PDA

View Full Version : লিভারেজ কত নেয়া ভাল হবে?



Shimul77
2016-11-19, 12:17 AM
আমি বিভিন্ন ব্রোকারে দেখেছি যে ১:১ থেকে ১:১০০০ পর্যন্ত লিভারেজ নেয়া যায়।
লিভারেজ কত নেয়া যায় একটু বলবেন প্লিজ?

RUBEL MIAH
2016-11-19, 10:01 PM
অামরা যদি লিভারেজ সব সময় কমিয়ে নেই তাহলেই আমরা লাভবান হতে পারব । যে ট্রেডার লিভারেজের দিকে খেয়াল করে এই ব্যবসা করতে পারে সে অবশ্যই সফল ব্যবসায়ী হিসেবে পরিগণিত হতে পারবে । সুতরাং আমরা সব সময় কমিয়ে লিভারেজ নেব এবং বেশী লাভবান হওয়ার চেষ্টা করব তাহলেই আমরা জীবনে উন্নতি করতে পারব ।

uzzal05
2017-06-24, 12:49 PM
বেশির ভাগ ট্রেডাররা মনে করে যে লিভারেজ বেশি নিলে ট্রেড এ বেশি লাভ করা যায়। তার কারন হলো লিভারেজ বেশি নিলে বড় ভলিওয়ম এ ট্রেড করা যায়। বড় লট সাইজ ব্যবহার করলে অল্প পিপ এ বেশী প্রফিট। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে আমাদের যেমন লাভ হবে ঠিক তেমনি লস ও হতে পারে।

01797733223
2018-01-03, 09:01 PM
ফরেক্স ব্যবসাতে এটাই সবচেয়ে বেশি ভাল লাগে যে এখানে লিভারেজ রয়েছে। এখানে আপনি আপনার ইচ্ছেমত লিভারেজ ব্যবহার করতে পারবেন, কেননা আমি যতটুকু জানি আপনি আপনার ব্যালেন্সের ২০০০ গুণ বাড়িয়ে ট্রেড করতে পারবেন । তবে লিভারেজ ব্যবহারে অবশ্যই মানি ম্যানেজম্যান্ট ফলো করে খুব সামান্য লিভারেজ নেওয়াটাই হল সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। কারন এর সুবিধা ও অসুবিধাটাও আপনাকে বিবেচনা করে ট্রেড করতে হবে।

Mahidul84
2018-01-10, 07:17 PM
ভাই আমার মতে আপনি যত বেশি লিভারেজ কম নিয়ে এ্যাকাউন্ট খোলবেন তত আপনার জন্য ভাল হবে। কারণ আপনি যখন ফরেক্স মার্কেটে কোন ট্রেড ওপেন করবেন সেটা লিভারেজের উপর নির্ভর করে ট্রেডটি ওপেন হবে। এবং কম লিভারেজে আপনার ব্যালেন্স সবচেয়ে বেশি ঝুকি মুক্ত থাকে। আর ফোরামের মাধ্যমে আপনি যদি ফরেক্স মার্কেটে এ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে অবশ্যই ১:৫০ লিভারেজ নিয়েই ট্রেড করতে হবে।

Grimm
2018-01-10, 11:49 PM
আমার মতে লিভারেজ যত কম নেওয়া যায় ততই ভালো। কারণ কম লিভারেজ নিলে আমরা বেশি রিস্ক নিতে পারবো না আর বেশি রিস্ক না নিলে আমাদের ক্ষতির পরিমাণও অনেক কম হবে তাছাড়া আমরা যদি বেশি রিস্ক না নেই তাহলে আমরা আমাদের মন কে আয়ত্তে রাখতে পারবো এতে করে আমাদের একাউন্ট সবসময় নিরাপদে থাকবে।

Tipu Sultan
2018-01-11, 01:49 PM
ফরেস্ক এ যারা নতুন তাদের একটু বেশি লিভারেজ নেওয়া উচিত।১:৫০০ নিতে পারে।আর যারা পুরাতন তারা সর্বোচ্চ ১:২৫ নেওয়া উচিত
।তবে যত কম নেওয়া যাই ততোই ভাল

Grimm
2018-01-11, 03:54 PM
ফরেস্ক এ যারা নতুন তাদের একটু বেশি লিভারেজ নেওয়া উচিত।১:৫০০ নিতে পারে।আর যারা পুরাতন তারা সর্বোচ্চ ১:২৫ নেওয়া উচিত
।তবে যত কম নেওয়া যাই ততোই ভাল

আসি কোন কারণ দেখছি না যে, যারা নতুন তাদের বেশি লিভারেজ নেওয়া উচিত। আমার মতে নতুনদের কম লিভারেজ নেওয়া উচিত এতে করে তারা কম রিস্ক নিতে পারবে এবং এতে তাদের মার্জিন খাওয়ার সম্ভবনাও অনেক কম হবে। নতুনরা বেশি লিভারেজ নেয় বলে আমার মনে হয় মোটামুটি অনেক ট্রেডার আজ এই ব্যবসায় পরাজিত। আমি নতুন এবং আমি বর্তমানে অনেক কম লিভারেজ ব্যবহার করছি আর এতে আমি নিজেকে অনেক নিরাপদ রাখতে পারতাছি।

Mahidul84
2018-01-11, 06:45 PM
আমার মতে যারা এই মার্কেট নতুন ট্রেডার বা ফরেক্স আসতে আগ্রহী তাদের জন্য বেশি লিভারেজ নেওয়া উচিত না। আর আপনি যত কম লিভারেজ নিবেন তত কম রিক্স নিতে পারবেন এবং তত কম মার্জিন খাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই মার্কেটে নতুনরা বেশি লিভারেজ নেয় বলে তারা সব সময় ফরেক্স মার্কেটে লস করে থাকে এবং ব্যালেন্স শূন্য হয়ে যেতে বাধ্য হয়। আর আমার মতে যারা সবচেয়ে কম লিভারেজ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে তারাই সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারবে আমি বিশ্বাস করি।

Mamun13
2018-01-17, 07:54 PM
নতুন শিক্ষানবীশ ট্রেডারদের জন্য লিভারেজ কম নেওয়াই উত্তম৷লিভারেজ কম থাকলে বড় বড় লটে ট্রেড করতে পারবেন না এবং ওভার ট্রেডিংও করতে পারবেন না৷লিভারেজ যতই কম নিয়ে ট্রেড করবেন আপনি আপনার ব্যালেন্স বা পুঁজি ততই সুরক্ষিত রাখতে পারবেন৷লিভারেজ-1:50 এর নিচে রাখা নিরাপদ৷

samun
2021-10-25, 11:22 AM
ফরেক্স মার্কেটে আমার অভিজ্ঞতা খুব কম হলেও শুরু থেকে আমি লিভারেজ 1.50 ব্যবহার করে আসছি এবং সেটা দিয়ে এখনো ব্যাবহার করছি আমি মনে করি আমার মতন অদক্ষ এবং নতুন ট্রেডারের জন্য এই লিভারেজ নির্বাচনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ না হলে ফরেক্স মার্কেটে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে