Log in

View Full Version : কিভাবে ট্রেড করবেন বুলিশ বা বেয়ারিশ প্যাট



FOREX.NB
2016-11-19, 11:04 PM
বুলিশ বা বেয়ারিশ যে প্যাটার্নে মার্কেটে ঢুকতে চান একটি এনালাইসিসের প্রয়োজন আছে। বুলিশ পেনান্টটে যদি মার্কেটে ঢুকতে হলে পেনান্ট ড্র লাইনের কয়েক পিপস উপরে বায় অর্ডার করবেন এবং বেয়ারিশ পেনান্টটে মার্কেটে ঢুকতে হলে পেনান্ট ড্র লাইনের কয়েক পিপস নিচে সেল অর্ডার করবেন। একটি কথা না বললেই নয় যে, ট্রেন্ড প্যাটার্ন গুলো অনেক ইফেক্টিভ কাজ দেয় তবে শর্ত হল প্যাটার্ন গুলোর বিহেবিয়ার বুঝে আগে ভালোভাবে প্র্যাকটিস করে একটি পার্সোনাল অভিজ্ঞতা নিয়ে নিবেন তারপর লাইভ মার্কেটে ব্যাবহার করবেন।

Md Masud
2017-05-25, 01:56 PM
একটি কথা না বললেই নয় যে, ট্রেন্ড প্যাটার্ন গুলো অনেক ইফেক্টিভ কাজ দেয় তবে শর্ত হল প্যাটার্ন গুলোর বিহেবিয়ার বুঝে আগে ভালোভাবে প্র্যাকটিস করে একটি পার্সোনাল অভিজ্ঞতা নিয়ে নিবেন তারপর লাইভ মার্কেটে ব্যাবহার করবেন । অামরা বেশী করে ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।

uzzal05
2017-06-16, 09:44 PM
আমি প্রথমে ডেইলী চার্ট দেখি। কারন মার্কেট এ ডেইলি চার্ট দেখলে অনেক স্ট্রং সিগ্নাল পাওয়া যায়। আর আমি লোয়ার টাইম ও ট্রেড নি। তবে চার ঘন্টার চার্ট এ অব্যশোই এনালাইসিস করে। যদি আমি হাইইয়ার টাইম এ ট্রেড পাই সেটা লোয়ার টাইম এ মিলিয়ে দেখি।

maziz6989
2017-06-30, 12:02 AM
কি বুঝাতে চাইলেন তাই বুঝলাম না। প্যাটার্ন বলতে চাইলেন না ট্রেন্ড লাইন তাই শিউৃর হতে পারলাম না। যাই হোক ভাল উদ্যোগ। তবে একটা প্যাটার্ন ঠিক কি কি গুণ থাকলে বিয়রিশ বা বুলিশ সিগন্যাল দেয় তা একটু বিস্তারিত বললে আমার মত অধমের একটু সুবিধা হত বুঝতে। যাই হোক তার পর ও বুঝার চেষ্টা অব্যাহত রেখেছি।

Momen
2017-07-22, 08:20 AM
বুলিশ এবং বেয়ারিশ প্যাটার্নগুলা বুঝা খুবই দরকারি। তবে প্যাটার্নগুলো সম্পর্কে ভালো একটি ধারনা নিতে হবে। মার্কেট এর ট্রেন্ড বুঝতে হবে। ফেইক আউট ধরা শিখতে হবে। ট্রেড এ ডুকতে হলে রেজিস্ট্যান্স লেভেল এর কয়েক পিপস উপরে এবং সাপোর্ট লেভেল এর কয়েক পিপস নিচে থেকে ওপেন করতে হবে।