View Full Version : ফরেক্স এ আর আপনার একাউন্ট জিরো হবে না
Shimul77
2016-11-18, 07:34 PM
আপনার একাউন্ট জিরো হবে নাকি হবেনা সেটা নির্ভর করছে আপনি কত লেভারেজ নিচ্ছেন, কত ট্রেড দিচ্ছেন সেটার উপর। যদি আপনি লেভারেজ না নেন তাহলে একাউন্ট জিরো হবেনা। কারণ ১ Eur তে ১.১০ ডলার পাওয়া যাচ্ছে। বা ১ ডলারে .৯০ Eur পাওয়া যায়। তাই এই মুহুর্তে যদি আপনি ২০০০ ডলার ইনভেষ্ট করে .০১ লট বা ১০০০ Eur কিনে রাখেন তাহলে যদি Eur এর এগেইনেষ্ট এ Usd ৭৫০০ পিপস পড়ে একেবারে ডলার এর দাম শুন্যও হয়ে যায় আপনার লস হবে ৭৫০ ডলার। একাউন্ট একেবারে শুন্য হবেনা। যদিও সেটা কখনো সম্ভব না দুটি শক্তিশালী মূদ্রার বিনিময় হার কখনো শুন্যতে নামতে পারেনা। আমরা যখন ১০০০ ডলারের একাউন্ট এ ১ স্টান্ডার্ড লট সেল মারি তখন তখন আমরা আসলে ১ লক্ষ ডলার কিনলাম। এখন Usd যদি শক্তিশালী হয়ে নিচে নামে তাহলে আমরা পার পিপস ১০ ডলার প্রফিট করি। ১০০ পিপস নিচে আসলে ১০০০ ডলার প্রফিট করি। এখন মার্কেট যদি উল্টাদিকে যায়, বা Eur এর ভ্যালুটা যদি বাড়ে তাহলে ২০০ পিপস উপরে গেলেই আমাদের লস হবে ২০০০ ডলার এবং মার্জিন সহ যদি আমদের ২০০০ ডলার লসে যায় তখন অটো আমাদের ট্রেডটি ক্লোজ হয়ে একাউন্ট জিরো হয়ে যাবে। আর ট্রেড ক্লোজ হবার পর যদি মার্কেট নিচেও পড়ে তাতে আমাদের কোন লাভ নেই। কিন্তু আমরা যদি লেভারেজ ১:১ নিতাম তাহলে আমি ট্রেড দিতে পারতাম কম। ধরেন আমি .০১ লটে যদি ট্রেড দেই (১০০০ ডলার পরিমাণ বাই বা সেল) তাহলে ২০০ পিপস মার্কেট বিপরীতে গেলে আমাদের লস হতো ২০ ডলার। লেভারেজ নিয়ে সেটার পুরো পুরো ইউজ করে তাদের প্রফিট এবং লসটাও কিন্তু অনেক বেশি বেশি হয়।
স্যার আমি ফরেক্স নতুন আমি ফরেক্স মাকেটে অনেক লস করছি আপনার কথার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ | স্যার আপনার কথার মধ্যে আমি আমার জন্য অনেক উপকার পব তাই আপনার কাছে আমার অনুরোধ আপনি এমন আর্ব কিছু জানাবেন তবে আপনার কাছ থেকে জানতে বা শিখতে পারব |
RUBEL MIAH
2016-11-19, 07:03 PM
ফরেক্স ব্যবসা রিভারেজের দিকে লক্ষ্য রেখে যদি আমরা যদি এই ব্যবসা করতে পারি তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লট কমিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অার আপনারাও ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করতে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
ONLINE IT
2016-11-19, 07:43 PM
আসলে এ্যাকাউন্ট জিরো হয় আমাদের নিজেদের কারনেই। আমাদের লোভই এর মূল কারন। আমরা যদি লোভ না করি তাহলে কখনোই আমাদের এ্যাকাউন্ট জিরো হবে না। কম রিক্স নিয়ে ট্রেড করতে হবে। ছো্ট ভলিউমে ট্রেড করতে হবে। একটির বেশি ট্রেড করা যাবে না। লাভ কিংবা লস যাই হোক না কেন একটি ট্রেড বন্ধ করে আবার নতুন করে ট্রেড ওপেন করতে হবে।
Md Masud
2017-05-10, 06:18 PM
আমি .০১ লটে যদি ট্রেড ওপেন করি অার এ্যাকাউন্টে যদি অামার ১০০০ ডলার থাকে অাশা করা যায় এ্যাকাউন্ট যাবে না । কম রিক্স নিয়ে ট্রেড করতে হবে । অামরা সর্বদা কম লট দিয়ে ট্রেড করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব বলে অাশা করা যায় । অামরা বেশী করে এ্যানালাইসিস করার চেষ্টা করব ।
Mamun13
2017-05-10, 07:33 PM
লিভারেজ তো অবশ্যই কম নিতে হবে এবং মানি মেনেজমেন্ট সঠিক ভাবে ফলো করতে হবে৷তাহলে আশা করা যায় আপনার পুজিঁ নিরাপদে থাকবে, শুন্য হবে না৷ দক্ষ ট্রেডারদের জন্য 1000$ ডলার যথেষ্ঠ ব্যলেন্স যা দিয়ে মাসে কম করে হলেও 50$ -60$ ডলার সহজেই আয় হতে পারে৷কিন্তু নতুন অদক্ষ লোভী ট্রেডারগণ 1000$ ডলার মাত্র ১ মাসেই জিরো জিরো করে ফলতে পারে৷অস্বাভাবিক কিছুই না৷ট্রেডিং দক্ষতা ও অভিজ্ঞতার তুলনায় প্রকৃতপক্ষে ব্যলেন্স খুব বেশী একটা গুরুত্ত্বপূর্ণ বিষয় নয়৷ফরেক্স ট্রেড হলো নতুন ট্রেডারদের জন্য ১০০ ভাগ ঝুকিঁপূর্ণ ৷যেহেতু এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় যা কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর দ্বারা কখোনোই নিয়ন্ত্রণ সম্ভব নয় তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷যত আয়ত্ত্ব করবেন ততই ঝুকিঁ কমতে থাকবে৷
uzzal05
2017-05-12, 05:26 PM
ফরেক্স এ একাউন্ট জিরো হবার অনেক কারন আছে । তার মধ্য সবচেয়ে বড় কারন হলো প্রতিশোধ। যা ওভার ট্রেড ও বলা যেতে পারে। ওভার ট্রেড করলে কোন্ দিন ফরেক্স এ টিকে থাকা যাবে না। ফরেক্স এ কম ট্রেড করে লাভ বেশি করতে হবে।
aysha
2017-05-13, 10:17 AM
এই কথা সিউর বলতে পারবো না । কারব ফরেক্স ব্যবসা মানে লাভ ও লসের ব্যবসা । তাই মাঝে মাঝে সবার একাউন্ট জিরো হয়ে থাকে । তবে আমার একাউন্ট ব্যালেন্স জিরো খুব কম হয় । তাহলে আমি ছোট ছোট লটে ট্রেড করে অল্প অল্প প্রফিট করি । আমি বলতে পারি সকল ট্রেডারদের সতর্ক হয়ে ট্রেড করা উচিত । তাহলে একাউন্ট জিরো হবে না ।
riponinsta
2017-05-13, 10:54 AM
আমারা যারা ফরেক্স মার্কেট এ কম ডিপোজিট করি তারা লিভারেজ ছাড়া ট্রেড করতে পারবে না আর করলেও এতো কম লাভ আসবে তা দিয়ে আমাদের কিছু হবে না ধরেন আমি ফরেক্স মার্কেট এ ৫০০ ডলার ডিপোজিট করলাম কোন লিভারেজ নিলাম না এই ডলার দিয়ে আমি খুব কম ট্রেড করতে পারবো মাসে দেখাগেল আমি ২০ ডলার থেকে ৩০ ডলার লাভ হোল এতে কিছু হবে ৫০০ ডলার এ কম রিস্ক এ আমি ৫০ থেকে ১০০ ডলার লাভ হলে আমি খুসি
uzzal05
2017-05-20, 03:10 PM
ফরেক্স এ সঠিকভাবে মানি মেনেজমেন্ট মেনে চললে হয়তো একাউন্ট জিরো হবে। কিন্তু মানি মেনেজমেন্ট না মেনে আমরা যদি হাজার হাজার ডলার ইনভেস্ট করি ফরেক্স এ টিকে থাক্তে পারব না। ফরেক্স অত্যন্ত জটিল একটি মার্কেট।
01797733223
2017-12-14, 09:02 PM
ভাই লিভারেজ ব্যবহারের মাধ্যমে যদি সেটা সম্ভব হত তাহলে অনেকেই শুধু এটা নিয়েই পড়ে থাকত । তাহলে মানুষ আর কোন এনালাইসিস করতে যেত না, কোন ইন্ডিকেটর ব্যবহার করতো না । কারও একাউন্ট জিরো হওয়া নিয়ে আর কোন সমস্যাই হতো না, মানুষ আরামে ঘরে বসে শুধু লিভারেজ নিয়েই ট্রেড করে যেত ।
expkhaled
2017-12-16, 08:20 AM
ফরেক্স মার্কেট এ লিভারেজ যত কম নেওয়া যায় ততই ভাল। তবে সব চাইতে বড় কথা হলো ফরেক্স এর ব্যপারে সঠিক জ্ঞান এবং ভাল প্র্যাকটিস থাকলে বা ট্রেডিং এর কলাকৌশল যদি জানা থাকে তাহলে লিভারেজ কোন সমস্যা নয়। আর ভাল মানিম্যানেজমেন্ট জানতে হবে তাহলে আমার মনে হয় যে একাউন্ট জিরো হবে না। আর অবশ্যই ভালভাবে ডেমো প্র্যাকিটিস করে নিতে হবে। যত ডেমো প্র্যাকটিস করবেন তত বেশী অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
samun
2021-07-25, 04:23 PM
দক্ষতার পাশাপাশি আমি ভাগ্য কেউ বিশ্বাস করি যদি ভাগ্য সহায় না থাকে তবে এক্সিডেন্টলি অনেক কিছুই হওয়া সম্ভব আজ অব্দি কোন দক্ষ ট্রেডার বলতে পারবেন না যে বর্তমানে বসে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না ফরেক্স মার্কেটে আমি বহুবার একাউন্ট ব্যালেন্স 0 করেছি এটা শুধু আমি নয় বরং সবাই করে তবে হ্যাঁ কিছুটা পার্থক্য থাকে একজন নতুন ট্রেডার এবং একজন পুরাতন ট্রেডার্স মধ্যে এজন্য ফরেক্স মার্কেটে অবশ্যই দক্ষতা জ্ঞান অভিজ্ঞতা এবং ধৈর্যের খুব বেশি প্রয়োজন
EmonFX
2021-07-25, 05:55 PM
ফরেক্স মার্কেটে লস হবে এটা স্বাভাবিক। আসলে কিভাবে ট্রেড করলে লস হবে না সেই কৌশল আজও কেউ আবিস্কার করতে পারেনি তবে ব্যালেন্স জিরো হওয়া থেকে রক্ষা করা যেতে পারে যদি ভালোভাবে ফরেক্স শিখে ফরেক্স সম্পর্কে পুর্ন জ্ঞান অর্জন করে আত্মবিশ্বাসের সাথে ট্রেড করলে সবগুলো ট্রেডে লাভ করতে না পারলেও বেশিরভাগ ট্রেডে ভালো করা যায় এটা বলা যায়। আত্মবিশ্বাস না থাকলে ফরেক্স কেনো জীবনের কোন ক্ষেত্রেই সফলতা অর্জন করা সম্ভব না। ফরেক্স মার্কেটে ট্রেড করা সহজ কোন ব্যাপার নয়, এটি বেশ জটিল বিষয়। ব্যবসায়ের ক্ষেত্রে, আপনার ঝুঁকির মুখোমুখি হতে হতেই পারে, তাই বলে মনোবল হারানো যাবে না। এটি তিক্ত সত্য হলেও বাস্তব আসলে এরকমই। আ্পনি যেটা চাইবেন সেটা আপনা আপনিই আপনার কাছে এসে ধরা দিবে না, আপনাকে অর্জন করে নিতে হবে। ব্যবসায়ের সাফল্যের জন্য আপনার এমন একজন ব্যক্তির সাথে ডিসকাস করতে পারেন যার উচ্চ মানের অভিজ্ঞতা রয়েছে। আপনার আত্মবিশ্বাস থাকলে আপনি ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকিগুলি পরিচালনা করতে সক্ষম হবেন। আপনার দৃঢ় মনোবলের সাথে আপনি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি পরিচালনা করতে সক্ষম হবেন যদি থাকে strong আত্মবিশ্বাস। আপনি যদি নিজের মধ্যে সুরক্ষিত হন তবে আপনি বাণিজ্যের পথে থাকবেন। আপনি ট্রেড করার সময় আপনাকে এই জাতীয় কৌশল প্রনয়ন এবং তা কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে। মূলত, ইতিবাচক হওয়ার মানসিকতাই আপনাকে এগিয়ে রাখবে।
লস করলে প্রত্যেক ট্রেডারেরই মনের অবস্থা খুব খারাপ হয়। আমি এখনো ট্রেড করতে পারিনি তবুও সিনিয়র ট্রেডারদের এমন অবস্থা কাছ থেকে দেখেছি, তাই এ ব্যাপারে কিছুটা ধারনা আছে। প্রথমিক পর্যায়ে ফরেক্স মার্কেটে কিছু লস হতে পারে, তাই বলে ভেঙ্গে পড়া যাবে না, বরং এখান থেকে উত্তরনের পথ খুজে বের করতে হবে। ফরেক্স মার্কেটে লস হলে সর্বোপ্রথমে লসের কারন ও দুর্বলতাগুলো খুজে বের করতে হবে। সে অনুযায়ী ভুলগুলো সংশোধনের জন্য বেশি বেশি ভিডিও ও টিউটোরিয়াল দেখতে হবে। মার্কেট এনালাইসিস করতে হবে। বেশি বেশি ডেমো প্রাকটিস করতে হবে। মার্কেটে এসেই আপনি সফলতা অর্জন করবেন ব্যাপারটা এমন করে ভাবা যাবে না। প্রথমিক পর্যায়ে আপনি যতগুলো ট্রেড নিবেন দেখা যাবে তার ৫০% আপনি লস করছেন। চেস্টা করে যেতে হবে এই % যেনো ৫৫% বা ৬০% এ উন্নিত করা যায়। ৬০% ট্রেডে ভালো করলে ধরে নিতে পারেন নিঃশন্দেহে আপনি একজন ভালো ট্রেডার। তাই হতাশ না হয়ে ধৈর্য ধরে নিষ্ঠার সাথে ট্রেড করে যাওয়া উচিত বলে আমি মনে করি, একটু দেরিতে হলেও সফলতা একদিন আসবেই।
Starship
2021-07-25, 06:45 PM
আপনার অ্যাকাউন্ট জিরো হবে না এটার মূলসূত্র হল জিরো করার জন্য যে সকল কারণ রয়েছে সেগুলো যদি আপনি এড়িয়ে চলেন। সেজন্য আপনাকে জানতে হবে কি কি কারনে আপনার একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে। বিশেষ করে আমার ক্ষেত্রে যদি বলি আমার একাউন্ট ব্যালেন্স জিরো আর পেছনে দায়ী হলো অতিরিক্ত লটে ট্রেড করা এবং অতিরিক্ত লোভ না নিয়ন্ত্রণ করতে পারো। আর অবশ্যই লিভারে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আপনার জীবনে যদি অত্যন্ত বেশি হয়ে থাকে তাহলে আপনি বেশি লটে ট্রেড করতে পারবেন আর বেশি লটে ট্রেড করলে আপনার ব্যালেন্স জিরো হয়ে সম্ভাবনা বেশি থাকবে। আমি ১ঃ৫০ লিভারেজ নিয়ে একাউন্ট ওপেন করেছি যেটা একটি নিরাপদ বা স্টান্ডার লিভারেজ।
Mas26
2021-07-25, 11:24 PM
লিভারেজ তো অবশ্যই কম নিতে হবে এবং মানি মেনেজমেন্ট সঠিক ভাবে ফলো করতে হবে৷তাহলে আশা করা যায় আপনার পুজিঁ নিরাপদে থাকবে শুন্য হবে না৷ ফরেক্স এ একাউন্ট জিরো হবার অনেক কারন আছে। তার মধ্য সবচেয়ে বড় কারন হলো প্রতিশোধ। যা ওভার ট্রেড ও বলা যেতে পারে। যেহেতু এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় যা কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর দ্বারা কখোনোই নিয়ন্ত্রণ সম্ভব নয় তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷যত আয়ত্ত্ব করবেন ততই ঝুকিঁ কমতে থাকবে৷ওভার ট্রেড করলে কোন্ দিন ফরেক্স এ টিকে থাকা যাবে না। ফরেক্স এ কম ট্রেড করে লাভ বেশি করতে হবে।বা আমরা ট্রেড করার সময় স্টপ লস টেক প্রফিট এগুলো ব্যবহার করতে পারি তাহলে আমাদের মূলধন সংরক্ষণ করা সম্ভব কিন্তু মানি মেনেজমেন্ট না মেনে আমরা যদি হাজার হাজার ডলার ইনভেস্ট করি ফরেক্স এ টিকে থাক্তে পারব না। ফরেক্স অত্যন্ত জটিল একটি মার্কেট।
Devdas
2021-07-26, 12:58 PM
ফরেক্স থেকে টাকা আয় করার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছি। আর এই পরিশ্রমের মধ্যেউ একটু ভুল থাকার কারনেও লস হয়। আমার কম আর বেশী একাউন্ট এ ব্যালেন্স জিরো হয়ে গিয়েছিল। আমি ফরেক্স এর সকল রুলস মেনে ফরেক্স এ সময় দিয়ে ফরেক্স করে যাচ্ছি। একদিন না একদিন আমি ভাল ট্রেডার হব আর সেই দিন থেকে আমি আশা করব আমার একাউন্ট এ ব্যালেন্স জিরো হবে না বা ব্যালেন্স জিরো করতে দিব না।
আমাদের লোভই এর মূল কারন। আমরা যদি লোভ না করি তাহলে কখনোই আমাদের এ্যাকাউন্ট জিরো হবে না। কম রিক্স নিয়ে ট্রেড করতে হবে। ছো্ট ভলিউমে ট্রেড করতে হবে। একটির বেশি ট্রেড করা যাবে না। কারন ফরেক্স ব্যবসা মানে লাভ ও লসের ব্যবসা । তাই মাঝে মাঝে সবার একাউন্ট জিরো হয়ে থাকে । তবে আমার একাউন্ট ব্যালেন্স জিরো খুব কম হয় । তাহলে আমি ছোট ছোট লটে ট্রেড করে অল্প অল্প প্রফিট করি । আমি বলতে পারি সকল ট্রেডারদের সতর্ক হয়ে ট্রেড করা উচিত ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.