View Full Version : সাপোর্ট এন্ড রেসিসটেন্সঃ
Biplob72
2016-11-19, 11:41 PM
টেকনিকেল এনালাইসিস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মৌলিক ধারণা হল সাপোর্ট এবং রেসিসটেনস। অর্থনীতির ভাষায় মার্কেটের চাহিদা এবং যোগানের দুটি মিলিত পয়েন্ট হচ্ছে এই সাপোর্ট এবং রেসিসটেনস । ফরেক্স মার্কেট যেহেতু অর্থনির্ভর একটি মার্কেট তাই এই ধারণাটি এখানে বেশ মূল্যবান। সঠিক সাপোর্ট এবং রেসিস্টেন্স নির্ধারণ এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কখন ট্রেডে ডুকবেন এবং কখন ট্রেড থেকে বের হবেন এবং কি পরিমান লাভ করবেন কিংবা লস হলেও তা কি পরিমান। অর্থাৎ ট্রেন্ড এনালাইসিস এর মাধ্যমে সাপোর্ট এবং রেসিসটেনস লেভেল নির্ধারণের মাধ্যমে সঠিক সময়ে ট্রেড ওপেন এবং ট্রেড ক্লোজ করতে পারবেন।:ok:
riponinsta
2017-01-29, 03:40 PM
ফরেক্স মার্কেট এ আপনি যে সিস্টেম এই টেড করেন না কেন আপনি যদি সাপোর্ট এন্ড রেসিসটেন্ না দেখে টেড করেন তা হলে আপনার টেড লস হতে পারে ফরেক্স মার্কেট এ সাপোর্ট এন্ড রেসিসটেন্ বের করার জন্য অনেক ইনডিকেটর পাওয়া যাই আপনি তা ব্যবহার করতে পারেন আবার আপনি নিজে সাপোর্ট এন্ড রেসিসটেন্ লেবেল একে তা ব্যবহার করতে পারেন তা হলে আপনার লস টেড এর পরিমান কমবে
Mamun13
2017-11-11, 07:54 PM
ফরেক্স মার্কেটে প্রফিটেবল প্রতিটি ট্রেডের সফলতা 20% নির্ভর করে টেকনিক্যাল এনালাইসিসের উপর৷আর এই টেকনিক্যাল এনালাইসিসের মূল বিষয়ই হলো সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল গুলো দেখে বুঝে সঠিক ভাবে এন্ট্রী করা৷আমরা আমাদের প্রত্যেকের ট্রেডিং চার্টে এই সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো বের করে হরাইজেন্টাল লাইন দিয়ে এঁকে চিহ্নিত করে রাখবো যেন সহজেই ঐ লেভেলগুলো দেখে দেখে ট্রেড করতে পারি৷
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.