PDA

View Full Version : ফরেক্স সম্পর্কিত কবিতা



Shimul77
2016-11-20, 06:07 PM
হতে চাইলে ফরেক্স মার্কেটের বস,
প্রথমে হবে কিছু লস ।
আছে যত জ্ঞানী- গুণী বড় ভাই ,
ধাক্কা না খেয়ে কেউ ফরেক্স শিখেনাই ।
যেহেতু ফরেক্স থেকে অনেকদিন বিরত,
তাই অনেক কিছুই নাই আপনার অবগত ।
আছে তো ডেমো trading এর অভিজ্ঞতা ?
তারই পুনরাব্রিতি করুন অগত্যা ।
প্র্যাকটিস যদি না হয় পাকা,
শুধুই নষ্ট হবে পকেটের টাকা ।
বস হওয়া আর হবেনা হিরো,
রয়ে যাবেন মিস্টার জিরো ।

Competitor
2016-12-18, 09:52 PM
এ ধরনের উৎসাহমুলক ফরেক্স কবিতার মাধ্যমে নতুন ট্রেডাররা ফরেক্স শুরু করার জন্য উৎসাহবোধ করবে এবং পুরাতন ট্রেডাররা নতুন উদ্দ্যেমে ট্রেডিং এ ঝাপিয়ে পড়তে পারবে । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে িএখানে সাময়িক বড় ধরনের বাঁধা আসতে পারে, অনেক টাকা লস হতে পারে । তাই বলে আমাদের পিছিয়ে পড়লে হবে না । আমাদের সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করতে হবে যেন ফরেক্সে অনেক বেশি লাভবান হতে পারি ।

Mamun13
2017-11-24, 08:29 PM
হতে চাইলে ফরেক্স মার্কেটের বস,
প্রথমে হবে কিছু লস ।
আছে যত জ্ঞানী- গুণী বড় ভাই ,
ধাক্কা না খেয়ে কেউ ফরেক্স শিখেনাই ।
যেহেতু ফরেক্স থেকে অনেকদিন বিরত,
তাই অনেক কিছুই নাই আপনার অবগত ।
আছে তো ডেমো trading এর অভিজ্ঞতা ?
তারই পুনরাব্রিতি করুন অগত্যা ।
প্র্যাকটিস যদি না হয় পাকা,
শুধুই নষ্ট হবে পকেটের টাকা ।
বস হওয়া আর হবেনা হিরো,
রয়ে যাবেন মিস্টার জিরো ।

কবিতার সারাংশ:- একদম নতুন অবস্হা থেকে দীর্ঘদিন যাবৎ লস দিয়ে দিয়ে ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হতে হয়৷ফরেক্স মার্কেটে নিয়মিত স্টাডি করে করে খুঁটিনাটি সব বিষয় শিখতে হবে এবং সেগুলো অবশ্যই নিয়মিত ডেমো ট্রেডিং করে করে অভিজ্ঞতা অর্জন করতে হবে৷নিজের পকেটের টাকা অপচয় না করে প্রথমে ডেমো ট্রেড করে দক্ষ হয়ে পরে রিয়েল একাউন্টে ট্রেড করবেন তাহলে একসময় আপনি হবেন- 'ফরেক্স হিরো'৷

01797733223
2018-01-13, 02:58 PM
ভাই আপনার কবিতা অনেক অনেক ভাল লাগলো, এই ফরেক্স মার্কেটকে নিয়ে আপনি একটি অসাধারণ কবিতা লিখেছেন। আসলে লস না খেলে কেউ এখানে কোনদিন লাভের মুখ দেখতে পাবেনা মানে লস থেকে তাকে শিক্ষা গ্রহন করতেই হবে, কেননা সেখান থেকেই তার যাত্রা শুরু হবে। আর এভাবেই ধাক্কা খেতে খেতে একদিন সে ফরেক্স শিখে যাবে আশা করা যায়।

Mahidul84
2018-01-13, 05:41 PM
ভাই আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ফরেক্স এমন একটি মার্কেট এখানে লস না খেয়ে আপনি কখনও ফরেক্স সম্পর্কে জানতে ও শিখতে পারবেন না। এবং আমার বিশ্বাস বিশ্বের যত বড় বড় ট্রেডার আছে তারা সকলেই কোন না কোন দিন ব্যবসা করতে গিয়ে প্রথম অবস্থায় লস করেছে। এবং সেই লস থেকে নতুন কিছু ধারণা অর্জন করতে সক্ষম হয়েছে। যা পরবর্তীতে তার ব্যবসায় সফলতার পথ বয়ে এনেছে।

iloveyou
2018-02-17, 12:00 PM
হ্যা ভাই আপনি এখানে অনেক শিক্ষামূলক একটা কবিতার মাধ্যমে ট্রেডারদের আগ্রহকে জাগ্রত করেছেন। আপনার কথাগুলো আসলেই অনেক ভাল লাগলো। ফরেক্সে আসলে লস না করলে সে কখনও ফরেক্সের মর্মটা বুঝতে পারবেন। লস থেকেই কিন্তু ধাক্কা খেতে খেতে একজন ট্রেডারের অভিজ্ঞতা হয় এটা বাস্তব। তাই ফরেক্সে প্র্যাকটিস করে জ্ঞান চর্চার মাধ্যমে আমাদের সামনে অগ্রসর হতে হবে, তাহলেই সফলতা পাওয়া যাবে।

maziz6989
2018-02-17, 03:02 PM
বাহঃ ভাল তো। আমাদের এখানে কবিদের উপস্থিতিও আছে। আমি তো ভেবেছিলাম এখানে সবাই অসামাজিক জীব ( ফরেক্স ট্রেডার) থাকে। দেখি কেউ কেউ আছেন যারা এখনও সামাজিক। ভাল লাগল।

samun
2021-05-18, 11:55 AM
আসলে আমি কবিতা লিখতে পারি না ঠিকই কিন্তু ফরেক্স কে অনেক ভালোবাসি এই ভালবাসার প্রধান কারণ হলো ফরেক্স আমাকে অনেক কিছু দিয়েছে যার কারণে আমি ফরেক্স মার্কেট কে কখনোই ভুলতে পারবো না এবং ফরেক্সকে আমি আঁকড়ে ধরেই আমার বাকী জীবন অতিক্রম করতে চাই আমি অন্য সকল কাজের পাশাপাশি আজকে আমার স্থায়ীভাবে পাশে রাখতে চাই তবে আমিও চেষ্টা করব ভাইয়ের মতন খুব সুন্দর করে একটি কবিতা লেখার

Mas26
2021-05-18, 02:07 PM
ভাই আপনার কবিতা অনেক অনেক ভাল লাগলো, এই ফরেক্স মার্কেটকে নিয়ে আপনি একটি অসাধারণ কবিতা লিখেছেন। আসলে লস না খেলে কেউ এখানে কোনদিন লাভের মুখ দেখতে পাবেনা মানে লস থেকে তাকে শিক্ষা গ্রহন করতেই হবে, কেননা সেখান থেকেই তার যাত্রা শুরু হবে। আর এভাবেই ধাক্কা খেতে খেতে একদিন সে ফরেক্স শিখে যাবে আশা করা যায়।এবং আমার বিশ্বাস বিশ্বের যত বড় বড় ট্রেডার আছে তারা সকলেই কোন না কোন দিন ব্যবসা করতে গিয়ে প্রথম অবস্থায় লস করেছে। এবং সেই লস থেকে নতুন কিছু ধারণা অর্জন করতে সক্ষম হয়েছে। যা পরবর্তীতে তার ব্যবসায় সফলতার পথ বয়ে এনেছে।

md mehedi hasan
2021-05-18, 02:14 PM
এই প্রথম ফরেক্স মার্কেটে সম্পর্কে বাস্তব মুখি কবিতা পড়লাম।আসলে ফরেক্স মার্কেটে আমরা সবাই বস হতে আসি কিন্তু কয়েক দিন পর আসল বাস্তবতা বুঝতে পারি।ফরেক্স মার্কেটে বস হতে হলে পরিশ্রম ছাড়া তা কখনোই সম্ভব না।আগে শিখতে হবে এবং প্রচুর প্রাক্টিস করতে হবে।আর ধৈর্য্য ধরে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হবে তবেই কাঙ্খিত সফলতার মুখ দেখতে পাবেন।অন্যথায় শুধু সময় ও অর্থ নষ্ট হবে।