PDA

View Full Version : মুভিং এভারেজ কী?



sujon30
2016-11-20, 08:30 PM
ভাই সকল, আমি দেখছি যে মুভিং এভারেজ এ ফলো করে ট্টেড করলে অনেকটা ভাল সফল পাওয়া যায়। তাহলে আপনার কাছে কী মনে হয়?:woo:

Shimul77
2016-11-20, 08:38 PM
মার্কেটে যারা আমরা নতুন তারা সব সময় ইন্ডিকেটর খোজার জন্য ব্যস্ত হয়ে পড়ি।কিন্তু যারা সফল ট্রেডার তারা কখনো ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড ওপেন করে না।তারা মার্কেটে এনালাসিস করে ট্রেড ওপেন করে।ইন্ডিকেটর কখনো ট্রেদিঙ্গের ভব্যিষত সম্পর্কে বলতে পারে না।তাই ইন্ডিকেটর খোজা বাদ দিয়ে আমাদের ট্রেডিং দক্ষতা বাড়ানোর চেস্টা করতে হবে।

RUBEL MIAH
2017-04-28, 12:37 PM
ইন্ডিকেটর কখনো ট্রেদের ভব্যিষত সম্পর্কে বলতে পারে না । অামরা ফরেক্স মার্কেটে ধৈর্য্যের সহতি কাজ করার চেষ্টা করব । যে যত বেশী এ্যানালাইসিস করব সে তত বেশী লাভবান হতে পারব । আমরা দক্ষতা অর্জন করার চেষ্টা করব । আমরা অবশ্যই অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব ।

riponinsta
2017-04-30, 03:46 PM
ফরেক্স মার্কেট এ সব থেকে জনপিয় ইনডিকেটর এর নাম হল মুভিং এভারেজ ফরেক্স মার্কেট এ এই ইনডিকেটর ব্যবহার করে নাই এমন মানুষ মনে হয় খুজে পাওয়া যাবে না, এখন ও ফরেক্স মার্কেট এ হাজার হাজার ট্রেডার এই ইনডিকেটর ব্যবহার করে লাভ করে আসছে আপনি যদি ফরেক্স মার্কেট এ মুভিং এভারেজ ব্যবহার করতে পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এর একজন সফল ফরেক্স ট্রেডার হতে পারবেন আমি মনে করি

Mamun13
2017-05-10, 08:48 AM
মুভিং এভারেজ একটি ভালো ইন্ডিকেটর যা দিয়ে আমরা ট্রেন্ড কনর্ফামেশন বুঝতে পারি৷যেকোনো ইন্ডিকেটরই হোক না কেন তার উপর সম্পূর্ণ নির্ভর করে ট্রেড করে নিয়মিত প্রফিট পাওয়া সম্ভব হয় না৷ট্রেডে এন্ট্রী করার আগে এই মুভিং এভারেজ সঠিক ভাবে ব্যাবহার করে কনর্ফাম হয়ে নেওয়া ভালো৷মার্কেট কী বুলিশ না বেয়ারিশ তার কিছুটা হলেও আভাস পাওয়া যায়৷

aysha
2017-05-10, 10:52 AM
মুভিং এভারেজ একটা ভাল ইন্ডিকেটর । আমার মতে মুভিং এভারেজ ইন্ডিকেটর ছাড়া আমাদের কারো ট্রেড করা ঠিক না । কারন ফরেক্স ব্যবসায় অনেক লাভ ও লস রয়েছে । তাই আমি সব সময় মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করি ও অন্যদের বলি ফরেক্স ব্যবসা করার সময় এই মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করার জন্য ।

uzzal05
2017-05-13, 01:28 PM
মুভিং এভারেজ হচ্ছে প্রাইচ এর গড় দাম। মুভিং এভেরেজ দ্বারা আমরা প্রাইচ এর গড় দাম জানতে পারি। প্রায় প্রত্যক ট্রেডারগন ট্রেড এর ক্ষেত্রে মুভিং এভারেজ ব্যবহার ক্রে থাকে। এটা খুবই জনপ্রিয় ট্রেডিং টুল। আমি নিজেও মুভিং এভারেজ ব্যবহার করে থাকি।

01797733223
2017-12-07, 07:39 PM
অন্যান্য ইন্ডিকেটরের মত এটাও একটা ইন্ডিকেটর, এটাই হচ্ছে মুভিং এভারেজ । আমার মতে এটা আপনাকে সেরকম প্রফিট দিতে পারবে না, কেননা এটা ঠিক সঠিক সময়ে আপনাকে সিগনাল দিতে অক্ষম, মার্কেটের ঘটনা ঘটার পরে ও আপনাকে সিগনাল দিবে । সুতরাং আপনি আপনার নিজস্ব একটা সিস্টেম তৈরী করেন এবং সেই সিস্টেমকে ডেবলাভ করে ট্রেড করার চেষ্টা করেন ।

expkhaled
2018-06-09, 11:29 AM
ফরেক্স মার্কেট এর মুভিং এভারেজ একটি ইন্ডিকেটর। যা ডায়নামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। মুভিং এভারেজ দিয়ে ট্রেড করা যায় মোটামুটি সঠিক ভাবে। শুধু মুভিং এভারেজ দিয়েও একটি সিস্টেম তৈরী করা যায়। তবে যত ইন্ডিকেটর আছে সব গুলোই কখনও কখনও সঠিক ধারনা নাও দিতে পারে। তাই শুধু মাত্র ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিত নয়।

souravkumarhazra6763
2018-06-09, 04:14 PM
মুভিং এভারেজ হলো একটি ইন্ডিকেটর,এর মারধমে আমরা বাই এবং সেল এর কনফারমেশন পেতে পারি,অনান্য ইন্ডিকেটর এর তুলনায় এটি খুব জনপ্রিয়,কিন্তু আমি মনে করি ইন্ডিকেটের সব সময় আপনাকে সঠিক ইনফরমেশন দিবেনা,তাই সব সময় ইন্ডিকেটর এর উপর ডিপেন্ড না করায় ভালো।

Gforp
2018-06-09, 07:07 PM
যে যত বেশী এ্যানালাইসিস করব সে তত বেশী লাভবান হতে পারব । আমরা দক্ষতা অর্জন করার চেষ্টা করব । আমরা অবশ্যই অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব ।

alamsat
2018-06-11, 12:16 AM
ইন্ডিকেটর দিয়ে ট্রেড করলে কিছুটা মার্কেট মুভমেন্ট সম্পর্কে জানা যায় তার মধ্য মুভিং এভারেজ অন্যতম। ফরেক্স ট্রেডে কোন উন্ডিকেটর ভবিষ্যৎ সম্পর্কে ১০০% নির্দেশনা দিতে পারে না। এর জন্য মার্কেট সম্পর্কে অবশ্যয় এনালিসিস করে ট্রেড করতে হয়। কিন্তু মুভিং এভারেজ এর মাধ্যমে কিছুটা হলেও বোঝা যায় মার্কেট কোনদিকে যেতে পারে। অনেক অভিজ্ঞ ট্রেডারগন তাদের ট্রেড করার সময় এটি ব্যবহার করে থাকে।

sumon918
2019-04-27, 11:23 PM
মুভিং এভারেজ হলো একটি জনপ্রিয় ইন্ডিকেটর। এই ইনডিকেটর অনেকেই ইউজ করে থাকে তবে আমার মতে ইন্ডিকেটর দেখে আপনি ট্রেড না করে ওই সিগন্যালকে মার্কেটের সাথে মিলিয়ে একটা এভারেজ এনালাইসিস করে ট্রেড করুন তাতে সফলতার হার বেশি পাওয়া যাবে। কোন ইন্ডিকেটরের উপরে শতভাগ আস্থা রাখা যাবে না।তবে ইন্ডিকেটর দেখবেন এতে মার্কেট কি পজিশন এ আছে সেটা অন্তত জানা যাবে।ধন্যবাদ।

bdunity
2019-04-28, 11:28 AM
ফরেক্সে ট্রেড করার আগে বাজার এনালাইসিস করতে হয় । আর এই এনালাইসিসের একটি অংশই হলো মুভিং এভারেজ । মুভিং এভারেজের মাধ্যমে ফরেক্স বাজারের ভবিস্বৎ উঠা-নামার ব্যাপারে মোটা-মুটি ধারনা অর্জন করা যায় । তবে মুভিং এভরেজের উপর ভিত্তি না করে নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করুন।

babubd
2019-04-28, 03:03 PM
মুভিং এভারেজ,মুলত ফরেক্স মার্কেটের খুব জনপ্রিয় একটি ইন্ডেকেটার । ফরেক্স মার্টেক এনালাইসিসের ক্ষেত্রে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে । তবে কোন ইন্ডিকেটরের উপর একক ভাবে ভরসা করে ট্রেড করা ঠিক হবে না । কারন কোন ইন্ডিকেটর শিওর খবর প্রকাশ করে না । শুধু ধারনা মাত্র দিয়ে থাকে ।

MdSohagMiah
2019-04-29, 04:47 PM
একটি নির্দিষ্ট সময়ের পরিধিতে মার্কেটের এভারেজ প্রাইস ভ্যালু কি ছিল তা বোঝার জন্য মুভিং এভারেজ খুবই জনপ্রিয় এবং সচরাচর ব্যবহৃত একটি টুল। মুভিং এভারেজ সাধারনভাবে সাম্ভাব্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর এরিয়া এবং গতি পরিমাপক একটি টুল হিসেবে ব্যবহৃত হয় । এই টুলটিকে রোলিং (Rolling) বা রানিং (Running) এভারেজ টুল ও বলা হয়ে থাকে এবং এই মুভিং এভারেজকে টেকনিক্যাল এনালাইসিসের প্রাণ হিসেবে আখ্যায়িত করা হয়। বিগিনার থেকে শুরু করে প্রফেশনাল ট্রেডার সবাই মুভিং আভারেজ টুলটি ব্যাবহার করে।

শেয়ার মার্কেটে মোটামুটি ২ ধরণের মুভিং এভারেজ ট্রেডাররা বেশি ব্যবহার করে থাকে।

১। SMA – সিম্পল মুভিং এভারেজ (Simple Moving Average)



২। EMA – এক্সপোনেন্সিয়াল মুভিং এভারেজ (Exponential Moving Average)



মুভিং এভারেজ এর ধরনঃ



শেয়ার মার্কেটে মোটামুটি ৪ ধরণের মুভিং এভারেজ ট্রেডাররা বেশি ব্যবহার করে থাকেঃ

১. সিম্পল মুভিং এভারেজ (SMA)

২. এক্সপোনেন্সিয়াল মুভিং এভারেজ (EMA)

৩. স্মুথ মুভিং এভারেজ (SMMA)

৪. লিনিয়ার ওয়েটেড মুভিং এভারেজ (LWMA)

Sid
2020-12-10, 10:01 AM
ফরেক্স মার্কেট এ সব থেকে জনপিয় ইনডিকেটর এর নাম হল মুভিং এভারেজ ফরেক্স মার্কেট এ এই ইনডিকেটর ব্যবহার করে নাই এমন মানুষ মনে হয় খুজে পাওয়া যাবে না, এখন ও ফরেক্স মার্কেট এ হাজার হাজার ট্রেডার এই ইনডিকেটর ব্যবহার করে লাভ করে আসছে আপনি যদি ফরেক্স মার্কেট এ মুভিং এভারেজ ব্যবহার করতে পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এর একজন সফল ফরেক্স ট্রেডার হতে পারবেন আমি মনে করি

Starship
2021-01-16, 11:46 AM
ফরেক্স মার্কেটে আমরা মার্কেট সম্পর্কে পূর্ব ধারণা বা বিভিন্ন ধরনের এনালাইসিস করে থাকে এর পাশাপাশি বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। আর মুভিং এভারেজ এটি অন্যতম জনপ্রিয় ইন্ডিকেটর যা অনেকে পছন্দের একটি ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর এর সাহায্যে এনালাইসিস করার অনেক সহজ হয়। মুভিং এভারেজ ছাড়াও অনেক ধরনের ইন্ডিকেটর পাওয়া যায়। তবে পুরোপুরি ইন্ডিকেটরের উপর ভিত্তি করে ট্রেড করা উচিত নয় আমার মতে। নিজের অভিজ্ঞতা বৃদ্ধি করতে হবে।

Smd
2021-01-16, 12:28 PM
মুভিং এভারেজ হলো মার্কেট টার্মিনালের ব্যবহারিত একটি ইন্ডিকেটর। ফরেক্স মার্কেট এ হাজার হাজার ট্রেডার এই ইনডিকেটর ব্যবহার করে লাভ করে আসছে আপনি যদি ফরেক্স মার্কেট এ মুভিং এভারেজ ব্যবহার করতে পারেন । যা ডায়নামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। মুভিং এভারেজ দিয়ে ট্রেড করা যায় মোটামুটি সঠিক ভাবে। শুধু মুভিং এভারেজ দিয়েও একটি সিস্টেম তৈরী করা যায়।

EmonFX
2021-01-16, 04:28 PM
ভাই সকল, আমি দেখছি যে মুভিং এভারেজ এ ফলো করে ট্টেড করলে অনেকটা ভাল সফল পাওয়া যায়। তাহলে আপনার কাছে কী মনে হয়?:woo:

ফরেক্স ট্রেডিংয়ে ইন্ডিকেটর নির্ভরতা যতই কমানো যায় ততই ভালো। আমরা যারা নতুন ফরেক্স ট্রেডার তারা অনেককেই ইন্ডিকেটর নির্ভর ট্রেডিং করে থাকি। কোন ইন্ডিকেটর আপনাকে ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে নিশ্চয়ই তা দিতে পারে না, এটি শুধু ধারণামাত্র। ইনডিকেটরের সাধারণত মার্কেটের পূর্ববর্তী অবস্থার একটি এভারেজ তুলে ধরা হয়। অবশ্য নতুন ট্রেডারদের ফরেক্স ট্রেডিং সম্পর্কে তেমন কোন ধারণা থাকে না বিদায় শুরুতে কিছুটা ইন্ডিকেটর নির্ভর ট্রেডিং করা যেতে পারে। তবে সময়ের সাথে সাথে অবশ্যই ইন্ডিকেটর পরিহার করার চেষ্টা করা উচিত। ফরেক্সে যারা অভিজ্ঞ তারা তারা সাধারণত কোন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করেন না। ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস এর সাথে নিজের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ট্রেডিং করে থাকেন।

KAZIMAJHARULISLAM
2021-01-16, 04:43 PM
ফরেক্স ট্রেডিং এ মুভিং এভারেজ একটি অতি পরিচিত ও দরকারি ইন্ডিকেটর।এই ইন্ডিকেটর এর সাহায্যে আপনি খুব সহজেই মার্কেট এর ভবিষ্যৎ মুভমেন্ট সম্পর্কে জানতে পারবেন। সেই সাথে আপনি সুযোগ বুঝে ট্রেডে এন্ট্রি নিয়ে,প্রফিট করতে পারবেন। তবে অবশ্যই ইন্ডিকেটর ব্যবহারের পূর্বে, আপনাকে ফরেক্স সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে।মুভিং এভারেজ সিগন্যাল, লং টাইম-ফ্রেমে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। এছাড়াও মুভিং এভারেজ ব্যবহারে আপনাকে সর্বদা নিউজ সম্পর্কে আপডেট থাকতে হবে।

ABDUSSALAM2020
2021-01-16, 11:45 PM
মার্কেটে যারা আমরা নতুন তারা সব সময় ইন্ডিকেটর খোজার জন্য ব্যস্ত হয়ে পড়ি।কিন্তু যারা সফল ট্রেডার তারা কখনো ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড ওপেন করে না।তারা মার্কেটে এনালাসিস করে ট্রেড ওপেন করে।ইন্ডিকেটর কখনো ট্রেদিঙ্গের ভব্যিষত সম্পর্কে বলতে পারে না।তাই ইন্ডিকেটর খোজা বাদ দিয়ে আমাদের ট্রেডিং দক্ষতা বাড়ানোর চেস্টা করতে হবে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Md.shohag
2021-01-18, 02:57 PM
ফরেক্স মার্কেট এর মুভিং এভারেজ একটি ইন্ডিকেটর। যা ডায়নামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। মুভিং এভারেজ দিয়ে ট্রেড করা যায় মোটামুটি সঠিক ভাবে। শুধু মুভিং এভারেজ দিয়েও একটি সিস্টেম তৈরী করা যায়। তবে যত ইন্ডিকেটর আছে সব গুলোই কখনও কখনও সঠিক ধারনা নাও দিতে পারে। তাই শুধু মাত্র ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিত নয়।

alex96
2021-01-18, 03:33 PM
ফরেক্স মার্কেটের সর্বাধিক মূলধারার চিহ্নিতকারী হল মুভিং এভারেজ। যে ব্যক্তিরা ফরেক্স মার্কেটে এই মার্কারটি ব্যবহার করেননি তারা খুঁজে পাওয়া যায় না এবং এখন ফরেক্স মার্কেটের বিপুল সংখ্যক বণিক এই পয়েন্টারটি ব্যবহার করে অর্জন করছেন আমি দেখি আপনি বিদেশি ফরেক্স মার্কেটে ফলবান ফরেক্স ডিলার হতে পারেন আপনি স্বাভাবিক ব্যবহার করতে পারেন যে সুযোগ বন্ধ

FRK75
2021-01-19, 02:32 PM
মুভিং এভারেজ একটি ভালো ইন্ডিকেটর যা দিয়ে আমরা ট্রেন্ড কনর্ফামেশন বুঝতে পারি৷যেকোনো ইন্ডিকেটরই হোক না কেন তার উপর সম্পূর্ণ নির্ভর করে ট্রেড করে নিয়মিত প্রফিট পাওয়া সম্ভব হয় না৷ট্রেডে এন্ট্রী করার আগে এই মুভিং এভারেজ সঠিক ভাবে ব্যাবহার করে কনর্ফাম হয়ে নেওয়া ভালো৷কিন্তু আমি মনে করি ইন্ডিকেটের সব সময় আপনাকে সঠিক ইনফরমেশন দিবেনা,তাই সব সময় ইন্ডিকেটর এর উপর ডিপেন্ড না করায় ভালো।

Smd
2021-04-14, 04:51 AM
ফরেক্স মার্কেট এ এই ইনডিকেটর ব্যবহার করে নাই এমন মানুষ মনে হয় খুজে পাওয়া যাবে না, এখন ও ফরেক্স মার্কেট এ হাজার হাজার ট্রেডার এই ইনডিকেটর ব্যবহার করে লাভ করে আসছে আপনি যদি ফরেক্স মার্কেট এ মুভিং এভারেজ ব্যবহার করতে পারেন। মুভিং এভারেজ দিয়ে ট্রেড করা যায় মোটামুটি সঠিক ভাবে। শুধু মুভিং এভারেজ দিয়েও একটি সিস্টেম তৈরী করা যায়। তবে যত ইন্ডিকেটর আছে সব গুলোই কখনও কখনও সঠিক ধারনা নাও দিতে পারে।

FRK75
2021-09-03, 10:28 AM
ফরেক্সে ট্রেড করার আগে বাজার এনালাইসিস করতে হয় । আর এই এনালাইসিসের একটি অংশই হলো মুভিং এভারেজ । মুভিং এভারেজের মাধ্যমে ফরেক্স বাজারের ভবিস্বৎ উঠা-নামার ব্যাপারে মোটা-মুটি ধারনা অর্জন করা যায় ।

Smd
2021-12-17, 12:59 PM
এই ইনডিকেটর অনেকেই ইউজ করে থাকে তবে আমার মতে ইন্ডিকেটর দেখে আপনি ট্রেড না করে ওই সিগন্যালকে মার্কেটের সাথে মিলিয়ে একটা এভারেজ এনালাইসিস করে ট্রেড করুন তাতে সফলতার হার বেশি পাওয়া যাবে। কোন ইন্ডিকেটরের উপরে শতভাগ আস্থা রাখা যাবে না। বিভিন্ন ধরনের এনালাইসিস করে থাকে এর পাশাপাশি বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। আর মুভিং এভারেজ এটি অন্যতম জনপ্রিয় ইন্ডিকেটর যা অনেকে পছন্দের একটি ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর এর সাহায্যে এনালাইসিস করার অনেক সহজ হয়। মুভিং এভারেজ ছাড়াও অনেক ধরনের ইন্ডিকেটর পাওয়া যায়।

Mas26
2021-12-17, 11:18 PM
মুভিং এভারেজ একটি ভালো ইন্ডিকেটর যা দিয়ে আমরা ট্রেন্ড কনর্ফামেশন বুঝতে পারি৷যেকোনো ইন্ডিকেটরই হোক না কেন তার উপর সম্পূর্ণ নির্ভর করে ট্রেড করে নিয়মিত প্রফিট পাওয়া সম্ভব হয় না৷ট্রেডে এন্ট্রী করার আগে এই মুভিং এভারেজ সঠিক ভাবে ব্যাবহার করে কনর্ফাম হয়ে নেওয়া ভালো৷মার্কেট কী বুলিশ না বেয়ারিশ তার কিছুটা হলেও আভাস পাওয়া যায়৷ফরেক্স মার্কেট এ সব থেকে জনপিয় ইনডিকেটর এর নাম হল মুভিং এভারেজ ফরেক্স মার্কেট এ এই ইনডিকেটর ব্যবহার করে নাই এমন মানুষ মনে হয় খুজে পাওয়া যাবে না।এখন ও ফরেক্স মার্কেট এ হাজার হাজার ট্রেডার এই ইনডিকেটর ব্যবহার করে লাভ করে আসছে আপনি যদি ফরেক্স মার্কেট এ মুভিং এভারেজ ব্যবহার করতে পারেন।তা হলে আপনি ফরেক্স মার্কেট এর একজন সফল ফরেক্স ট্রেডার হতে পারবেন।

FRK75
2022-02-03, 02:42 PM
আমরা নতুন তারা সব সময় ইন্ডিকেটর খোজার জন্য ব্যস্ত হয়ে পড়ি।কিন্তু যারা সফল ট্রেডার তারা কখনো ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড ওপেন করে না।তারা মার্কেটে এনালাসিস করে ট্রেড ওপেন করে।ইন্ডিকেটর কখনো ট্রেদিঙ্গের ভব্যিষত সম্পর্কে বলতে পারে না।তাই ইন্ডিকেটর খোজা বাদ দিয়ে আমাদের ট্রেডিং দক্ষতা বাড়ানোর চেস্টা করতে হবে।