PDA

View Full Version : টাইমফ্রেম:



FOREX.NB
2016-11-19, 07:29 PM
টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ
কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে
কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল

RUBEL MIAH
2016-12-23, 07:08 AM
আমরা সব সময় টাইমফ্রেম মেনে চলে কাজ করব । যে ট্রেডার যত বেশী টাইম ফ্রেম অবলম্বন করার চেষ্টা করব সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব বেশী বেশী টাইম ফ্রেম অবলম্বন করে ট্রেড করার চেষ্টা করব । সব সময় বেশী বেশী টাইমফ্রেম এ্যানালাইসিস করে তারপর ট্রেড করার চেষ্টা করব । অতএব বেশী বেশী ধৈর্য্য ধারণ করে তারপর ফরেক্স ব্যবসা করব ।