Log in

View Full Version : কিভাবে ডলার অথবা কারেন্সি লেনদেন হয়?



Biplob72
2016-11-19, 07:22 PM
ফরেক্স ট্রেড করতে হলে সর্বপ্রথম আপনাকে কোনো একটি ফরেক্স ব্রোকারের সাথে অ্যাকাউন্ট ওপেন করতে হবে ও তাতে ডিপোজিট করতে হবে। অ্যাকাউন্ট খুব সহজেই ২ মিনিটে অনলাইনে ওপেন করা যায়। আপনি বিভিন্ন অনলাইন মুদ্রা যেমন পেপাল, অ্যালার্ট পে, লিবার্টি রিজার্ভ ইত্যাদি দিয়ে তাৎক্ষণিক আপনার আকাউন্টে ডিপোজিট করতে পারেন ও ফরেক্স ট্রেড করা শুরু করতে পারেন।

Mamun13
2017-11-13, 10:39 PM
আপনি প্রথমে আপনার পছন্দমতো ব্রোকারের সাইটে লগিন করে ডিপোজিট সেকশনে যাবেন৷সেখানে দেখবেন অনেক গুলো পেমেন্ট মেথডের লিংক দেওয়া আছে,যেমন-নেটেলার,স্ক্রীল,পেয়জা,ওয়েবমানি,পারফেক্ট মানি...ইত্যাদিতে লগিন করে আপনার চাহিদামতো ডলার ডিপোজিট করবেন৷ তার আগে অবশ্যই ঐ সব পেমেন্ট মেথডে আপনার একাউন্ট তৈরি করে সেখানে ডলার ক্রয় করে জমা রাখতে হবে৷তারও পূর্বে কোনো ই-ওয়ালেটের মাধ্যমে আপনি আপনার কোনোও বিকাশ একাউন্ট হতে টাকা দিয়ে ডলার ক্রয় করে নিতে হবে৷অর্থাৎ আপনার নিজের বিকাশ একাউন্ট থেকে> ই-ওয়ালেট একাউন্ট>সেখান থেকে -নেটেলার বা স্ক্রীল একাউন্ট এবং সেখান থেকে ব্রোকারে আপনার নিজের ট্রেডিং একাউন্টে ডিপোজিট করবেন৷সময় মাত্র ৫/৬ মিনিট লাগতে পারে৷

samun
2021-07-26, 12:16 PM
বিপ্লব ভাই আপনার করা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় নতুন ট্রেডারদের জন্য এসকল বিষয় সম্পর্কে জানাটা অতীব জরুরি কারণ এসকল বিষয় সম্পর্কে যদি জ্ঞান এবং ধারণা না থাকে তাহলে ফরেক্স থাকতে পারবে না আমি মূলত আমার জ্ঞান অর্জনের মূল স্থান হল forex-forum এখান থেকে বিভিন্ন অভিজ্ঞদের আলোচনার মাধ্যমে আমি ফরেক্স সম্পর্কিত অনেক জ্ঞান এবং তথ্য পেয়ে থাকি তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কিছু আলোচনা উত্থাপন করার জন্য