PDA

View Full Version : অ্যাসেন্ডিং ট্রাইএঙ্গেল (Ascending Triangle )



Biplob72
2016-11-19, 10:53 PM
এই প্রকার প্যাটার্ন সাদৃশ্য হয় যখন একটি রেসিসটেনস লেভেলে ত্রিকোণিক বিপরীত দুই বা ততোধিক Higher Lows এর মাধ্যমে একীভূত হয়, এটি টেকনিক্যাল এনালাইসিসের একটি বুলিশ চার্ট প্যাটার্ন। অ্যাসেন্ডিং ট্রাইএঙ্গেল প্যাটার্ন নির্ধারণে ট্রেন্ডলাইনে আঁকতে হয় মিনিমাম দুটি সমান হায়ার প্রাইস লেভেল এর আনভুমিক (হরাইযেন্টাল) লাইনে এবং বিপরীত দুয় বা ততোধিক লাওয়ার প্রাইস লেভেল এর মাধ্যমে যা দেখতে একটি ত্রিকোনিক সেইপ এর মত হবে।

RUBEL MIAH
2017-04-28, 06:09 PM
বিপরীত দুয় বা ততোধিক লাওয়ার প্রাইস লেভেল এর মাধ্যমে যা দেখতে একটি ত্রিকোনিক সেইপ এর মত হবে । টেকনিক্যাল এনালাইসিসের একটি বুলিশ চার্ট প্যাটার্ন । আমরা বেশী করে এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

uzzal05
2017-06-11, 05:56 AM
ফরেক্স মার্কেট এ বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে। আমরা প্যাটার্ন দেখে ভালো ট্রেড করতে পারি। প্যাটার্ন গুলো মার্কেট ভালো মেনে চলে। এসেন্ডিং প্যাটার্ন টিও মার্কেট এ প্রায় দেখা যায়। এই প্যাটার্ন এ আমি অনেক ট্রেড করেছি। ফরেক্স মার্কেট ট্রায়ংগাল প্যাটার্ন টিও ভালো কাজ করে।

Momen
2017-07-24, 12:55 PM
ফরেক্স মার্কেট এ অনেক ধরনের প্যাটার্ন দেখা যায়। আমরা চাইলে ফরেক্স মার্কেট এর প্যাটার্নগুলো এনালাইসিস করেও অনেক ট্রেড এ অংশগ্রহন করতে পারি। এছাড়াও প্যাটার্ন ফলো করে ত্রেন্ড লাইন অংকন করা, সাপোর্ট/রেজিসট্যান্স লেভেল অংকন করে ট্রেড ওপেন করা। অন্যথায়, আমাদের বিতারিত হবার সম্ভবনা বেশি থাকে। আমরা বেশি বেশি এনালাইসিস করে ট্রেড ওপেন করার দৃঢ় মনোবল জ্ঞাপন করবো তাহলে মার্কেট থেকে প্রফিট নিতে পারবো।

Mamun13
2017-09-06, 06:43 PM
আমাদের ট্রেডিং চার্টে ক্যান্ডেলস্টিকের বিভিন্ন রকমের প্যাটার্ণ তৈরি হতে দেখা যায়৷যেগুলো দেখলেই আমার মাথা ঘোরায়,ব্রেইন কোনোও কাজ করে না,আমার কাছে দূর্বোধ্য মনে হয়,হিজিবিজি মনে হয়৷তাই আমি কোনো প্রকার এঙ্গেল প্যাটার্ণই ফলো করি না৷একদম পরিষ্কার চার্টে সহজ "প্রাইস-একশান" স্ট্র্যটেজী ব্যাবহার করে থাকি৷