PDA

View Full Version : মুভিং এভারেজঃ



FOREX.NB
2016-11-19, 11:25 PM
একটি নির্দিষ্ট সময়ের পরিধিতে মার্কেটের এভারেজ পাইস ভেলু কি ছিল তা বোঝার জন্য মুভিং এভারেজ খুবই জনপ্রিয় এবং সচরাচর ব্যবহৃত একটি টুল। মুভিং এভারেজ সাধারনভাবে সম্ভব্য সাপোর্ট এবং রেসিসটেনস এর এরিয়া এবং গতি পরিমাপক একটি টুল হিসেবে ব্যবহৃত হয় । এই টুলটিকে রলিং (Rolling) বা রানিং (Running) এভারেজ টুল ও বলা হয়ে থাকে এবং এই মুভিং আভারেজকে টেকনিক্যাল এনালাইসিসের প্রাণ হিসেবে আখ্যায়িত করা হয়। নভিস থেকে শুরু করে প্রফেশনাল ট্রেডার সবাই মুভিং আভারেজ টুলটি ব্যাবহার করে। ফরেক্স মার্কেটে মোটামুটি ২ ধরণের মুভিং এভারেজ ট্রেডাররা বেশি ব্যাবহার করে থাকে।

১। SMA সিম্পল মুভিং এভারেজ(Simple Moving Average)

২। EMA এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ(Exponential Moving Average)

nisho5533
2016-11-27, 11:13 PM
ভাই আপনি আমার না জানা কিছু কথা বলেছেন আপনি আপনার কথা থেকে অনেক কিছু শিখতে পেরেছি | আমি আপনার কাছ থেকে আশা করি আপনি এ রকম আর ও পোস্ট করবেন তবে আমি বা আমার মত না জানা কিছু মানুষ জানতে পারব ধন্যবাদ|

জ্যাক কয়েন
2016-11-27, 11:37 PM
আমি ফরেক্স একজন নতুন ট্রেডআর আমি যতটুকু জানি মুভিং-এভারেজ হল ফরেক্স এর একটি ইন্ডিকেটর। মুভিং-এভারেজ ইন্ডিকেটরটি ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ কারন মুভিং-এভারেজ ইন্ডিকেটর এর মাধ্যমে ট্রেড করে অনেক ট্রেডআরই বড় ধরনের প্রফিট করতে পারছে।

maziz6989
2016-11-29, 11:10 PM
ফরেক্স দুনিয়ায় সব থেকে বেশি পরিমাণ ব্যবহৃত ইনডিকেটর হল এই মুভিং এভারেজ। অনেকেই এটাকে অনেক ভাবে ব্যবহার করে বেশ বড় অংকের প্রফিট করে থাকে। তবে অনেকেই একে ট্রেডিং ইনডিকেটর মনে না করে এনালাইসিস করার কাজে বেশি ব্যবহার করে থাকে। তবে যে যেভাবে ব্যবহার করুক না কেন এটা ছাড়া আসলে ট্রেডিং হয় না।

RUBEL MIAH
2016-12-14, 09:37 PM
আমরা যদি ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে চাই তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারব । যে ট্রেডার যত বেশী ইন্ডিকেটর বেশী বেশী ব্যবহার করবে সে অবশ্যই সফলকাম হতে পারবে । আমরা যারা ফরেক্স ট্রেডার রয়েছি তারা অবশ্যই মুভিং এভারেজ ব্যবহার করব । যারা মুভিং এভারেজ ব্যবহার করবে তারা অবশ্যই লাভবান হতে পারব ।

nbfx
2016-12-15, 09:38 PM
ট্রেড করার জন্য মুভিং এভারেজ খুব ভাল কাজ দেয়। এর বড় সুবিধা হলো ইচ্ছেমতো ব্যবহার করা যায়। যেমন আমি মুভিং এভারেজ ক্রসিং ব্যবহার করি। ইএমএ ১৪ এবং ইএমএ ৫০। বেশ ভালই ফল পাচ্ছি। টাইমফ্রেম ৪ঘন্টা ও ডেইলি । কোন স্টপলস দেওয়া প্রয়োজন হয় না। সিগন্যাল অনেক কম পাওয়া যায়।

riponinsta
2016-12-19, 07:58 PM
আমি মুভিং এভারেজ ইনডিকেটর দিয়ে টেড করে থাকি । আমি মুভিং এভারেজ ইনডিকেটর ১৪ .১০০ আর ২০০ দিয়ে টেড করে থাকি ভাল লাভ হয় আপনি চেচতা করে দখতে পারেন ভাল লাভ হয় আমার এক বড় ভাই এই সিস্টেম এ টেড করে অনেক টাকা আই করছে আপনি ও পারবেন । তাই আমি মনে করি এই সিস্টেম এ টেড করা অনেক ভাল আপনি ও পারবেন ।

mithun30
2016-12-25, 03:00 AM
মুভিং এভারেজ এর উপরে বা নিচে দেখা যায় তখন এর মানে হলো মার্কেট ট্রেন্ড পরিবর্তনের পূর্বাভাস দেওয়া। ফরেক্স মার্কেটে অনেক রকমের ইনডিকেটর রয়েছে আমাদের কে দেখতে কোন ইনডিকেটর কি নির্দেশ করছে সব ইনডিকেটর সঠিক দিক নির্দেশ করেনা সেটা আমাদের কে এনালাইসিস করে বের করতে হবে।ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ ইনডিকেটর আমাদের কে মাঝে সঠিক সিগনাল দেই।