনদের জন্য সহায়ক। তবে দক্ষতা সম্পন্ন ট্রেডারের ক্ষেত্রে বেশি পরিমাম লিভারেজ নেয়া লাভজনক।
Hasinapx
2020-07-10, 08:09 PM
অতি মাত্রাই লিভারেজ নতুনদের জন্য নিরাপদ নয়। এটা বাস্তব কথা , আমি দুটি অভিজ্ঞতা শেয়ার করি : ১:১২০০ লিভারেজ ব্যবহার করেছি এবং ১:২০০লিভারেজ ব্যবহার করে ট্রেড করে দেখেছি । বেশী লিভারেজ অপেক্ষা কম লিভারেজ ব্যবহার করে বেশী মজা পেয়েছি এবং ব্যালেন্স সেভের পাশাপাশি প্রফিটও বেশী করা যায়। বেশী লিভারেজ করার কারণেই আমাদের অনেকের ব্যালেন্স জিরো হয়ে যায়। এজন্য আমার পরামর্শ হলো ক্যাপিটাল অনুযায়ী যথাসম্ভব কম লিভারেজ ব্যবহার করা উচিত। বিশেষ করে নতুন ট্রেডার যারা তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ এটি।
FREEDOM
2020-08-23, 03:48 AM
অতিরিক্ত লিভারেজ নতুনদের জন্য মোটেও সহায়ক নয় । নতুনদের লিভারেজ নিতে হবে নিজেদের মূলধনের পরিমাণ আর সেটা ম্যানেজমেন্ট করার উপর ভিত্তি করেই । তাই এ ব্যাপারে নতুনরা সাবধানে লিভারেজ বাছাই করবেন । ট্রেড করার পূর্বে ই্যকুয়িটি , লিভারেজ এসব বিষয়ে সঠিকভাবে খেয়াল রাখা উচিত আমাদের । না হয় বড় ধরনের লস হয়ে যেতে পারে ।
FREEDOM
2020-08-23, 03:52 AM
অনেকেই বেশি লিভারেজ নিতে পছন্দ করে থাকে আমিও তাই করতাম তবে যেটা সমস্যা হয় সেটা হলো বেশি ট্রেড ওপেন হয়ে যায় অনেকটাই আবেগের বশে সেক্ষেত্রে দ্রুত মার্জিন লেভেল কমে ক্যাপিটাল হারানোর সম্ভাবনা থেকে যায়।
আমার মতে লিভারেজ কোন ব্যাপার নয়। নিজের লোভকে নিয়ন্ত্রন করাই হল আসল কথা। আপনি যদি নিজের লোভ কে নিয়ন্ত্রন করে ট্রেড করতে পারেন তাহলে কখনোই আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হবে না। তবে এর জন্য আপনাকে বেশি বেশি মার্কেট এ্যানালাইসিস করতে হবে এবং কম রিক্স এ ছোট লটে ট্রেড করতে হবে।
jimislam
2020-08-23, 09:45 AM
আমার মনে হয় না যে অতিরিক্ত লিভারেজ ক্ষতিকারক। আপনি যদি ট্রেডিং এর সকল নিয়মনিতি মেনে ট্রেড করেন তাহলে এখানে লিভারেজ কোনভাবে আপনার ক্ষতি করতে পারবে না। আর যদি ট্রেডিং এর নিয়মনিতি মেনে না ট্রেড করেন তাহলে কম লিভারেজও আপনার ক্ষতি করে থাকবে।আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হবে না। তবে এর জন্য আপনাকে বেশি বেশি মার্কেট এ্যানালাইসিস করতে হবে এবং কম রিক্স এ ছোট লটে ট্রেড করতে হবে।
sss21
2020-10-19, 05:03 PM
আসলে আমি মনে করি প্রয়োজনের অতিরিক্ত কোন কিছুই আসলে ভালো না। বরং সেটা খারাপের দিকে নিয়ে যায়। যে কোন কিছুরই একটা লিমিটেশন থাকা ভালো। আর ফরেক্সেও তাই। এখানে কাজ করতে হলে অবশ্যই ভালো করে জেনে বুঝে করা উচিত। প্রথম অবস্থায় নতুনদের অবশ্যই বেশি লিভারেজ নেয়া আমার মনে হয় ঠিক হবে না। আমি প্রথম থেকেই ১ঃ৫০ লিভারেজ নিয়েই কাজ করছি তবে কেউ চাইলেই তার ইচ্ছে মতো লিভারেজ নিতে পারেন তবে ঝুঁকি থাকে।
একাউন্ট জিরো করার অন্যতম হাতিয়ার হচ্ছে লিভারেজ কারন এটা আমাদের বর লটে ট্রেড করতে বলে আর আমরা বর লটে ট্রেড দিয়া লস করি। তবে নিজের লোভকে নিয়ন্ত্রন করতে পারলে আমরা এতাকে ভাল করে ইউজ করে ভাল প্রফিট করতে পারব। ভাল করতে হলে বেশি বেশি মার্কেট এ্যানালাইসিস করতে হবে।
samun
2020-11-13, 03:28 PM
আমার মতে, প্রত্যেক ট্রেডারের জন্য লিভারেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই লিভারেজ এর উপর নির্ভর করে আপনি আপনার ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে পারবেন। কম লিভারেজ থাকলে আপনি কম লটে ট্রেড ওপেন করতে পারবেন আপনি ইচ্ছা করলেও বেশি লটে ট্রেড ওপেন করতে পারবেন না। আর কম লিভারেজ নিয়ে ট্রেড করাটাই সবচেয়ে উত্তম, কেননা যত কম লিভারেজ থাকবে তত কম রিক্সে ট্রেড করতে পারবেন, কারণ পুরোপুরি আপনার ব্যালেন্স জিরো হবে না, শুধু মাত্র লিভারেজ কম থাকার কারণে।
আপনি যদি নিজের লোভ কে নিয়ন্ত্রন করে ট্রেড করতে পারেন তাহলে কখনোই আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হবে না। তবে এর জন্য আপনাকে বেশি বেশি মার্কেট এ্যানালাইসিস করতে হবে। কারণ বিপদের সম্ভাবনা কম থাকবে । যে যত বেশী কম নিয়ে পারে তাতেই সে লাভবান হতে পারবে ।
FRK75
2021-03-21, 11:19 PM
লোন বা লিভারেজের পরিমান যত বেশি হবে আপনার একাউন্টের পুজিঁও তত বেশি রিস্কের মধ্যে থাকবে৷লিভারেজ বেশি হলে আপনি অবশ্যই বড় লটে ট্রেড করবেন,বেশি লাভের আশায় লোভে পড়ে ওভার ট্রেডিং করবেন৷ভালো কিছু প্রফিট হওয়ার পরও আপনার এই বেশি লোভের কারনেই পুরো ব্যালেন্সটাই একসময় জিরো করে ফেলবেন৷আর আপনাকে এই লোভের আশ্রয়-প্রশ্রয় দিবে অতিরিক্ত লিভারেজ৷তাই সাবধান!লিভারেজ খুবই কম নিবেন৷
Starship
2021-03-21, 11:56 PM
অতিরিক্ত লিভারেজ নেওয়ার ফলে আমরা আর ট্রেড করার জন্য পর্যাপ্ত লট নিতে পারি। যার ফলে বড় ধরনের ট্রেড নেওয়ার মন মানসিকতা বা অতিরিক্ত আসক্ত করে আমাদের মাঝে। আরে বড় ধরনের ট্রেড নেয়ার ফলে আমাদের ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। অতিরিক্ত লোভ করে ট্রেড করলে যেমন প্রফিট বেশি হয় তেমনি লসের সম্ভাবনা বেশি থাকে। যা আমাদের বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই আমাদের ব্যালেন্স টিকিয়ে রেখে ট্রেড করতে হবে। আর লিভারেজ নেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত সাবধানতার সাথে নিতে হবে।
EmonFX
2021-03-22, 06:45 AM
একাউন্ট জিরো করার আরেকটি অন্যতম হাতিয়ার হচ্ছে লিভারেজ। যাদের মানিম্যানেজমেন্ট প্রবলেম আছে অর্থাৎ যারা শতচেষ্টা করেও মানিম্যানেজম্যান ট ফ্লো করতে পারতেছেন না তাদের উচিত লিভারেজ একেবারেই কম নেয়া, যা না নিলেই নয়। কেননা আপনি যদি লিভারেজ কম নেন তাহলে আপনি চাইলেও কম ব্যালেন্সে বড় লটে ট্রেড অপেন করতে পারবেন নাহ।অনেক আগে এই বিষয়ে আর্টিকেল পড়েছিলাম কিন্তু গুরুত্ব দেই নি, কিন্তু আজ বুঝতে পারছি গুরু জনেরা কেন বেশি লেভারেজ নিতে মানা করত। সত্যিই ফরেক্সে কোন বিষয়ে তিক্ত অভিজ্ঞতা ছাড়া তা মানা বেসম্ভব বটে।
সহমত পোষণ করছি আপনার সাথে। বেশিরভাগ ট্রেডার ব্যালেন্স জিরো করে ফেলেন উচ্চমাত্রায় লিভারেজ নেয়ার কারণে। আপনি যত বেশি লিভারেজ নিবেন আপনি ততবেশি ট্রেড ওপেন করতে পারবেন আর ব্যালেন্স এর উপরে ঠিক ততো বেশি চাপ বেড়ে যাবে। এর ফলাফল দাঁড়ায় যেকোনো সময় ব্যালেন্স শূন্য হওয়া। লিভারেজ নির্ধারণের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সর্তকতা অবলম্বন করা উচিত। যথাসম্ভব কম লিভারেজ নিয়ে একাউন্ট ওপেন করা উচিত। তাতে করে আপনার মূলধন এবং অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।
KAZIMAJHARULISLAM
2021-03-24, 07:46 AM
কম ব্যালেস্ন দিয়ে অধিক ট্রেডিং করার জন্য লিভারেজ অবশ্যই অনেক ভালো একটি সুবিধা। কিন্তু এর অনিয়ন্ত্রিত ব্যবহার আপনার জন্য, আপনার একাউন্ট এর জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। কেননা বেশি লিভারেজ নিলে, বেশি ট্রেডে এন্ট্রি নিতে পারবেন ঠিকই, কিন্তু বেশি ট্রেড ধরলে, মার্কেট বিপরীতে গেলে লস ও বেশি হবে। তাই আগে ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞ ও দক্ষ হন। কেননা এরপরে আপনি সহজেই আপনার একাউন্ট নিরাপদে রেখে ট্রেডিং করতে পারবেন।
FRK75
2021-07-24, 08:26 PM
মার্কেটে যারা নবীন তাদের জন্য লিভারেজ কম রাখা কল্যানকর।কারন অতি মাত্রায় লিভারেজ নিলে নতুনদের মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে যায়।তাই আপনি ফরেক্স মার্কেটে প্রফিটেবল হয়ে টিকে থাকতে চাইলে অবশ্যই অল্প মাত্রায় লিভারেজ নিয়ে ট্রেড করতে হবে।
আমরা নতুনদের এই পরামর্শ দেব যে তারা যেন লিভারেজ কমিয়ে দেয় তাহলেই তারা বেশী লসে পড়ে না । সুতরাং আমরা সব সময় কম মাত্রা দেওয়ার চেষ্টা করব তহালেই আমরা লাভবান হতে পারব । আমাদের ব্যালেন্স কত আছে সে দিকে দেখা উচিত। কিন্তু কখনো লস হবে এই চিন্তা করি না। প্রত্যেকটা ট্রেড ঝুকি বিদ্যমান। লসের কথা চিন্তা করে আমাদের লিভারেজ কম বা বেশি রাখা দরকার।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.