PDA

View Full Version : বুলিশ পেনান্ট প্যাটার্ন (Bullish Pennant )



Biplob72
2016-11-19, 10:59 PM
এই প্রকার প্যাটার্ন আপট্রেন্ড মার্কেটে দেখা যায়। ভারটিকেলি আপ রাইজ মার্কেটে এটি প্রাইস আরো বাড়ার ইঙ্গিত প্রদান করে। এটি এর নামের সাথে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ দেখতে একটি ফ্ল্যাগ(পতাকার) মতো সেইপ হবে। এটি বুলিশ মার্কেটের খুব শক্তিশালী একটি প্যাটার্ন যা একটি লম্বা সিঁড়ির (Step) পর আরেকটি লম্বা সিঁড়ির সূচনা প্রকাশ করে। ভারটিকেলি আপ রাইজ মার্কেটে এই প্যাটার্নটি সাইমেট্রিকেল প্যাটার্ন এর মত আঁকতে পারেন। যা অনেক শক্তিশালী একটি প্যাটার্ন।:ok:

Mamun13
2017-11-06, 07:39 PM
প্রাইস কোনোও সাপোর্ট লেভেল থেকে সুইং করে উপরের দিকে সুইং প্যাটার্ণ তৈরি করে যা দেখতে কিছুটা সিড়ির মতো তখন একে বুলিশ প্যানান্ট প্যাটার্ণ বলে৷এসময়ে ট্রেডারগণ সাধারণত Buy করতে করার সিগনাল পান৷তাই মার্কেট সেন্টিমেন্ট যখন বুলিশ মুডে আসবে৷মার্কেট প্রাইস তখন উর্ধমূখী হয়ে যায়৷অনেক ট্রেডার এই ধরনের প্যাটার্ণ ফলো করে ট্রেড করেন এবং প্রফিটও করে থাকেন৷এজন্য অবশ্যই এই প্যাটার্ণগুলোকে মনোযোগের সাথে লক্ষ্য করতে হবে৷